Entertainment BY HR Ripon

Entertainment BY HR Ripon Probash Life - প্রবাস জীবন প্রবাসী দের সুখ দুঃখের সাথী হতে চাই। ফলো দিয়ে সাথে থাকুন।

09/05/2025

You won’t believe what happens when this huge stone falls on the car! 😳


কখনো কখনো নিজের পথে একাই হাঁটতে হয় — না পেছনে তাকিয়ে, না সামনে কী আছে সেটা জেনে।পায়ের নিচে পাথর, চোখের সামনে পাহাড়… তবুও...
07/05/2025

কখনো কখনো নিজের পথে একাই হাঁটতে হয় — না পেছনে তাকিয়ে, না সামনে কী আছে সেটা জেনে।
পায়ের নিচে পাথর, চোখের সামনে পাহাড়… তবুও এগিয়ে যেতে হয়, কারণ গন্তব্যটা শুধু একটা জায়গা নয়, একটা অনুভব।

🧭 আজকের দিনটা সেই অনুভবের সাথে একান্ত নিজের জন্য কাটানো… প্রকৃতির মাঝে, নির্জনতায়, এবং নিজের ভেতরের কণ্ঠস্বরের কাছে।

"এক গ্লাস ঢাকাঃ স্মৃতির শহরকে বন্দি করেছি কাচের কোণে!"একটি গ্লাসের ভেতরে ঢাকার প্রাণ—লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, জাতীয়...
07/05/2025

"এক গ্লাস ঢাকাঃ স্মৃতির শহরকে বন্দি করেছি কাচের কোণে!"

একটি গ্লাসের ভেতরে ঢাকার প্রাণ—লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, জাতীয় সংসদ ভবন, শহীদ মিনার, আর চারপাশে রিকশা, চা-স্টল, বাজারের হাকডাক আর মানুষের কোলাহল।
এই দৃশ্য যেন ঢাকার প্রেমে পড়া মানুষের হৃদয়ের একটা টুকরো!

আলোকছায়ার খেলায় সাজানো এই ছোট্ট শহরটি শুধু চোখ নয়, মনও জয় করে।
এই শহরের প্রতিটা রাস্তা, গন্ধ, আলো—সবই যেন এক অপূর্ণ ভালোবাসার গল্প বলে।

#ঢাকা_আমার_প্রেম

*😜 বন্ধুরা এমনই হয়! কেউ টাকার সময় গায়েব, আবার কেউ খাওয়ার সময় হঠাৎ উদয়! 🤣*  কিছু বন্ধু আছে:  🍔 খাওয়ার সময় — “ভাই, আমি না ...
06/05/2025

*😜 বন্ধুরা এমনই হয়! কেউ টাকার সময় গায়েব, আবার কেউ খাওয়ার সময় হঠাৎ উদয়! 🤣*

কিছু বন্ধু আছে:
🍔 খাওয়ার সময় — “ভাই, আমি না সকাল থেকে কিছু খাইনি!”
🧾 বিল আসলেই — “ভাই, আমার বিকাশ কাজ করতেছে না!”
📱 গল্প চললে — “তুই তো জানিস, আমিই তো তোর আসল বন্ধু!”
😎 আর কিছু বন্ধু আছেন, যারা শুধু ছবি তুলে — “ভাই, ক্যাপশন কি দিবো?”

**বন্ধুদের ছাড়া জীবন চলতো ঠিকই…
কিন্তু এত মজার হতো না! ❤️😂**

তাই বলি, বন্ধু মানেই হাহা + হুজুগ + হালচাল!
কমেন্টে ট্যাগ করো সেই বন্ধুকে, যার কথা মনে পড়ে গেল! 👇👇

#বন্ধুদেরকথা #বন্ধুত্ব #মজারপোস্ট #হাসিরডোজ

একটা নির্জন গলির মোড়ে, দুপুরের রোদে দুটো বিড়াল—একটা ধূসর আর একটা কমলা রঙের—চোখে আগুন নিয়ে পরস্পরের দিকে তাকিয়ে আছে। দুজন...
05/05/2025

একটা নির্জন গলির মোড়ে, দুপুরের রোদে দুটো বিড়াল—একটা ধূসর আর একটা কমলা রঙের—চোখে আগুন নিয়ে পরস্পরের দিকে তাকিয়ে আছে। দুজনেই গর্জন করছে, লেজ ফুলিয়ে রেখেছে। আচমকা তারা একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়ে। চারপাশে নিরবতা, কেবল তাদের চিৎকার আর থাবার শব্দ।

হঠাৎ পাশের গলি থেকে একটা সাদা-বাদামী কুকুর এসে হাজির হয়। সে সোজা দুই মারামারি করা বিড়ালের মাঝে দাঁড়িয়ে পড়ে। বিড়াল দুইটা থমকে যায়। কুকুরটা শান্ত চোখে দুজনের দিকে তাকায়, যেন বলছে “বন্ধু হও, ঝগড়া করো না।” বিড়াল দুইটা ধীরে ধীরে শান্ত হয়ে যায়। অবশেষে তিনজন একসাথে বসে পড়ে, যেন পুরোনো বন্ধু।



🐘🐱 The story of elephant and cat 🐱🐘Once there was a big body elephant and a small playful cat in a forest. The elephant ...
04/05/2025

🐘🐱 The story of elephant and cat 🐱🐘

Once there was a big body elephant and a small playful cat in a forest. The elephant always thought, "I'm so big! Who is strong like me! "
The cat on the other hand was smart. He knew, not power, intelligence was real.

One day the forest caught fire! All animals are on the way. The elephant fell under the tree seeing the fire - thinking what to do!
But the cat ran and informed everyone, showed the way and got everyone to a safe place.

At last the elephant also understood,
👉 "Growing up is not everything, even the youngest can do big things if you have intelligence and courage! "

🌟 This short story teaches us – everyone should respect, because every animal has its own qualities.

❤️ If you like the story, share it!
#বাংলাগল্প #শিশুগল্প #হাতি_আর_বিড়াল #নৈতিকশিক্ষা

🐘🐱 হাতি আর বিড়ালের গল্প 🐱🐘

একবার এক জঙ্গলে থাকত এক বিশালদেহী হাতি আর একটি ছোট্ট চঞ্চল বিড়াল। হাতি সবসময় ভাবত, "আমি তো এত বড়! আমার মত শক্তিশালী কে আছে!"
অন্যদিকে বিড়ালটি ছিল বুদ্ধিমান। সে জানত, শক্তি নয়, বুদ্ধিই আসল।

একদিন জঙ্গলে আগুন লেগে গেল! সব প্রাণী দিশেহারা। হাতি তো আগুন দেখে গাছের নিচে বসে পড়ল—ভাবছে কী করবে!
কিন্তু বিড়ালটি চটপট দৌড়ে গিয়ে সবার খবর দিল, পথ দেখিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দিল সবাইকে।

শেষমেশ হাতিও বুঝল,
👉 "বড় হওয়া মানেই সবকিছু নয়, বুদ্ধি আর সাহস থাকলে ছোটরাও বড় কিছু করতে পারে!"

🌟 এই ছোট্ট গল্পটি আমাদের শেখায় – সবাইকে সম্মান করা উচিত, কারণ প্রতিটি প্রাণীরই নিজস্ব গুণ থাকে।

❤️ যদি গল্পটা ভালো লাগে, শেয়ার করে নিও!
#বাংলাগল্প #শিশুগল্প #হাতি_আর_বিড়াল #নৈতিকশিক্ষা

25/03/2025

Address

Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Entertainment BY HR Ripon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share