
14/05/2025
বর্তমান বৈরী আবহাওয়ায় কীভাবে ওয়াইফাই ডিভাইস ঠিক রাখবেন?
প্রিয় গ্রাহকগণ,
বর্ষা এবং বৈদ্যুতিক ঝড়ের এই সময়ে ওয়াইফাই রাউটার ও নেটওয়ার্ক ডিভাইস ঠিকঠাক রাখা অত্যন্ত জরুরি। নিচের পরামর্শগুলো মেনে চললে আপনি আপনার ইন্টারনেট সংযোগ সচল রাখতে পারবেন:
1. বিদ্যুৎ চলে গেলে বা বজ্রপাত শুরু হলে রাউটার ও ONU ডিভাইসের পাওয়ার বন্ধ রাখুন।
2. অভ্যন্তরীণ তারগুলো (LAN/Optical Fiber) ভালোভাবে গুছিয়ে ও শুকনো জায়গায় রাখুন।
3. রাউটার বেশি গরম হলে কিছুক্ষণ বন্ধ রাখুন এবং আবার চালু করুন।
4. UPS ব্যবহার করুন বিদ্যুৎ ওঠা-নামার সময়ে ডিভাইস রক্ষা করার জন্য।
5. কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাদের হেল্পলাইন বা পেজে ইনবক্স করুন।
আপনার সচেতনতাই আমাদের নেটওয়ার্ককে আরো স্থিতিশীল রাখতে সাহায্য করবে।
Internet issue
সার্বক্ষণিক সেবা ও সচেতনতার অঙ্গীকারে পাশে আছি।