DEC 16th

DEC 16th বিজয়ের চেতনা নিয়ে আমরা আছি সবার মাঝে।

10/06/2025

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

হ্যালো বন্ধুরা আজকে সবার সাথে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করবো। আ...
10/06/2025

হ্যালো বন্ধুরা আজকে সবার সাথে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করবো। আর সে বিষয় টা হলো -

☞ "সে'ক্স ও সফলতা একসাথে চলে না!"

কোন অসংযত পুরুষ কখনোই মহান হতে পারে না।

------------------

🔎 কিছু পুরুষ সফলতার স্বপ্ন দেখে,
💪 কিছু পুরুষ পরিশ্রম করে,
😔 আবার কিছু পুরুষ নিজেই নিজের সফলতাকে ধ্বংস করে ফেলে।

------------------

❗ আপনি জানেন কি?
পুরুষদের সবচেয়ে বড় বিভ্রান্তির নাম "সে'ক্স"।

👎 যে পুরুষ ভোগের পেছনে ছুটে, সে লক্ষ্যে পৌঁছায় না।
👍 যে পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে-ই সবার চেয়ে এগিয়ে থাকে।

------------------

🔥 কঠিন সত্যঃ

1️⃣ শক্তিশালী পুরুষ কামনার দাস নয়।

🗡️ আলেকজান্ডার: - ৩০-এর মধ্যেই বিশ্বজয়।
🚀 এলন মাস্ক: - সপ্তাহে ১০০ ঘণ্টা কাজ।
🥊 মোহাম্মদ আলী: - লড়াইয়ের আগে যৌনতা বর্জন।

🙈 কিন্তু আজকের বহু পুরুষ কী করছে?
🔞 পর্ন + 💦 মাস্টারবেশন + 😢 মেয়েদের জন্য কান্না।

------------------

2️⃣ যৌনতা কেড়ে নেয় আপনার শক্তি ও মনোযোগ।

🧬 টেস্টোস্টেরন
🔥 উদ্যেম
🧘 মনোযোগ

⛔ "রিলিজ" মানে নিজেকে দুর্বল করে ফেলা।

------------------

3️⃣ মেয়েদের পেছনে সময় = ভবিষ্যৎ ধ্বংস।

📱 ফেসবুকে মেয়েদের ছবি স্ক্রল
💬 চ্যাটিং
🔞 মাস্টারবেশন

🤔 ভাবুন তো এই সময়টা যদি ব্যয় হতো:- কোন স্কিল শেখার পেছনে ?

💼 ক্যারিয়ার
🏋️ শরীর গঠন

…তাহলে নারীরাই ছুটে আসত।

------------------

4️⃣ যৌন দুর্বলতায় ধ্বংস হয়েছে অনেক মহান পুরুষ।

💔 শিমশোন – ডেলিলার কারণে
👑 সলোমন – নারীদের কারণে
🏌️ টাইগার উডস – যৌন স্ক্যান্ডাল
🇺🇸 বিল ক্লিনটন – প্রেসিডেন্সি ঝুঁকিতে

⚠️ কামনার দাস = বিপর্যয়ের অপেক্ষা

------------------

5️⃣ নারীরা সম্মান করে আত্মনিয়ন্ত্রিত পুরুষকে।

🙄 যারা পিছনে ঘুরে বেড়ায় তাদেরকে নয়।
🎯 সম্মান সেই পুরুষকেই করে
যার আছে লক্ষ্য, নিয়ন্ত্রণ, মিশন।

------------------

6️⃣ পর্ন, মাস্টারবেশন ও ক্যাজুয়াল সেক্স = পুরুষ ধ্বংস।

🧠 পর্ন = ব্রেইন ধ্বংস
💦 মাস্টারবেশন = উদ্যম শেষ
🍑 ক্যাজুয়াল সেক্স = শৃঙ্খলা শেষ

📉 ফলাফল = ❌ অনুপ্রেরণা নেই
❌ আয় নেই
❌ স্থিরতা নেই

------------------

7️⃣ নিজেকে না নিয়ন্ত্রণ করতে পারলে,
দুনিয়া জেতা সম্ভব না।

❓ পারবেন কি এক সপ্তাহ করে সেক্স/পর্ন ছাড়া?
❓ পারবেন কি কাজের সময় নারীর চিন্তা বাদ দিতে?

