পার্থিব বুকস • Parthib Books

পার্থিব বুকস • Parthib Books Digital Publishing & Learning Platform Parthib Books is a digital publishing & E-Learning Platform. It's also a digital outlet of Bengali Books.

You find and read your favourite books easily here. Join our community and enjoy multiple genres, modern and classic authors and also learn anything You want from anywhere! Our products and services are designed for real-life impact. From school to university to career, our learning solutions support people throughout their lives. In a changing world, we're using the latest technologies to develop

flexible and affordable digital products that fit the way we live and learn. Parthib Books is a platform for educational content creators, students, teachers, writers and readers.

🔴 বই পড়তে:
http://parthibbooks.com/books/

■ কীভাবে পেমেন্ট করবেন জানতে:
https://parthibbooks.com/wp-content/uploads/2022/10/CLICK-BUY-NOW.mp4

📞 বই ডাউনলোড করতে কোনো সমস্যা হলে সাথে সাথে কল করুন: +8801316-346602 নম্বরে।

📩 আমাদের কাছে লিখুন: [email protected] এই ইমেইল ঠিকানায়।

🌏 আমাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: www.parthibbooks.com

Parthib Books
A Paperless Innovations! One Step Close to Save the Earth...

05/09/2025

আগামীতে NTRCA'র মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, উপাধ্যক্ষ, অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে।

03/09/2025

এসএসসি ২০২৬ নিয়ে নির্দেশনা, বিস্তারিত কমেন্টে

ফাহিমার শেষ সপ্তাহে একদম খরচ টানাতে হয়, অনেক সময় “কেন ফ্রিল্যান্সে এত বেশি ঝুঁকি?” ভাবতে হয়। কিন্তু জানেন? আপনার সামর্থ্...
01/09/2025

ফাহিমার শেষ সপ্তাহে একদম খরচ টানাতে হয়, অনেক সময় “কেন ফ্রিল্যান্সে এত বেশি ঝুঁকি?” ভাবতে হয়। কিন্তু জানেন? আপনার সামর্থ্য, স্কিল আর ইচ্ছাশক্তি থাকলে, ফাইজার বা বোস্টনের মতো অনেক প্রতিষ্ঠানে দূর থেকেও কাজ করা সম্ভব বাংলাদেশের মানুষদের জন্য। আজকের লেখায় জানবেন কিভাবে Fiverr বা Upwork ছাড়াও ইউরোপ, আমেরিকার বড় বড় প্রতিষ্ঠান থেকে রিমোট কাজ পাওয়া যায়—একদম রিমোট ওয়ান-টু-ওয়ান চাকরি।

গ্লোবাল রিমোট জব: কনসেপ্ট কী?
রিমোট জব মানে মাসিক, স্থায়ী, এবং প্রতিষ্ঠানের সেটআপড কর্মী হিসেবে কাজ করা—যেখানে আপনি অফিসে না গেলেও কাজ করবেন = প্রজেক্ট ম্যানেজিং, কন্টেন্ট, ডিজাইন, সাপোর্ট ইত্যাদিতে পূর্ণকালীন নিয়োগ পাবেন। এটি ফ্রিল্যান্সের মতো নয়—কারণ আপনার এক্সপেক্টেশন থাকে বোনাস, বেনিফিট, ট্যাক্সেড স্যালারি, অবকাশ সুবিধা ইত্যাদি।

গ্লোবাল রিমোট চাকরির সুযোগ কোথায়?
We Work Remotely, Remote.co, Remotive, Remote OK: পূর্ণকালীন রিমোট ভ্যাকেন্সিগুলো এখানে।
AngelList, LinkedIn, SkipTheDrive: স্টার্টআপ ও কপারোরেট কোম্পানির রিমোট পদ ধরে রাখা হয়।
Built In, Europe Remotely, EU Digital Jobs: ইউরোপ-কেন্দ্রিক সুযোগ।
মাইলফলক উদাহরণ:

