দৈনিক প্রথম সংবাদ

দৈনিক প্রথম সংবাদ দৈনিক প্রথম সংবাদ
সত্যের সন্ধানে

বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা ১২ বিষয়১. বন্ধুত্ব চিরস্থায়ী নয় – জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে দূরে সরে যায়।2...
20/04/2025

বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা ১২ বিষয়

১. বন্ধুত্ব চিরস্থায়ী নয় – জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে দূরে সরে যায়।

2. নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ – আত্মসম্মান ও মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়ে মূল্যবান।

3. কেউ পরিশ্রম দেখে না, সবাই শুধু ফলাফল দেখে – সফল হলে প্রশংসা, ব্যর্থ হলে সমালোচনা। তাই নিজের জন্যই পরিশ্রম করুন।

4. হৃদয়ভঙ্গ ও ব্যর্থতা জীবনেরই অংশ – এগুলো এড়ানো নয়, বরং শেখার সুযোগ হিসেবে দেখাই শ্রেয়।

5. বাড়ির মতো আপন কোনো জায়গা নেই – দুনিয়ার যেখানেই যান, মানসিক শান্তির ঠিকানা একটাই—নিজের ঘর।

6. পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ – বন্ধু, গ্ল্যামার বা সামাজিক মর্যাদা ক্ষণস্থায়ী, কিন্তু পরিবার ও অর্থ দীর্ঘমেয়াদে আপনাকে আগলে রাখে।

7. বই-ই সত্যিকার বন্ধু – বই কখনো প্রতারণা করে না, বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায়।

8. শারীরিক ব্যায়াম চাপ কমায় – শুধু ফিটনেসের জন্য নয়, মানসিক প্রশান্তির জন্যও ব্যায়াম জরুরি।

9. অনুশোচনা ও কান্নায় সময় নষ্ট নয় – যা হয়ে গেছে, তা আর ফিরে আসবে না। সামনে এগোনোর দিকেই নজর দিন।

10. আজ যা চাইছেন, কাল হয়তো তার মূল্যই থাকবে না – মানুষের চাহিদা বদলায়, তাই আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই ভালো।

11. আপনার সিদ্ধান্তই জীবন গড়ে দেয়, ভাগ্য নয় – ভাগ্য নির্ধারিত নয়, বরং আপনার সিদ্ধান্তই ভবিষ্যৎ তৈরি করে।

12. শৈশবই জীবনের সেরা সময় – দায়িত্বহীন, নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনোই ফিরে আসে না।

প্রিটোরিয়ার এক নিস্তব্ধ সন্ধ্যায় ছোট্ট ইলন কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। বাইরে ক্রিকেটের ডাক, কিন্তু তার কানে প...
17/04/2025

প্রিটোরিয়ার এক নিস্তব্ধ সন্ধ্যায় ছোট্ট ইলন কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। বাইরে ক্রিকেটের ডাক, কিন্তু তার কানে পৌঁছায় না কিছুই। আঙুলগুলো কী-বোর্ডের উপর দ্রুত ছুটছে, কোডের পর কোড জুড়ে চলেছে এক অদৃশ্য সেতু। বারো বছর বয়সে সে তৈরি করে ফেলেছে 'ব্লাস্টার'—একটি ভিডিও গেম। বিক্রি করে দিয়েছে একটি কম্পিউটার ম্যাগাজিনকে, মাত্র পাঁচশো ডলারে। প্রথম উপার্জন, কিন্তু তার চোখে লোভ নেই, আছে শুধু বিস্ময়। "এটা তো স্রেফ শুরু," সে মনে মনে বলে।

মায়ের বইয়ের তাক থেকে টেনে আনা আইজ্যাক অ্যাসিমভের 'ফাউন্ডেশন' সিরিজ তার বালিশের নিচে লুকোনো। রাতের পর রাত সে পড়ে, কল্পনা করে কীভাবে মানবসভ্যতা নক্ষত্র থেকে নক্ষত্রে ছড়িয়ে পড়বে। স্কুলের ক্লাসে যখন শিক্ষক জিজ্ঞাসা করেন, "তুমি বড় হয়ে কী হতে চাও?" ইলন উত্তর দেয়, "যে পৃথিবী বদলে দেবে।" ক্লাসের সবাই হাসে।

