BSB Digital Marketing World

BSB Digital Marketing World Digital Marketer, SEO Professional, Leads and calls generation and Facebook Promoter. Hi, I’m an expert in Social Media Marketing.

Also can do Facebook Promotion, YouTube Marketing, Link Building, Leads Generation, and SEO professional. Also I am an expert in Graphics Design, Article Writing, Video Editing, Photo Editing, etc. I’ve completed a diploma course from the Barisal Polytechnic Institute and attended many Job oriented practical jobs and gained huge experience. I can promote any company to your targeted location or wo

rldwide to reach many people by my work. I’m ready to take a big responsibility for your organisation or company. I’m punctual and dedicated to my work.

13/06/2025
12/06/2025

oys

12/06/2025

Celebrating my 12th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

01/09/2024

একাত্তরে সাতচল্লিশ বাতিল হয় নাই; চব্বিশেও একাত্তর বাতিল হবে না। এগুলো রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমাদের ধারাবাহিক মুক্তির বিভিন্ন ঐতিহাসিক বিন্দু। একেকটা প্যারাডাইমও বলা যায়। কংগ্রেস প্রভাবিত বাংলাদেশের ‘মূলধারা’র ইতিহাসে একাত্তর নাকি সাতচল্লিশের ‘ভ্রম সংশোধন’। বোগাস ও রাবিশ কথা।
অন্যদিকে, কামরুদ্দীন আহমদদের কাছে দুইটাই ‘ইতিহাসের প্রয়োজনে’ ঘটেছিল। তরুণ অবস্থায় পাকিস্তান আন্দোলনে অংশ নিয়েছিল, এমন একজনকেও পাবেন না, যারা শেষ বয়সে এসে বলেছেন, পাকিস্তান আন্দোলন ‘ভুল’ ছিল। পাকিস্তান আন্দোলন আর পরবর্তী দমনমূলক পাকিস্তান রাষ্ট্র এক কথা নয়।
একইভাবে, একাত্তরের মুক্তিযুদ্ধ আর পরবর্তী কালে একটা রাজনৈতিক দলের প্রয়োজনে কেন্দ্রে রেখে নির্মিত ‘মুক্তিযুদ্ধের চেতনা’ এক কথা নয়। মুক্তিযুদ্ধ বাংলাদেশের আপামর জনগণের, ‘মুক্তিযুদ্ধের চেতনা’ বাঙালি জাতিবাদী-সাম্প্রদায়িক রাজনীতির প্রধান মতাদর্শিক হাতিয়ার। এর বেনিফিসিয়ারি আর উল্লিখিত স্কুলের সকলেই, কিন্তু প্রধান শক্তি আওয়ামীলীগ।
কাজেই পরস্পরের এন্টি-থিসিস অর্থে নয়, পরিপূরক হিসেবে সাতচল্লিশ-একাত্তর-চব্বিশের ঐতিহাসিক প্যারাডাইমগুলোকে বুঝতে হবে।

