02/12/2025
টাকা যতই আমাদের চারপাশে শব্দ করুক, জীবনের গভীর সত্য একটাই—সব কিছু এই টাকায় মেলে না।
আমি বহুবার দেখেছি, পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা সেই দুচোখ ভরা স্বপ্নের মানুষটাকে… যার পকেটে হয়তো খুব বেশি কিছু নেই, কিন্তু মনটা এমন শান্ত যে পাশে দাঁড়ালেই ভরসা পাওয়া যায়। আবার উল্টো দিকেও দেখেছি—গাড়ির কাঁচ তুলে রাখা কত ধনী মানুষ, যাদের মুখের কোণে হাসিটুকুও যেন কেনা যায় না।
টাকা দিয়ে বাড়ি বানানো যায়, কিন্তু ঘর বানানো যায় না—ঘর লাগে হৃদয়ের।
টাকা খরচ করে ওষুধ কেনা যায়, কিন্তু রোগমুক্তির নিশ্চয়তা কেউ দিতে পারে না।
টাকা থাকলে অনেক জিনিস জোগাড় হয়, কিন্তু সত্যিকারের ভালোবাসা, ভরসা, নির্ভরতা—এসব তো মনের মধ্যে জন্মায়, বাজারে নয়।
একজন মানুষ যতই ধনী হোক না কেন, তার কাছে যদি সময় না থাকে—তবে তার ধন-সম্পদের মানে কী!
সময় কিনে আনার ক্ষমতা পৃথিবীর কারও নেই।
এটাই তো জীবনের সবচেয়ে বড় শিক্ষা—টাকা বাড়লে মূল্য কমতে থাকে ঠিক সেই জিনিসগুলোর, যেগুলো আসলে সবচেয়ে দামী।
তাই কখনও কখনও সেই লোকটিই সবচেয়ে ধনী—যার পকেট খালি, কিন্তু হৃদয় ভরা।
যার হাতে হয়তো টাকা নেই, কিন্তু আছে নিঃস্বার্থ ভালোবাসা, আছে অন্তরের শান্তি, আছে মানুষের পাশে দাঁড়ানোর সাহস।
যার জীবনটা বিলাসিতায় না কাটলেও, তার প্রতিটি দিন বাঁচে হাসিমুখে, নিজের মতো করে।
এই পৃথিবীতে আসল ধন টাকা নয়—আসল ধন হলো সুস্থ থাকা, প্রিয় মানুষদের সঙ্গে থাকা, আর প্রতিটি মুহূর্তকে নিজের মতো করে বাঁচতে পারা।