04/05/2025
🐘🐱 The story of elephant and cat 🐱🐘
Once there was a big body elephant and a small playful cat in a forest. The elephant always thought, "I'm so big! Who is strong like me! "
The cat on the other hand was smart. He knew, not power, intelligence was real.
One day the forest caught fire! All animals are on the way. The elephant fell under the tree seeing the fire - thinking what to do!
But the cat ran and informed everyone, showed the way and got everyone to a safe place.
At last the elephant also understood,
👉 "Growing up is not everything, even the youngest can do big things if you have intelligence and courage! "
🌟 This short story teaches us – everyone should respect, because every animal has its own qualities.
❤️ If you like the story, share it!
#বাংলাগল্প #শিশুগল্প #হাতি_আর_বিড়াল #নৈতিকশিক্ষা
🐘🐱 হাতি আর বিড়ালের গল্প 🐱🐘
একবার এক জঙ্গলে থাকত এক বিশালদেহী হাতি আর একটি ছোট্ট চঞ্চল বিড়াল। হাতি সবসময় ভাবত, "আমি তো এত বড়! আমার মত শক্তিশালী কে আছে!"
অন্যদিকে বিড়ালটি ছিল বুদ্ধিমান। সে জানত, শক্তি নয়, বুদ্ধিই আসল।
একদিন জঙ্গলে আগুন লেগে গেল! সব প্রাণী দিশেহারা। হাতি তো আগুন দেখে গাছের নিচে বসে পড়ল—ভাবছে কী করবে!
কিন্তু বিড়ালটি চটপট দৌড়ে গিয়ে সবার খবর দিল, পথ দেখিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দিল সবাইকে।
শেষমেশ হাতিও বুঝল,
👉 "বড় হওয়া মানেই সবকিছু নয়, বুদ্ধি আর সাহস থাকলে ছোটরাও বড় কিছু করতে পারে!"
🌟 এই ছোট্ট গল্পটি আমাদের শেখায় – সবাইকে সম্মান করা উচিত, কারণ প্রতিটি প্রাণীরই নিজস্ব গুণ থাকে।
❤️ যদি গল্পটা ভালো লাগে, শেয়ার করে নিও!
#বাংলাগল্প #শিশুগল্প #হাতি_আর_বিড়াল #নৈতিকশিক্ষা