ছোটদের নাশাত

ছোটদের নাশাত সত্য সুন্দর আগামী বিনির্মাণের প্রচেষ্টা।

প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের নবীজি কেমন ছিলেন, তোমরা কি তা জানো?  পৃথিবীর ঘোর অমানিশায় উজ্জ্বল তারকার মতো মরু আরবে জন্ম ন...
27/01/2025

প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের নবীজি কেমন ছিলেন, তোমরা কি তা জানো?
পৃথিবীর ঘোর অমানিশায় উজ্জ্বল তারকার মতো মরু আরবে জন্ম নিয়েছিলেন তিনি। তিনি ছিলেন পৃৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে ন্যায়বান এবং সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী মানুষ। তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে আমাদের সবার জন্য রহমত।
তার জীবন ছিলো ভালোবাসা, সততা ও শান্তির গল্পে ভরপুর। ছোটবেলা থেকেই তিনি ছিলেন স্নেহময়। সবার সাহায্যে তিনি এগিয়ে আসতেন আর বলতেন, সত্য কথা বলতে ও আল্লাহকে ভয় করতে।
‘আমাদের নবীজি’ বইতে তোমাদের জন্য রয়েছে পৃৃথিবীর শ্রেষ্ঠ এই মানুষটির জীবনগল্প।
এই বইয়ের পাতায় পাতায় তুমি খুঁজে পাবে—তিনি কোথায় বেড়ে উঠেছিলেন, কীভাবে বেড়ে উঠেছিলেন, কেমন করে কেটেছিলো তার ছোটবেলা ও বড়বেলা। আরও দেখতে পাবে তিনি কীভাবে ছোটদের সাথে মিশতেন, তার চারিত্রিক গুণাবলি কেমন ছিলো, তিনি কী শিক্ষা দিয়েছেন আমাদের ইত্যাদি।
চলো, প্রিয় নবীজির গল্প শুনতে শুনতে আমরা শিখে নিই কেমন করে আমরাও হতে পারি আরও ভালো মানুষ। কে না জানে, আমাদের প্রিয় নবীর জীবনই আমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ!
(ফ্ল্যাপ থেকে)

30/12/2024

নাশাতের শিশু-কিশোর বইগুলোর আলাপ আলোচনা এখন থেকে হবে ছোটদের নাশাতে।

আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ।

একটা সময়ে বাংলাদেশের গ্রামগঞ্জের অসংখ্য ঘরে ‘চার খলিফার শ্রেষ্ঠ জীবনী’ নামে একটা বই দেখা যেতো। বইটির প্রোডাকশন, ভেতরের ত...
02/10/2024

একটা সময়ে বাংলাদেশের গ্রামগঞ্জের অসংখ্য ঘরে ‘চার খলিফার শ্রেষ্ঠ জীবনী’ নামে একটা বই দেখা যেতো। বইটির প্রোডাকশন, ভেতরের তথ্য, বানান ও ভাষারীতিতে নানান অসংগতি থাকলেও আবহমান বাঙালি সমাজে নবীজির প্রিয় এই সাহাবিরা যে অনেক পঠিত হতেন, তা এই দৃশ্যটি দেখে খুব সহজেই অনুমান করা যায়।
কিন্তু এর বিপরীতে এখন আমরা এমন দেখছি যে, শিশু-কিশোরদের ইসলাম ও দীন শেখার প্রথম ও প্রধান প্লাটফর্ম—মক্তবগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে!
ফলে আমাদের শিশু-কিশোররা তাদের জীবনের দীন শেখার গুরুত্বপূর্ণ সময়টাতেই দীনের কোনো ছোঁয়া পাচ্ছে না। সে জানতে পারছে না ইসলামের মৌলিক বিধানগুলো সম্পর্কে, জানতে পারছে না নবীজি ও সাহাবায়ে কেরাম রাজি.-এর জীবনের কথা—যা তাকে পূর্ণ দীনের একজন মুসলিম হিসেবে বেড়ে উঠতে সবচেয়ে বেশি সাহায্য করতে পারতো!
নাশাত পাবলিকেশন প্রকাশিত চার খলিফার জীবনী নিয়ে এই সিরিজটি তাই আমাদের সেইসব শিশু-কিশোরদের জন্যই, যারা জানতে চায় তাদের মতো করে সহজ গল্পভাষ্যে নবীজির প্রিয় চারজন সাহাবাকে। যারা জীবনে বেড়ে উঠার অনুপ্রেরণা হিসেবে বেছে নিতে চান নবীজির সবচেয়ে প্রিয় মানুষদের।

🎯 সিরিজটিতে আছে মোট ৪টি বই :

🔴 ছোটদের হজর আবু বকর
🔴 ছোটদের হজরত উমর
🔴 ছোটদের হজরত উসমান
🔴 ছোটদের হজরত আলী
৬ থেকে ১২ বছর-বয়েসী শিশু-কিশোরদের চার খলিফাকে জানার জন্য এই বইগুলো একদম পারফেক্ট চয়েজ, কারণ বইগুলোতে জীবনীর নামে কাঠখোট্টা ইতিহাস একদমই বর্ণনা করা হয়নি!

