Oporajita

Oporajita oporajita bd online magazine. Women rights and empowerment based online magazine. we inform you wom

যৌতুক এক ভয়াবহ সামাজিক ব্যাধি। আধুনিক যুগে আমরা প্রযুক্তি, শিক্ষা ও অর্থনীতিতে যতই এগিয়ে যাচ্ছি, ততই যেন পিছিয়ে পড়ছি মান...
17/07/2025

যৌতুক এক ভয়াবহ সামাজিক ব্যাধি। আধুনিক যুগে আমরা প্রযুক্তি, শিক্ষা ও অর্থনীতিতে যতই এগিয়ে যাচ্ছি, ততই যেন পিছিয়ে পড়ছি মানবিকতা ও নারীর মর্যাদার ক্ষেত্রে। এখনও অনেক পরিবারে বিয়ের পর মেয়েটিকে পিতার বাড়ি থেকে টাকা-পয়সা, ফার্নিচার বা জমিজমা আনার জন্য চাপ দেওয়া হয়। এই দাবি পূরণ না হলে নারীর ওপর নেমে আসে নির্যাতনের খড়্গ।

#যৌতুকনিরোধ #নারীরঅধিকার #আইনিসচেতনতা #নারীনির্যাতন #নারীপক্ষ #লিগ্যালএইড #যৌতুকবিরোধীআন্দোলন #নারীর_সুরক্ষা

বর্তমানে অনেক এলাকায় চিকেনপক্স বা ভ্যারিসেলা ছড়িয়ে পড়েছে মহামারী আকারে। শিশুদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাসজনিত রোগ ন...
16/07/2025

বর্তমানে অনেক এলাকায় চিকেনপক্স বা ভ্যারিসেলা ছড়িয়ে পড়েছে মহামারী আকারে। শিশুদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাসজনিত রোগ নিয়ে রয়েছে নানা ভ্রান্ত ধারণা, যার ফলে ঝুঁকি আরও বাড়ছে।
ভ্রান্ত বিশ্বাস:“একবার চিকেনপক্স হলে আর হবে না, তাই শৈশবে হলে ভালো।”
সত্য:“চিকেনপক্স একবারও না হওয়াই ভালো-কারণ প্রথমবারের সংক্রমণই মারাত্মক হতে পারে।”
#চিকেনপক্স
#ভ্যারিসেলা
#ভাইরাস

কন্যার দায়ের করা মামলায় অবশেষে পিছু হটলেন মা। ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে নিজ পিতা-মাতার বিরুদ্ধে পারিবারিক...
16/07/2025

কন্যার দায়ের করা মামলায় অবশেষে পিছু হটলেন মা। ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে নিজ পিতা-মাতার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইনে মামলা করে দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন তরুণী মেহরিন আহমেদ। এবার সেই মায়ের পক্ষ থেকেই এলো মধ্যস্থতার প্রস্তাব।

ভিটামিন ‘কে’—নামটি হয়তো আমাদের দৈনন্দিন আলোচনায় খুব একটা আসে না। অথচ এই ভিটামিনটি শরীরের রক্ত জমাট বাঁধা থেকে শুরু করে হ...
15/07/2025

ভিটামিন ‘কে’—নামটি হয়তো আমাদের দৈনন্দিন আলোচনায় খুব একটা আসে না। অথচ এই ভিটামিনটি শরীরের রক্ত জমাট বাঁধা থেকে শুরু করে হাড়ের গঠন এবং হৃদ্‌রোগ প্রতিরোধে এক নীরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষত, নবজাতকদের জন্য এই ভিটামিনের গুরুত্ব জীবন রক্ষাকারীও হতে পারে।

ভিটামিন কে কী?
ভিটামিন ‘কে’ হলো একটি ফ্যাট-সলিউবল (চর্বিতে দ্রবণীয়) ভিটামিন, যার মূলত দুটি রূপ রয়েছে:
#ভিটামিন
#স্বাস্থ্য
#ভিটামিন_কে
#অপরাজিতাবিডি

ঢাকা বিশ্ববিদ্যালয় আজ উদযাপন করছে ‘জুলাই উইমেন্স ডে’। ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মাস...
14/07/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় আজ উদযাপন করছে ‘জুলাই উইমেন্স ডে’। ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মাসব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ দিবসটি পালিত হচ্ছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে অডিও-ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনোমুগ্ধকর ড্রোন শো।

গরমকালে হালকা, সহজপাচ্য আর পানিসমৃদ্ধ সবজির চাহিদা বাড়ে। আমাদের দৈনন্দিন খাবারে সহজলভ্য এমন দুটি সবজি হলো—চিচিঙ্গা ও ঝিঙ...
13/07/2025

