Saikat Bhowmik

Saikat Bhowmik আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই♥️
(3)

শুভ সকাল ♥️Good morning ❤️সুপ্রভাত 🥰
01/11/2025

শুভ সকাল ♥️

Good morning ❤️

সুপ্রভাত 🥰

হেড কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পরে গত এক বছরে যে শব্দগুলো বেশি ব্যবহার করেছে তার মাঝে অন্যতম হলো 'সা/ফা/র' ও স্ট্রা/গ/ল। খু...
01/11/2025

হেড কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পরে গত এক বছরে যে শব্দগুলো বেশি ব্যবহার করেছে তার মাঝে অন্যতম হলো 'সা/ফা/র' ও স্ট্রা/গ/ল।

খুব দ্রুতই সেই শব্দগুলো থেকে যে বের হতে পারছে না আমোরিম অন্তত নটিংহ্যাম ফরেস্ট ম্যাচ সেটার উদাহরণ।

প্রথমার্ধ শেষে ০-১ গোলে লিড পেলেও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হোমে ডোমিনেট করেই খেলেছে ফরেস্ট। আর দ্বিতীয়ার্ধের শুরুতেই ২-১ গোলে এগিয়ে যাওয়ার পরে রুবেন আমোরিমের সা/ফা/রিং/সের শুরু।

টানা দুই ম্যাচে একই একাদশ নামালেও সেটা নিয়ে আসলে স্বস্তির কিছু এখনো নাই আমোরিমের জন্য। বদলি হিসেবে কাকে নামাবে এটা এই ম্যাচের মতো সামনের দিনগুলোতেও একটা বিশাল চ্যালেঞ্জ হতে যাচ্ছে সম্ভবত আমোরিমের জন্য। বিশেষ করে মিডফিল্ডে ফরেস্টের এন্ডারসনের বিপক্ষে ক্যাসিমেরো-ব্রুনোকে সাব করার মতো প্লেয়ার তার কাছে অন্তত এখনো নাই। আর সেই কারণেই সম্ভবত উগার্তে- মাইনুকে নামানোর সাহস করতে পারে নাই। এই সিদ্ধান্তটা আসলে কতটুকু সঠিক ছিল তাও একটা প্রশ্ন হতে পারে। এরই ফলাফল হিসেবে ক্যাসিমেরো পুরো ম্যাচ খেললো এই মৌসুমে।

কিন্তু পুরো ম্যাচে দিয়েগো ডালোট আবারও উইং ব্যাকে আমোরিমের জন্য একটা দুর্বল দিক ছিল বললে ভুল হবে না। ডিফেন্সিভ এররের পাশাপাশি ফ্রন্টে আজকের ম্যাচে দলের সবচাইতে দুর্বল প্লেয়ার বললে খুব কম মানুষই দ্বিমত করবে।

আর অন্যদিকে আমাদ দিয়ালোর দুর্দান্ত গোল একটা পয়েন্ট পেতে সাহায্য করলেও তার ডিফেন্সিভ এবিলিটি এই ম্যাচে আবারও প্রশ্নের মুখেই পড়েছে।

কুনহা, সেসকো, এম্বেউমোদের পারফরম্যান্স খুব বেশি খারাপ ছিল তা বলার উপায় নাই। কিন্তু ক্রিয়েটিভিটি নিয়ে প্রশ্ন তুললে ভুল হবে না। সেসকো এখনো হয়লুন্ডের চাইতে বেটার কিন্তু প্রথমার্ধে এম্বেউমোর বাড়ানো বল আরও বেটার রিসিভ করতে পারতো। সেসকোকে রিপ্লেস করে কুনহাকে নাম্বার নাইন হিসেবে খেলিয়ে মাউন্টকে একটা সুযোগ দেওয়া যেতো।

কিন্তু সম্ভবত ম্যাচের অবস্থা দেখে আর সেই রিস্কও নেয় নাই আমোরিম।

ওভারঅল পারফরম্যান্স নিয়ে বলা যায় নটিংহাম ফরেস্ট ঘরের মাঠে যা খেলেছে তাতে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা ছিল বিলো দ্যা মার্ক।

