Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rambler Trade International Ltd., Digital creator, 102, Bir Uttam C R Dutta Sonargaon Road, Dhaka.
জিয়াউল ফারুক অপূর্ব দেড় দশকেরও বেশি সময় ধরে ছোটপর্দায় রাজত্ব করে চলেছেন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও, নাটকেই গড়ে তুলেছেন নিজের শক্ত অবস্থান। প্রথম নাটক ‘বৈবাহিক’-এর পর থেকে একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয় করে হয়েছেন দর্শকদের প্রিয়। রোমান্টিক নায়ক হিসেবে অপূর্ব অনন্য উচ্চতায় পৌঁছেছেন, অভিনয় করেছেন দেশের শীর্ষ পরিচালকদের নাটকে এবং জনপ্রিয় সব নায়িকাদের বিপরীতে।
অপূর্বর ক্যারিয়ারে সবচেয়ে বড় বাঁক বদলের নাম ‘বড় ছেলে’। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নির্মিত এ নাটকটি কোটি দর্শকের হৃদয় ছুঁয়েছে। প্রেম, টানাপোড়েন ও পারিবারিক আবেগের গল্পে নির্মিত নাটকটি অপূর্বকে দিয়েছে নতুন মাত্রা। নাটকটির সাফল্যের পর আর কখনও পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ‘বড় ছেলে’ হয়ে উঠেছে অপূর্বর ভাগ্যবদলের গল্প।
নাটকের বাইরে অপূর্ব অভিনয় করেছেন টালিউডের ‘গ্যাংস্টার রিটার্ন’ চলচ্চিত্রে এবং ‘ব্যাকডেটেড’ নামের একটি টেলিফিল্মও পরিচালনা করেছেন। এছাড়া ওটিটির ‘বুকের মধ্যে আগুন’ ও ‘গোলাম মামুন’ সিরিজে তার অভিনয় পেয়েছে আলাদা প্রশংসা। সবমিলিয়ে টিভি নাটকই অপূর্বর ক্যারিয়ারের মূল ভিত্তি এবং ‘বড় ছেলে’ তার অন্যতম মাইলফলক।
07/07/2025
নাট্যাঙ্গনে নতুন মুখ মালাইকা চৌধুরী, যার যাত্রা শুরু বড় বোন মেহজাবীন চৌধুরীর পথ অনুসরণ করেই। ছোট পর্দায় অভিষেকের পর ধীরে ধীরে নিজের অভিনয়যাত্রা এগিয়ে নিচ্ছেন তিনি। এবার মালাইকাকে দেখা যাবে ‘অনুতপ্ত’ নামের একটি নাটকে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন পার্থ শেখ।
সম্প্রতি সামাজিক মাধ্যমে নাটকটির একটি পোস্টার শেয়ার করে মালাইকা জানান, “জুলাইতে আসছে বিশেষ কিছু।” এই নাটকের রচনা ও পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা, প্রযোজনায় রয়েছেন রাজ।
‘অনুতপ্ত’-এর গল্প আবর্তিত হয়েছে একটি পরিবারের চারপাশে। এখানে তুলে ধরা হয়েছে বাবার দায়িত্ববোধ, সন্তানদের সঙ্গে তার সম্পর্ক এবং তরুণ-তরুণীদের জীবনের বাস্তব অভিজ্ঞতা। নির্মাতার বিশ্বাস, নাটকটির গল্প ও পরিবেশনা দর্শকদের মনে গভীর ছাপ ফেলবে।
নাটকে মালাইকার বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা ইন্তেখাব দিনার ও দীপা খন্দকার। আরও রয়েছেন শিবা শানু, তানজিম হাসান অনিকসহ বেশ কিছু পরিচিত মুখ। নাটকটির শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ। সব মিলিয়ে ‘অনুতপ্ত’ হতে চলেছে মালাইকার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
07/07/2025
তৌসিফ মাহবুব বর্তমান প্রজন্মের অন্যতম দর্শকপ্রিয় অভিনেতা। র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু হলেও ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার। তারপর থেকে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন নাটকে, আর ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন দক্ষ অভিনেতা হিসেবে।
