Times of comilla

Times of comilla কুমিল্লা বিভাগের সব খবর "ঘটনা যখন খবর ?

08/07/2025

হাওয়া দেয়ার সময় চাকা ব্লাস্ট হয়ে মর্মান্তিক মৃত্যু
সিতাকুন্ডের একটি দোকানে ঘটে এ ঘটনা

06/07/2025

কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার বিক্ষোভ মিছিল

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১৭ কেজি গাঁজাসহ আটক-২নিজস্ব প্রতিবেদক;কুমিল্লা বুড়িচংয়ে ১৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক ক...
05/07/2025

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১৭ কেজি গাঁজাসহ আটক-২

নিজস্ব প্রতিবেদক;
কুমিল্লা বুড়িচংয়ে ১৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বুড়িচং থানার এএসআই শাহপরান সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার কুমিল্লা-বাগড়া সড়কের ফকিরবাাজার এলাকা থেকে তাদেরকে আটক করে।
আটককৃত আসামিরা হলো জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকার সেলিম উদ্দিনের ছেলে মোঃ হাবিব (২১) ও একই এলাকার মফিজ মিয়ার ছেলে রাকিব হোসেন কালু (২০)।
সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানান, মাদক চোরাকারবারে জড়িত দুজনকে ১৭কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। ব...
05/07/2025

মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দায়ের করেন। এতেই ক্ষিপ্ত হয়ে মেম্বার-চেয়ারম্যানরা সংঘবদ্ধ হয়ে মা রুবি ও ছেলে-মেয়েকে কুপিয়ে হত্যা করেন।

কুমিল্লার মুরাদনগরের কড়ই বাড়ি গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত আরও ছয়জনকে গ্রেপ্তার পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। আজ শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন হয়।

গ্রেপ্তারকৃত ছয়জন হলো—বায়েজ মাস্টার, মুরাদনগরের আকুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য বাচ্চু মিয়া, রবিউল আউয়াল, আতিকুর রহমান, দুলাল ও আকাশ। গত শুক্রবার রাতে রাজধানীর বনশ্রী ও কুমিল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ। এর আগে দুজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনীর সদস্যরা। এই ঘটনায় এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হলো।তিনি বলেন, আকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাল ও একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য বাচ্চু মিয়াসহ কয়েকজনের ইন্ধনে এই মব ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ী এলাকায় মোবাইল চুরিকে কেন্দ্র করে ইস্যু করে এই মব তৈরি করা হয়।লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, গত ১ জুলাই ওই এলাকার বোরহান নামে এক তরুণ একজন স্কুলশিক্ষকের একটি মোবাইল চুরি করে ধরা পড়েন। এরপর তাকে স্থানীয়রা মারধর করেন ও প্রাণনাশের হুমকি দিতে থাকেন। পরবর্তীতে বোরহানের পিতা জসীম উক্ত সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে তাঁর ছেলের প্রাণভিক্ষা চান। এ নিয়ে মূলত এলাকায় দ্বন্দ্বের সৃষ্টি হয়।

র‍্যাব কর্মকর্তা বলেন, গত ৩ জুন যে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়, তাঁদের মধ্যে একজন জোনাকি আক্তার। এই জোনাকির স্বামী মনির হোসেনের বাড়ি মোবাইল চুরির অভিযোগে অভিযুক্ত বোরহানের বাড়ির পাশে। বোরহান যখন মোবাইল চুরি করে ধরা পড়েন, তখন তার বাবা জোনাকির পরিবারের কাছে সহযোগিতা চান। যাতে তাঁর ছেলেকে বেশি মারধর না করা হয়। এরপর জোনাকি আক্তার, তাঁর মা রোকসানা আক্তার রুবি ও ভাই রাসেল মিয়া বোরহানকে জনরোষ থেকে বাঁচানোর চেষ্টা করেন। ১ জুলাই এ নিয়ে সালিস হয়। সালিস করেন মুরাদনগরের আকুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য বাচ্চু মিয়া। তবে কোনো মীমাংসা ছাড়াই সালিস শেষ হয়। এমনকি বোরহানকেও তাঁর পরিবার আর খুঁজে পাচ্ছিল না। বোরহানের বাবা তখন ধারণা করেন, আসামিরা তাঁর ছেলেকে মেরে লাশ গুম করে ফেলেছে। উল্লেখ্য, বোরহান এখনো নিখোঁজ রয়েছেন।