কোন স্কিল ইন ডিমান্ড?
Tech / IT: Web/App Dev, QA, DevOps
Design: UI/UX, Graphic, Motion Design
Content & Marketing: SEO, Copywriting, SM Content
Customer Support: Live Chat, Email Support, Community Mgmt
Product & Project Management: Agile, Scrum Expert, PM Tools
বিশ্ব বাজারে: Stack Overflow Developer Survey ২০২৪–এ দেখা গেছে, remote-friendly স্কিল অ্যাপ্লিকেশনে প্রতি বছরে ৩০% বৃদ্ধি পাচ্ছে।

কিভাবে ভিজিবল হবেন?
প্রোফাইল ও রেজ্যুমে
ইংরেজিতে ক্লিয়ার, Concise সায়েন্টিতে লেখা।
Portfolio ব্যবস্থা থাকলে Github, Behance বা নিজস্ব ইউজ করুন।
সংযোগ ও অ্যাপ্লিকেশন
LinkedIn SEO-ওয়াইজ আপডেট থাকুক—“Open to Remote Work” ট্যাগ রাখুন।
রিমোট জব প্ল্যাটফর্মে ফোকাসড অ্যাপ্লিকেশন দিন।
CV+Cover Letter+Relevant Links লাগবে।

প্রফেশনাল সময়
Interview Schedule–এ যেকোনো ডে/নাইট টানে হাঁটতে পারেন।
সময় ব্যবস্থাপনা দেখিয়ে দিন—Responsive, টাইমজোন ম্যানেজমেন্ট জানতে দিন।

টাইমজোন দূরত্ব:
যদি ক্লায়েন্ট নিউইয়র্ক, মোনাকোয়—আপনার Local Time Adjust করতে হবে। Focused Time Block, Meeting Summaries এবার অপরিহার্য।

যোগাযোগ দক্ষতা:
চিঠির ভাষা, Slack/Teams/Zoom etiquette—সব স্টেপই সম্মান ও ভাবার ঢঙে থাকতে হবে। “Professional Response Time”–এর মানদণ্ড রক্ষা করুন।

Kulturális ফিট:
অনেক Western কোম্পানি Work-Life Balance এ বিশ্বাসী, তাই বর্ণময়তা/TeamSport–এ Cultural Fit দেখায়।

অভিযোগ ও সমাধান:
Slow internet, power outage? প্রি-অর্টার করতে পারেন portable router/Solar UPS, যাতে কাজে বিঘ্ন না ঘটে।

ফ্রিল্যান্সিং নয় — আজ যেটা চেয়ে দেখে শিক্ষার্থীরা, Skilled ডেভেলপাররা বা ডিজাইনাররা—চাইলে আপনি আমেরিকার স্টার্টআপে পড়ালেখা করে রিমোট চলে যেতে পারেন। আপনার কাজের মান, সময় ব্যবস্থাপনা, ও বিষয় সম্পর্কে খোঁজ রাখলে—এক্সট্রা স্কিল ছাড়াও গ্লোবাল রিমোট ওয়ার্ক সহজেই আপনার জীবনে স্থায়ী পরিবর্তন আনতে পারে।

16/08/2025

বই রিসিভ করার পর অনেকেই ছবি তুলে দেন। আজকের এই সুন্দর ভিডিওটি পাঠিয়েছেন ২০২৬ সালের এসএসসি ব্যাচের আমাদের শিক্ষার্থী ভাই রবিউল ইসলাম ইকরা। ধন্যবাদ তাকে।...................................
🎯 কেন এই বইটি তোমার প্রয়োজন?
☑️ নতুন মানবণ্টন ও সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী সাজানো
☑️ এমসিকিউ এবং সিকিউ-এর টাইপভিত্তিক শর্ট সাজেশন্স
☑️ সংক্ষিপ্ত প্রশ্নসহ সকল বিষয়ে আপডেট সবকিছুর সংযোজন
☑️ ২০২৫-২০১৬ সালের বোর্ড পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
☑️ পরীক্ষার নতুন কাঠামো অনুযায়ী প্রতি বিষয়ের পূর্ণাঙ্গ মডেল টেস্ট

