04/10/2025
"স্বপ্ন দেখা তো দোষের কিছু নয়, স্বপ্ন সবাই দেখে। কিন্তু স্বপ্ন পূরণ করতে কয়জনে পারে? আমিও স্বপ্ন দেখি এরকম একটা সুন্দর বাড়িতে থাকার। গ্রামের ছোট্ট কোণে এই বাড়িটি, যেন এক শান্তির নীড়। নীল ছাদের উপর সাদা দেয়ালের এই বাড়িটি দেখতে যেমন সুন্দর, তেমনই এর চারপাশের সবুজ প্রকৃতি মনকে প্রশান্তি দেয়। একদিন হয়তো আমারও এরকম একটা বাড়ি হবে, যেখানে আমি প্রকৃতির মাঝে শান্তিতে বসবাস করতে পারব।"