চেপে রাখা ইতিহাস

চেপে রাখা ইতিহাস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ।

হযরত আয়েশা (রাঃ)-এর বিয়ের বয়স: প্রচলিত ধারণা না কী বিকল্প ঐতিহাসিক সত্য?হযরত আয়েশা (রাদিয়াল্লাহু আনহা) ইসলামী ইতিহাসে অন...
05/08/2025

হযরত আয়েশা (রাঃ)-এর বিয়ের বয়স: প্রচলিত ধারণা না কী বিকল্প ঐতিহাসিক সত্য?

হযরত আয়েশা (রাদিয়াল্লাহু আনহা) ইসলামী ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নারী সাহাবী। তাঁর জীবনীতে একটি ব্যাপারকে ঘিরে বহু বিতর্ক ও প্রশ্ন দেখা গেছে, তা হলো—বিয়ের সময় তাঁর বয়স। অনেকেই বলেন, তিনি বিয়ের সময় ৬ বছর বয়সী ছিলেন এবং ৯ বছর বয়সে স্বামীঘরে যান। তবে সাম্প্রতিক অনেক ইসলামি গবেষক ও ঐতিহাসিকদের মতে, এই তথ্যটি একমাত্রিক এবং ঐতিহাসিকভাবে পূর্ণাঙ্গ নয়। বরং, তাঁদের গবেষণায় উঠে এসেছে যে, হযরত আয়েশা (রাঃ)-এর বয়স বিয়ের সময় ১৬ থেকে ১৯ বছরের মধ্যে ছিল।

চলুন, বিষয়টি বিশ্লেষণ করে দেখি।

---

প্রচলিত মত কোথা থেকে এসেছে?

প্রচলিত ধারণাটি মূলত সহীহ বুখারী এবং সহীহ মুসলিম-এর কিছু হাদীস থেকে এসেছে যেখানে হযরত আয়েশা (রাঃ) বর্ণনা করেছেন—“আমি যখন নবীজি (সা.)-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হই, তখন আমার বয়স ছিল ৬ বছর এবং আমি যখন তাঁর কাছে যাই (বাসর হয়), তখন আমার বয়স ছিল ৯ বছর।” (সহীহ বুখারী, হাদীস ৫১৩৪)

এ হাদীসটি বহুবার বর্ণিত এবং প্রসিদ্ধ হলেও, একে ঘিরে রয়েছে কিছু ঐতিহাসিক অসামঞ্জস্যতা।

---

বিকল্প ঐতিহাসিক প্রমাণ ও যুক্তি

১. আয়েশা (রাঃ)-এর বড় বোন ও ঘটনাক্রমের বিশ্লেষণ

হযরত আসমা বিনতে আবু বকর (রাঃ) ছিলেন আয়েশা (রাঃ)-এর বড় বোন। ইসলামী ইতিহাসবিদ ইবনে কাসির ও ইবনে আসাকিরের মতে, হযরত আসমা (রাঃ) ছিলেন আয়েশা (রাঃ)-এর চেয়ে ১০ বছর বড়।

হযরত আসমা (রাঃ) ৭৩ হিজরিতে ১০০ বছর বয়সে ইন্তেকাল করেন (তবাকাত ইবনে সা’দ)। এ থেকে হিসাব করলে, হিজরতের সময় তাঁর বয়স ছিল ২৭ বছর, এবং আয়েশা (রাঃ)-এর বয়স ছিল প্রায় ১৭ বছর।

২. আয়েশা (রাঃ)-এর ইসলামের ইতিহাসে অংশগ্রহণ

হিজরতের আগে আয়েশা (রাঃ) ইসলাম গ্রহণ করেন, এবং মক্কায় তিনি ধর্মীয় আলোচনা ও শিক্ষায় অংশ নেন। এত অল্প বয়সী (৬ বা ৯ বছর) কোনো শিশু কীভাবে এত গভীরভাবে ধর্মে যুক্ত হতে পারে—এ প্রশ্ন গবেষকদের মনে জাগে।

৩. নবীজির (সা.) আগের বিবাহ ও সামাজিক প্রেক্ষাপট

নবীজির (সা.) প্রথম স্ত্রী ছিলেন হযরত খাদিজা (রাঃ), যিনি ছিলেন ৪০ বছর বয়সী একজন জ্ঞানী ও প্রভাবশালী নারী। নবীজির (সা.) বৈবাহিক জীবনের ইতিহাস দেখে বোঝা যায়, তিনি কখনোই শিশুকন্যার প্রতি আকৃষ্ট ছিলেন না বরং প্রাপ্তবয়স্ক, বিচক্ষণ ও বিশ্বাসী নারীদের বেছে নিয়েছেন।

৪. ইবনে হিশাম ও আল-তাবারীর ব্যাখ্যা

কিছু ঐতিহাসিক, যেমন ইবনে হিশাম এবং আল-তাবারী বর্ণনা করেছেন যে, হযরত আবু বকর (রাঃ)-এর সব সন্তানই ইসলাম গ্রহণের সময় প্রাপ্তবয়স্ক ছিলেন। অর্থাৎ, আয়েশা (রাঃ)-ও তখন কৈশোর পার হয়ে প্রাপ্তবয়স্কা হয়েছিলেন।

---

তাহলে আয়েশা (রাঃ)-এর বয়স কত ছিল?