■ সারা বাংলাদেশে হোম ডেলিভারি! (ক্যাশ অন ডেলিভারি)
অর্ডার করতে কল করুন: 01316346602 (২৪ ঘন্টা/এনি টাইম)
ম্যাসেঞ্জার : m.me/347644742662430

🔵 বইটি সংগ্রহ করতে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর আমাদের ইনবক্সে লিখে পাঠান। আমরা বই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব। আপনি বই হাতে পাওয়ার পর টাকা দিবেন।

🔔 ব্রেকিং নিউজ 🔔সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে সুখবর!✅ সরাসরি ১০ম গ্রেডে নিয়োগ সার্কুলার আসছে✅ ২৩৮২টি শূ...
14/08/2025

🔔 ব্রেকিং নিউজ 🔔
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে সুখবর!

✅ সরাসরি ১০ম গ্রেডে নিয়োগ সার্কুলার আসছে
✅ ২৩৮২টি শূন্য পদে নিয়োগ দেবে পিএসসি (BPSC)
✅ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে সরকারি কর্ম কমিশন (PSC)

📚 পরীক্ষার কাঠামো:
মোট ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পরীক্ষা
🔹 বাংলা – ২৫
🔹 ইংরেজি – ২৫
🔹 গণিত – ২৫
🔹 সাধারণ জ্ঞান – ২৫

📝 যারা দীর্ঘদিন অপেক্ষা করছেন প্রধান শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে, এটি হতে পারে আপনার জন্য সেরা সুযোগ! এখন থেকেই প্রস্তুতি শুরু করুন!

■ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত হয়েছে ‘বুস্টার প্লাস সাজেশন্স’। বিগত সালের বোর্ড পরীক্ষা (২০২৫ থেকে ২০...
13/08/2025

■ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত হয়েছে ‘বুস্টার প্লাস সাজেশন্স’। বিগত সালের বোর্ড পরীক্ষা (২০২৫ থেকে ২০১৬) এবং সেরা স্কুলের নির্বাচনি/প্রস্তুতিমূলক পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে শর্ট সিলেবাস অনুযায়ী বইটি রচিত। বইটি সংগ্রহ করে চোখ বুলাও; নিজের প্রস্তুতিকে একটু যাচাই করে নাও, মিলিয়ে দেখো। বিজ্ঞান শাখার সবগুলো বিষয়ের সাজেশন্সের মোট মূল্য মাত্র ৬৫০ টাকা!

📌 তোমাদের ২০২৬ সালের ফাইনাল পরীক্ষা দেখতে দেখতে চলে আসবে। সময় দ্রুত চলে যাবে এখন। এই অল্প সময়ে প্রতি বিষয়ের হাজার হাজার প্রশ্ন থেকে কোনটা রেখে কোনটা পড়বে বুঝতে পারছো না? তাহলে এই বুস্টার প্লাস সাজেশন্স বইটি তোমার জন্য। বিগত বছরের টেস্ট পেপারের প্রত্যেক টাইপের প্রশ্ন বিশ্লেষণ করে সকল বিষয়ের জন্য শর্ট একটা সাজেশন্স তৈরি করা হয়েছে। বইটিতে বিগত বছরের বোর্ডপ্রশ্ন এনালাইসিস করে তৈরি করা (প্রতিটি অধ্যায়ে) 𝐂𝐐 এবং 𝐌𝐂𝐐 রয়েছে, যা অনুশীলনের মাধ্যমে পুরো অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ কনসেপ্ট কাভার হয়ে যাবে।

■ বইটিতে যা যা থাকছে-
✅ অধ্যায়ভিত্তিক বোর্ডপ্রশ্ন এনালাইসিস
✅ এমসিকিউ টপ টিপস
✅ গুরুত্বপূর্ণ এমসিকিউ বা বহুনির্বাচনি প্রশ্ন
✅ সর্বাধিক কমন উপযোগী সিকিউ বা সৃজনশীল রচনামূলক প্রশ্ন
✅ রচনামূলক প্রশ্নের টাইপভিত্তিক নমুনা উত্তর
✅ অধ্যায়ের মূল কনসেপ্ট আলোচনা
✅ জ্ঞানমূলক প্রশ্ন
✅ অনুধাবনমূলক প্রশ্ন
✅ সংক্ষিপ্ত প্রশ্ন