🤷 যদি না পারেন, তবে নিজেকে কখনো "শক্তিশালী" বলার সাহস করবেন না।

------------------

8️⃣ সফল পুরুষ সে'ক্সকে নিয়ন্ত্রণ করে।
আর ব্যর্থ পুরুষ সে'ক্সের দ্বারা নিয়ন্ত্রিত হয়।

🧘 আত্মসংযম = শক্তি
🐒 কামনার গোলাম = দুর্বলতা

👑 এই দুনিয়া শাসন করে তারাই যারা ভোগ নয়, নিয়ন্ত্রণ বেছে নেয়।

-------------------

9️⃣ নারী আসবে যাবে, কিন্তু সফলতা চিরস্থায়ী।

💔 ১০০ নারী থাকলেও তারা সবই একদিন চলে যেতে পারে।
💰 কিন্তু অর্থ, ক্ষমতা, অবস্থান থাকলে, নারীরা নিজেরাই আসবে।

🏃 দুর্বল পুরুষ ছুটে বেড়ায় নারীদের পিছনে।
🧲 সফল পুরুষদের দিকে নারীরা ছুটে আসে।

-------------------

🔟 প্রথমে নিয়মানুবর্তিতা, পরে আনন্দ।

❌ সে'ক্স খারাপ নয়, এটা জীবন বিধান ।
😇 খারাপ তখনই, যখন এটা হয়ে যায় আসক্তি।

🎯 সফলতা আগে ➤ আনন্দ পরে।

------------------

🛑 শেষ কথা:
যদি আপনি হতে চান—
💸 ধনী
💪 শক্তিশালী
👑 সফল

👉 তাহলে সর্ব প্রথম শিখুন নিজের কামনাকে জয় করতে।

------------------

✅ কারণ:
"যে পুরুষ নিজের কামনাকে জয় করে,
সে-ই নিজের ভবিষ্যৎ জয় করে।
আর যে কামনার দাস, সে একদিন সব হারায়।"

------------------

💬 যদি এই লেখাটি আপনার মূল্যবান মনে হয়,
📤 শেয়ার করুন সকল বন্ধুদের সাথে
হয়তো তারা অনুপ্রানিত হয়ে নতুন ভাবে জীবনটাকে আরো একবার নতুন শুরু করতে পারবে!


゚viralシfypシ゚viralシalシ

আপনি জানেন কি ? নে*ক*ড়ে একটি গর্বিত প্রাণী, তাই তুর্কিরা তাদের সন্তানদের সিং*হে*র পরিবর্তে নে*ক*ড়ে*দের সাথে তুলনা করে। ...
01/06/2025

আপনি জানেন কি ?

নে*ক*ড়ে একটি গর্বিত প্রাণী, তাই তুর্কিরা তাদের সন্তানদের সিং*হে*র পরিবর্তে নে*ক*ড়ে*দের সাথে তুলনা করে।

নে*ক*ড়ে একমাত্র প্রাণী যে তার স্বাধীনতার সাথে কখনো আপোষ করে না এবং কারো দাস হয় না।

তবে ধরা পরার দিন থেকে খাবার গ্রহণ ব*ন্ধ করে দেয়, তাই আপনি এটিকে চিড়িয়াখানা বা সার্কাসে দেখতে পাবেন না। নে*ক*ড়ে কখনও মৃ*ত*কে খায় না, বা নে*ক*ড়ে মাহরাম (মা, বোন) এর দিকে তাকায় না, অর্থাৎ নে*ক*ড়ে তার মা এবং বোনকে বাকি প্রাণীদের থেকে সম্পূর্ণ আলাদা জানে এবং খারাপভাবেও দেখে না। নে*ক*ড়ে তার স্ত্রীর প্রতি এতটাই অনুগত যে অন্য কারও সাথে তার সম্পর্ক নেই। একইভাবে, বিশ্বাসী (অর্থাৎ, তার স্ত্রী) একইভাবে নে*ক*ড়ে*র প্রতি অনুগত। নে*ক*ড়ে তার আদর্শ সন্তানদের জন্ম দেয় যাদের বাবা-মা একই থাকে ৷ যদি দম্পতির মধ্যে একজন মা*রা যায়, অন্যজন অন্তত তিন মাস মৃ*ত্যু*র জায়গায় দাঁড়িয়ে থাকে।

