SR Das

SR Das ... একটি ভালো বই একশত বন্ধুর সমান হতে পারে কিন্তু একটি ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান... 😊🤟
(2)

20/12/2024

.

12/12/2024

প্রাপ্য অনেক,
প্রাপ্তি শূন্য,
শূন্যের আলিঙ্গনে,
আমার জীবন ধন্য..

10/12/2024

থাকার বাহানা ত একটাই, ভালোবাসা
ছেড়ে যাওয়ার বাহানা অনেকটাই, বিচ্ছেদ
ছেড়ে যাওয়ার জন্যই মানুষ কথা দেয়,
প্রতিশ্রুতির আড়ালে লুকিয়ে থাকে বিচ্ছেদের নীরব বাহানা.......ভালোবাসার নামে দেওয়া সেই কথাগুলো একদিন ভেঙে যায়, রেখে যাই শুধু শূন্যতা আর বেদনার ছায়া।

03/12/2024

জনমানব পূর্ণ আর নয়নাভিরাম সৌন্দর্যের আঁতুড়ঘরে, এই পৃথিবীর কিছু মানুষ এতটাই কপাল পোড়া হয় যে, তারা যেদিকে তাকাই সেদিকেই শূন্য হয়ে যায়। আমি নিজেও তাদের দলের একজন।
ভিক্ষুকের বেশে ভিক্ষা চাওয়ার ভঙ্গিতে তোমার কাছে তোমাকেই ভিক্ষা চেয়েছিলাম,
সেই তুমি কিনা ভিক্ষুক ভেবে কিছু খুচরা পয়সার ন্যায় কিছু স্মৃতি দিয়ে বিদায় দিলে আমাকে... 💔🥀

02/12/2024

যাকে পেয়ে যাবেন,তাকেই ভুলে যাবেন। যাকে পাবেন না, সে মনের এক কোণে রয়ে যাবে।
মিলন একসময় অভ্যাসে পরিণত হয়, নিত্যদিনের সংসারে তার বিশেষত্ব মুছে যায় কিন্তু যাকে পাওয়া হয়নি তার স্মৃতি বুকের এক কোণে রয়ে যায়, এক টুকরো দীর্ঘ শ্বাস হয়ে। যা সব সময় মনের দরজায় ধাক্কা দিয়ে যায়, এই মনটাকে সর্বদাই একটু একটু পোড়ায়।
বিরহের এমনই এক তীক্ষ্ণ গুণ আছে যে এটি ভুলতে দেয় না, বরং প্রতিটি মুহূর্তে আরো গভীর করে তোলে । মানুষের মনে না পাওয়া জিনিসটি আরও বেশি মূল্যবান হয়ে ওঠে।

তাই মিলন হয়তো সুখ দেয় আর বিরহ স্মৃতির এক অমিলন অধ্যায় হয়ে বেঁচে রয়।

মিলন ভুলিয়ে দেয়,
বিরহ ভুলিতে দেয় না।

29/11/2024
27/11/2024

শীতার্ত সকাল, কুয়াশাচ্ছন্ন চারদিক, শীতে চাদর মোড়ানো গায়ে, রেল স্টেশনের প্ল্যাটফর্মে বসে, অপেক্ষমান।
না! এই অপেক্ষা তোমার প্রত্যাবর্তনের জন্য নয়, এই অপেক্ষা যান্ত্রিক অগ্রযানের জন্য।
ক্ষণিক বিলম্বের পর, প্রবল গর্জনে প্লাটফর্মে উপস্থিত হইল ধাতব দৈত্যটি।
তাড়াহুড়া করে উঠে পড়লাম, যেমনটা অতীতে তোমার সানিধ্যে ওঠা হত।
ট্রেন গমন শুরু করল, আর আমি অপলক দৃষ্টিতে দেখে নিলাম সেই প্ল্যাটফর্ম ;যেখানে অবিস্মরণীয় স্মৃতি রচিত হয়েছিল অতীতে।
অন্তগত বেদনাবিধুর, আবেগের স্রোতে নিমজ্জিত,
চোখের কোনায় স্নিগ্ধ অশ্রবিন্দু নিয়ে বিদায় জানালাম
তোমার স্মৃতিবিজড়িত হৃদয়গ্রাহী শহরটাকে...

ভালো থেকো তুমি, সুখে থেকো

26/11/2024

মা,
তোমাকে নিয়ে কখনো লেখা হয়নি,
তবে আজকে তোমাকে নিয়ে লিখতে গিয়ে অনুভব করি,
বাক্যের গভিরতাও নত হয়ে যায় তোমার মহিমার কাছে।
তোমার স্নেহের বিস্মৃতি আর ত্যাগের অতলস্পর্শ বুঝাতে সব ভাষায় হয়ে যায় অতি ক্ষুদ্র,
তুমি শুধু একজন মানুষ নও, তুমি জীবন্ত এক মন্ত্র ; যার স্পর্শ এ জীবন পায় তার সমস্ত অর্থ!
মা শব্দটি এক অক্ষরের হতে পারে কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে অশেষ স্নেহ আর নিঃস্বার্থ ভালোবাসা.....!

