
21/07/2025
ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট থেকে সরাসরি। সন্ধ্যা ৬:০০
আপাতত শুধু নেগেটিভ গ্রুপ ডোনাদের নাম এন্ট্রি নেয়া হচ্ছে মোবাইল নাম্বার। স্বেচ্ছাসেবী, আনসার, ওয়ার্ডবয়, নার্স এবং ডক্টররা ভিড় সামলাতে হিমসিম খাচ্ছে। দয়া করে আর কেউ এইদিকে আইসেন না। ১ জন ডোনারের সাথে ২/৩ জন করে আসছে এইটা কইরেন না। আপাতত শুধু নেগেটিভ গ্রুপের ডোনার আসেন।