নে*ক*ড়ে*কে আরবীতে "ইবনে আল-বার" বলা হয়, যার অর্থ "ভাল ছেলে" কারণ তার বাবা-মা বৃদ্ধ হয়ে গেলে সে তাদের জন্য শিকার করে এবং তাদের সম্পূর্ণ যত্ন নেয়।

সেজন্য, তুর্কি এবং মঙ্গোলরা তাদের সন্তানদের সিং*হে*র পরিবর্তে নে*ক*ড়ে*দের সাথে তুলনা করে। তারা বিশ্বাস করে যে "সিং*হে*র মতো র*ক্ত*পিপাসু সন্তান হওয়ার চেয়ে নে*ক*ড়ে*র মতো কর্তব্যপরায়ন শাবক হওয়া ভালো।"

(সংগৃহীত)
゚viralシfypシ゚viralシalシ



26/05/2025

ভিডিও এডিটিংয়ের জন্য বর্তমানে AI টুলসগুলো অনেক কাজ খুব সহজ করে দিচ্ছে। নিচে টপ ১০টি AI টুলের নাম এবং এগুলো কী কাজে ব্যবহৃত হয়, তা সংক্ষেপে তুলে ধরা হলো-

১. Runway ML

কাজ: ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, রিমিক্স, স্টাইল ট্রান্সফার, ভিডিও ইনপেইন্টিং।

বিশেষত্ব: জেনারেটিভ ভিডিও এডিটিং (Gen-2) যা দিয়ে লিখে ভিডিও বানানো যায়।

২. Pictory

কাজ: ব্লগ আর্টিকেল বা স্ক্রিপ্ট থেকে অটোমেটিক ভিডিও বানায়।

বিশেষত্ব: Text-to-Video সুবিধা, অটো ক্যাপশন ও হাইলাইটিং।

৩. Descript

কাজ: ভিডিও ট্রান্সক্রিপশন, স্ক্রিপ্ট এডিটিং, ভয়েস ক্লোনিং।

বিশেষত্ব: ভিডিও এডিটিং টেক্সট দিয়ে করা যায়, সহজ ও ইউজার ফ্রেন্ডলি।

৪. Wisecut

কাজ: অটো কাট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাবটাইটেল জেনারেশন।

বিশেষত্ব: AI দিয়ে দ্রুত সোশ্যাল মিডিয়ার জন্য শর্ট ভিডিও তৈরি করা যায়।

৫. Synthesia

কাজ: AI অবতার দিয়ে ভিডিও তৈরি।

বিশেষত্ব: রিয়েলিস্টিক ভার্চুয়াল প্রেজেন্টার তৈরি হয়, টেক্সট থেকে ভিডিও।

৬. Lumen5

কাজ: টেক্সট ও ব্লগ কনটেন্ট থেকে ভিডিও তৈরি।

বিশেষত্ব: অ্যানিমেটেড স্লাইড ও স্টক ফুটেজ দিয়ে ভিডিও সাজায়।

৭. Magisto (by Vimeo)

কাজ: স্মার্ট ভিডিও এডিটিং অ্যালগরিদম দিয়ে ভিডিও বানায়।

বিশেষত্ব: AI বেসড টেমপ্লেট, মিউজিক, ও কাটস সাজেশন দেয়।

৮. Kapwing

কাজ: অনলাইন ভিডিও এডিটিং, সাবটাইটেল, অটো ট্রান্সক্রিপশন।

বিশেষত্ব: AI টুল দিয়ে দ্রুত ভিডিও তৈরি ও সোশ্যাল মিডিয়া পোস্ট উপযোগী করে।

৯. Adobe Premiere Pro (with Adobe Sensei AI)

কাজ: প্রো-লেভেল ভিডিও এডিটিং।

বিশেষত্ব: অটো রিফ্রেম, অটো কালার ম্যাচ, সিনক্রোনাইজড কাটস।

১০. InVideo

কাজ: টেমপ্লেট বেসড ভিডিও এডিটিং, স্ক্রিপ্ট থেকে ভিডিও তৈরি।

বিশেষত্ব: মার্কেটিং ও সোশ্যাল কনটেন্টের জন্য খুবই উপযোগী।

( সংগৃহীত )