19/11/2024

কুয়াশার আচ্ছাদনে মোড়ানো চারপাশ, বাতাসে ভাসছে শিশিরের ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা।
আর সূর্যের মৃদু, কোমল রশ্নি আলোকিত করছে ধরিত্রীকে।
শীতের এই স্নিগ্ধ সকালে শূন্যতা যেন মনকে এক গভীর প্রশান্তির স্রোতে ভাসিয়ে নেয়,হৃদয়ে প্রবাহিত করে নির্মল এক শীতল আনন্দধারা।
প্রকৃতির তার মোহনীয় রূপে মায়ার পরশ বুলিয়ে যেন বলে,
এই নিস্তব্ধতায় নিজেকে বিলিয়ে দাও, মেলে ধরো, ক্ষণিকের জন্য তুমি হয়ে উঠো অপার সৌন্দর্যের একাংশ....

11/11/2024

ঘড়ির কাঁটা নিরব ধ্বনিতে এগিয়ে চলে-কিন্তু আমার সময় যেন তোমার স্মৃতির এক গভীর নির্জনতাই থমকে থাকে

11/11/2024

অসহ্য অস্বস্তিকর গ্রীষ্ম বিদায় নিয়েছে,বর্ষায় ভরা যৌবনে নদী তার সময় পার করছে,কাশফুলে ভরা নদীর দু পাড়,মৃদু শীতলতায় শীতকাল জানান দিচ্ছে তার আগমনী বার্তা। শহর জুড়ে পিঠা-পায়েস, নবান্নের মেলা আর উৎসবের আয়োজন চলছে --- শীতের ফিরে আসায় যেন এক আনন্দের ঢেউ ফিরে এসেছে সকলের মাঝে। তেমনি আমিও আমার নিঃসঙ্গ হৃদয় কে সাজাতাম,
যদি তুমি ফিরে আসতে।
কিন্তু দুর্ভাগ্য
অসহনীয় এ যন্ত্রণার অবসান ঘটিয়ে তুমি আর ফিরে এলে না এ নিখোঁজ নগরীতে।
কেবল এক প্রশ্নই তারা করে,তুমি কি বুঝতে পারো না এ নিঃসঙ্গ হৃদয় আজও তোমার প্রত্যাবর্তনের প্রতীক্ষায়।
নাকি তোমার সেই গহীন অভিমান তোমাকে আজও ফিরতে বাধা দিচ্ছে?
কবি...
সবেমাত্র নিখোঁজ...

09/11/2024

মনের গহীনে চাপা পড়ে থাকা স্বপ্নের ঝলকানিতে কষ্টেরা ঘুমিয়ে থাকে,
কিন্তু ঘুমাইতে পারি না কেবল আমি!
কোন এক অজ্ঞাত অপরিচিত যন্ত্রণার ছায়া আমাকে ঘুমাইতে দেয় না....
নির্ঘুম এক ক্লান্ত পথিক হয়ে হেরে যাই নিজেকে খুঁজতে খুঁজতে, শুধু একটু স্বস্থির আকাশ ছোঁয়ার অভিলাসে...

কবি......

সবেমাত্র নিখোঁজ

05/11/2024

চলেন, একদিন দেখা করি!
শহরের কোলাহল থেকে মুক্ত, পথের ধারে টঙের দোকানে বসে ধোঁয়া ওঠা এক কাপ রং চায়ের সঙ্গে নিজের অব্যক্ত অনুভূতি গুলো প্রকাশ করি,এবং খানিকটা আড্ডা দেই!
আপনি আপনার গল্প শুনাবেন আমি আমার কষ্টগুলো ভাগ করবো - হয়তো খানিকটা হালকা লাগবে.....
দেখা করবেন কিন্তু এক সময়? আর আড্ডা ও দিবেন।
ইহা একটি নিখোঁজ সংবাদ.....

04/11/2024

শুরু না হতেই ভেঙ্গে গেল,পাওয়ার আগেই হারিয়ে গেল
এ যেন এক অসম্পূর্ণ গল্প যার শেষটা কখনোই লেখা হলো না। স্বপ্নগুলো গড়ে উঠতে পারলো না, ভালোবাসার সূচনা হওয়ার আগেই সবকিছু মুছে গেল।
আশায় বুক বাধা হৃদয়টা মুহূর্তেই শূন্য হয়ে গেল, যেমন বাতাসে উড়ে যাওয়া পাতা - ধরার আগেই চোখের আড়ালে হারিয়ে গেল। অপেক্ষার দিনগুলো অর্থহীন হয়ে দাঁড়ালো,পাওয়ার আনন্দ টুকু হলো অধরা।
এই এক এমন শূন্যতা, যা মনকে ভেঙ্গে চুরমার করে দেয়,ঠিক যেন একটা ঝড় এসে সবকিছু গুড়িয়ে দিয়ে চলে গেছে আর রেখে গেছে কেবল না পাওয়ার হতাশা আর হারানোর যন্ত্রণা.....
কবি....
নিখোঁজ

04/11/2024

Weekly Challenge পূরণ করার জন্য একটা স্টার লাগবে। হেল্প প্লিজ

30/10/2024

নিরন্ত দুপুরে গোধলি সন্ধ্যায় নিঝর নিস্তব্ধ নিরঘুম এই রাতে নিজেকে কাঠগরাই দাড় করিয়ে নিজেই নিজেকে প্রশ্ন করলাম গত সাত বছরে কি করিলাম?

29/10/2024

... একটি ভালো বই একশত বন্ধু সমান হতে পারে কিন্তু একটি ভালো বন্ধু গোটা একটা লাইব্রেরির সমান...😊🤟

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when SR Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share