-----

কানাডার ঠান্ডা হাওয়ায় দাঁড়িয়ে ইলনের গায়ে কাঁটা দেয়। পেনসিলভানিয়া ইউনিভার্সিটির ল্যাবরেটরিতে সে দিনের পর দিন কাজ করে, কিন্তু মন পড়ে থাকে অন্যত্র। স্ট্যানফোর্ডে পিএইচডি শুরু করার মাত্র দুই দিন পর সে সব ছেড়ে দেয়। অধ্যাপকরা অবাক, "পাগল নাকি?" কিন্তু ইলন জানে, ক্লাসরুমের চার দেওয়ালের বাইরে অপেক্ষা করছে বিশাল এক বিশ্ব।

১৯৯৫। ইন্টারনেট তখনও শিশু। ইলন আর তার ভাই কিম্বাল মিলে তৈরি করে 'Zip2'—একটি অনলাইন ডিরেক্টরি। অফিস বলতে এক ভাঙা গ্যারেজ। শীতের রাতে সে সোফায় ঘুমায়, কম্পিউটারকে বালিশ বানিয়ে। ব্যাংক একাউন্টে মাত্র কয়েক ডলার। একদিন সকালে উঠে দেখে, কী-বোর্ডের নিচে এক ইঁদুর মরে আছে। সে হাসে, "এটাও কি কোনো সংকেত?"

-----

Zip2 বিক্রি করে সে পায় ২২ মিলিয়ন ডলার। সবাই ভাবে, এখন সে সুখে থাকবে। কিন্তু ইলন পুরো টাকা ঢেলে দেয় 'X.com'-এ—একটি অনলাইন পেমেন্ট সিস্টেম। ব্যাংকাররা তাকে উপহাস করে, "লোকেরা ইন্টারনেটে টাকা দেবে? পাগলামি!" এক বছর না যেতেই X.com ধসে পড়ে। বোর্ড মেম্বাররা ইলনকে সরিয়ে দেয়।

কিন্তু সে হাল ছাড়ে না। নতুন নামে—'পেপ্যাল'—আবার শুরু করে। ২০০২। ইবে পেপ্যাল কিনে নেয় ১.৫ বিলিয়ন ডলারে। ইলনের ভাগে আসে ১৮০ মিলিয়ন। সবাই চিন্তা করে, এবার সে বিশ্রাম নেবে। কিন্তু সেদিন রাতেই সে ডেকে আনে রকেট ইঞ্জিনিয়ারদের, বলে, "মহাকাশে যেতে হবে। মার্সে কলোনি বানাব।"

-----

স্পেসএক্সের প্রথম তিনটি রকেট বিস্ফোরিত হয়। মিডিয়া তাকে 'টিনফয়েল হিরো' বলে উপহাস করে। ২০০৮। টেসলা ধুঁকছে, আর্থিক সংকটে। ইলনের ব্যক্তিগত সঞ্চয় শেষ। একই সময় তার বিবাহবিচ্ছেদ হয়। এক সাক্ষাৎকারে সে কেঁদে ফেলে, "আমি ব্যর্থ হতে পারি। কিন্তু চেষ্টা করব।"

সেই বছরই নাসার চুক্তি আসে। স্পেসএক্সের ফ্যালকন ৯ সফলভাবে উড়ে। টেসলা রোডস্টার বাজারে আনে বিপ্লব। ইলন চুপচাপ একটি নোটবুকে লিখে রাখে, "যারা আমাকে থামাতে চেয়েছিল, তাদের ধন্যবাদ। তোমাদের জন্যই আমি আরও জোরালো হয়ে ফিরেছি।"

-----

২০১৫। এক রাতের গভীরে ইলন তার লস অ্যাঞ্জেলেসের বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। হাতে এক কাপ কফি, চোখ আকাশে। তার ফোন বেজে ওঠে—একটি মেসেজ। নিউরালিংকের টিম লিখেছে, "এবার কাজ করেছে।" সে মুচকি হাসে। এই প্রকল্পটি গোপন। পৃথিবী জানে না, ইলন মানুষের মস্তিষ্ক আর কম্পিউটারের সংযোগ ঘটাতে চায়।

অন্য এক সন্ধ্যায়, টেসলার ফ্যাক্টরিতে এক কর্মী তাকে জিজ্ঞাসা করে, "স্যার, আপনি কিভাবে এত কিছু করেন?" ইলন উত্তর দেয়, "ভয়কে কাজে লাগাও। প্রত্যেক ভোর আমার মনে হয়, আজই সব শেষ হয়ে যাবে। তখনই আমি উঠে পড়ি, আরও কঠোর পরিশ্রম করি।"

