JT online Platform

JT online Platform অতীত খুব ভয়ংকর সুন্দর! ��

04/03/2025

বাবাকে বুঝতে একটা জীবন লেগে যায়!

৪ বছর বয়সে: আমার বাবা সেরা!

৬ বছর বয়সে: বাবা সবাইকে চেনে।

১০ বছর বয়সে: বাবা ভালো, কিন্তু একটু কঠোর।

১২ বছর বয়সে: বাবা ছোটবেলায় অনেক ভালো ছিলেন।

১৪ বছর বয়সে: বাবা কেমন জানি বদলে যাচ্ছেন।

১৬ বছর বয়সে বাবা কিছুই বোঝে না।

১৮ বছর বয়সে: বাবা দিন দিন আরও কঠোর হচ্ছেন।

২০ বছর বয়সে: বাবার ব্যবহার সহ্য করা কঠিন! মা কিভাবে সহ্য করতেন?

২৫ বছর বয়সে: বাবা সবকিছুতেই মতের বিবোধ করেন।

৩০ বছর বয়সে: বাবার সাথে একমত হওয়া খুব কঠিন। দাদাও কি বাবাকে এভাবেই দেখতেন?

৩৫ বছর বয়সে: বাবা আমাকে নিয়মের মধ্যে বড় করেছেন, আমাকেও আমার সন্তানদের তাই শেখাতে হবে।

৪০ বছর বয়সে; বাবা এত কষ্ট করে আমাদের বড় করেছেন,

আমি বুঝতে পারছি!

৪৫ বছর বয়সে: আমার সন্তানদের সামলানো কঠিন, বাবা কত কষ্ট করেছেন আমাদের ঠিক পথে রাখতে!

৫০ বছর বয়সে: বাবা সবকিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতেন, তিনি ছিলেন দয়ালু ও বিশেষ একজন মানুষ। সত্যিই, আমার বাবা সেরা। এই পুরো চক্রটি শেষ হতে ৫০ বছর লেগেছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা আবার প্রথম জায়গায় ফিরে যাই- 'আমার বাবা সেরা! "যাদের বাবা বেঁচে আছেন, তাদের সম্মান করুন, ভালোবাসুন। আর যাদের বাবা নেই, আল্লাহর কাছে দু'আ করুন যেন তিনি তাদের ক্ষমা করেন ও শান্তি দেন। আমরা চাই, আমাদের সন্তানরা যেন আমাদের আরও ভালোবাসে ও সম্মান করে, যেমনটা আমরা আমাদের বাবাকে করেছি বা করতে পারিনি।

25/02/2025

_মানুষ যদি একবার বুঝে যায় সে আপনার নিকট গুরুত্বপূর্ণ,চোখে আঙুল দিয়ে দেখায়ে দিবে আপনি কতোটা গুরুত্বহীন!💔😅

25/02/2025

জানো প্রিয়?!

আমার জীবনে যাকে পেয়ে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলাম, সে হলো তুমি। তোমার হাসি মুখ দেখলে অপেক্ষা করতে শিখেছি যার কাছে ভালোবাসার শিখেছি, সেও ছিলে তুমি।

তুমি আমার হাসি কান্না দুঃখ আনন্দের কারণ ছিল। তুমি আমার ভিতর সবটুকু জুড়ে সুপ্ত আকারে আমার মন ভালো হয়ে যেত। জীবনে যার জন্য বসবাস করেছিলে। তুমি আমার জীবনে এমন ভাবে মিশে গিয়েছিলে, আমি ভুল করেও ভাবিনি তোমাকে আমার হারাতে হবে।

শেষমেষ তুমি আমাকে ছেড়ে চলে যাবে অন্ধকার পৃথিবী আমাকে উপহার দিয়ে গেলে ভালোবাসার বিনিময়ে দিয়ে গেলে অনিশ্চয়তার এক জীবন।

আরব ভূমি'র মতো হাহাকার বুক। তুমি খুঁজে নিলে আলোর প্রদীপ। খুঁজে নিলে শান্তির ঘর।

24/02/2025

তুমি বিশ্বাস ভেঙে যাওয়ার পর_

অনেকেই ভাঙা বিশ্বাসকে ভালবাসা নাম দিয়ে, দাম দিয়ে ঝালাই করতে এসেছে। কিন্তু আমি আর বিশ্বাসের কাছে ফিরে যেতে পারিনি। বিশ্বাসের বুক পকেটে হাত দিয়ে দেখেছি, এখনও পুঁইশাকের পাকা ফলের মতো, জমাট বেঁধে আছে, আমার করা বিশ্বাসে অবিশ্বাসের ক্ষত।

23/02/2025

অচেনা থাকলেই বোধহয় ভালো ছিল, না থাকত এতো গল্প, না থাকত এই পরিণতি!

অন্তত হৃদয়ের আকাশটা ছিল শান্ত, হঠাৎ তুমি এলে, রঙিন করলে,,

তারপর সেই আলোয় ছায়া গেঁথে, অন্ধকার বানালে, পরিচিত হয়ে, স্বপ্ন দেখালে, হাত ধরলে,

বিশ্বাস আনালে, তারপর, একদিন হুট করে পথ বদলালে!

পূর্ণতার গল্প শুনিয়ে, শুন্যতা দিলে,

ভালোবাসার নাম করে প্রতারণা শিখালে, আজ বুঝি, তুমি কখনোই আপন ছিলে না, স্রেফ একটা অস্থায়ী গল্প, যা শেষ হয় নিরবে, বিনা শব্দে! তুমি কি জানো?

শূন্যতার ওজন সবচেয়ে বেশি হয়, এটা একবার হৃদয়ে বসলে, কখনোই আর নামতে চায় না, আজও মাঝে মাঝে ভাবি, তুমি যদি কেবলই অচেনা হতে!

তাহলে অন্তত মনে এই গভীর শূন্যতা থাকত না, ভালো থাকতাম, হয়তো সত্যি ভালো থাকতাম!

25/08/2024

ভারতে পালানোর সময় বিএসএফ এর গু*লিতে মারা গেলেন ছাত্রলীগের
সাবেক সাধারণ সম্পাদক
ইসহাক আলী পান্না

উত্তরায় রাস্তা পরিচ্ছন্নতার কাজ করছে মাদরাসার ছাত্ররা। এবার ছাত্ররা বুঝে গেছে নিজের দেশটাকে কিভাবে ভালো রাখতে হবে💙🇧🇩
07/08/2024

উত্তরায় রাস্তা পরিচ্ছন্নতার কাজ করছে মাদরাসার ছাত্ররা। এবার ছাত্ররা বুঝে গেছে নিজের দেশটাকে কিভাবে ভালো রাখতে হবে💙🇧🇩

স্বামীর সাপোর্ট ও ভালোবাসা সাথে থাকলে প্রতিটা নরীর জীবন শান্তিপূর্ণ হয়ে উঠে 💝
23/05/2024

স্বামীর সাপোর্ট ও ভালোবাসা সাথে থাকলে প্রতিটা নরীর জীবন শান্তিপূর্ণ হয়ে উঠে 💝

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when JT online Platform posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JT online Platform:

Share