゚viralシfypシ゚viralシalシ

26/05/2025

আসসালামু আলাইকুম।
সকলের জন্য সহযোগিতা বা উপকার হয় ফেসবুক থেকে ইনকাম করে সহজেই টাকা কিভাবে উত্তোলন করা যায় সে বিষয় টা এখানে তুলে ধরা হলো।

আপনি যদি Facebook থেকে ইনকাম করেন এবং সেটার, টাকা ব্যাংক বা PayPal-এর মাধ্যমে নিতে চান, তাহলে আপনাকে Payout Account সেটআপ করতে হবে। নিচে ধাপে ধাপে সহজভাবে নিয়ম দেওয়া হলো—
১. Payouts Hub-এ যান
প্রথমে Meta Business Suite খুলুন।
সেখান থেকে Monetization → Payouts অপশনে যান।
এরপর "Set Up Payouts" বা "Add Payout Account" বাটনে ক্লিক করুন।
২. প্রয়োজনীয় তথ্য দিন:
ব্যক্তিগত তথ্য:
আপনার পূর্ণ নাম (জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট অনুযায়ী)।
ঠিকানা ও ফোন নম্বর এবং মেইল,
ট্যাক্স সংক্রান্ত তথ্য:
পেমেন্ট নেওয়ার মাধ্যম নির্বাচন করুন:
ব্যাংক অ্যাকাউন্ট (টাকা সরাসরি ব্যাংকে পেতে চাইলে)।
PayPal (যদি আপনার দেশে সাপোর্ট করে)।
ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিন:
অ্যাকাউন্ট হোল্ডারের নাম।"
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর।
SWIFT কোড (আন্তর্জাতিক লেনদেনের জন্য)।
রাউটিং নম্বর (যদি প্রয়োজন হয়)।
৩. Facebook আপনার তথ্য চেক করবে।,
৪. Payout Type যেহেতু সবাই কম বেশি কন্টেন্ট তৈরি করেন ( Individual) দিবেন এবং ০% ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন মনে রাখবেন অবশ্যই সরকারি ডকুমেন্টস অনুযায়ী সব তথ্য দিবেন যেন কোনো সময় পে আউট ভেরিফাই খুঁজলে তথ্য গুলো দিতে পারেন।

゚viralシfypシ゚viralシalシ

26/05/2025

📌যারা ফেসবুক স্টোরি থেকে আয় করতে চান, তাদের অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে:

1. যোগ্যতা:

ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে।

স্টোরিগুলো পাবলিক (Public) থাকতে হবে।

আপনাকে অবশ্যই ফেসবুকের যোগ্য দেশগুলোর মধ্যে থাকতে হবে।

2. মনিটাইজেশন প্রোগ্রামে যোগদানের নিয়ম:

আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল পেশাদার মোডে (Professional Mode) থাকতে হবে।

যথেষ্ট ভিউ এবং এনগেজমেন্ট থাকতে হবে (ফেসবুক সাধারণত নির্দিষ্ট ভিউ রিকোয়ারমেন্ট দেয়)।

3. আয়ের ধরন:

ফেসবুক স্টোরির উপর অ্যাড ব্রেকস (Ad Breaks) বা ইন-স্টোরি অ্যাডস যুক্ত হতে পারে।

স্পন্সরশিপ ও ব্র্যান্ড ডিলের মাধ্যমে অতিরিক্ত ইনকামের সুযোগ থাকবে।

ফেসবুক স্টোরি থেকে আয় করার স্টেপ-বাই-স্টেপ গাইড

১. প্রোফাইল বা পেজ মনিটাইজেশন চেক করুন

প্রথমে দেখে নিন, আপনি ফেসবুকের মনিটাইজেশন পলিসির আওতায় পড়েন কিনা। এটি চেক করতে:

Facebook Creator Studio বা Meta Business Suite এ যান।

Monetization সেকশনে গিয়ে Eligibility Status চেক করুন।

২. স্টোরি পাবলিক করুন

ফেসবুক স্টোরি পোস্ট করার সময় সেটাকে “Public” অপশনে সেট করুন।

প্রাইভেট বা ফ্রেন্ডস অনলি স্টোরি মনিটাইজড হবে না।

৩. নিয়মিত ও আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করুন

কন্টেন্ট যেন অরিজিনাল এবং এনগেজিং হয়।

স্টোরির মাধ্যমে ব্র্যান্ড বা প্রোডাক্ট প্রোমোশনও করা যেতে পারে।

৪. ইন-স্টোরি অ্যাডস চালু করুন

Meta Business Suite বা Facebook Creator Studio থেকে In-Story Ads অপশন চালু করুন।

একবার চালু হয়ে গেলে, ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে স্টোরিগুলোর মধ্যে অ্যাড ইনসার্ট করবে।

৫. ইনকাম ট্র্যাক করুন এবং উত্তোলন করুন

ফেসবুক পেমেন্ট সেটআপ করুন (PayPal বা ব্যাংক অ্যাকাউন্ট)।

আয়ের রিপোর্ট চেক করতে Meta Business Suite → Monetization Section এ যান।

নির্দিষ্ট থ্রেশহোল্ড (সাধারণত $100) অতিক্রম করলে টাকা তুলতে পারবে

ফেসবুক স্টোরি মনিটাইজেশন সম্পর্কিত সাধারণ প্রশ্ন

১. স্টোরির জন্য ইনকাম কেমন হয়?

ইনকাম নির্ভর করে ভিউ, এনগেজমেন্ট, এবং বিজ্ঞাপনের ধরন এর উপর। উন্নত দেশ থেকে ভিউ বেশি হলে সিপিএম রেট বেশি পাওয়া যায়।

২. নতুন পেজ বা প্রোফাইল কি মনিটাইজ হবে?

না, নতুন পেজ বা প্রোফাইলের জন্য নির্দিষ্ট পরিমাণ এনগেজমেন্ট এবং ফলোয়ার দরকার।

৩. স্টোরির মনিটাইজেশন কবে চালু হবে?

ফেসবুক এই ফিচার কিছু নির্দিষ্ট দেশে চালু করেছে, ধীরে ধীরে অন্য দেশেও চালু হবে।

৪. সব স্টোরি কি মনিটাইজড হবে?

না, শুধু পাবলিক স্টোরিগুলো মনিটাইজড হবে এবং ফেসবুকের নীতিমালা মেনে চলতে হবে।

ধন্যবাদ সবাইকে।

অধ্যাদেশের মূল বিষয়বস্তু গুলো কি হতে যাচ্ছে  তা উল্লেখ করা হলো -এই অধ্যাদেশে সরকারি কর্মচারীদের জন্য চারটি অপরাধ নির্ধা...
26/05/2025

অধ্যাদেশের মূল বিষয়বস্তু গুলো কি হতে যাচ্ছে তা উল্লেখ করা হলো -

এই অধ্যাদেশে সরকারি কর্মচারীদের জন্য চারটি অপরাধ নির্ধারণ করা হয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে:

১/ অনানুগত্য সৃষ্টি বা শৃঙ্খলা বিঘ্নিত করা।

২/ ছুটি ছাড়া বা যুক্তিসংগত কারণ ছাড়া কর্ম থেকে অনুপস্থিত থাকা।

৩/ অন্য কর্মচারীদের কর্ম থেকে বিরত থাকতে উসকানি দেওয়া।

৪/ সহকর্মীদের কর্তব্য পালনে বাধা প্রদান।

এই অপরাধগুলোর জন্য শাস্তি হিসেবে নিম্নপদে অবনমিতকরণ, চাকরি থেকে অপসারণ বা বরখাস্ত করা যেতে পারে।
অভিযোগ গঠনের সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান এবং পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে দণ্ড আরোপের প্রক্রিয়া সম্পন্ন করার বিধান রয়েছে।
তবে রাষ্ট্রপতির দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না।
যদিও পুনর্বিবেচনার জন্য আবেদন করা যেতে পারে।