-----

আজ ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। কিন্তু তার গ্যারেজে এখনও সেই পুরনো কী-বোর্ডটি রাখা আছে—যার নিচে ইঁদুর মরে ছিল। স্টারলিংকের স্যাটেলাইটগুলি আকাশে জাল বুনছে, আর সে স্বপ্ন দেখে মঙ্গলের শহরের। কেউ জানে না, সে রাতে ঘুমের মধ্যে কী বলে। হয়তো বলে, "এখনও অনেক বাকি।"



11/02/2025

অবশ্যই মানুষ তার কর্ম যোগ্যতার ভিত্তিতে সম্মান বা গুরুত্ব পেয়ে থাকে। যে যেমন সম্মাননা পাচ্ছেন সেটাই তার যোগ্যতা। এবং মানুষ যখন তার যোগ্যতার বেশি আশা করে বা পায় তখনই সমস্যা টা হয়ে থাকে।

19/12/2024

অহংকারী হওয়ার চেষ্টা করছি যাতে মাটিতে 'পা' না পরে। কারণ, ফ্লোর অনেক ঠান্ডা🤭😅

28/11/2024

বাংলাদেশে বন্ধ করা হল সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল। আজ থেকে বন্ধ করা হল সম্প্রচার।‼️💥

26/11/2024

৩টা ইউনিক কিন্তু প্রফিটেবল বিজনেস আইডিয়াঃ

(১) একটা ইন্সটাগ্রাম নিশ বেইজড বিজনেস প্রোফাইল; যেখানে শুধুমাত্র ইকো-ফ্রেন্ডলি ক্রাফটস পাওয়া যাবে

(২) একটা ফেসবুক প্রফেশনাল পেইজ, যেখানে যোগাযোগ করে বিভিন্ন জায়গায় সাইকেল ও বাইক ভাড়া করা যাবে

(৩) একটা সোশ্যাল মিডিয়া মাইক্রো অ্যাজেন্সি; যেখান থেকে শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়ার সবধরণের সেবা পাওয়া যাবে

শুরু করতে প্রয়োজনঃ
- একটা প্রোডাক্ট/সার্ভিস
- একটা পেইজ/ওয়েবসাইট/অ্যাপ
- বিকাশ/নগদ/রকেট
- মার্কেটিং স্কিল

স্কিলগুলো জানা থাকলে, শুরু করতে দরকার — মাত্র চব্বিশ ঘন্টা 💯

শুরু করে দিন, প্রয়োজনে মেসেজ করতে পারেন 🖤

১৫০ বছরের পুরনো ঐতিহ্য ট্রাম বন্ধ হতে চলছে। শুধু মাত্র, এসপ্ল্যানেড ( নিউ মার্কেট ) থেকে ময়দান পর্যন্ত চলবে। যা, কলকাতায়...
25/09/2024

১৫০ বছরের পুরনো ঐতিহ্য ট্রাম বন্ধ হতে চলছে।
শুধু মাত্র,
এসপ্ল্যানেড ( নিউ মার্কেট ) থেকে ময়দান পর্যন্ত চলবে। যা, কলকাতায় বেড়াতে আসা পর্যটকদের পুরনো ঐতিহ্যের স্বাদটা দিতে পারে 😊

কলকাতা ট্রাম সিস্টেম, হল একটি এলআরটি সিস্টেম যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী শহর কলকাতায় পরিষেবা দেয় প্রাচীনতম ট্রাম নেটওয়ার্ক। ভারতে অপারেটিং, এবং এশিয়ার প্রাচীনতম অপারেটিং ট্রামওয়ে। এটি বর্তমানে ভারতের একমাত্র অপারেটিং ট্রাম নেটওয়ার্ক।

19/09/2024

দৈনিক প্রথম সংবাদ
সত্যের সন্ধানে

Send a message to learn more

14/09/2024

কক্সবাজারে এখন পর্যন্ত তথ্য পাওয়া গেছে যে প্রায় ২৫ হাজারের বেশী পর্যটক আটকে পড়েছে অতিবৃষ্টির পানিতে ☹️

03/09/2024
01/09/2024

আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!

বিশ্বে যা-কিছু মহান্‌ সৃষ্টি চির-কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।

বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি,
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।

Address

Motijheel
Dhaka
1204

Telephone

+8801870185580

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক প্রথম সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক প্রথম সংবাদ:

Share

Category