নাটকের পাশাপাশি তিনি কাজ করেছেন ওটিটির ‘চক্র’ কনটেন্টেও। যদিও দীর্ঘদিন ধরে ছোট পর্দায় সক্রিয় থাকলেও এখনও বড় পর্দায় দেখা যায়নি তাকে। তবে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে শিগগিরই। তৌসিফ জানিয়েছেন, সিনেমায় কাজ করার আগ্রহ অনেকদিন ধরেই রয়েছে এবং এখন তিনি সেভাবেই নিজেকে প্রস্তুত করছেন।
তার ভাষায়, ‘বড় কাজ করতে হলে নিজেকে প্রস্তুত করতে হয়। আমি অভিনয়ে অনেক বছর কাটিয়েছি, এখন চাই সেই অভিজ্ঞতাকে বড় ক্যানভাসে কাজে লাগাতে।’
সাম্প্রতিক নাটকগুলোর মধ্যেও তার এই প্রস্তুতির ছাপ রয়েছে। এখন তিনি ৭-১৪ দিন সময় নিয়ে গভীর মনোযোগ ও পরিকল্পনায় কাজ করছেন। তৌসিফ মনে করেন, সময় নিয়ে মন দিয়ে কাজ করলেই ভালো ফল পাওয়া যায়। অভিনয়ের প্রতি তার এই নিষ্ঠাই তাকে পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে।
07/07/2025
আলোচিত মডেল ও অভিনেত্রী তানজিন তিশা শুধু অভিনয়ে নয়, ব্যক্তিজীবনের নানা গুঞ্জনেও বারবার হয়েছেন সংবাদের শিরোনাম। একাধিক তারকার সঙ্গে প্রেমের গুঞ্জনা, গোপনে বিয়ে ও সন্তানের মা হওয়ার খবর—সবই রটনা বলেই উড়িয়ে দিয়েছেন তিনি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে ধারণ করা অনুষ্ঠান ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ অতিথি হয়ে এসব গুজব নিয়ে হাস্যরসের সঙ্গে মুখ খুলেছেন তিশা। বলেন, ‘আমার নাকি দুটি বিয়ে হয়েছে, তৃতীয় বিয়ের প্রস্তুতি চলছে, এমনকি সন্তানও রয়েছে।’ এমন গুজবে তিনি ও তার পরিবার নাকি বেশ হেসেছেন। তবে গুজবের বাইরে বাস্তবে বিয়ের পরিকল্পনা রয়েছে তার। জানালেন, আরও পাঁচ বছর পর বিয়ের কথা ভাবছেন। তখন পরিবার ও মাতৃত্বের দায়িত্ব নিতে চান।
সম্প্রতি অবকাশ যাপন শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে পুরোদমে কাজে ফিরেছেন তানজিন তিশা। বর্তমানে তিনি কাজ করছেন ভিকি জাহেদের পরিচালনায় ‘খোয়াবনামা’ নাটকে, যেখানে তার সহশিল্পী তৌসিফ মাহবুব। ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে এর শুটিং। গুজব, সমালোচনা আর আলোচনার ভিড়েও তিশা নিজের কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলেছেন আত্মবিশ্বাসের সঙ্গে।
06/07/2025
জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া বর্তমানে ছুটি কাটাচ্ছেন শ্রীলঙ্কার মিরিসার মনোরম ‘কোকোনাট হিল’ এলাকায়। সমুদ্রপাড়ের এই স্বপ্নময় স্থান থেকে তিনি একাধিক ছবি শেয়ার করেছেন নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়ায়। কালো পোশাক আর কাঁধে ছোট ব্যাগে তাকে দেখা গেছে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে, যার রূপ ও উপস্থিতিতে মুগ্ধ অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স।
একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘আমার প্রিয় অভিনেত্রী, আপনি এখন নাটক করেন না কেন?’ আরেকজন লিখেছেন, ‘সুন্দর জায়গায় সুন্দর মেয়ে।’ ক্যাপশনে ফারিয়া লিখেছেন, “একটা স্বপ্নের জায়গা ‘কোকোনাট হিল’, যেখানে আকাশ সোনালি আভায় জ্বলে, নারকেল গাছেরা বাতাসে গোপন কথা বলে।”
এই ভ্রমণকে তিনি তার স্বপ্নপূরণের অংশ হিসেবেও উল্লেখ করেন, বলেন, “আরেকটা স্বপ্ন পূরণ হলো, তালিকা থেকে মুছে ফেলেছি ঠিকই, কিন্তু হৃদয়ে গেঁথে রইল চিরদিনের মতো।”
শবনম ফারিয়া ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটান। তার আগে বিজ্ঞাপনে কাজ করে শোবিজে প্রবেশ করেন। এরপর তিনি হয়ে ওঠেন দর্শকপ্রিয়তার প্রতীক।
06/07/2025
ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে একটি নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটি নির্মাণ করবেন অভিজ্ঞ নির্মাতা আবু হায়াত মাহমুদ। যদিও এখনো ছবির নাম চূড়ান্ত হয়নি, তবে প্রস্তুতি শুরু হয়ে গেছে। গত বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে শাকিব খানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। পরে নির্মাতা নিজেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
এই চলচ্চিত্রের প্রযোজক হিসেবে থাকছেন শিরিন সুলতানা, যিনি এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় প্রযোজনার দায়িত্ব নিচ্ছেন। সিনেমাটি প্রযোজনা করছে ‘ক্রিয়েটিভ ল্যান্ড’। চিত্রনাট্য ও গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, যার সঙ্গে ছিলেন জনপ্রিয় লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন।
নির্মাতা আবু হায়াত মাহমুদ এর আগে নাটক, ওটিটি কনটেন্ট, টিভিসি ও ডকুফিল্ম মিলিয়ে আড়াই শতাধিক প্রজেক্ট পরিচালনা করেছেন। এই সিনেমা হতে যাচ্ছে তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সিনেমাটি নিয়ে দর্শকের প্রত্যাশা এখন থেকেই তুঙ্গে, কারণ এটি ঈদুল ফিতরের বড় উৎসবে মুক্তি পাবে এবং তাতে থাকছেন শাকিব খানের মতো জনপ্রিয় নায়ক।
06/07/2025
তিন দশকের বেশি সময় ধরে মডেলিং, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে সাফল্যের সঙ্গে কাজ করছেন জয়া আহসান। বাংলাদেশ ছাড়িয়ে ভারতের কলকাতার চলচ্চিত্রেও তৈরি করেছেন নিজের শক্ত অবস্থান। ‘আবর্ত’ দিয়ে কলকাতার চলচ্চিত্রে পা রাখার পর থেকে নিয়মিত কাজ করে চলেছেন তিনি।
ব্যক্তিজীবনে ১৯৯৮ সালে অভিনেতা ফয়সাল আহসানকে বিয়ে করলেও ২০১১ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর আর বিয়ে করেননি জয়া। যদিও তার সংসারে কোনো সন্তান নেই, তবে তিনি মা হতে চান—দত্তকের মাধ্যমে।
সম্প্রতি ‘ডিয়ার মা’ ছবির প্রচারে এসে বাস্তব জীবনের এক গোপন ইচ্ছা প্রকাশ করেন তিনি। বলেন, “আমি সন্তান দত্তক নেওয়ায় বিশ্বাসী। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে একটি শিশু দত্তক নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কিছু জটিলতায় তা সম্ভব হয়নি।”
জয়া ও তার বোন মিলে দত্তক নেওয়ার পরিকল্পনা করলেও তা বাস্তবায়িত হয়নি। তবু তিনি বিশ্বাস করেন, একটিমাত্র সন্তান থাকলে দ্বিতীয় সন্তান হিসেবে দত্তক নেওয়া উচিত। এতে একটি অবহেলিত শিশু পরিবার পাবে।
‘ডিয়ার মা’ ছবিতে নিজের দত্তকসন্তানের সঙ্গে সংবেদনশীল রসায়ন তুলে ধরেছেন তিনি। বাস্তব জীবনের ভাবনা এ চরিত্রে মিশে যাওয়ায় অভিনয়টাও সহজ হয়েছে বলে জানান এই শক্তিশালী অভিনেত্রী।
06/07/2025
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি নিজের জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রকাশ করেছেন। চিত্রনায়ক জায়েদ খানের সঞ্চালনায় সদ্য শুরু হওয়া টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর প্রথম পর্বে অতিথি হয়ে হাজির হন তিশা। সেখানে খোলামেলা আলাপচারিতায় তিনি জানান, আগামী পাঁচ বছরের মধ্যে তিনি মা হতে চান। উপস্থাপক জায়েদ খানের প্রশ্নে তিশা অকপটে বলেন, “আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করব, মা হব।”