25/08/2024

ড. ইউনুস আরেকটি নোবেল পুরস্কার যে কারণে পেতে পারেন!
August 23, 2024Updated:August 23, 20243 Mins Read
ড. মুহাম্মদ ইউনুস, যিনি বিশ্বের কাছে ‘ড. ইউনিভার্স’ নামে পরিচিত, তাঁর মাইক্রোক্রেডিট ধারণার মাধ্যমে বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে একটি বিপ্লব সৃষ্টি করেছেন। এই কাজের জন্য তিনি ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন।তবে তাঁর অবদান এখানেই শেষ নয়।
২০১৭ সালে প্রকাশিত তাঁর বই ‘A World of Three Zeros’ এ, ড. ইউনুস একটি নতুন এবং সাহসী ধারণা উপস্থাপন করেছেন, যা তিনি ‘Three Zeros’ থিয়োরি নামে পরিচিত করেছেন। এই থিয়োরি তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে গঠিত: Zero Poverty, Zero Unemployment, এবং Zero Net Carbon Emissions। এই ধারণা বাস্তবায়িত হলে এটি আবারও ড. ইউনুসকে নোবেল পুরস্কারের মঞ্চে নিয়ে আসতে পারে, এবং কেননা এই থিয়োরি আমাদের বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলির সমাধান হিসাবে বিবেচিত হতে পারে।
Zero Poverty: দারিদ্র্যের অবসান
ড. ইউনুসের Three Zeros থিয়োরির প্রথম লক্ষ্য হল Zero Poverty, অর্থাৎ দারিদ্র্যের সম্পূর্ণ অবসান। তিনি বিশ্বাস করেন যে দারিদ্র্য কেবল অর্থনৈতিক সমস্যার ফল নয়, বরং এটি একটি সামাজিক সমস্যা যা সঠিকভাবে সমাধান করা সম্ভব। মাইক্রোক্রেডিট ধারণার মাধ্যমে তিনি দেখিয়েছেন যে কীভাবে ছোট ঋণ মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারে। এই মডেলটি দারিদ্র্য বিমোচনের জন্য কার্যকর একটি উপায় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, এবং ড. ইউনুস এখন আরও বড় পরিসরে এই ধারণাকে প্রসারিত করতে চান, যাতে বিশ্বব্যাপী দারিদ্র্যের সম্পূর্ণ অবসান সম্ভব হয়।
Zero Unemployment: কর্মসংস্থানের নিশ্চয়তা
Three Zeros থিয়োরির দ্বিতীয় লক্ষ্য হল Zero Unemployment, অর্থাৎ বেকারত্বের সম্পূর্ণ অবসান। ড. ইউনুস বিশ্বাস করেন যে প্রত্যেক মানুষের কর্মসংস্থান একটি মৌলিক অধিকার, এবং এই অধিকার নিশ্চিত করার জন্য তিনি সোশ্যাল বিজনেস মডেলগুলোর ওপর জোর দেন। এই মডেলগুলো লাভের পরিবর্তে মানুষের কল্যাণে নিবেদিত হয়, যা কর্মসংস্থান তৈরি করতে সহায়ক। ড. ইউনুস মনে করেন যে এই মডেলগুলো যদি বৈশ্বিকভাবে গৃহীত হয়, তাহলে বিশ্বের সমস্ত মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে।
Zero Net Carbon Emissions: পরিবেশের রক্ষা
Three Zeros থিয়োরির তৃতীয় এবং সর্বশেষ লক্ষ্য হল Zero Net Carbon Emissions, অর্থাৎ কার্বন নিঃসরণকে সম্পূর্ণভাবে শূন্যে নামিয়ে আনা। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে আমাদের গ্রহকে রক্ষা করতে হলে কার্বন নিঃসরণ হ্রাস একটি জরুরি পদক্ষেপ। ড. ইউনুস বিশ্বাস করেন যে সোশ্যাল বিজনেস মডেলগুলোর মাধ্যমে পরিবেশবান্ধব উদ্যোগগুলোর প্রসার ঘটানো সম্ভব, যা কার্বন নিঃসরণ কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। যদি এই মডেলগুলি বৈশ্বিকভাবে প্রয়োগ করা হয়, তাহলে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমিয়ে পৃথিবীকে একটি সবুজ ও টেকসই ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া সম্ভব।
ড. ইউনুস ইতিমধ্যে তাঁর মাইক্রোক্রেডিট ধারণার জন্য বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছেন, এবং তিনি দেখিয়েছেন যে একজন ব্যক্তি কীভাবে বৈশ্বিক পরিবর্তন আনতে পারে। তাঁর ‘A World of Three Zeros’ বইয়ে প্রস্তাবিত Three Zeros থিয়োরি, যা দারিদ্র্য, বেকারত্ব, এবং কার্বন নিঃসরণের মতো তিনটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যার সমাধান প্রদান করে, নোবেল পুরস্কারের জন্য একটি শক্তিশালী প্রার্থীতা হতে পারে। এই থিয়োরি বাস্তবায়নের মাধ্যমে বিশ্বব্যাপী একটি টেকসই, ন্যায়সংগত, এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
ড. ইউনুসের Three Zeros থিয়োরি আমাদের সময়ের জন্য একটি প্রয়োজনীয় সমাধান হিসেবে দেখা যেতে পারে। যদি এটি বৈশ্বিকভাবে গৃহীত এবং কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তাহলে এটি তাকে আরও একবার নোবেল পুরস্কারের সম্মান এনে দিতে পারে। তাঁর এই সাহসী এবং প্রয়োজনীয় ধারণা বিশ্বকে একটি নতুন পথে নিয়ে যেতে পারে, যেখানে সকলের জন্য সমান সুযোগ, দারিদ্র্যমুক্ত এবং পরিবেশবান্ধব পৃথিবী সম্ভব হবে।

