08/11/2025
যত পড়ি আমার দিনদিন ততই মনে হয় আরো পড়া উচিত। পড়া এবং কোনো বিষয় নিয়ে জানা।এই দুটো জিনিস আমার জীবন একদম ৩৬০ ডিগ্রি বদলে দিয়েছে।খুব ছোট থেকে কিন্তু আমি পড়ি না।
তবে এখন সবকিছু পড়তে ইচ্ছে করে।এই বই পড়া শুরু হওয়ার পর একাডেমিক পড়াশোনা আমার বেশ ভালো লাগে।সারাদিন পড়তে ইচ্ছে করে।পত্রিকা,ম্যাগাজিন সব।আমি নিজের জীবনকে পুরো সুখী হতে দেখলাম এই এক পড়া দিয়েই।এতো খুশি লাগে।
আচ্ছা আমাদের দেশে এতো কম মানুষ বই পড়ে কেনো? আমরা একসাথে কিছু করি না কেনো বই পড়া নিয়ে?
সারাদিনে আপনার ১ ঘণ্টা সময় যদি থাকে একটা বই পড়ে ফেলেন।নিজের জন্য ১ ঘণ্টা। ৩০ দিন যদি আপনি প্রতিদিন ১ ঘণ্টা করে বই পড়েন সেটা মাসে ৩০ ঘণ্টা হয়।১ ঘণ্টাও সময় না হলে অডিওবুক শুনতে পারেন।
আগেই বলি এই পোস্ট তাদের জন্য যারা পড়তে চান।খুব মন খারাপ হয় বই পড়ার দিক থেকে আমার দেশ সবার নিচে।বই পড়ে আপনি জীবনে কি হবেন না হবেন সেই হিসাব আমার জানা নেই।তবে নিজেকে খুঁজে পাবেন।
এবার আসি যারা বই নিয়ে সুন্দর কাজ করছেন। “1 Hour Reading” একটা সিরিজ করবো।এক ঘণ্টায় যে বইগুলো পড়া যায় সেইসব বই নিয়ে।এই কাজটা যারা বই নিয়ে কাজ করছেন আমি চাই আপনারা সবাই করুন।লিখিত, ভিডিও সবকিছু।সবাই মিলে করলে অনেক নতুন বই নিয়ে জানা যাবে।
বই পড়ুন।ভালো লাগবে!