এমন অবস্থায় আফ্রিকান ন্যাশনস কাপের সময় আমাদ, এম্বেউমো আর মাজারাউইকে ছাড়া ইপিএলের ম্যাচে আমোরিমের ট্যাকটিকস কী হয় সেটা একটা দেখার বিষয়। হয়তোবা জার্কজি একটা সমাধান হতে পারে নাম্বার ১০ হিসেবে কিন্তু সেটা কতটুকু এম্বেউমোর মতো হবে তা নিয়ে ডাউট থাকছেই। আবার ব্রুনো নাম্বার ১০ হিসেবে খেললে ক্যাসিমেরোর সঙ্গে মাইনু খেলতে পারে। সেক্ষেত্রে ডালোট তার প্রিয় ডান দিকে খেলার সুযোগ পেতে পারে।

নেক্সট ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে স্যানে ল্যামেন্সের পাশাপাশি পুরো ম্যানচেস্টার ইউনাইটেডের একটা বিশাল পরীক্ষা হতে যাচ্ছে। বিশেষ করে আবার মিডফিল্ড ডোমিন্যাট করা ও সেট পিসের ক্ষেত্রে।

ম্যানচেস্টার ইউনাইটেডের নেক্সট ট্রান্সফার মার্কেটে টার্গেট মিডফিল্ড প্লেয়ার। আগের ম্যাচে বালেবা আর এই ম্যাচে এন্ডারসনের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে বলা যায় আজকের ম্যাচই বেশি প্রায়োরিটি পাবে।

স্যার রেটক্লিফ, উইলকক্সরাও তাকে সেই সাপোর্ট দিয়ে যাবে।

কিন্তু তার আগ পর্যন্ত মাঠের পারফরম্যান্স বের করে নিতে হবে আমোরিমকেই। তেমনটা না হলে আসলে খুব সহজেই কমছে না রুবেন আমোরিমের 'সা/ফা/রিং/স'।

টটেনহ্যাম ম্যাচেই হয়তোবা সেই উত্তরটা পাওয়া যাবে।

ক্যাসিমেরোর একমাত্র গোলে প্রথমার্ধ শেষে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ০-১ গোলে এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড।এই মৌসুমে ক্যাসি...
01/11/2025

ক্যাসিমেরোর একমাত্র গোলে প্রথমার্ধ শেষে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ০-১ গোলে এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

এই মৌসুমে ক্যাসিমেরোর এটা তৃতীয় গোল।

ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর প্রিমিয়ার লীগে এই প্রথম টানা দুই ম্যাচে একই একাদশ মাঠে নামাচ্ছেন রুবেন আমোরিম।
01/11/2025

ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর প্রিমিয়ার লীগে এই প্রথম টানা দুই ম্যাচে একই একাদশ মাঠে নামাচ্ছেন রুবেন আমোরিম।

আবারও বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক হলেন নাজমুল হোসেন শান্ত.. ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্...
01/11/2025

আবারও বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক হলেন নাজমুল হোসেন শান্ত..

২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক থাকবেন শান্ত।

সিদ্ধান্তটা কেমন হলো?

ম্যান সিটি ও লিভারপুলের আধিপত্যের পর প্রিমিয়ার লীগ আবার ফিরে যাচ্ছে সেই পুরোনো সময়ে যেখানে যে কোনো দল যে কাউকে হারাতে পা...
01/11/2025

ম্যান সিটি ও লিভারপুলের আধিপত্যের পর প্রিমিয়ার লীগ আবার ফিরে যাচ্ছে সেই পুরোনো সময়ে যেখানে যে কোনো দল যে কাউকে হারাতে পারে বলে মনে করছেন পেপ গার্ডিওলা।

তার মতে, আমি যখন মিউনিখে ছিলাম, তখনই সবসময় শুনতাম, ইংল্যান্ডে খেলা অনেক কঠিন, কারণ এখানে সবাই সবাইকে হারাতে পারে। আমারও সবসময় এমনটাই মনে হতো।