24/08/2024

এই জাতিকে কেমনে দমাবেন!!
২২ আগস্ট ২০২৪
◾আজকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে।
◾ টিএসসিতে একদিনে উঠেছে ১৪ লাখ+ টাকা।
◾আস-সুন্নাহ ফাউন্ডেশন দিচ্ছে ১০ কোটি টাকারও বেশি।
◾হিন্দুরাও টাকা দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনে।
◾কিছু বাস রেসকিউ টিমের জন্য ভাড়া ফ্রি করে দিচ্ছে।
◾এলাকাগুলোতে নেট-মিনিট ফ্রি করে দিচ্ছে সিম কোম্পানি।
◾রিকশাওয়ালা তার সারাদিনের আয় দান করে দিচ্ছে।
◾কর্তৃপক্ষ টাওয়ারে মোবাইল চার্জের ব্যবস্থা করে দিচ্ছে।
◾এজেন্সিগুলো হেলিকপ্টার পাঠিয়ে দিয়েছে সাহায্যের জন্য।
◾মা-বোনেরা গলার চেইন খুলে দিয়ে সাহায্যের হাত বাড়াচ্ছে।
দেশের মানুষকে এতটা একতাবদ্ধ কখনো দেখেছেন? এ জাতিকে দমানো সোজা না।

22/08/2024

মন খারাপ, প্রচণ্ড মন খারাপ। তবে আজ সারাদিন সবার মাঝে যে পরিমাণ দেশপ্রেম আর ভাঁড়ত বিদ্বেষ দেখেছি, তা আমাদেরকে নতুনভাবে স্বপ্ন দেখাচ্ছে।
এই দুর্যোগ কেটে যাবে। তবে যারা এই দুর্যোগ সৃষ্টি করে লক্ষ কোটি মানুষকে বিপদে ফেলেছে, পুরো জাতি আজ তাদেরকে চিনে রেখেছে। ইন শা আল্লাহ, এর বদলা একদিন নেওয়া হবে। আজ অথবা কাল। হবেই হবে।

22/08/2024

পলক : আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে।
ভারত: আমরা বাঁধ খুলিনি, অটোমেটিক খুলে গেছে।

22/08/2024

এখনকার বন্যা ভারতের নিষ্ঠুর প্রতিশোধ, প্রতিহিংসা ছাড়া আর কিছুই না।

17/08/2024

মাত্র দশদিনে ছাত্রদের আপনি ভুল ধরতেছেন এবং প্রকাশ্যে তা বলতে পারতেছেন। মানে এই দেশ স্বাধীন হয়েছে, তা প্রমাণিত হলো।
কারণ গত ১৫ বছর ধরে আপনার মুখ বন্ধ ছিলো। আপনি সমালোচনা করতে পারেননি, সেই মুরোদ হয়নি।
এখন যেহেতু সেই মুরোদ হয়েছে, মানে বুঝতে হবে আপনার এই মুরোদটাই ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত।
তাই এই স্বাধীনতাকে সম্মান করুন এবং দেশ গড়তে সাহায্য করুন।

17/08/2024

প্রথমে ওরা ফিরে এলো "তুমি কে আমি কে? বাঙালি, বাঙালি।"
তারপর ফিরে এলো "কোটার পক্ষে ছিলাম কিন্তু এখন যেটা চাচ্ছেন সেটার পক্ষে নেই।"
তারপর ফিরে এলো "সারা বাংলা খবর দে এক দফার কবর দে।"
তারপর ফিরে এলো "তোরা যদি রাজাকার হস, আমরা আসব গেরিলা হয়ে।"
তারপর ওরা ফিরে এলো "এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম?"
তারপর ওরা ফেরত এলো ডাকাত হয়ে।
এরপর আজকে ওরা ফেরত এলো সংখ্যালঘু হয়ে।
এখন ফিরে এসেছে সুশীল হয়ে!
আগামীতে এরা আর কী কী হয়ে ফিরবে মতামত দিন আপনারা!!

12/08/2024

#খুনী_হাসিনার_বিচার _চাই।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BSB Digital Marketing World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BSB Digital Marketing World:

Share