এ নিয়ে বোরহানের বাবা বাঙ্গরাবাজার থানায় বাচ্চু মেম্বারসহ চারজনের বিরুদ্ধে একটি অভিযোগ দেন। এতে বাচ্চু মেম্বারসহ আসামিরা ধারণা করেন, জোনাকী ও তাঁর পরিবারের সদস্যদের পরামর্শে বোরহানের বাবা থানায় অভিযোগ করেছেন। ২ জুলাই রাতে ওই এলাকায় একটি সভা হয়। ওই সভায় রুবি আক্তারের পরিবারকে শায়েস্তা করার পরিকল্পনা করে বাচ্চু মেম্বারসহ অন্যরা। ৩ জুলাই সকালে চেয়ারম্যান শিমুল বিল্লাল ও মেম্বার বাচ্চুসহ শতাধিক ব্যক্তি রুবি আক্তারের ওই বাড়িতে যায়। এ সময় রুবি আক্তার ও মেয়ে রোকসানার সঙ্গে চেয়ারম্যান ও মেম্বারের কথা-কাটাকাটি হয়, একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। এরপর সেখানে উপস্থিত সবাই হামলা করে। তিনজনকে পিটিয়ে হত্যা করে তারা।

নিহতরা হলেন, রোকসানা আক্তার রুবি, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়া। এই ঘটনায় আরও দুই মেয়ে আহত হন, তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

হত্যাকাণ্ডের আগের দিন ২ জুলাই মেম্বার ও চেয়ারম্যানরা স্থানীয়দের নিয়ে বৈঠক করে। নিহত রাসেল মিয়াকে ওই রাতেই ফোন করে হুমকি দেয় কয়েকজন। এরপর ৩ জুলাই তাদের হত্যা করা হয়। ঘটনাটি পরিকল্পিত বলেও জানান তিনি।

এর আগে, শুক্রবার দিবাগত রাতে নিহত রোকসানা আক্তারের মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে মুরাদনগর থানায় ৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার পর যৌথবাহিনীর অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—কড়ই বাড়ি গ্রামের মো. সবির আহমেদ ও মো. নাজিমউদ্দীন বাবুল।

তবে এই হত্যাকাণ্ডের ঘটনায় কোনো রাজনৈতিক কারণ নেই বলেও জানিয়েছেন র‍্যাব ১১ এর অধিনায়ক। মুরাদনগর পুরুষশূন্য হওয়ার বিষয়ে তিনি বলেন, যারা নিজেরা এই ঘটনার সঙ্গে জড়িত তারা হয়তো আত্মগোপনে চলে গেছেন। কিন্তু যারা জড়িত নয়, তাদের পালিয়ে থাকার কোনো মানে নেই। কোনো সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে না, হয়রানি করার কোনো প্রশ্নই নেই।

কুমিল্লা-৬ আসনের উত্তর দুর্গাপুরে দাঁড়িপাল্লারগণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রাস্টাফ রিপোর্টার:কুমিল্লা-৬ (আদর্শ সদর) সংস...
05/07/2025

কুমিল্লা-৬ আসনের উত্তর দুর্গাপুরে দাঁড়িপাল্লার
গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা-৬ (আদর্শ সদর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের গণসংযোগে উত্তাল হয়ে উঠেছে জনপদ। ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নে আয়োজিত দাওয়াতি গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রায় নেতাকর্মীদের উপস্থিতি এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গোটা ইউনিয়নকে প্রাণবন্ত করে তোলে।

বিকেল ৪টায় চক্ষু হাসপাতালের সামনে থেকে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই শোভাযাত্রা শাসনগাছ শেষ করে। “দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা” স্লোগানে মুখরিত উত্তাল মিছিল গর্জন তোলে পরিবর্তনের।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ।

সভাপতিত্ব করেন মাওলানা ফয়েজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন নায়েবে আমীর মোহাম্মদ গিয়াস উদ্দিন আজম শাহ, সেক্রেটারি মো. শওকত আলম, সহকারী সেক্রেটারি কাজী তাজুল ইসলাম, শুরা ও কর্মপরিষদ সদস্য আবু মুছা তানিম, যুব বিভাগের সভাপতি গোলাম আযম জুয়েল ও পশ্চিম অঞ্চল সহকারী পরিচালক মুফতি মাহবুবুল আলম।

শোভাযাত্রা শুরুর আগে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন প্রধান অতিথি কাজী দ্বীন মোহাম্মদ। মিছিল চলাকালে জনতার ঢল এবং করতালি যেন জানান দিচ্ছিল— কুমিল্লা-৬ আসনে দাঁড়িপাল্লা সাধারন মানুষের মনের পথিক। সমাপনী বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “অন্যায়-অবিচার আর দূর্নীতির দুঃশাসন থেকে মানুষ মুক্তি চায়। জনগণের প্রত্যাশা পূরণে ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নেই। এ জন্য সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে সুশৃঙ্খলভাবে দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে।