👉 বিজ্ঞান শাখার সাজেশন্স বইয়ের ডেমো দেখতে ক্লিক করতে হবে এই লিংকে:
https://drive.google.com/drive/u/1/folders/1smizoKy2G0beiSSjNFCRat20MsBgow4a

🔴 বিজ্ঞান শাখার সাজেশন্স বইটিতে যেসব বিষয় আছে:
📘 বাংলা (১ম ও ২য়)
📘 ইংরেজি (১ম ও ২য়)
📘 গণিত
📘 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
📘 বাংলাদেশ ও বিশ্বপরিচয়
📘 পদার্থ বিজ্ঞান
📘 রসায়ন বিজ্ঞান
📘 জীববিজ্ঞান
📘 উচ্চতর গণিত
📘 ইসলাম ও নৈতিক শিক্ষা
📘 হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

🎯 কেন এই বইটি তোমার প্রয়োজন?
☑️ নতুন মানবণ্টন ও সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী সাজানো
☑️ এমসিকিউ এবং সিকিউ-এর টাইপভিত্তিক শর্ট সাজেশন্স
☑️ সংক্ষিপ্ত প্রশ্নসহ সকল বিষয়ে আপডেট সবকিছুর সংযোজন
☑️ ২০২৫-২০১৬ সালের বোর্ড পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
☑️ পরীক্ষার নতুন কাঠামো অনুযায়ী প্রতি বিষয়ের পূর্ণাঙ্গ মডেল টেস্ট

■ সারা বাংলাদেশে হোম ডেলিভারি! (ক্যাশ অন ডেলিভারি)
অর্ডার করতে কল করুন: 01316346602 (২৪ ঘন্টা/এনি টাইম)
ম্যাসেঞ্জার : m.me/347644742662430

🔵 বইটি সংগ্রহ করতে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর আমাদের ইনবক্সে লিখে পাঠান। আমরা বই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব। আপনি বই হাতে পাওয়ার পর টাকা দিবেন।

👉 বিস্তারিত জানতে ভিজিট করুন:
https://parthibbooks.com/product/বুস্টার-প্লাস-সাজেশন্স-ssc-2026/

শ্রদ্ধেয় শিক্ষকদের কাছে অনুরোধ, আপনারা সময় বের করতে না পারলে খাতা বোর্ড থেকে নিয়ে যাবেন না। একজন শিক্ষার্থীর ১৬-১৭ বছরের...
12/08/2025

শ্রদ্ধেয় শিক্ষকদের কাছে অনুরোধ, আপনারা সময় বের করতে না পারলে খাতা বোর্ড থেকে নিয়ে যাবেন না। একজন শিক্ষার্থীর ১৬-১৭ বছরের পরিশ্রমের সাথে ছেলেখেলা করবেন না প্লিজ! 🙏

অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের সাফল্যের কথা জানেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তাকে পার্সোনাল কম্পিউটার বিপ...
11/08/2025

অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের সাফল্যের কথা জানেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তাকে পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ বলা হয়। আর এ কারণেই তার মৃত্যুর পরও প্রযুক্তি বিশ্ব তাকে আগের মতোই স্মরণ করে। অ্যাপেলের মতো একটি সফল প্রতিষ্ঠান দাঁড় করানো খুব একটি সহজ ব্যাপার কিন্তু নয়। কিন্তু স্টিভ জবস তার জীবদ্দশায় এই কাজটিকেই সম্ভব করে গিয়েছেন। প্রায় সব বিষয়ই তিনি দেখতেন গভীরভাবে। আর এই গভীর পর্যবেক্ষণ থেকে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন উপদেশ দিয়ে গেছেন যা সবাইকেই যুগিয়েছে উৎসাহ। তরুণদের জন্য জবসের রেখে যাওয়া শ্রেষ্ঠ সম্পদ হলো তিনি সফলতার জন্য যে উপায়গুলো মেনে চলতেন।

