The mizi's creations

The mizi's creations Passionate video creator dedicated to crafting engaging visual stories.

Permanently closed.
31/05/2025
30/05/2025

নবাব সিরাজউদ্দৌলাকে যখন ব'ন্দী করে টেনে হি'চঁড়ে নিয়ে যাওয়া হয়, তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করেছিল।
শুধু তাই নয়, পিঠে ছু'রিকাঘা'ত করার পূর্বে নবাবকে কাঁ'টাওয়ালা সিংহাসনে বসিয়ে ও ছেঁ'ড়া জুতা দিয়ে পিটিয়ে যখন অপ'মান করা হচ্ছিল, তখন হাজার হাজার মানুষ সেই তামাশা দেখে ব্যাপক বিনোদিত হয়েছিল!
মাস সাইকোলজিটা একটু খেয়াল করে দেখুন, এই জাতি দুইশত বছরের গোলা'মি সাদরে গ্রহণ করেছিল ওভাবেই।
একটি মজার তথ্য দেই। লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন, নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যক্ষ করেছিল তারা যদি একটি করেও ঢিল ছুঁ'ড়ত তবে ইংরেজদের করুণ পরাজয় বরণ করতে হতো। আরো চমকপ্রদ তথ্য হচ্ছে, প্রায় ১০ হাজার অশ্বারোহী, ৩০ হাজার পদাতিক এবং অসংখ্য কামান, গোলাবারুদ সহ বিশাল সুসজ্জিত সৈন্য'বাহিনী নিয়েই পলাশীর ময়দানে এসেছিলেন নবাব সিরাজউদ্দৌলা ।
কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্যসংখ্যা ছিলো মাত্র ৩ হাজার, যার মধ্যে ৯ শত জনই ছিল হাতেপায়ে ধরে নিয়ে আসা সৌখিন ব্রিটিশ অফিসার যাদের অধিকাংশেরই তলোয়ার ধরার মতো সুপ্রশিক্ষণ ছিল না, এরা কোনোদিন যু'দ্ধও করেনি।
এত কিছু জেনেও রবার্ট ক্লাইভ যু'দ্ধে নেমেছিলেন এবং জিতবেন জেনেই নেমেছিলেন। কারণ, তিনি খুব ভালো করেই জানতেন একটি হীনমন্য ব্যক্তিস্বা'র্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই, বড় সৈন্যবাহিনী এদের জন্য মশা মারতে কামান দাগার মতো। যাদেরকে সামান্য দাবার চালেই মাত করে দেয়া যায়, তাদের জন্য হাজার হাজার সৈন্যের জীবনের ঝুঁকি তিনি কেন নেবেন? এছাড়াও, মীরজাফরকে যখন নবাবীর টোপ গেলানো হয়, রবার্ট ক্লাইভ তখনই সিদ্ধান্ত নিয়ে নেন যে, সিরাজকে পরাজিত করার পর এই বদমাশটি সহ বাকিগুলোর পরিণতিও তাদের নবাবের মতোই হবে এবং হয়েছেও তাই। ইতিহাস সাক্ষ্য দেয়, মীরজাফর, উমিচাঁদ, রায়বল্লভ, ঘষেটি বেগম সহ প্রত্যেকটি বেইমানের করুণ মৃত্যু হয়েছে।
রবার্ট ক্লাইভ মীরজাফরের বেঈমানির উপর ভরসা করে যু'দ্ধ করতে আসেননি। তিনি যুদ্ধে নেমেছিলেন বাঙালির মানসিকতা নিখুঁতভাবে বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ আন্দাজ করে। তিনি জানতন, যু'দ্ধশেষে জনসম্মুখে নবাবকে হেনস্থা করলে এই জাতি বিনোদনে দাঁত কেলাবে কিংবা হা করে চেয়ে চেয়ে দেখবে। তাই বিনা দ্বিধায় সার্টিফিকেট দেয়াই যায়, বাঙালি জাতির মানসিকতা সবচেয়ে নিখুঁতভাবে মাপতে পারা ইতিহাসের প্রথম ব্যক্তিটির নাম রবার্ট ক্লাইভ!

08/03/2025
03/03/2025

০৪-০৩-২০২৫ (মঙ্গলবার)
পবিত্র মাহে রমজানের ইফতার এবং সেহেরির সময় সূচি।

02/03/2025

০৩-০৩-২০২৫ (সোমবার)
পবিত্র মাহে রমজানের ইফতার এবং সেহেরির সময় সূচি।

02/03/2025

✨ পবিত্র রমজানের করণীয় ও বর্জনীয় আমলসমূহ ✨

রমজান শুধু সিয়াম সাধনার মাসই নয়, এটি আত্মশুদ্ধির, ইবাদত-বন্দেগির এবং আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সুযোগ। 🌙

আসুন, এই রমজানে আমরা সকল ভালো কাজের অভ্যাস গড়ে তুলি এবং গুনাহ থেকে বিরত থাকি। 🤲💚

#রমজান_মুবারক #ইবাদত #রোজা #আত্মশুদ্ধি

Address

Mohammadpur
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when The mizi's creations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share