03/07/2025

কুমিল্লার মুরাদনগরের কড়াইবাড়ি এলাকায় একই পরিবারের তিন জনকে কু"পিয়ে হ"ত্যার ঘটনায় যা জানা গেলো এলাকাবাসী ও নিহতের স্ত্রীর কাছ থেকে

পরকীয়ার জেরে ভাসুরকে হত্যা, প্রেমিকের বাড়ি থেকে মরদেহ উদ্ধারমাহফুজ বাবু;নিহত মনির (৪০) মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের ইউসু...
03/07/2025

পরকীয়ার জেরে ভাসুরকে হত্যা, প্রেমিকের বাড়ি থেকে মরদেহ উদ্ধার

মাহফুজ বাবু;
নিহত মনির (৪০) মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

অভিযুক্ত শাহিদা আক্তার (২২) নিহত মনিরের ছোট ভাই তাজুল ইসলামের স্ত্রী এবং প্রেমিক ইব্রাহিম (২০) একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মনিরের ছোট ভাই তাজুলের স্ত্রী শাহিদা আক্তারের সঙ্গে ইব্রাহিমের পরকীয়ার সম্পর্ক চলছিল। ১৫ দিন আগে মনির এই বিষয়টি জানতে পেরে শাহিদাকে পারিবারিকভাবে শাসন করেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহিদা ও তার প্রেমিক ইব্রাহিম মনিরকে হত্যার পরিকল্পনা করে।

তাদের পরিকল্পনা অনুযায়ী, গত মঙ্গলবার (১ জুলাই) রাতে এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মনিরকে খুন করে প্রেমিক ইব্রাহিম। খুনের পর মনিরের লাশ ইব্রাহিমের বসতঘরের মাটির নিচে চাপা দেওয়া হয়। ইব্রাহিমের মা আমেনা বেগম এই ঘটনা দেখে ফেলেন। ইব্রাহিম তার মা আমেনা বেগমকে প্রাণনাশের হুমকি দিয়ে এ বিষয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য করেন।

প্রাণের ভয়ে আমেনা বেগম দুই দিন মুখ বন্ধ রাখলেও বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের চাপে হত্যার ঘটনা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ইব্রাহিমের বসতঘরের মাটির নিচে পুঁতে রাখা মনিরের লাশ সনাক্ত করে এলাকাবাসী।

খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মনিরের মরদেহ উদ্ধার করে। এদিকে, এ ঘটনায় অভিযুক্ত শাহিদা আক্তার, তার প্রেমিক ইব্রাহিম এবং ইব্রাহিমের মা আমেনা বেগমকে এলাকাবাসী আটক করে গণপিটুনি দেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা শাহিদা আক্তার ও ইব্রাহিমের বাড়িঘর ভাঙচুর করে। পরে অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।কুমিল্লার মুরাদনগরে পরকীয়ার প্রতিবাদ করায় ছোট ভাইয়ের স্ত্রীর পরিকল্পনা ও প্রেমিক ইব্রাহিমের হাতে খুন হয়েছেন এক রাজমিস্ত্রি। খুনের দুই দিন পর বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে অভিযুক্ত প্রেমিক ইব্রাহিমের বসতঘরের মাটির নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় অভিযুক্ত শাহিদা আক্তার, তার প্রেমিক ইব্রাহিম এবং ইব্রাহিমের মা আমেনা বেগমকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের রহস্যজনক লাশ উদ্ধার; শরীরে আঘাতের চিহ্নচৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে...
03/07/2025

চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের রহস্যজনক লাশ উদ্ধার; শরীরে আঘাতের চিহ্ন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের নাঙ্গলিয়া খালের বাহেরগড়া ব্রীজ সংলগ্ন অংশ থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় লাশটির বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা যায় বলে জানিয়েছে কর্তব্যরত উপ-পরিদর্শক আবুল কালাম। লাশটির পরিচয় শনাক্তে বিশেষ টিমকে খবর দেয়া হয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার আনুমানিক ৫.৪০টায় স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিনের নির্দেশনায় আমি লাশটি উদ্ধার করি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ জানান, লাশটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জেনেছি। পরিচয় শনাক্তের জন্য আমরা পিবিআইকে খবর পাঠিয়েছি। পরিচয় শনাক্ত হলে বিস্তারিত জানা যাবে।

কুমিল্লা বরুড়ায় দিঘীতে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যুজুয়েল রানা বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার বরুড়ার পৌর এ...
03/07/2025