চলুন তাহলে জেনে নেয়া যাক কী ছিল সেই উপায়গুলো।

আপনি যা ভালোবাসেন তাই করুন
আপনি যদি আপনার কাজকে ভালবাসতে না পারেন তাহলে সেই কাজে কোনোদিনই সফলতা আসবে না। যেমন- আপনার যদি পড়াশুনা করতে ভালো না লাগে, হাজার চেষ্টা করেও আপনাকে দিয়ে পড়াশুনা হবে না আর সেখানে রেজাল্ট ভালো করার তো কোনো প্রশ্নই উঠে না। আর যদি পড়তে ভালো লাগে আপনার বাসায় ১০জন মেহমান আসলেও আপনি পড়তে বসবেন, সেটা আপনার কাছে কোনো বাধাই মনে হবে না। একমাত্র কাজের প্রতি প্রচন্ড আবেগই পারে সফলতা নিয়ে আসতে।

জবস একবার বলেছিলেন, প্রচন্ড আবেগ থেকে একজন মানুষ পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। তরুণদের উদ্দেশ্যে তিনি কি উপদেশ দিয়ে গেছেন তা যদি বলতে বলা হয় তবে তিনি বলেছেন, ‘আমি হয় বাসে কন্ট্রাক্টর হিসেবে কাজ নেব বা অন্যকিছু করবো, যতক্ষণ পর্যন্ত না আমি সত্যিই কী করতে চাই তা খুঁজে বের করতে পারবো।’ বিষয়টি তার কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল। তাই এখন থেকে নিজের কাজকে ভালোবাসুন।

ইতিবাচক চিন্তা করুন
‘ইতিবাচক চিন্তা সফলতার মেরুদন্ড’। জীবনের খারাপ সময়গুলোতে সাহসের সাথে মোকাবেলা করার প্রধান সহায়ক ব্যাপার হলো- ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা। ইতিবাচক দৃষ্টিভঙ্গি, আশা, উদ্যমতা জীবনের সবকিছুকেই সহজ করে তোলে। আমরা প্রতিদিন যা নিয়ে চিন্তা করি আমাদের Subconscious mind তাই গ্রহণ করে এবং সেই অনুযায়ী কাজ করে। উদাহরণ দিয়ে যদি বলি তাহলে ব্যপারটা এমন যে, আপনি যদি ভাবেন আপনি “সুখী” তাহলে আপনার Subconscious mind সেটাই মনে করবে। কিন্তু আপনি যদি ভাবেন ‘আমাকে দিয়ে কিছুই হবে না’ তাহলে আপনার Subconscious mind তাই কমান্ড হিসেবে গ্রহণ করবে এবং সেই অনুযায়ী ‘Reality’ বা বাস্তবতা তৈরি করবে। তাই সবসময় Positive বা ইতিবাচক চিন্তা করুন। যখন আপনি আপনার পড়াশুনা, অফিস বা অন্য কোনো ব্যাপারে কর্মদক্ষতার ঘাটতি দেখবেন তখন ইতিবাচক মনোভাব আপনার মনে মোবাইলের ১০০% চার্জের মতো কাজ করবে।

ব্যর্থতা মানেই পথের শেষ নয় বরং এটাই শুরু
একটা ছোট বাচ্চা যখন হাঁটতে শেখে সে বারবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। এইভাবেই কিন্তু সে একটা পর্যায় গিয়ে হাঁটতে শেখে। কিন্তু সে যদি পড়ে যাবো এটা চিন্তা করে বসেই থাকতো তবে কখনোই হাঁটতে শিখতে পারতো না। পড়ে যাওয়া মানে শেষ হওয়া নয়। পড়ে গিয়ে উঠে দাঁড়ানোই হল ‘জীবন’। আমেরিকান লেখক ডেভিড শেংক একটি বই বের করেছিলেন, “দ্য জিনিয়াস ইন অল অব অ্যাস”। তিনি বলেছেন, আমাদের প্রত্যেকের মধ্যে আইনস্টাইন, পিকাসো, বেটোফেনের জিন আছে। আমরা সবাই জিনিয়াস, কিন্তু প্রকৃত জিনিয়াসরা একটা বিষয়ে এত মনযোগ দেন, এত সাধনা করেন, এত চেষ্টা করেন যে তার ওই জিনিসটা সক্রিয় হয়ে ওঠে।