উপরে উল্লিখিত তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করলে দেখা যায়—

হিজরতের সময় তাঁর বয়স ছিল প্রায় ১৭ বছর।

হিজরতের পরে নবীজির (সা.) সঙ্গে তাঁর বাসর হয়, অর্থাৎ তখন বয়স ছিল ১৮-১৯ বছর।

---

উপসংহার

হযরত আয়েশা (রাঃ)-এর বিয়ের বয়স নিয়ে প্রচলিত হাদীসের বর্ণনা থাকলেও, তা একমাত্রিকভাবে গ্রহণ না করে পূর্ণ ইতিহাস, পারিবারিক বর্ণনা, সমাজ ও কালপর্ব বিবেচনায় নিলে দেখা যায়—তার বিয়ের বয়স ১৬ থেকে ১৯ বছরের মধ্যে হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

এই বিষয়টি শুধুমাত্র ঐতিহাসিক সত্য নির্ধারণ নয়, বরং ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের জবাবও বটে। তাই গবেষণাভিত্তিক ও দলিলসমর্থিত আলোচনার মাধ্যমে আমাদের উচিত সত্যকে তুলে ধরা।

---

তথ্যসূত্র (References):

1. Sahih al-Bukhari, Hadith 5134

2. Ibn Hisham’s “Sirah an-Nabawiyyah”

3. Tabari’s “Tarikh al-Rusul wal-Muluk”

4. Ibn Sa’d, “Tabaqat al-Kubra”

5. M. Barakatullah, “Age of Aisha (RA) at Marriage: Re-examined”

6. Dr. Muhammad Hamidullah, “Introduction to Islam.

19/09/2024

✅ সুন্দর এই শাড়িটি পেয়ে যাচ্ছেন সম্পুর্ন ক্যাশ অন ডেলিভারিতে ১ টাকাও অগ্রিম ছাড়া। দাম মাত্র ৮৯৯ টাকা। অর্ডার করতে চাইলে ইনবক্স করুন মেসেঞ্জারে অথবা
✅ওয়েবসাইটে গিয়ে সরাসরি অর্ডার করুন। https://zatiqeasy.com/shop/17660?product=267085
🛒 এছারা আমাদের whatsApp 01612-053190
✅ ১০০% কালার গ্যারান্টি
✅ হাফ সিল্ক এর উপর প্রিন্ট করা
✅ স্টক সীমিত।

10/09/2024

✅সুন্দর এই শাড়িটি পেয়ে যাচ্ছেন সম্পুর্ন ক্যাশ-অন ডেলিভারিতে। ১ টাকাও অগ্রিম দিতে হবে না।⚜️🔱
🌱 বাঙালি নারীর পূজা কি হয় শাড়ি ছাড়া
❤️১ টাকাও অগ্রিম প্রেমেন্ট ছাড়া অর্ডার করুন 🔱
🌿শাড়ি প্রাইস জানতে মেসেজ করুন আমাদের Whatsaps 01612-053190
✅ভিসিট করুন ওয়েবসাইট

https://zatiqeasy.com/shop/17660

🖤টাঙ্গাইলে সকল ধরনের শাড়ি পেয়ে যাবেন আমাদের পেইজে
🔱 ১০০% কালার গ্যারান্টি
🔱প্রিমিয়াম কোয়ালিটি হাফ সিল্ক ও চান্দিনি হাফ সিল্ক এর উপর ব্লোক প্রিন্ট এবং ডিজিটাল প্রিন্ট।
💥শাড়ি নেয়ার সময় দেখে কোয়ালিটি চেক করে তারপর শাড়ি নেওয়ার সুযোগ

খুচরা এবং পাইকারি বিক্রয় করা হবে? প্রাইচ ইনবক্স।
03/09/2024

খুচরা এবং পাইকারি বিক্রয় করা হবে?
প্রাইচ ইনবক্স।

Free Home Delivery WhatsApps 01612053190
29/08/2024

Free Home Delivery
WhatsApps 01612053190

25/06/2024

hey,
we are coming soon with best products you like.

05/06/2024

Welcome to our online shopping page.
in this page you will find best quality products.
because we never compromised with quality.

Address

Riyad
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when চেপে রাখা ইতিহাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চেপে রাখা ইতিহাস:

Share