04/08/2025
আসসালামু আলাইকুম। জীবন সহজ নয়, সহজ করে করে নিতে হয়। ধৈর্য্য ধরে। ২০১৮-২০ সাল আমার জীবনের সব চেয়ে বড় অন্ধকার বছর। আমার খুব মনে আছে আমি সারাদিন ঘর বন্ধি থাকতাম কারো সাথে কথা বলতাম না কারো সাথে না। সারারাত কান্না করতাম।দিন ভরে ঘুমাতাম দিনে যেন কারো সাথে কথা বলতে না হয়। তখন আমার থেকে বয়সে অনেক ছোট, বড় সবাই এমনই কি আমার ছাত্রী যাদের আমি শিখাতাম তারা আমাকে বলতো আপনি চাকরি করেন এভাবে বসে থাকেন কেন।।সেসময় খুব বেশি রাগ আর কষ্ট হত। ফ্যামিলি ও চাইত আমি চাকরি করি। এটা কি তাদের মাথার বোঝা কমাতে বলতো নাকি আমি যেন স্বাভাবিক জীবনে ফিরি তার জন্য বলত আমি জানি না।
আমার কেউ খবর নেয় নি। কেউ টাকা ধার দিতো না। কত বন্ধুকে চিনা হয়ে গেছে। তখন। তখন থেকে ই একজন ভালো মানুষের সাপোর্টে আমি বিজনেস শুরু করি, আস্তে আস্তে টিউশনি তেও আবার শুরু করি। সব কিছু স্বাভাবিক হতে থাকে। আমি টাকায় পেছনে ছুটতে থাকি তো ছুটছি আজও। কিন্তু আমি কি আসলেই স্বাভাবিক হয়েছি। আমার নিজেকে তো জীবন্ত লাশ মনে হয়। হ্যা সব কিছু স্বাভাবিক ভাবে নিচ্ছি। কিন্তু আমি আমাকে আর খুজে পাইনি। আমার হাসি তেও এখন মনে হয় বিষ মিশানো থাকে। হ্যা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বুজে গেছি কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হয়। কিভাবে স্রোতের বিপরীতে চলতে হয়। আমি এখন অনেক মেয়েদের ইন্সপারেশন। আমাকে দেখে অনেকেই বড় হতে চায়। আলহামদুলিল্লাহ।