স্টিভ জবস একবার বলেছিলেন, জীবন মাঝে মধ্যে তোমাকে ইট পাটকেল মারবে, বিশ্বাস হারিয়ে ফেলো না। স্টিভ জবস জীবনের প্রতিটি পথে নিষ্ঠুরতার শিকার হয়ে সাফল্যের চূড়ায় আরোহন করেছেন। নিজের হাতে গড়ে তোলা অ্যাপেল কোম্পানি থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল। তবুও কিন্তু তিনি থেমে থাকেননি। তার এই অদম্য মানসিকতাই তাকে করে তুলেছিল সবার থেকে আলাদা। স্টিভ জবস নিজের জীবনকে উপলব্ধি করেছিলেন।

একসাথে হাজারটা জিনিসকে না বলুন
অ্যাপেল যা করেছে তা নিয়ে জবস যতটা গর্ববোধ করতেন ঠিক ততটাই গর্ববোধ করতেন অ্যাপেল যা যা এখনো করতে পারেনি। ১৯৯৭ সালে তিনি যখন অ্যাপেলে ফিরে আসেন তখন ৩৫০টি পণ্যসহ কোম্পানিটি গ্রহণ করেন এবং দুই বছরে পণ্যের সংখ্যা কমিয়ে ১০ এ নিয়ে আসেন। কিন্তু কেন করেছিলেন এমনটা? যাতে তিনি তার টিমকে দিয়ে সব পণ্যের উপর কাজ করাতে পারেন। আমাদের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক এমনই। আমরা মনে করি যে একসাথে অনেক কাজ করতে পারাটা গর্বের। আসলে মোটেও তা নয়। মানুষের ব্রেন মাল্টিটাস্কিং উপযোগী নয়। মানুষের ব্রেন এক সময়ে একটা কাজেই ফোকাস করতে পারে। তাই এখন থেকে একটা সময় একটি কাজই করুন।

অন্যের কাছ থেকে শিখতে লজ্জা পাবেন না
ধরুন সামনে পরীক্ষা, আপনি একটা ম্যাথ পারছেন না কিন্তু আপনার বন্ধু আপনার থেকে ভালো ম্যাথ পারেন। এখন আপনি কি করবেন বন্ধুর থেকে ম্যাথ শিখে নিবেন নাকি ইগো দেখিয়ে বলবেন, আমি ওর থেকে কম নাকি? কখনোই এই ভুল করতে যাবেন না, এতে করে ক্ষতি আপনারই বেশি হবে। আমাদের একটা অভ্যাস হলো আমরা অন্যের কাজ থেকে শিখতে লজ্জা পাই,আমাদের ইগোতে লাগে। জীবনে সফল হতে চাইলে শেখার শেষ নেই। আপনি অন্যের কাছ থেকে যত পারেন নতুন কিছু শিখতে থাকুন, যা আপনাকে সাফল্যের আরো কাছাকাছি পৌঁছে দেবে।

স্টিভ জবস যখন ছাত্র ছিলেন তখন তিনি কম্পিউটার প্রযুক্তির বিভিন্ন ক্লাসে সঙ্গে যুক্ত থাকতেন। তিনি ২০ বছর বয়সে বিভিন্ন কোম্পানি যেমন এইচপিতে কাজ শিখেছেন।

সফল মানুষদের সাথে থাকুন
স্টিভ জবস শুধু Steve Wozniak এর সাথেই কাজ করতেন তা কিন্তু নয়। তিনি আরো অনেক সফল মানুষদের সাথে উঠা বসা করতেন। যেমন- পিক্সার সিইও, টিম কুক। ফলে তাঁর জীবনে সফলতার পথটা খুব একটা কঠিন হয়নি। মনবিজ্ঞানীদের মতে- আমরা প্রতিদিন যেমন মানুষের সাথে থাকবো আমাদের মস্তিষ্ক ঠিক সেভাবেই কাজ করবে। আমাদের আশেপাশের মানুষের কথার প্রভাব আমাদের জীবনে পড়ে। আপনার চারপাশ যদি সফল মানুষের বা ইতিবাচক চিন্তাভাবনা করে এমন মানুষের আনাগুনা বেশি থাকে তাহলে আপনি ভবিষ্যতে সফল হতে সহযোগিতা পাবেন আর অনেক বেশি আত্মপ্রত্যয়ী, কৌশলী এবং সৃজনশীল হতে পারবেন। সেহেতু সফল এবং ইতিবাচক মানুষদের সাথে থাকুন যতো পারবেন।