গরমকালে হালকা, সহজপাচ্য আর পানিসমৃদ্ধ সবজির চাহিদা বাড়ে। আমাদের দৈনন্দিন খাবারে সহজলভ্য এমন দুটি সবজি হলো—চিচিঙ্গা ও ঝিঙা। অনেকেই এই সবজিগুলোকে একটু কম গুরুত্ব দেন, কেউ কেউ তো খেতেই চান না! অথচ এই দুটি সবজিতেই রয়েছে এমন কিছু পুষ্টিগুণ, যা শরীর সুস্থ রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
#চিচিঙ্গা
#ঝিঙা
#অপরাজিতা

চট্টগ্রামভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম সিভয়েস-এর সাংবাদিক শারমিন রিমা আন্তর্জাতিক অঙ্গনে এক গৌরবময় স্বীকৃতি পেয়েছেন। বিশ্বে...
10/07/2025

চট্টগ্রামভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম সিভয়েস-এর সাংবাদিক শারমিন রিমা আন্তর্জাতিক অঙ্গনে এক গৌরবময় স্বীকৃতি পেয়েছেন। বিশ্বের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান Columbia Journalism School থেকে তিনি গ্রীষ্মকালীন ইনভেস্টিগেটিভ জার্নালিজম কোর্সের জন্য পূর্ণ স্কলারশিপ অর্জন করেছেন।
#চট্টগ্রাম
#স্কলারশিপ
#সাংবাদিক

#অপরাজিতাবিডি

ব্রিটিশ রাজনীতিতে নতুন এক বামপন্থী ধারা তৈরির ঘোষণা দিয়েছেন সাবেক লেবার পার্টি এমপি ও ফিলিস্তিনপন্থী নেতা জারাহ সুলতানা।...
10/07/2025

ব্রিটিশ রাজনীতিতে নতুন এক বামপন্থী ধারা তৈরির ঘোষণা দিয়েছেন সাবেক লেবার পার্টি এমপি ও ফিলিস্তিনপন্থী নেতা জারাহ সুলতানা। জেরেমি করবিনের সঙ্গে হাত মিলিয়ে একটি নতুন রাজনৈতিক দলের সূচনা করতে যাচ্ছেন তিনি। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এই পরিকল্পনার কথা জানান সুলতানা।

এক সময় যার আকাশচুম্বী স্বপ্ন ছিল, এখন তিনি মহাকাশ ছোঁয়ার দোরগোড়ায়। রুথবা ইয়াসমিন—প্রথম বাংলাদেশি এবং প্রথম বাংলাদেশি নার...
09/07/2025

এক সময় যার আকাশচুম্বী স্বপ্ন ছিল, এখন তিনি মহাকাশ ছোঁয়ার দোরগোড়ায়। রুথবা ইয়াসমিন—প্রথম বাংলাদেশি এবং প্রথম বাংলাদেশি নারী হিসেবে ‘চাঁদে যাওয়ার প্রশিক্ষণ’ শেষ করেছেন। তাঁর এই সাফল্য শুধু একজন নারীর নয়, বরং একটি জাতির জন্যও এক ঐতিহাসিক গর্ব। ‘স্পেস নেশন’-এর আয়োজিত ‘মুন পাইওনিয়ার মিশন’-এর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে রুথবা এখন চাঁদে পা রাখার প্রতিযোগিতায় সামনের সারির একজন।
#রুথবাইয়াসমিন #বাংলাদেশমহাকাশে #নারীরঅভিযান #মুনমিশন #চাঁদেবাংলাদেশ #ইভিএস্পেশালিস্ট #মহাকাশে_নারী

08/07/2025


















হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মহররম আমাদের সামনে হাজির হয় এক আত্মমূল্যায়নের বার্তা নিয়ে। এটি শুধু বছরের সূচনা নয়, বরং একটি ...
07/07/2025

হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মহররম আমাদের সামনে হাজির হয় এক আত্মমূল্যায়নের বার্তা নিয়ে। এটি শুধু বছরের সূচনা নয়, বরং একটি গুরুত্বপূর্ণ অধ্যায়—যেখানে পবিত্র কুরআনের ভাষায় বলা হয়েছে, "আল্লাহর বিধানে মাস বারোটি, তার মধ্যে চারটি সম্মানিত (আরবা'আতুন হুরুম)" (সূরা আত-তাওবা, ৯:৩৬)। সেই সম্মানিত মাসগুলোর অন্যতম হলো মহররম, আর এরই দশম দিন - আশুরা, ইসলামী ইতিহাসে এক বৈচিত্র্যপূর্ণ এবং অতল গুরুত্ববাহী দিন।

#মহররম #আশুরা #ইতিহাস #রোজা #কারবালা #সুন্নাহ #আত্মশুদ্ধি #অপরাজিতাবিডি

07/07/2025

একজন টুনি আমাদের চোখ খুলে দিয়েছে। এখন সময় এসেছে বলার-আর নয়!এ সমাজে নারীর চোখের জল,ভালোবাসার অপমান আর সইব না।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Oporajita posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Oporajita:

Share