
05/12/2024
মন খারাপ একধরনের নীরবতা, যেখানে শব্দগুলো হারিয়ে যায় আর অনুভূতিগুলো শব্দহীন হয়ে থাকে। এটা যেন জীবনের এক ছোট্ট বিরতি, যেখানে নিজের সঙ্গে নিজের কথোপকথন হয়। হয়তো আজ কষ্ট হচ্ছে,কিন্তু এই কষ্টই তোমাকে আরও পরিপূর্ণ করবে।তোমার মনে কষ্ট এলেও,তার মধ্যে রঙ খুঁজে নাও।হয়তো এই বিরতির মধ্যেই তুমি জীবনের নতুন অর্থ খুঁজে পাবে।খারাপ সময় সবই ক্ষণস্থায়ী।এই মুহূর্তও একদিন সুন্দর স্মৃতিতে পরিনত হবে"!
everyone on threads