তিশা আরও বলেন, ব্যক্তিগত জীবনের পরিকল্পনা লুকিয়ে রাখা ঠিক নয়, কারণ পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনও গুরুত্বপূর্ণ। এই খোলামেলা উত্তর শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠানে তিনি আরও কথা বলেন নিজের অভিনয়জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।
মজার একটি মুহূর্তে তিশাও পাল্টা বিয়ের প্রশ্ন করেন জায়েদ খানকে, যার উত্তরে হাস্যরসের ছলে জবাব দেন এই অভিনেতা। ‘ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত এ অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাত ৮টায় প্রচার হয়। এই শো দিয়ে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করলেন জায়েদ খান, যা ইতোমধ্যে দর্শকদের দৃষ্টি কেড়েছে।
05/07/2025
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ছোটপর্দায় সাফল্যের সঙ্গে অভিনয় করে আসছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। নাটক ও বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকমনে আলাদা জায়গা তৈরি করলেও এতদিন তার বড় পর্দায় অভিষেক হয়নি। এবার সেই অপেক্ষার অবসান ঘটেছে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছে তার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবিলা জানান, প্রথম সিনেমাতেই শাকিব খানের মতো তারকাকে সহশিল্পী হিসেবে পাওয়া তার জন্য অনেক বড় সুযোগ ও সৌভাগ্য। তিনি বলেন, “তাণ্ডব একটা স্ট্যান্ডার্ড সেট করেছে। তাই এখন আমার লক্ষ্য আরও ভালো কিছু করা।”
গত দুই বছর ছোটপর্দায় নিয়মিত দেখা না যাওয়ার কারণ সম্পর্কে সাবিলা বলেন, “আমি ভালো কনটেন্টে কাজ করতে চেয়েছি, তাই বেছে বেছে কাজ করেছি।”
ভবিষ্যতে ছোটপর্দায় দেখা যাবে কিনা—এই প্রশ্নের উত্তরে সাবিলা জানান, এখনই সে বিষয়ে কিছু ভাবছেন না। তার মূল লক্ষ্য হচ্ছে ভালো মানের কাজ করা, যেটা নিজেকে এবং দর্শকদের উভয়কেই সন্তুষ্ট করতে পারে।
সাবিলার বড় পর্দার যাত্রা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
05/07/2025
জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার নামে সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি বিকৃত ছবি ছড়িয়ে পড়ে। সুইমিংপুলে দাঁড়িয়ে থাকা এক নারীর শরীরে ফারিয়ার মুখ বসিয়ে তৈরি করা হয় এডিটেড ছবিটি। বিষয়টি নিয়ে অভিনেত্রী নিজেই সরব হন নিজের ফেসবুকে।
৩ জুলাই ছবিটি শেয়ার করে ফারিয়া লেখেন, “ভাই এডিট করে ছবি দে সমস্যা নাই! কিন্তু জাতের কারও ছবি দে। যার সঙ্গে গায়ের রং, উচ্চতা মেলে না, শরীরে ট্যাটু—তার ছবিতে আমার মুখ বসিয়ে কী লাভ?” তিনি আরও যুক্ত করেন ছবির মূল নারীর ইনস্টাগ্রাম প্রোফাইল, যেন বিভ্রান্তি না থাকে।
ফ্যাক্টচেক সংস্থা রিউমার স্ক্যানার নিশ্চিত করেছে, ছবিটি আসল নয় এবং এটি শবনম ফারিয়ার সঙ্গে সম্পৃক্ত নয়।
ফারিয়ার পোস্ট ঘিরে অনুরাগীরা নানা মন্তব্য করেছেন। একজন ভক্ত সোনিয়া রহমান লিখেছেন, “আপুকে নিয়ে কিছু ফালতু লোক যা করছে, তাতে মন খারাপ করার কিছু নেই। সবাই জানে তিনি কে।”
আরেকজন লেখেন, “এসব বিকৃত কাজ খুব বড় গুনাহ। এসব করে কেউ সম্মান পায় না।”
ফারিয়া সোজাসাপ্টা ভঙ্গিতে প্রতিবাদ করে আবারও প্রমাণ করলেন—তিনি কেবল পর্দার নয়, বাস্তব জীবনেরও সাহসী কণ্ঠ।
05/07/2025
