Mohammad Yousuf

Mohammad Yousuf Life’s short, but the world is wide ...
Lost in the rhythm of the waves of nature... You can connect with me via “[email protected]

সুন্দরবনের বাঘেরা দৈনিক ৫-১৫ কেজি হরিনের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে পারে। যার বর্তমান বা...
14/10/2025

সুন্দরবনের বাঘেরা দৈনিক ৫-১৫ কেজি হরিনের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে পারে। যার বর্তমান বাজার দর আনুমানিক (২০-৩০) হাজার টাকা। যদি গরু বা মহিষের মাংস খায় তারও বর্তমান বাজার দর (১৫-২০) হাজার টাকা।

অথচ বাঘের কোন ইনকাম নাই, কোনো চিন্তাও নাই।

কিন্তু আপনি ভাত খান ২৫০-৩৫০ গ্রাম!

তার জন্য আপনি চুরি করেন, সুদ খান, ঘুষ খান, অন্যের হক নষ্ট করেন। আরো কত কী...

আপনার একাউন্টে অনেক টাকা, আপনার শরীরে অনেক রোগ, আপনার সন্তানেরা কথা শুনে না, আপনার অনেক দুশ্চিন্তা।

বাঘ কি চিন্তা করে আজকে কি খাবো!

আপনি চিন্তা করেন আগামি ২০ বছর কি খাবো….?

আল্লাহ সবার রিযিকের ব্যবস্থা করে রেখেছেন, অথচ তারপরও মানুষ চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, অপকর্ম করে!

আল্লাহ আমাদের কে সঠিক জ্ঞান দান করুক।

আমিন🤲

05/09/2025

আল্লাহুম্মা সল্লি'ওয়া সল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ' ﷺ
পড়া শেষ হলে আমিন বলুন।

I believe the land of Palestine will be returned to owners of the land with the help of Allah SWT.Prayers for philistine...
05/09/2025

I believe the land of Palestine will be returned to owners of the land with the help of Allah SWT.

Prayers for philistine 🌸🤍

𝒀𝒐𝒖 𝒄𝒂𝒏'𝒕 𝒄𝒉𝒂𝒏𝒈𝒆 𝒑𝒆𝒐𝒑𝒍𝒆, 𝒃𝒖𝒕 𝒚𝒐𝒖 𝒄𝒂𝒏 𝒄𝒉𝒐𝒐𝒔𝒆 𝒘𝒉𝒐 𝒚𝒐𝒖 𝒂𝒍𝒍𝒐𝒘 𝒊𝒏 𝒚𝒐𝒖𝒓 𝒍𝒊𝒇𝒆,𝑮𝒍𝒂𝒔𝒔 𝒏𝒆𝒆𝒅𝒔 𝒕𝒐 𝒃𝒆 𝒃𝒓𝒐𝒌𝒆𝒏 𝒕𝒐 𝒃𝒆 𝒅𝒂𝒏𝒈𝒆𝒓𝒐𝒖𝒔. 🙂
03/09/2025

𝒀𝒐𝒖 𝒄𝒂𝒏'𝒕 𝒄𝒉𝒂𝒏𝒈𝒆 𝒑𝒆𝒐𝒑𝒍𝒆, 𝒃𝒖𝒕 𝒚𝒐𝒖 𝒄𝒂𝒏 𝒄𝒉𝒐𝒐𝒔𝒆 𝒘𝒉𝒐 𝒚𝒐𝒖 𝒂𝒍𝒍𝒐𝒘 𝒊𝒏 𝒚𝒐𝒖𝒓 𝒍𝒊𝒇𝒆,𝑮𝒍𝒂𝒔𝒔 𝒏𝒆𝒆𝒅𝒔 𝒕𝒐 𝒃𝒆 𝒃𝒓𝒐𝒌𝒆𝒏 𝒕𝒐 𝒃𝒆 𝒅𝒂𝒏𝒈𝒆𝒓𝒐𝒖𝒔. 🙂

17/08/2025

"হতে পারে একটি বিষয় তোমরা অপছন্দ করো, কিন্তু আল্লাহ তায়ালা তার মধ্যে অনেক কল্যাণ রেখেছেন।"

(সুরা নিসা: ১৯)

02/08/2025

এই দেশে,
জনসংখ্যা বেশি' কিন্তু মানুষ কম! 🙂

‎أفلا ينظرون الى الإبل كيف خلقتতারা কি উটের দিকে দেখে না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে?উট নোনা পানি পান করতে পারে, এমনক...
06/06/2025

‎أفلا ينظرون الى الإبل كيف خلقت
তারা কি উটের দিকে দেখে না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে?

