Thoughts of Shams

Thoughts of Shams Hello, my name is Shams. I am a content creator and my only intention is to spread happiness ❤️

21/08/2025

ফুপ্পির ডিবোশ হলে যা করতো 🤣

17/08/2025

অসভ্য বৌমা (পর্ব-১৯) আমার বাচ্চা হইবো 🤣

ফুপ্পির চোখ ছিলো খাবারের টেবিলে 🤣
14/08/2025

ফুপ্পির চোখ ছিলো খাবারের টেবিলে 🤣

এই পাথরের উপর হাঁটতে পায়ে অনেক ব্যথা লাগতো মানুষের। এই কষ্ট দেখে এখন বলে জায়গাটা একদম সাফা সাফ করে দাওয়া হচ্ছে, মানুষের ...
13/08/2025

এই পাথরের উপর হাঁটতে পায়ে অনেক ব্যথা লাগতো মানুষের। এই কষ্ট দেখে এখন বলে জায়গাটা একদম সাফা সাফ করে দাওয়া হচ্ছে, মানুষের যেনো হাঁটতে সুবিধা হয় 🙂 ওরা কতো ভালো!

আমার একটা রিকুয়েস্ট, পরবর্তি সেরা সুদর্শন পুরুষের এওয়ার্ড টা যেনো আমাদের ফুইপা কে দাওয়া হয় 🤣
09/08/2025

আমার একটা রিকুয়েস্ট,
পরবর্তি সেরা সুদর্শন পুরুষের এওয়ার্ড টা যেনো আমাদের ফুইপা কে দাওয়া হয় 🤣

09/08/2025

তোমাদের ফুইপা কবে লাখপতি হবে 😭

08/08/2025

ছবি তুলেই
লাখপতি!?
😧

21/07/2025

অনেক কিছু লিখতে গিয়েও বারবার মুছে ফেলছি।

এমন একটা ভয়ংকর দুর্ঘটনা ঘটলো আজ, আর এতগুলো নিরীহ মানুষের প্রাণ চোখের পলকে চলে গেল। তাদের মৃত্যুযন্ত্রণার কথা ভাবতেও আমি সাহস পাচ্ছি না।

এই দেশে পণ্ডিত ও বিশেষজ্ঞদের অভাব নেই। দেখবেন, দেশে কোনো একটা দুর্ঘটনা ঘটলেই ব্লেম গেম শুরু হয়ে যায়। একজন আরেকজনকে দোষ দেয়, কেউ বলে এই সিস্টেমে সমস্যা, কেউ বলে ওই সিস্টেমে সমস্যা। কেউ বলে এভাবে হলে ভালো হতো, কেউ বলে ওভাবে হলে এই অঘটন ঘটতো না — ইত্যাদি আরও কত কথা! এবং তাদের লেখা পড়লে বোঝা যায়, তারা অনেক বেশি জ্ঞান রাখেন। বিশেষ করে আজ যা হয়েছে, সেই বিষয়ে তো অনেকেরই বিশাল জ্ঞান রয়েছে, দেখছি।

আমার প্রশ্ন — এত কিছু যখন জানতেন, বুঝতেন, তখন আগেই কেন এসব অব্যবস্থাপনা, অনিয়ম আর সমস্যাগুলো নিয়ে কথা বলেননি? আমরা যারা কম বুঝি বা কিছুই বুঝি না, আমরাও তো সতর্ক হতে পারতাম।

আমাদের বিশেষজ্ঞরা মানুষ মরলে পরে তাদের জ্ঞান বিতরণ করতে আসেন। পুরো ফেসবুক ভরে যায় তাদের বড় বড় কথায়। সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে, আমাদের এখানে সবকিছু শুধু এই “জ্ঞান বিতরণে” সীমাবদ্ধ। সঠিক ব্যবস্থা নেওয়ার মতো মানুষের মতো মানুষ এখানে নেই।

পণ্ডিতি কম করা আর কাজে পটু লোকের সংখ্যা যদি বেশি থাকতো, তাহলে হয়তো আজ এই দেশে মানুষগুলোকে নির্মমভাবে মরতে হতো না।

21/07/2025

এতো বড় একটা দুর্ঘটনা! কি বলবো বুঝতে পারছি না। শরীর অবশ লাগছে। আল্লাহ যেনো বাচ্চাগুলোকে হেফাজত করেন।

জীবন থেকে নাওয়া 🙂
19/07/2025

জীবন থেকে নাওয়া 🙂

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Thoughts of Shams posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thoughts of Shams:

Share