12/04/2025
আমার মেয়ে আমার জন্য নিয়ে আসছে কিনে।
মা শাহ আল্লাহ ❤️
কিভাবে যেন এই ছোট প্রান টা বুঝতে পারে আমি কি কি জিনিস পছন্দ করি। ওর বাবা কে ফুলের দোকান দেখলে সব সময় ফুল কিনে দিতে বলে ওর বাবা কখনো কিনে দেয় নি হয়তো ভাবছে ও ফুলের মর্ম কি বুঝবে❓
কিন্তু আমার মা টা যে আমাকে উপহার দিবে এজন্য চাইতো তা আজকে বুঝতে পারলাম গোলাপ ফুল এনে বলছে মা এটা আমি আপনার জন্য কিনে এনেছি আপনি নেন।।
সত্যি বলতে আমার কান্না পাচ্ছিলো আর বলতে ইচ্ছে করছে তুই আমার নাড়ী কাটা ধন মা আল্লাহ তোকে নেক হায়াত দান করুক।
সারাজীবন এভাবে থাকিস। আমি খুব খুশি আজ।
আমাকে জীবন এ কেউ কোনদিন গোলাপ উপহার না দিলেও আফসোস থাকবে না।
অনেক এর কাছে এই জিনিস আবদার করলেও পাওয়া যায় না।
তুই বড় হ অনেক।
ভালোবাসি মা তোকে অনেক বেশি।আজ থেকে তো তুই আমার মনের সর্ব উপরে থাকবি।