ঝুঁকি নিন
আপনি চিন্তা করলেন আপনি একজন উদ্যোক্তা হবেন। তাহলে আপনাকে ঝুঁকি নিতেই হবে। আত্মবিশ্বাসী মানুষজন খুব সহজেই ঝুঁকি নিতে পারেন, নিতে পারেন দ্রুত সঠিক সিদ্ধান্তও কারণ তারা নিজের উপর অনেক আস্থা রাখেন। এবং এই গুনটিই তাদেরকে সফল করে তোলে। স্টিভ জবস তাঁর নতুন প্রডাক্ট প্রসারের জন্য অনেক রিস্ক নিয়েছিলেন। তিনি আইফোন বের করার সময় অনেকে তাকে নিষেধ করছিলেন কিন্তু তিনি রিস্ক নিয়ে অগ্রসর হয়েছিলেন। এবং তাতে তিনি সফলও হন।

আপনি যদি জীবনে সঠিক সময়ে ঝুঁকি না নিতে জানেন তবে আপনার সফলতা একটু দেরিতেই আসবে।

সংযোগ তৈরি করুন
স্টিভ জবস ক্যালিগ্রাফি শিখেছিলেন। কিন্তু তখনও তিনি জানতে না এটা তার কোনোদিন কাজে লাগবে কিনা। কারণ ম্যাকিনটশ (এক ধরনের ব্যক্তিগত কম্পিউটার) বানানোর আগ পর্যন্ত তার ব্যক্তিগত জীবনে এর কোনো বাস্তব প্রয়োগ ছিল না। অ্যাপেল কোম্পানি প্রতিষ্ঠা করার সময়েএই ক্যালিগ্রাফি বাস্তব জীবনে তার কাজে এসেছিল।

জবস একবার বলেছিলেন, “বিভিন্ন বিষয়কে যুক্ত করাই হচ্ছে সৃজনশীলতা”। তিনি আসলে বলতে চেয়েছেন, জীবনে প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি এমন অনেক কিছুই দেখেন এবং বুঝতে পারেন যা অন্যরা পারে না। জবস্‌ বলেছিলেন, “আমি যখন বেঁচে থাকব না, তখন আমার সৃজনশীল কাজের জন্য সবাই বাহবা দেবে। কিন্তু কেউ জানবে না যে আমিও একটি ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারি।”

অনেক কিছু করার জন্য যেমন আমি গর্বিত, তেমনি অনেক কিছু না করার জন্যও আমি গর্বিত। উদ্ভাবন মানেই হলো হাজারটা জিনিসকে ‘না’ বলা। – স্টিভ জবস্

09/08/2025

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেবে সরকার

09/08/2025

HSC 2025 পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে ১৬ অক্টোবর

08/08/2025

■ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত হয়েছে ‘বুস্টার প্লাস সাজেশন্স’। বিগত সালের বোর্ড পরীক্ষা (২০২৫ থেকে ২০১৬) এবং সেরা স্কুলের নির্বাচনি/প্রস্তুতিমূলক পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে শর্ট সিলেবাস অনুযায়ী বইটি রচিত। বইটি সংগ্রহ করে চোখ বুলাও; নিজের প্রস্তুতিকে একটু যাচাই করে নাও, মিলিয়ে দেখো। বিজ্ঞান শাখার সবগুলো বিষয়ের সাজেশন্সের মোট মূল্য মাত্র ৬৫০ টাকা!

