
17/07/2025
যৌতুক এক ভয়াবহ সামাজিক ব্যাধি। আধুনিক যুগে আমরা প্রযুক্তি, শিক্ষা ও অর্থনীতিতে যতই এগিয়ে যাচ্ছি, ততই যেন পিছিয়ে পড়ছি মানবিকতা ও নারীর মর্যাদার ক্ষেত্রে। এখনও অনেক পরিবারে বিয়ের পর মেয়েটিকে পিতার বাড়ি থেকে টাকা-পয়সা, ফার্নিচার বা জমিজমা আনার জন্য চাপ দেওয়া হয়। এই দাবি পূরণ না হলে নারীর ওপর নেমে আসে নির্যাতনের খড়্গ।
#যৌতুকনিরোধ #নারীরঅধিকার #আইনিসচেতনতা #নারীনির্যাতন #নারীপক্ষ #লিগ্যালএইড #যৌতুকবিরোধীআন্দোলন #নারীর_সুরক্ষা