অতএব ,
সবধান ! সাবধান ! সাবধান সবাই
দিন কিন্তু আগের মতো নাই,
ইচ্ছে হলেই মর্জি চালাবেন !
যখন যেমন চাই ?
প্রজাতন্ত্রের কর্মচারীগণ শুনুন সবাই।
নিজ নিজ দ্বায়িত্বের প্রতি যত্নবাণ হওয়া চাই।
তবেই কিন্তু এগোবে দেশ ও জাতি,
দিশেহারা হয়ে ছুটবে হায়নার দল
থাকবেনা তখন তাদের আর কোন গতি।

আমরা কি জানি  -➤ কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে২৮,০০০ গুণ বেশি। ➤ প্রাণীদের মধ্যে বিড়ালই সবচেয়ে বেশি ঘুমায় (দৈনিক ১...
26/05/2025

আমরা কি জানি -

➤ কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে
২৮,০০০ গুণ বেশি।
➤ প্রাণীদের মধ্যে বিড়ালই সবচেয়ে বেশি ঘুমায় (দৈনিক ১৮ঘন্টা)।
➤ একমাত্র স্ত্রী মশাই মানুষের রক্ত খায়।
➤ মাছি ঘন্টায় ৮ কিলোমিটার উড়তে পারে ।
➤ পুরুষ ব্যাঙই বর্ষকালে ডাকে, আর তা শুনে কাছে আসে স্ত্রী ব্যাঙ।
➤ হামিং বার্ড পাখি পিছনের দিকে উড়তে পারে ।
➤ গিরগিটি একই সময়ে তার চোখ
দুটি দুই দিকেই নাড়তে পারে।
➤ টিকটিকি এক সঙ্গে ৩০টি ডিম পাড়ে ।
➤ মাছ চোখ খোলা রেখে ঘুমায়।
➤ একমাএ পিঁপড়াই কোনদিন ঘুমায় না।
➤ সিডকা পোকা একটানা ১৭ বছর
মাটির নিচে ঘুমায়। তারপর মাটি থেকে বেড়িয়ে এসে
চিৎকার করতে করতে ৩ দিনের মাথায় মারা যায়।
➤ সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেও শোনা যায়।
➤ অনেকের ধারণা হাঙ্গর মানুষকে হাতের কাছে পেলে মেরে ফেলে। কিন্তু মানুষের হাতেই বেশী হাঙর মারা পড়েছে।
➤ কাচ আসলে বালু থেকে তৈরী।
➤ আপনি প্রতিদিন কথা বলতে গড়ে ৪৮০০টি শব্দ ব্যবহার করেন। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে
পারেন।
➤ আপনি ৮ বছর ৭ মাস ৬ দিন একটানা চিৎকার করলে যে পরিমান শক্তি খরচ হবে তা দিয়ে এক কাপ কফি অনায়েসে বানানো যাবে।
➤ একটি রক্ত কনিকা আমাদের পুরো দেহ ঘুরে আসতে সময় নেয় ২২ সেকেন্ড।
➤ আপনার যদি একটা তারকা গুনতে ১ সেকেন্ড সময় লাগে তাহলে একটি গ্যালাক্সির সব তারকা গুনতে সময় লাগবে প্রায় ৩ হাজার বছর।
➤ অনেকের ধারণা শামুকের দাঁত নেই। অথচ শামুকের ২৫ হাজার দাঁত আছে।
➤ চোখ খুলে হাঁচি দেয়া সম্ভব না।
➤ বিড়াল ১০০ রকম শব্দ করতে পারে অথচ কুকুর পারে ১০ রকম।
➤ পৃথিবীর প্রাণীদের মধ্যে ৮০ ভাগই পোকামাকড়।
➤ একটি তেলাপোকা তার মাথা ছাড়া
৯দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরপর
তারা সাধারণত খাদ্যাভাবে মারা যায়।

