Voice of Islam

Voice of Islam আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ, দ্বীন প্রচারের স্বার্থে ফলো দিয়ে পাশে থাকুন।
(10)

01/12/2025

ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ
খুলনায় ৮ দলীয় সমাবেশে!

27/11/2025

নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা, কুড়াল, চা*কু যাই থাকে তা দিয়ে জিহ্বা কে*টে কু*ত্তা দিয়ে খাওয়াবেন, মামলা হলে আমার নামে হবে।

-বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা

(আজকে পাবনায় জামায়াতের উপর হামলায় বিএনপির এই স*ন্ত্রাসী নেতৃত্বে ছিল)

বিএনপির স/ন্ত্রা*সী মারামারি করে পরাজয়ের ভয়ে নির্বাচন বন্ধ করতে চায়। ভোট ডাকাতি ছাড়া কোন অবস্থায় তাদের জেতা সম্ভব না...
27/11/2025

বিএনপির স/ন্ত্রা*সী মারামারি করে পরাজয়ের ভয়ে নির্বাচন বন্ধ করতে চায়। ভোট ডাকাতি ছাড়া কোন অবস্থায় তাদের জেতা সম্ভব না এটা তারা বুঝে গেছে।জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের প্রচারণায় বিএনপির হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের দফায় দফায় হা'ম'লা ও গু'লি'ব'র্ষ'ণে'র ঘটনা ঘটেছে

23/11/2025

তারেক রহমান কে ভিডিও কলে রেখে, আলেম ওলামদের বিএনপির পক্ষে কাজ করার এবং ভোট দেওয়ার বক্তব্য দেওয়ায় জমিয়ত ইসলামের নেতা মহিউদ্দিন আকরামকে দালাল আখ্যায়িত করে, ভুয়া ভুয়া স্লোগান দেয় উপস্থিত আলেমরা।

22/11/2025

আমাদের রাহবারদের ৮০কোটি টাকার বুলেট প্রুফ গাড়ির প্রয়োজন হয় না।
একজন মানবিক নেতা ডা. শফিকুর রহমান যিনি দল-মত, বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার প্রিয়ভাজন হয়ে উঠতে পেরেছেন তার প্রমাণ এই দৃশ্য টি।

সুখেন দত্ত নামের একজন ভোটার ডা. শফিকুর রহমানকে কাছে পেয়ে কিভাবে আবেগে আপ্লুত হয়েছে দেখেন।

ঠাকুরগাঁও সদর (১)মির্জা ফখরুল ইমলাম আলমগীর (বিএনপি ❤️)মোঃ দেলোয়ার হোসেন (জামায়াত 🥰)আপনার মতামত রিয়েক্ট এর মাধ্যমে জানি...
22/11/2025

ঠাকুরগাঁও সদর (১)

মির্জা ফখরুল ইমলাম আলমগীর (বিএনপি ❤️)
মোঃ দেলোয়ার হোসেন (জামায়াত 🥰)

আপনার মতামত রিয়েক্ট এর মাধ্যমে জানিয়ে দিন

আজকের চাঁপাইনবাবগঞ্জের সমাবেশ আগামীর দিন শুধু সম্ভাবনার দাঁড়িপাল্লা || ইনশাআল্লাহ || চাঁপাই ৩
22/11/2025

আজকের চাঁপাইনবাবগঞ্জের সমাবেশ আগামীর দিন শুধু সম্ভাবনার দাঁড়িপাল্লা || ইনশাআল্লাহ || চাঁপাই ৩

ঝালকাঠির নেসারাবাদের মাহফিলের মঞ্চে জামায়াতের ইসলামির আমীর। আলহামদুলিল্লাহ। আমীরে জামায়াতের নাম ঘোষণা দেয়ার সময় যেভাবে ব...
22/11/2025

ঝালকাঠির নেসারাবাদের মাহফিলের মঞ্চে জামায়াতের ইসলামির আমীর। আলহামদুলিল্লাহ।

আমীরে জামায়াতের নাম ঘোষণা দেয়ার সময় যেভাবে বলা হলো সেটা সত্যি ই ভালো লাগার মত।

আমীরে জামায়াতের পুরো বক্তব্য শুনলাম, কুরআনের আয়াতে ভরা।
পরে নেসারাবাদের পীর সাহেব খলিলুর রহমান নেসারাবাদি হাফি. আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান হাফি. এর বক্তব্যের প্রশংসা করলেন।

পীর সাহেব এবং ঘোষকের আমীরে জামায়াতকে নিয়ে সম্বাধন শুনে চোখে পানি ছেড়ে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছিলাম আর দোয়া করছিলাম।

জামায়াতের বিগত নেতৃবৃন্দ এবং বর্তমান নেতৃত্বকে ধন্যবাদ জানাতে হয়, কারণ তারা বিগত দিনে বিরুপ কোন কথার জবাব দেয়নি বা কারো বিরুদ্ধে বিরুপ কোন মন্তব্য করেনি। তাঁরা ধৈর্য ধারণ করেছেন।

এ ঐক্য অটুট থাকলে বাংলাদেশে কোন সিদ্ধান্ত আলেম বা ইসলামি দলগুলোকে পাস কাটিয়ে কেউ নিতে পারবে না। ইন শা আল্লাহ।

এখন শুধু ছারছিনা দরবার এগিয়ে আসলে হয়। আসাকরি তারাও এবারে ঐক্যবদ্ধ হবেন, ইসলামি দলগুলোর সাথে থাকবেন।

আল্লাহ ইসলামী দলের নেতৃবৃন্দ, আলেম ওলামাদের এ ঐক্য অটুট রাখুন। আমীন।

- হাসান নোমান

17/11/2025

সিদ্ধান্ত আপনার কোনটাকে বেঁচে নিবেন?

12/11/2025

আলহামদুলিল্লাহ আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধথাকবে ইনশাআল্লাহ।♥️♥️

09/11/2025

কি পরিমাণ আওয়ামী লীগকে বিএনপিতে পদায়ন করেছে যে, প্রায় প্রতিদিনই বিম্পি নেতারা জয় বাংলা আর নৌকার স্লোগান দিচ্ছে।
আজকে তো মাশাআল্লাহ এক হাইব্রিড বিম্পি নেতা বলেই ফেলছে, শেখ হাসিনা নাকি জিয়াউর রহমানের বউ!! এবং তার প্রতি নেতার নাকি অনেক শ্রদ্ধা।

09/11/2025

সব যদি আগের মতই চলে তাহলে এতো গুলো পোলাপান কেন জীবন দিল? | আবেগ নয়, ভোট হোক বিবেকের। আমার ভোট

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share