📌 তোমাদের ২০২৬ সালের ফাইনাল পরীক্ষা দেখতে দেখতে চলে আসবে। সময় দ্রুত চলে যাবে এখন। এই অল্প সময়ে প্রতি বিষয়ের হাজার হাজার প্রশ্ন থেকে কোনটা রেখে কোনটা পড়বে বুঝতে পারছো না? তাহলে এই বুস্টার প্লাস সাজেশন্স বইটি তোমার জন্য। বিগত বছরের টেস্ট পেপারের প্রত্যেক টাইপের প্রশ্ন বিশ্লেষণ করে সকল বিষয়ের জন্য শর্ট একটা সাজেশন্স তৈরি করা হয়েছে। বইটিতে বিগত বছরের বোর্ডপ্রশ্ন এনালাইসিস করে তৈরি করা (প্রতিটি অধ্যায়ে) 𝐂𝐐 এবং 𝐌𝐂𝐐 রয়েছে, যা অনুশীলনের মাধ্যমে পুরো অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ কনসেপ্ট কাভার হয়ে যাবে।

■ বইটিতে যা যা থাকছে-
✅ অধ্যায়ভিত্তিক বোর্ডপ্রশ্ন এনালাইসিস
✅ এমসিকিউ টপ টিপস
✅ গুরুত্বপূর্ণ এমসিকিউ বা বহুনির্বাচনি প্রশ্ন
✅ সর্বাধিক কমন উপযোগী সিকিউ বা সৃজনশীল রচনামূলক প্রশ্ন
✅ রচনামূলক প্রশ্নের টাইপভিত্তিক নমুনা উত্তর
✅ অধ্যায়ের মূল কনসেপ্ট আলোচনা
✅ জ্ঞানমূলক প্রশ্ন
✅ অনুধাবনমূলক প্রশ্ন
✅ সংক্ষিপ্ত প্রশ্ন

👉 বিজ্ঞান শাখার সাজেশন্স বইয়ের ডেমো দেখতে ক্লিক করতে হবে এই লিংকে:
https://drive.google.com/drive/folders/1smizoKy2G0beiSSjNFCRat20MsBgow4a

🔴 বিজ্ঞান শাখার সাজেশন্স বইটিতে যেসব বিষয় আছে:
📘 বাংলা (১ম ও ২য়)
📘 ইংরেজি (১ম ও ২য়)
📘 গণিত
📘 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
📘 বাংলাদেশ ও বিশ্বপরিচয়
📘 পদার্থ বিজ্ঞান
📘 রসায়ন বিজ্ঞান
📘 জীববিজ্ঞান
📘 উচ্চতর গণিত
📘 ইসলাম ও নৈতিক শিক্ষা
📘 হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

🎯 কেন এই বইটি তোমার প্রয়োজন?
☑️ নতুন মানবণ্টন ও সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী সাজানো
☑️ এমসিকিউ এবং সিকিউ-এর টাইপভিত্তিক শর্ট সাজেশন্স
☑️ সংক্ষিপ্ত প্রশ্নসহ সকল বিষয়ে আপডেট সবকিছুর সংযোজন
☑️ ২০২৫-২০১৬ সালের বোর্ড পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
☑️ পরীক্ষার নতুন কাঠামো অনুযায়ী প্রতি বিষয়ের পূর্ণাঙ্গ মডেল টেস্ট

■ সারা বাংলাদেশে হোম ডেলিভারি! (ক্যাশ অন ডেলিভারি)
অর্ডার করতে কল করুন: 01316346602 (২৪ ঘন্টা/এনি টাইম)
ম্যাসেঞ্জার : m.me/347644742662430

🔵 বইটি সংগ্রহ করতে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর আমাদের ইনবক্সে লিখে পাঠান। আমরা বই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব। আপনি বই হাতে পাওয়ার পর টাকা দিবেন।

07/08/2025

পরীক্ষার খাতায় কীভাবে লিখলে ৯০% নম্বর পাওয়া সম্ভব? (বিস্তারিত কমেন্টে)

Address

181/C, South Goran
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when পার্থিব বুকস • Parthib Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পার্থিব বুকস • Parthib Books:

Share

Category