কুমিল্লা বরুড়ায় দিঘীতে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু

জুয়েল রানা বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার বরুড়ার পৌর এলাকার সাহারপদুয়া গ্রামে দিঘীতে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে পৌর এলাকার সাহারপদুয়া গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, সাহারপদুয়া গ্রামের পোদ্দার বাড়ির বিপ্লব পোদ্দারের ৯ বছর বয়সী মেয়ে নিধি পোদ্দার এবং একই বাড়ির রিপন পোদ্দারের ৮ বছর বয়সী মেয়ে বন্নি পোদ্দার।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই কন্যা শিশু দিঘীতে গোসল করতে নেমে গভীরে চলে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বন্নি পোদ্দার বরুড়া পৌর সাহারপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, তিনি এই ঘটনার বিষয়ে অবগত আছেন। একই বাড়ির দুই শিশু গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে। থানা পুলিশের একটি দল বর্তমানে নিহতদের বাড়িতে অবস্থান করছে।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার কড়াইবাড়ি গ্রামে মাদক সংশ্লিষ্টতার জের ধরে নারীসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হ...
03/07/2025

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার কড়াইবাড়ি গ্রামে মাদক সংশ্লিষ্টতার জের ধরে নারীসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।
এদিকে ঘটনাস্থলে গিয়ে বাঙ্গরা বাজার থানার উপপরিদর্শক মো. নাহিদ জানান, এ ঘটনায় নিহত হয়েছেন রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, গ্রামবাসীরা অভিযোগ করেছেন, এ তিনজন দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, স্থানীয়রা তাদের পিটিয়ে হত্যা করেছেন। আমরা ঘটনা তদন্ত করছি। এ নিয়ে এলাকায় সামান্য উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, কড়াইবাড়ি গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। কুমিল্লার পুলিশ সুপার নজির আহম্মেদ খান এরই মধ্যে ঘটাস্থলে পৌঁছেছেন।

কুমিল্লার বুড়িচংয়ে মুদি দোকানে অভিযান চালিয়ে ট্রেন্ডিং কর্পোরেশন অব বাংলাদেশ  (টি সি বি)'র ১৪৪২ লিটার তেল জব্দ করা হয়...
02/07/2025

কুমিল্লার বুড়িচংয়ে মুদি দোকানে অভিযান চালিয়ে ট্রেন্ডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টি সি বি)'র ১৪৪২ লিটার তেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারের কাউসারের মুদি দোকান থেকে বিপুল পরিমাণ এই তেল জব্দ করা হয়। বুধবার (২ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে টিসিবির পণ্য মজুদ ও বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় উপজেলার আবিদপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে কাউসারের মুদি দোকানে তল্লাশি চালিয়ে ৭৯ কার্টুন ভর্তি ১৪৪২ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়। যার মূল্য এক লাখ ৪২ হাজার ২০০ টাকা।এ বিষয়ে ব্যবসায়ী কাউসার জানান, কুমিল্লা আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে ক্রয় করে বিক্রির জন্য তিনি মজুদ রেখেছিলেন। অভিযানে টিসিবর পণ্য মজুদ ও বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে অভিযুক্তকে ২ হাজার টাকা জরিমানা ও তেলগুলো জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরো জানান, টিসিবির এই তেল গুলি কিভাবে ব্যবসায়ীর কাছে আসলো, কোন ডিলারের বরাদ্দকৃত তেল এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। এছাড়া জব্দকৃত তেলগুলো নিয়ম অনুসারে বিতরণ করা হবে।

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ বাংলাদেশ অধ্যুষিত জিলিব আল-শুয়েখ এলাকায় বসবাসকারী প্রবাসী শ্রমিকদের হয়...
02/07/2025

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ বাংলাদেশ অধ্যুষিত জিলিব আল-শুয়েখ এলাকায় বসবাসকারী প্রবাসী শ্রমিকদের হয়রানি বা ক্ষতি না করার বিনিময়ে অর্থ দাবি করে চাঁদাবাজির সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে। সেখানে একটি সংঘবদ্ধ চাঁদাবাজি চক্রের সন্ধান পাওয়া গেছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, চক্রের সদস্যরা জিলিব আল-শুয়েখ এলাকার প্রবাসীদের ভ্রাম্যমাণ বাজারে (ফুটপাতে) কর্মরত বেশ কয়েকজন বিক্রেতার কাছ থেকে তাদের দুর্বল পরিস্থিতি এবং অবস্থানকে কাজে লাগিয়ে অর্থ আদায় করছে।জানা গেছে, এরপরই দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলো যৌথ অভিযান চালায়। অভিযানে চাঁদাবাজির সময় হাতেনাতে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দলের বাকি সদস্যদের সনাক্ত এবং গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।হুমকিস্বরূপ যে কোনও ব্যক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং জনসাধারণকে সরকারি যোগাযোগ চ্যানেলের মাধ্যমে যেকোনো সন্দেহজনক বা অপরাধমূলক আচরণের তথ্য জানাতে আহ্বান জানিয়েছেন।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Times of comilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Times of comilla:

Share

Category

NEWS COMILLA

For all news of Comilla