
17/08/2025
রেবেকা শাফির জীবন কাহিনি জানার পরে আপনি রীতিমতো হতবাক হবেন। কারণ, যতটুকু আশা করা যায়, বাস্তবে সেটি তার চেয়ে অনেক বেশি — একেবারেই ধরা ছোঁয়ার বাইরে!
আসুন, সংক্ষেপে তার অসাধারণ যাত্রা দেখে নেই—
📍 শিক্ষা জীবন (বাংলাদেশ)
SSC ও HSC সম্পন্ন করেছেন Holy Cross থেকে। পরে BUET-এ ভর্তি হওয়ার সুযোগ পান, কিন্তু Caltech থেকে অফার আসায় সেখানে ভর্তি হননি। এরপরের আন্তর্জাতিক সাফল্যের বাকি অংশ তার সিভি-তে পাওয়া যাবে।
📍 পারিবারিক পটভূমি
রেবেকার পরিবার যেন প্রতিভার এক উজ্জ্বল নক্ষত্রমালা—
🔥 বোন: Fariel Shafee
S.B. (MIT) — Major in Physics & Mathematics
Ph.D. in Physics (Princeton University)
🔥 মা: Sultana Shafee
পূর্ব পাকিস্তান মাধ্যমিক শিক্ষাবোর্ডের মেট্রিক পরীক্ষায় টপ ফিমেল স্কুল-লিভার (Gold Medal)
Intermediate Science, ঢাকা বিশ্ববিদ্যালয়: মেধা তালিকায় ৭ম স্থান
B.Sc. (Hons) Physics, ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রথম শ্রেণি
M.Sc. Physics, ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রথম নারী হিসেবে First in First Class
Ph.D. in Theoretical Particle Physics (Cavendish Laboratory, Cambridge University)
Fellow, Girton College, Cambridge
অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৭৭–২০১১)
বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সেক্রেটারি ও ভাইস-প্রেসিডেন্টসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পদে দায়িত্ব পালন
🔥 বাবা: Ahmed Shafee (Stephen Hawking-এর সহপাঠী ছিলেন বলে জানা যায়)
পূর্ব পাকিস্তানে মেট্রিক ও I.Sc. পরীক্ষায় শীর্ষস্থান অধিকারী
B.Sc. Physics (DU): সর্বোচ্চ নম্বরের রেকর্ড
Ph.D. in High Energy Physics (Cambridge University)
প্রতিষ্ঠাতা-পরিচালক, Institute of Information Technology, DU
সাবেক চেয়ারম্যান, পদার্থবিজ্ঞান বিভাগ, DU
বহু বছর Bangladesh Physical Society-এর The Physicist জার্নালের সম্পাদক
বর্তমানে উপাচার্য, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
শেষ কথা
একটি ভালো পরিবার ও অনুকূল পরিবেশ যে সাফল্যের পথে কত বড় ভূমিকা রাখে, রেবেকা শাফি তার জীবনের মাধ্যমে সেটি প্রমাণ করেছেন।
দুঃখজনকভাবে, আমাদের দেশ হয়তো কখনোই রেবেকার মতো প্রতিভাদের ধরে রাখতে পারবে না।(collected)
, , #বিওগ্রাফ্য ,