Hakaluki Express - হাকালুকি এক্সপ্রেস

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Hakaluki Express - হাকালুকি এক্সপ্রেস

Hakaluki Express - হাকালুকি এক্সপ্রেস লাইভ ভিডিও প্রচার করতে যোগাযোগ করুন 👍
মোবাইল :01323085138
মোবাইল : 01845887473

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে! একটি ছোট ট্রেনিং বিমান মাঠে বিধ্বস্ত হয়ে দ...
21/07/2025

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে! একটি ছোট ট্রেনিং বিমান মাঠে বিধ্বস্ত হয়ে দাউদাউ করে জ্বলছে। দুর্ঘটনার পর মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুভ জন্মদিন – এফরুল ইসলাম রুহিনপ্রতিষ্ঠাতাঃহাকালুকি এক্সপ্রেস ফেসবুক পেইজ, হাকালুকি অঞ্চলের উদীয়মান তরুণদের মাঝে ইতিবাচক...
17/07/2025

শুভ জন্মদিন –
এফরুল ইসলাম রুহিন
প্রতিষ্ঠাতাঃহাকালুকি এক্সপ্রেস ফেসবুক পেইজ,

হাকালুকি অঞ্চলের উদীয়মান তরুণদের মাঝে ইতিবাচক চিন্তা, সাহিত্য ও সমাজসেবার অঙ্গনে যিনি অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন —
হাকালুকি যুব সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এফরুল ইসলাম রুহিন-কে জানাই জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা ও অফুরন্ত শুভকামনা।

আপনার নেতৃত্ব, দায়িত্ববোধ ও সমাজের প্রতি ভালোবাসা আগামী দিনেও যেন নতুন প্রজন্মকে পথ দেখায়—এই প্রার্থনা করছি।

শুভ হোক আপনার জীবন, সমৃদ্ধ হোক আগামী পথচলা হাকালুকি এক্সপ্রেস এর পক্ষ থেকে শুভেচ্ছা ❤️

17/07/2025

গোপালগঞ্জে এন সি পি নেতাকর্মীদের উপর নি'ষি'দ্ধ সংগঠন ছাত্রলীগের হা'ম'লা!
এবার প্র'তি'বাদে ফু'*সে উঠেছে সিলেট!

15/07/2025

লাইভ📍
জামায়াতে ইসলামী সিলেট মহানগর,

দেশব্যাপী হ'ত্যা,,,,, নৈ'রা'জ্য ও চা'দাবাজির প্রতিবাদে কুলাউড়ায় পৃথক বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনসাধারণ ও বৈষম্যবির...
12/07/2025

দেশব্যাপী হ'ত্যা,,,,, নৈ'রা'জ্য ও চা'দাবাজির প্রতিবাদে কুলাউড়ায় পৃথক বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনসাধারণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া উপজেলা, পৌর ও কলেজ শাখা
-
বিস্তারিত কমেন্টে

09/07/2025

সারাদেশে আগামীকালের আলিম ও কারিগরি এইচএসসি পরিক্ষা স্থগিত!
রেগুলার HSC Exam (উচ্চ মাধ্যমিক) চলবে ✅

ফেনীর পরশুরাম পশ্চিম অলকা এলাকার চিত্র।উল্লেখ্য, ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভে* ঙে প্লাবিত ১৫-২০ গ্রাম।
09/07/2025

ফেনীর পরশুরাম পশ্চিম অলকা এলাকার চিত্র।
উল্লেখ্য, ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভে* ঙে প্লাবিত ১৫-২০ গ্রাম।

ভুলে করে কুলাউড়া রেলস্টেশনে নেমে ‘ধর্ষণের শিকার’ কিশোরী, যুবক গ্রেপ্তারমায়ের সঙ্গে সিলেট থেকে ট্রেনে মৌলভীবাজারের কমলগঞ্...
08/07/2025

ভুলে করে কুলাউড়া রেলস্টেশনে নেমে ‘ধর্ষণের শিকার’ কিশোরী, যুবক গ্রেপ্তার

মায়ের সঙ্গে সিলেট থেকে ট্রেনে মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বাড়িতে ফিরছিল এক কিশোরী (১৭)। সিলেট থেকে ভানুগাছ স্টেশন পর্যন্ত আসনবিহীন টিকিট কাটে তারা। ট্রেনের বগিতে ভিড় থাকায় ভুল করে কুলাউড়া জংশন স্টেশনে নেমে পড়ে কিশোরী। কিন্তু মাকে খুঁজে না পেয়ে তার সন্দেহ হয়। তবে তার মধ্যেই ট্রেন ছেড়ে দেয়।

বাড়িতে ফিরতে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করছিল সেই কিশোরী। তখন আক্তার আলী (২৮) নামের এক গাড়িচালকের সঙ্গে তার পরিচয় হয়। ওই ব্যক্তি তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এমনকি কিশোরীকে জিম্মি করে তার স্বজনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন তিনি।

এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে আজ মঙ্গলবার কুলাউড়া রেলওয়ে থানায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। পরে আক্তার আলীকে গ্রেপ্তার করে পুলিশ। আক্তারের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কায়স্থ গ্রামে। তিনি পেশায় প্রাইভেট কারের চালক। কুলাউড়া রেলস্টেশন থেকে প্রতিদিন সিলেটে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।

মামলার সংক্ষিপ্ত এজাহার ও কিশোরীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিশোরীর পরিবার হতদরিদ্র। সিলেটের হাসপাতালে চিকিৎসাধীন এক স্বজনকে দেখে গত ৩০ জুন মায়ের সঙ্গে সে বাড়িতে ফিরছিল। ট্রেনে ভিড়ের মধ্যে মাকে হারিয়ে ফেলে। ভুলে কুলাউড়া রেলস্টেশনে নামার পর গাড়িচালক আক্তার আলী তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলেন। এতে কিশোরী রাজি হয়ে গাড়িতে ওঠেন। আক্তার তাঁকে সিলেটের একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে সেনা সদস্য পরিচয় দিয়ে বিয়ের প্রলোভন দেখান এবং একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন।

এজাহারে বলা হয়, নিখোঁজের সময় কিশোরীর কাছে একটি মুঠোফোন ছিল। সিলেটে যাওয়ার পর আক্তার তার মুঠোফোনটি কেড়ে নেন। ওই মুঠোফোনে থাকা কিশোরীর এক আত্মীয়ের সঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইমোতে কথা বলেন। তখন তিনি নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে জানান, কিশোরী তাঁর হেফাজতে আছে। তাকে ফেরত পেতে বিকাশে ২০ হাজার টাকা পাঠাতে বলেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় গতকাল সোমবার রাতে নগরের কদমতলী এলাকা থেকে কিশোরীকে উদ্ধারের পাশাপাশি আক্তার আলীকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দিপক দেওয়ান মঙ্গলবার বিকেলে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আক্তার আলী অপরাধ স্বীকার করেছেন। তাঁকে মৌলভীবাজার

কুলাউড়া পৌর শহরের উছলাপাড়া এলাকায় ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীর রহ°স্যজনক মৃ°ত্যুর ঘটনা ঘটেছে। গলা°য় ফাঁ°স দেওয়া অবস...
03/07/2025

কুলাউড়া পৌর শহরের উছলাপাড়া এলাকায় ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীর রহ°স্যজনক মৃ°ত্যুর ঘটনা ঘটেছে। গলা°য় ফাঁ°স দেওয়া অবস্থায় তার ম°রদেহ উ°দ্ধার করেছে পুলিশ। নি°হত শিক্ষার্থীর নাম সুরাইয়া ইসাছমিন রুহি, সে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

অবশেষে মৃ'ত্যু'র কাছে হার মানলেন ‘শেষ ঠিকানার কারিগর’ হিসেবে পরিচিত মনু মিয়া
28/06/2025

অবশেষে মৃ'ত্যু'র কাছে হার মানলেন ‘শেষ ঠিকানার কারিগর’ হিসেবে পরিচিত মনু মিয়া

কুলাউড়া উপজেলার ১১নং শরীফপুর ইউনিয়নে বজ্রপাতে নিহত গরুর মালিককে নতুন গরু উপহারগত ১৪ মে, বুধবার ১১নং শরীফপুর ইউনিয়নের ...
28/06/2025

কুলাউড়া উপজেলার ১১নং শরীফপুর ইউনিয়নে বজ্রপাতে নিহত গরুর মালিককে নতুন গরু উপহার

গত ১৪ মে, বুধবার ১১নং শরীফপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আব্দুস সালাম বজ্রপাতের কারণে তার একমাত্র উপার্জনের সম্বল গরুটি হারান। এই হৃদয়বিদারক ঘটনার ভিডিওটি স্থানীয় একটি গণমাধ্যম Nomuja View24 পেজ থেকে প্রচারিত হলে ব্যাপক সাড়া পড়ে।

সংবাদটি শরীফপুরের আল-হেরা ফাউন্ডেশনের দৃষ্টিগোচর হলে, তারা গরু হারানো আব্দুস সালামকে একটি নতুন গরু দেওয়ার প্রতিশ্রুতি দেন।

অবশেষে, গত ২৬ জুন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপদেষ্টা এবং সদস্যদের উপস্থিতিতে তাকে একটি নতুন গরু প্রদান করা হয়।

শেয়ার করে সবাইকে জানিয়ে দিন বিদ্যুৎের খবর📍কাল শুক্রবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ৪ ঘন্টা কুলাউড়া ও জুড়ীতে বিদ্যুৎ সরবরা...
26/06/2025

শেয়ার করে সবাইকে জানিয়ে দিন বিদ্যুৎের খবর📍

কাল শুক্রবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ৪ ঘন্টা কুলাউড়া ও জুড়ীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে,

সকল খবরাখবর পেতে আমাদের পেজে ফলো করুন Hakaluki Express - হাকালুকি এক্সপ্রেস

Address

Dhaka-1207
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hakaluki Express - হাকালুকি এক্সপ্রেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share