29/07/2025
বৃষ্টি ভেজা এক সন্ধ্যায় তারা প্রথম দেখা করে।
মেয়েটির হাতে ভেজা বই, ছেলেটি ছাতা ধরে দাঁড়িয়ে ছিল।
কথা শুরু হয় খুব সাধারণ—“আপনার বই ভিজে যাবে।”
কিন্তু সেই সাধারণ কথার মধ্যেই ছিল অদ্ভুত এক টান।
দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস—
তারা বুঝলো, ভালোবাসা শব্দে নয়, অনুভূতিতে তৈরি হয়।
একদিন মেয়েটি জিজ্ঞেস করলো—“তুমি কি আমাকে ছেড়ে যাবে কখনো?”
ছেলেটি হেসে বললো—“শুধু মৃত্যু পারলে আমাদের আলাদা করতে পারবে।”
তাদের ভালোবাসা সেদিন থেকেই প্রতিজ্ঞায় বাঁধা পড়লো।