বরং ছোট ছোট আকর্ষণীয় গল্পের ভেতর দিয়ে শিশু-কিশোরদের মনকে নাড়া দেয়, এমন উপস্থাপনার গল্পের ঢংয়ে তাদের পুরো জীবনকেই তুলে ধরা হয়েছে। যেন প্রতিজন শিশু-কিশোর আনন্দের সাথেই বইগুলো একে একে পড়ে শেষ করে ফেলতে পারে।
আপনার পরিবারে যদি একজনও কিশোর থাকে, যাকে তার শৈশবের সময়টা রঙিন করে দিতে চান চার খলিফার জীবনের আলোকে, তবে এই বইগুলো তাদের হাতে তুলে দিন শৈশব ও কৈশোরের শ্রেষ্ঠ উপহার হিসেবে।

প্রতিবাদী বইপাঠ
14/09/2024

প্রতিবাদী বইপাঠ

দুই ফালি চাঁদ আমাদের চেতনার জায়গাজুড়ে নবীজির নবুয়তকে দৃঢ় করে। মোজেজা বিশ্বাস করা ইসলামে ঈমানের দাবি। মোজেজা সত্য, কোন সন...
24/06/2023

দুই ফালি চাঁদ আমাদের চেতনার জায়গাজুড়ে নবীজির নবুয়তকে দৃঢ় করে। মোজেজা বিশ্বাস করা ইসলামে ঈমানের দাবি। মোজেজা সত্য, কোন সন্দেহ নেই।

মক্কার মুশরিকরা নানা ছুতোয়, নানা বাহানায়, নানা কায়দায় বিপাকে ফেলতে চাইত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার একটা, পারলে আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত করে দেখাও। নবীজি আঙুল দ্বারা ইশারা করলেন। সর্বশক্তিমান আল্লাহ নিজ কুদরতে চাঁদকে টুকরো করে দিলেন। মুশরিকরা সেদিনও ঈমান আনেনি। বরং অস্বীকার করেছে। নবীজিকে বলেছে জাদুকর! (নায়ুজুবিল্লাহ)

দেড় হাজার বছর পর....

গল্পটি শুরু হয় ক্লাস এইটের এক পাঠচিত্রে। রোদ্দুর নামের ছেলেটা সেদিন ভর্তি হয় সেখানে। পুলিশ বাবার ছেলে। শহর থেকে এসেছে। আধুনিক।

রোদ্দুর ব্যতিক্রম স্বভাবের ছেলে। তবে সে দিকটা ধরতে পারত না হাসান। হাসান সেই ক্লাশের মেধাবী এক ছাত্র। হাসান রোদ্দুরের গড়ে ওঠে গাঢ় ভ্রাতৃসুলভ বন্ধুত্ব। সব ঠিক চলছিল। বিপত্তিটা ঘটল একদিন জাহিদ স্যারের ধর্ম ক্লাসে। সেদিন আলোচনা হয়েছিল নবীজির মোজেজা নিয়ে। দুই ফালি চাঁদ।

পথিমধ্যে অগত্যা রোদ্দুর হাসানকে বলল, এসব অবৈজ্ঞানিক মোজেজা সে বিশ্বাস করে কিনা!
তাচ্ছিল্য মেশানো ছিল রোদ্দুরের কথায়। ইদানীং নাকের ডগায় চশমা পরে গুরুগম্ভীর ঢেকুর তুলে সুযোগ পেলেই যে সমস্ত পণ্ডিতগণ কিশোর-কোমলমতিদের মাথায় ঢোকায় সংশয়ের বীজ, রোদ্দুরও তার শিকার। শহুরে জীবনকালে তার ছিল এমন এক শিক্ষক। যিনি শিখিয়েছেন সবকিছু বিজ্ঞান দিয়ে মাপতে।

এরপর অনেককিছুই ঘটে। অনেক কথা হয়। জাহিদ স্যার লাগাতার আলোচনা করে যান ক্লাসে এ বিষয়ে।
সবশেষে কী হয়েছিল?
রোদ্দুর কি ফিরেছিল?
হাসানদের বন্ধুত্ব কি টিকেছিল শেষ পর্যন্ত!
জাহিদ স্যার কি পেরেছিলেন কথিত বিজ্ঞানমনস্ক ছাত্রের অপরিক্ক মানসকে ফেরাতে!

আহমাদ সাব্বির। তরুণ আলেম লেখক। সুনিপুণ সাবলীল তার গদ্য। তাকে নিয়ে বলার কিছু নেই। বইটি সত্যিই অসাধারণ। যুগ বলছে, আমরা মনের অজান্তেই নবীজির মোজেজাগুলোকে অসত্য জ্ঞান করে নিচ্ছি। অথচ এটা ঈমানের দাবি। এক্ষেত্রে বইটি ব্যাপকহারে যুগের তরুণ, কিশোর কোমলমতিদের হাতে পৌঁছানো সময়ের দাবি। আপনার স্কুলপড়ুয়া ভাই ভাতিজা বা প্রতিবেশি বন্ধুদের বইটি বেশি বেশি হাদিয়া দিন বা কিনে দিন।

বইটির ব্যাপক প্রসার কামনা করি। সবিশেষ, নাশাতকে অসংখ্য ধন্যবাদ।

*
ফরিদাবাদ, ঢাকা
২৪.০৬.২৩
শনিবার।

উবাইদুল্লাহ জাফর ©

03/04/2023

https://bit.ly/3M5X2c2

গল্পে গল্পে ঈমান শিখি।

লেখিকা, মাহমুদাতুর রহমান

Address

Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছোটদের নাশাত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

দারুল হিলাল

আল্লাহর নামে...