উট নোনা পানি পান করতে পারে, এমনকি মৃত সাগরের পানিও,এতে তার রক্তচাপ বাড়ে না।

কারণ,তার কিডনি পানিকে ফিল্টার করে,যাতে সে তা তাজা পান করতে পারে। কাজেই তার কিডনি লবণ থেকে পানি আলাদা করে দেয়।

উট কাঁটা খেতে পারে,এতে তার পাকস্থলী ও অন্ত্রের কোনো ক্ষতি হয় না, কারণ তার লালা এসিডের মত,যা কাঁটা গলিয়ে দেয়। পরে সে ওই কাঁটা রুটি ও আটার মতো খেয়ে ফেলে। এজন্য হাতে পায়ে কাঁটা ফুটলে আরব বেদুইনরা সেখানে উটের লালা লাগিয়ে দেয়। এবং সেই কাঁটা গলে বেরিয়ে আসে।

উটের চোখের পর্দা দুটি। একটি পাপড়ির পর্দা এবং অন্যটি মাংসের। এজন্য মরুভূমির ধূলিকণার মধ্যে চলতে পারে এবং তার চোখের ক্ষতি হয় না। কারণ সে তখন স্বচ্ছ পাপড়ির পর্দা বন্ধ করে দেয়।

উট তার দেহের তাপমাত্রা পরিবর্তন করতে পারে। বরফঢাকা জমিতে থাকলে সে তার তাপমাত্রা বাড়াতে পারে এবং উত্তপ্ত মরুভূমিতে থাকলে সে তার তাপমাত্রা কমাতে পারে।

‎ أفلا ينظرون الى الإبل كيف خلقت

তারা কি উটের দিকে দেখে না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে।
আল কুরআন [৮৮:১৭]

সুবহানাল্লাহ!

৫ এবং ৬ জুন আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি নিজেকে বন্দি করে ফেলেন৷ আরাফার দিন৷ দোয়া কবুলের দিন৷ ইচ্ছা মতো দোয়া করতে থাকেন৷...
04/06/2025

৫ এবং ৬ জুন আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি নিজেকে বন্দি করে ফেলেন৷ আরাফার দিন৷ দোয়া কবুলের দিন৷ ইচ্ছা মতো দোয়া করতে থাকেন৷ হালাল যা কিছু আছে সব চান আল্লাহর কাছে৷ একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আপনার কেউ নাই৷ আপনার কেউ আছে ভাবতেছেন৷ কালকে হয়তো সে নাও থাকতে পারে৷

কাজেই দিল খুলে দোয়া করেন৷
আরাফার দিনের দোয়া হচ্ছে সব থেকে বড় দোয়া৷ দোয়া কবুলের দিন৷ যার যা ইচ্ছা এই দিনে চেয়ে নেন৷ এমনো হতে পারে সামনের আরাফায় আপনি নাও থাকতে পারেন৷

আর বেশি করে পড়বেন, 'লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা-শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইইং ক্বদীর৷’

এমন কোনো নবী রাসুল নাই যে এই দোয়াটা পড়ে নাই৷ এটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া৷ নিজের প্রয়োজনীয় কিছু চাওয়ার আগে মাস্ট এই দোয়া ২০-৩০ বার পড়ে নিয়েন৷ এর বেশি পড়লে আরো ভালো৷ যত পড়া যায় এই দোয়া৷

বাসে থাকেন, রিক্সায় থাকেন যেখানে খুশি থাকেন ওয়াশরুম ব্যতীত, মনে মনে অই দোয়াটা পড়তে থাকবেন৷

আরাফার দিনের এই কয়েক ঘন্টা কাজে লাগালে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে৷ আজ থেকে, এখন থেকেই দোয়া শুরু করে দেন...।

~ রাব্বানী মাশায়েখ পনি

One dress, one direction, and one destinationWhat is the reason behind such discrimination, manipulation, and selfishnes...
29/05/2025

One dress, one direction, and one destination
What is the reason behind such discrimination, manipulation, and selfishness? 🙂



24/05/2025

সব দৌড় ঝাঁপের শেষ গন্তব্য "কবর"

মৃত্যু এক অনিবার্য সত্য !

23/05/2025

'আমিই জীবন দেই, আমিই মুত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে।'
সূরা ক্বাফ: ৪৩

Address

BLOCK-E
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Yousuf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Yousuf:

Share