
27/01/2025
প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের নবীজি কেমন ছিলেন, তোমরা কি তা জানো?
পৃথিবীর ঘোর অমানিশায় উজ্জ্বল তারকার মতো মরু আরবে জন্ম নিয়েছিলেন তিনি। তিনি ছিলেন পৃৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে ন্যায়বান এবং সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী মানুষ। তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে আমাদের সবার জন্য রহমত।
তার জীবন ছিলো ভালোবাসা, সততা ও শান্তির গল্পে ভরপুর। ছোটবেলা থেকেই তিনি ছিলেন স্নেহময়। সবার সাহায্যে তিনি এগিয়ে আসতেন আর বলতেন, সত্য কথা বলতে ও আল্লাহকে ভয় করতে।
‘আমাদের নবীজি’ বইতে তোমাদের জন্য রয়েছে পৃৃথিবীর শ্রেষ্ঠ এই মানুষটির জীবনগল্প।
এই বইয়ের পাতায় পাতায় তুমি খুঁজে পাবে—তিনি কোথায় বেড়ে উঠেছিলেন, কীভাবে বেড়ে উঠেছিলেন, কেমন করে কেটেছিলো তার ছোটবেলা ও বড়বেলা। আরও দেখতে পাবে তিনি কীভাবে ছোটদের সাথে মিশতেন, তার চারিত্রিক গুণাবলি কেমন ছিলো, তিনি কী শিক্ষা দিয়েছেন আমাদের ইত্যাদি।
চলো, প্রিয় নবীজির গল্প শুনতে শুনতে আমরা শিখে নিই কেমন করে আমরাও হতে পারি আরও ভালো মানুষ। কে না জানে, আমাদের প্রিয় নবীর জীবনই আমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ!
(ফ্ল্যাপ থেকে)