২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন তাসনিয়া ফারিণ। মায়ের ইচ্ছায় শুরু করা এই যাত্রায় খুব অল্প সময়েই নিজের প্রতিভা ও সৌন্দর্য দিয়ে মন জয় করেছেন দর্শকদের। ২০১৮ সালে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে বিকাশের বিজ্ঞাপন এবং ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে অভিনয়ের পর থেকেই তার জনপ্রিয়তা বেড়েছে চোখে পড়ার মতো। নাটক, বিজ্ঞাপন পেরিয়ে এখন সিনেমাতেও সমানতালে কাজ করে চলেছেন তিনি।
সামাজিক মাধ্যমেও দারুণ সরব ফারিণ। সম্প্রতি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, “এই শহরটা থেকে একটু দূরে কোথাও চলে যাই কিছুক্ষণ।” ছবিগুলোতে তাকে দেখা যায় প্রকৃতির মাঝে, খোলা চুল, মিষ্টি হাসি আর স্বাভাবিক চাহনিতে। মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয়ে যায়।
ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন ফারিণকে। একজন লিখেছেন, “ওয়াও, কি সুন্দর প্রকৃতি! আর তার সঙ্গে আমাদের সুন্দরী ফারিণ আপু।” আরেকজন লেখেন, “আপনার থেকেও বেশি সুন্দর আপনার ওই হাসিমাখা মুখ।” এই পোস্টে শুধু সৌন্দর্য নয়, প্রকাশ পেয়েছে শহুরে জীবনের ক্লান্তি থেকে একটুখানি মুক্তির আকাঙ্ক্ষাও।
04/07/2025
তাহসান-মিথিলার বিচ্ছেদ ছিল দেশের শোবিজ অঙ্গনের অন্যতম আলোচিত ঘটনা। ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা ২০১৭ সালে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা জানালেন, এই সম্পর্ক ভেঙে যাওয়াটা তিনি দীর্ঘ সময় ধরে মানতেই পারেননি।
মিথিলা জানান, ২০১৫ সালে তারা আলাদা থাকতে শুরু করেন। দুই বছর সেপারেশনে থাকার পরও তিনি বিশ্বাস করতেন, হয়তো সম্পর্ক ঠিক হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত বিচ্ছেদই চূড়ান্ত হয়। “আমি তখন তরুণী মা, এক বছরের সন্তান ছিল। সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক শক্তি আমার ছিল না,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “২৩ বছর বয়স থেকে জীবনকে যেমন ভেবেছিলাম, সব বদলে গেল। আমি শ্বশুরবাড়িতে থেকেছি, চাকরি করতাম, কিন্তু গাড়িও ছিল না। মেয়েদের জীবনে সবচেয়ে জরুরি হলো অর্থনৈতিক স্বাধীনতা।”
মিথিলা জানান, ছোটবেলা থেকেই তার মা তাকে শিখিয়েছেন, নিজের পায়ে দাঁড়াতে হবে। তাই তিনি বিয়ের পরও পড়াশোনা, চাকরি চালিয়ে গেছেন। তবে তখন সে রকম অর্থনৈতিকভাবে স্বাধীন ছিলেন না, যে একা সিদ্ধান্ত নিতে পারেন। “বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে সময় লেগেছে, কারণ মানসিকভাবে মেনে নেওয়া খুব কঠিন ছিল,” বলেন তিনি।
Address
102, Bir Uttam C R Dutta Sonargaon Road Dhaka 1205
Be the first to know and let us send you an email when Rambler Trade International Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Business
Send a message to Rambler Trade International Ltd.:
Since 2017, Rambler Travel & Tours’ offers creative and innovative ideas to allow the maximum enjoyment of the richness of our country, providing an agile, personalized and efficient service, with the backing of professionals of vast experience in the field of tourism. Among the services offered by the company stands out the coordination of itineraries for individuals or groups, including hotel reservations, transport, tours, car rentals, local flights, logistical support activities and any other special requirements necessary. Likewise, the company counts with an incentives division: TE Incentives, which offers exclusive options in sophisticated scenery to make these trips magical experiences.