পেপের মতে, হয়তো লিভারপুল আর আমরা মিলেই গত কয়েক বছরে এই ধারাটা কিছুটা বদলে দিয়েছিলাম। কারণ আমরা দু’দলই ধারাবাহিকভাবে ৯০-এর বেশি পয়েন্ট অর্জন করতাম। কিন্তু এখন হয়তো প্রিমিয়ার লিগ আবার সেই জায়গায় ফিরছে, যেখানে সবাই কাউকে না কাউকে হারাতে পারে।

তার মতে, এটা ভালো বিষয়। ঠিক যেমন এনবিএ'তে হয়। ওখানেও কোনো একক প্রভাবশালী দল নেই। গত চার-পাঁচ বছরে দেখেছেন, সবসময় ভিন্ন ভিন্ন দল শিরোপা জিতছে। দর্শকদের জন্য আর পুরো খেলাটার সৌন্দর্যের জন্য এটা দারুণ।

প্রকৃতি কাউকে নিরাশ করে না! স্থান: ঘুঘু-ডাঙ্গা, নিয়ামতপুর,  নওগাঁ।
01/11/2025

প্রকৃতি কাউকে নিরাশ করে না!

স্থান: ঘুঘু-ডাঙ্গা, নিয়ামতপুর, নওগাঁ।

শুভ সকাল♥️।Good morning ❤️.সুপ্রভাত ❣️।
31/10/2025

শুভ সকাল♥️।

Good morning ❤️.

সুপ্রভাত ❣️।

ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক স্যানে ল্যামেন্সের মতে, প্রিমিয়ার লিগের সেট-পিসগুলো গোলকিপারদের বিপক্ষেই স্ট্যাকড থাকে।...
31/10/2025

ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক স্যানে ল্যামেন্সের মতে, প্রিমিয়ার লিগের সেট-পিসগুলো গোলকিপারদের বিপক্ষেই স্ট্যাকড থাকে। খেলোয়াড়রা গোলকিপারের সঙ্গে সেট-পিসের সময় ভুল করেও পার পেয়ে যায়। কখনও কখনও এটা পেনাল্টি এরিয়ার ভেতরে একেবারে যু/দ্ধে/র মতো পরিস্থিতি তৈরি করে ফেলে। যা আমি কখনও দেখিনি।

লেমেন্সের মতে, প্রতিপক্ষের খেলোয়াড়েরা আপনাকে ধরে রাখে, টান দেয়, সবকিছুই করে কিন্তু এরপরেও সাধারণত রেফারিরা খেলা চালিয়ে যান।

লেমেন্স আরও বলেন, হয়তোবা এটাই প্রিমিয়ার লিগের ন্যাচার আর আপনাকে এর সঙ্গে মানিয়ে নিতে হয়। সেই অনুযায়ী ট্রেনিং করতে হয়। কিন্তু এটা যে কোনো গোলকিপারের জন্য খারাপ ব্যাপার।

| | | | |

শুভকামনা বাংলাদেশ দলের জন্য🥰।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।আগে...
31/10/2025

শুভকামনা বাংলাদেশ দলের জন্য🥰।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আগের ম্যাচের দল থেকে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান। পরিবর্তে সুযোগ পেয়েছেন- নুরুল হাসান, মেহেদী হাসান, শরীফুল ইসলাম ও পারভেজ হোসেন।

দীর্ঘ ইনজুরি শেষে অনুশীলনে ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ।তবে সহসাই তাকে মাঠ...
31/10/2025

দীর্ঘ ইনজুরি শেষে অনুশীলনে ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ।

তবে সহসাই তাকে মাঠে নামানো হবে না। বরং নভেম্বরের শেষ দিকে তাকে ম্যাচের কোনো এক সময়ে নামানো হতে পারে।

মারুফা বাংলাদেশ ও বিশ্বের জন্য অনুপ্রেরণা— জেমিমা রদ্রিগেজজেমিমাকে ফাইনালের জন্য শুভকামনা জানালেন মারুফা🥰  |   |   |   |...
31/10/2025

মারুফা বাংলাদেশ ও বিশ্বের জন্য অনুপ্রেরণা— জেমিমা রদ্রিগেজ

জেমিমাকে ফাইনালের জন্য শুভকামনা জানালেন মারুফা🥰

| | | | |

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Saikat Bhowmik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saikat Bhowmik:

Share