Asraful 100

Asraful 100 Love never ends But......
(3)

নাইট ডিউটি পালনকালে যখন সমস্ত রাস্তা নরমাল হয়ে যায়। একটু বিশ্রামের আশ্রয় পেতে মন যখন উদগ্রীব। ঠিক তখনই মিড আয়ল্যান্ডে ...
29/07/2025

নাইট ডিউটি পালনকালে যখন সমস্ত রাস্তা নরমাল হয়ে যায়। একটু বিশ্রামের আশ্রয় পেতে মন যখন উদগ্রীব। ঠিক তখনই মিড আয়ল্যান্ডে ট্রাক উঠিয়ে দিয়ে ড্রাইভার পলাতক। 🥴🥴🥴

রেসের প্রথম  ঘোড়া যখন পাহাড়ে উঠে আনন্দ উদযাপন করে।
28/07/2025

রেসের প্রথম ঘোড়া যখন পাহাড়ে উঠে আনন্দ উদযাপন করে।

আল্লাহর নেক বান্দার পরিচয় সকল স্থানেই থাকে। ভালোবেসে প্রিয় ব্যাবসায়িক যানবাহনকে সাজিয়ে তুলেছেন।
25/07/2025

আল্লাহর নেক বান্দার পরিচয় সকল স্থানেই থাকে। ভালোবেসে প্রিয় ব্যাবসায়িক যানবাহনকে সাজিয়ে তুলেছেন।

গতকাল ৩০০ ফিটে অটোরিকশা ছিনতাই কালে সাধারণ মানুষ এবং পুলিশের প্রচেষ্টায় তার ধরতে সক্ষম হয়।পুলিশ তার জীবনের ঝুঁকি নিয়ে দ...
24/07/2025

গতকাল ৩০০ ফিটে অটোরিকশা ছিনতাই কালে সাধারণ মানুষ এবং পুলিশের প্রচেষ্টায় তার ধরতে সক্ষম হয়।

পুলিশ তার জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে থাকেন। তবে যখন সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা সেই প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়, তখন তা আরও কার্যকর ও শক্তিশালী হয়ে ওঠে।

ছবিগুলো সেই সম্মিলিত প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাই আসুন আমরা পুলিশকে সহযোগিতা করি। আজকের এই ছবিগুলো দেখে আমাদের সবাইকে পুলিশের কাজে সহযোগিতায় এগিয়ে আসা উচিত। সবার সহযোগিতায় একজন অটোচালক ফিরে ফেলো তার অটোরিকশা।

ছিনতাইকারীকে আটক করে থানায় পাঠিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।।

রাত করে বিপদ বাড়ল গর্তে পড়ে গেছে,ডাক দিয়েছে পুলিশকে পুলিশ যেয়ে করবে কি😭😭😭গাড়ির নিয়ম তান্ত্রিক ওজনের থেকে চারগুণ মাল ...
23/07/2025

রাত করে বিপদ বাড়ল গর্তে পড়ে গেছে,ডাক দিয়েছে পুলিশকে পুলিশ যেয়ে করবে কি😭😭😭গাড়ির নিয়ম তান্ত্রিক ওজনের থেকে চারগুণ মাল লোড নিয়ে যাচ্ছিল। পুলিশের রেকার হলো অক্ষম। রাতভর পাহারার দায়িত্বটা কাঁধে নিয়ে বসে রইলাম।দোয়া করবেন।

মাইলষ্টোনের এই শিক্ষকার নাম মাহিরীন চৌধুরী। বাড়ি নীলফামারী। বিমান যখন দু'র্ঘটনা ঘটে তখন উনি বের হবার সুযোগ পেয়েছিলেন।কিন...
22/07/2025

মাইলষ্টোনের এই শিক্ষকার নাম মাহিরীন চৌধুরী। বাড়ি নীলফামারী। বিমান যখন দু'র্ঘটনা ঘটে তখন উনি বের হবার সুযোগ পেয়েছিলেন।

কিন্তু আ'গুনের মধ্যে থেকে টেনে টেনে বাচ্চাদের বের করেন। অন্তত ২০ টা বাচ্চাকে সে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হন।
তাকে যখন উ'দ্ধার করা হয় তখন প্রায় মৃ'ত্যু। হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় ই'ন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজেউন।

ঐ দগ্ধ হয়ে যাওয়া পুরো দেহটাই মা!
ফুলেদের রেখে চলে গেলেন শিক্ষিকা মাহরীন চৌধুরী 😢

যে ফুলেরা বেঁচে আছে ওরা আপনাকে কোনদিন ভুলবে না
#মাইলস্টোন_কলেজ 😢

21/07/2025

একবার চিন্তা করেন, আপনার ১০-১২ বছরের বাচ্চার শরীরের চামড়া পু*ড়ে যাচ্ছে। যেই বাচ্চাগুলোকে কখনো চুলার আ*গু*নের আঁচ লাগতে দেননি।

আর সেই বাচ্চা চিৎকার দিচ্ছে, " ও মা, ও আব্বা, ও আল্লাহ।" বলে

বুকের ভিতরটা কিভাবে চৌচির হয়ে যাবে। এক-একটা ভিডিও দেখছি আর মস্তিষ্কে র'ক্তক্ষ'রণ হচ্ছে।

ইয়া আল্লাহ, এই নিষ্পাপ বাচ্চাগুলো দেহে আ'গুনের জ্বা'লা ও তাদের পিতামাতার বুকের জ্বালাকে শীতল করে দাও, আমিন।

রাত মানুষকে দুইটা জিনিস উপহার দেয়।
19/07/2025

রাত মানুষকে দুইটা জিনিস উপহার দেয়।

আমার দেখা সেরা ভয়ংকর ভালোবাসা মিশ্রিত ❤️❤️।
19/07/2025

আমার দেখা সেরা ভয়ংকর ভালোবাসা মিশ্রিত ❤️❤️।

Address

Savar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Asraful 100 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share