We always work thinking of you, of your needs, but above all, of your expectations. We know that every detail is important, and for this reason make our best effort to care for all those “little things” which will always make the difference so that your trip will be exceptional. Our service is characterized by being flexible and creative in the design of itineraries; for this we are diligent in the selection of our transport personnel, guides and all those persons involved in the operation.
Our clients come from most of South Asian and Middle East countries like, Afghanistan, Bhutan, India, Maldives, Nepal, Pakistan, Sri Lanka, Malaysia, Thailand, Singapore, Indonesia and many more. Also from the United States, Germany, England, Colombia, Holland, Belgium, Australia and Portugal among other countries and every day we expand our horizons to work with new markets from all over the world.
Visit Bangladesh, enjoy its scenery and charms, and let Travel Excellence take care of all the details.
Our Mission
We are a team that creates unique and socially responsible travel experiences, providing services beyond expectations.
Our Vision
To strengthen our position as the leading tourism company providing quality, creative, innovative, competitive and socially responsible services in the region.
Our Values
Excellence
We distinguish ourselves through our strong commitment to improve and to inspire.
Responsibility
We commit to fulfill the needs of the persons, the interested parties and the environment through our work, maximizing the company’s resources.
Loyalty
We are reliable and trustworthy in all our relationships.
Respect
We encourage harmony and warmth between persons, considering human diversity.
Readiness
We are prompt, proactive, careful and impassioned in complying with our tasks.
Our Managing Policy
Our company is committed to promote Costa Rica as a tourist destination, offering comprehensive and innovative solutions to satisfy our clients’ needs, seeking to exceed their expectations, within the framework of quality, responsibility, equity and a sustainable development.
We will achieve this by:
Continuously improving our management system
Controlling the environmental impact of our activities and services
Supporting local communities through socio-economical actions and life culture preservation
Carrying out actions to promote equal opportunities and to ensure gender equity
Complying with legal requirements, regulations and company’s procedures and