03/07/2025
৩৬জুলাই'২৪ এদেশের অনেক বীর সন্তানের আত্মত্যাগ সন্তান হারা মা-বাবা,ভাই হারা বোন,সন্তান হারা পিতামাতার শোক বেদনার অশ্রু গাঁথা।😪
অন্যদিকে দানবীয় মাফিয়া ফ্যাসিস্টদের কবল হতে, পরাধীনতার দাসত্ব হতে মুক্তি, নব জন্মের আনন্দের আত্মচিৎকার। বোধহয় অনেকে এর থেকে শিক্ষা নিতে ভুলে গেছেন। যারা এই মহা পরিবর্তনের অংশীজন নহে তারা এর মাহাত্ম্য বুঝবে কিসে? আর অংশীজনদেরও অনেকে লোভ আর লাভালাভের হিসেব নিকেশে আজ দিগভ্রান্ত। এখনও সময় আছে ভুল ভ্রান্তি শুধরে জাতিকে দ্রুত তার কাঙ্ক্ষিত অধিকার ফিরিয়ে দিন।ভুলে যাবেন না, সৃষ্টির পরিক্রমায় কোন মানুষই অপরিহার্য নন। সাধু সাবধান। 🙏