Books and More with Athai

Books and More with Athai একটি বইয়ের দেশ বানাতেই এতো আয়োজন।
(1)

“Cafe Reading” একটা সিরিজ আসছে খুব দ্রুত। ঢাকার এমন ক্যাফে খুঁজে বের করবো যেখানে আমরা বসে কোলাহলের বাইরে বই পড়তে পারবো। ...
13/10/2025

“Cafe Reading” একটা সিরিজ আসছে খুব দ্রুত।

ঢাকার এমন ক্যাফে খুঁজে বের করবো যেখানে আমরা বসে কোলাহলের বাইরে বই পড়তে পারবো। আপনাদের চেনা কোনো আরাম আরাম ক্যাফের সন্ধান জানা থাকলে কমেন্ট করে জানাবেন।

বই পড়ুন, বই পড়ুন, বই পড়ুন!

গত দুইমাসে আমার পড়া সবচেয়ে পছন্দের দুটো বই।কিছু বই থাকলে পড়লে নিজের শান্তি লাগে।কত কিছু জানা বাকি জীবনে এখনো।চিপ ওয়ার নি...
12/10/2025

গত দুইমাসে আমার পড়া সবচেয়ে পছন্দের দুটো বই।কিছু বই থাকলে পড়লে নিজের শান্তি লাগে।কত কিছু জানা বাকি জীবনে এখনো।

চিপ ওয়ার নিয়ে ইউটিউবে দারুণ একটা সিরিজ করবো।আমার পড়া সেরা বইদের মধ্যে একটা।পুঁথি ধন্যবাদ ভাই আপনাদের।চিপ ওয়ার পড়তে গিয়ে আফসোস হচ্ছে।আমরা দেশ হিসেবে অনেক পেছানো।প্রযুক্তিগত নিজস্ব উন্নতি আমাদের নেই বললেই চলে।আমাদের ভাবনা পুরো বিশ্বের মতন বড় না।আফসোস হয় চিন্তা করলে।

অনেক ভিডিও বাকি।ভিডিও দেখার আগে বই পড়ে ফেলতে পারেন।ভালো লাগবে।

12/10/2025

কত অজানারে: চীনের উন্নত প্রযুক্তির লড়াইয়ে নতুন মোড়!
যুক্তরাষ্ট্র বনাম হুয়াওয়ে লড়াই। #কতঅজানারে

09/10/2025

I love you alll tobe YouTube ta ektu Subscribe Kore dau please 🙂‍↕️🙂‍↕️

এগুলো দেখলে মন ভালো হয়ে যায়!❤️
09/10/2025

এগুলো দেখলে মন ভালো হয়ে যায়!❤️

"মানি" বইয়ের জগতে কয়েক ধাপ এগিয়ে থাকা Books and More with Athai দিদির টাকা নিয়ে করা বেশ কয়েকটা ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে মূলত এই বইখানা কেনা হয়েছে। বর্তমানে 'কাঁটা ও কারানফুল' বইটি চলছে, শেষ করেই 'মানি' শুরু করব। ততক্ষণ দোয়াতে রাখবেন।

জ্বরটা একটু ভালো। আগামী কয়েকদিন এই বইগুলো নিয়ে এতো কথা বলবো এতো কথা বলবো যে আপনারা পড়তে বাধ্য হবেন😪।দারুণ কিছু জানতে হলে...
09/10/2025

জ্বরটা একটু ভালো। আগামী কয়েকদিন এই বইগুলো নিয়ে এতো কথা বলবো এতো কথা বলবো যে আপনারা পড়তে বাধ্য হবেন😪।দারুণ কিছু জানতে হলে বইগুলো পড়েন।বিশেষ করে "চিপ ওয়ার"।

আজকে আবহাওয়া দারুণ। এখন পড়ছি "আমি কেমন করে আমেরিকা হারিয়ে গিয়েছিলাম"।

কালকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে বলেছি বলে একজন আমাকে ভিখারি বলেছে।আবার বলছি একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসেন।ইউটিউবের জন্য একটা চ্যালেঞ্জ নিবো।আর প্রতিদিন আপনাদের বলবো, প্লিজ সাবস্ক্রাইব করেন!😌

আপনারা একটু Books and More with Athai এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আসেন।তাহলে আমার জ্বরটা একটু খুশিতে ভালো হয়ে...
08/10/2025

আপনারা একটু Books and More with Athai এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আসেন।তাহলে আমার জ্বরটা একটু খুশিতে ভালো হয়ে যায়!

লিংক কমেন্টে আছে।

একলাখ ১০হাজারে পৌঁছে গেছি বন্ধুরা।কোনো একদিন দশলাখে পৌঁছে যাবো!✊
07/10/2025

একলাখ ১০হাজারে পৌঁছে গেছি বন্ধুরা।কোনো একদিন দশলাখে পৌঁছে যাবো!✊

06/10/2025

বইয়ের মানুষেরা দারুণ কাজ করলে ভালো লাগে।

Books With Nahiyan ৫০ হাজার পরিবার হয়ে গেছে।আমার নিজের এতো ভালো লাগছে!

বাকিরাও অনেক দারুণ কাজ করছেন।Bookish tales by Pollob ভালো কাজ করছে।হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাও!❤️

অনেক মিষ্টি মেয়ে দারুণ কাজ করছে।আমি মন থেকে খুশি হই বইয়ের মানুষগুলো ভালো কাজ করলে! সাইকির বইকথন এবং She and her books দারুণ কাজ করছে।

মুসার বইযাত্রা সবসময় দারুণ কাজ করে।কোটি মানুষের কাছে পৌছে যাক আমার বন্ধু।

Asadudzaman Joy তো আমাদের সবার বস।

বই নিয়ে কাজ করে থাকলে আমাকে কমেন্টে জানাবেন।সবার কাজ আমি দেখতে চাই এবং শিখতে চাই।সবাইকে নিয়ে আমি একসাথে কাজ করতে চাই।

উপহার পেলে এখনো বাচ্চাদের মতন ভালো লাগে।যারা উপহার পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ।
06/10/2025

উপহার পেলে এখনো বাচ্চাদের মতন ভালো লাগে।যারা উপহার পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ।

সকাল থেকে হুট করে শরীরটা বেশ খারাপ।ভালো জ্বর।অনেক কাজ বাকি।পুরো ঘর এলোমেলো হয়ে আছে।যাইহোক এরমধ্যে আমাকে ভালোবেসে অনেকেই ...
05/10/2025

সকাল থেকে হুট করে শরীরটা বেশ খারাপ।ভালো জ্বর।অনেক কাজ বাকি।পুরো ঘর এলোমেলো হয়ে আছে।

যাইহোক এরমধ্যে আমাকে ভালোবেসে অনেকেই অনেককিছু আমাকে উপহার পাঠিয়েছেন।আপনাদের সকলকে ধন্যবাদ এবং ভালোবাসা।উপহার পেলে আমার সবাইকে দেখাতে খুব ভালো লাগে।সুস্থ হয়ে আপনাদের দেখাবো!❤️

03/10/2025

কত অজানারে: ক্রিমিয়াকে কেনো হারাতে চায় না রাশিয়া? #কতঅজানারে

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Books and More with Athai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Books and More with Athai:

Share

Category