কি অসম্ভব ও অসাধারণ ধরনের সব বৈশিষ্ট্যদ্বারা প্রাণীকুলের বৈচিত্র্যময় জীবন।
একবার ভেবে দেখুন তো? এতো সব যিনি নিজ রহমতের হাত দ্বারা সৃষ্টি করেছেন সেই মহামান্যিত ও মহাজ্ঞানী আমাদের প্রতিপালক মহান রাব্বুল আলামীনের আরো কতোনা সৃষ্টি আজো আমাদের এই ক্ষুদ্র জ্ঞানের বাহিরে বা অজানাই রয়ে গেছে।

আল্লাহু আকবর !
আল্লাহু আকবর !
আল্লাহু আকবর !

( সংগৃহীত )



















সারা জীবন কষ্টে সঞ্চিত টাকা দিয়ে আপনি একটা ফ্ল্যাট অথবা প্লট কিনবেন। বর্তমানে বেশিরভাগ প্লট  হস্তান্তর করা হয় না, ফ্ল্...
25/04/2025

সারা জীবন কষ্টে সঞ্চিত টাকা দিয়ে আপনি একটা ফ্ল্যাট অথবা প্লট কিনবেন। বর্তমানে বেশিরভাগ প্লট হস্তান্তর করা হয় না, ফ্ল্যাটের ব্যাপারেও তাই তিন বছরেরটা সাত বছর দশ বছর পর দেয়।
নিবন্ধন বাতিল হওয়া কোম্পানিগুলো হলো, ভিশন ২১ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, প্রিমিয়াম হাউজিং এস্টেট, এনা প্রপার্টিজ, গ্রেট ওয়ালস ল্যান্ড প্রপার্টি, গ্লোরিয়াস প্রপার্টিজ, ম্যাক্সিম হোল্ডিংস (প্রা.), তুরিন হাউজিং, বিওসিএল ল্যান্ডস ডেভেলপমেন্ট, বেস্টওয়ে ল্যান্ড প্রপার্টিজ, বেস্টওয়ে ফাউন্ডেশন, সাফিজ ল্যান্ডস ডেভেলপমেন্ট, আরডিপি প্রপার্টিজ, গার্ডিয়ান রিয়েল এস্টেট, ভেনাস হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, এফআইসিএল রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার, পারিজাত ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন, দিশারী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট, ভেনিস অব বেঙ্গল প্রপার্টিজ, বসুধা বিল্ডার্স, রূপান্তর ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রান্তিক প্রপার্টিজ, নেটওয়ার্ক ২০০৮ বিডি, বসুতি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপারস, এসএফএল চন্দ্রিমা সিটি, হীরাঝিল প্রপার্টি ডেভেলপমেন্ট, হার্ব হোল্ডিংস, নবোদয় হাউজিং, আমাদের বাড়ী, নবধারা হাউজিং, রিচমন্ড ডেভেলপারস, পূবালী ল্যান্ড ডেভেলপমেন্ট, ড্রিম প্যারাডাইজ প্রপার্টিজ, সবুজ ছায়া আবাসন, ইউরো বাংলা হাউজিং, সৃজন হাউজিং এবং ম্যাগপাই হাউজিং লিমিটেড।

উপরোক্ত কোম্পানি থেকে ফ্ল্যাট বা প্লট কেনা থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেয়া হচ্ছে।




তাদের পরিকল্পনা স্পষ্ট—তারা প্রস্তুত আপনাকে ক্লোন করতে!হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনার দেওয়া ছবি, ভিডিও, ভয়েস, প্রোফাইল...
21/04/2025

তাদের পরিকল্পনা স্পষ্ট—তারা প্রস্তুত আপনাকে ক্লোন করতে!

হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনার দেওয়া ছবি, ভিডিও, ভয়েস, প্রোফাইল ইনফো—সবকিছু তারা সংরক্ষণ করছে। এআই (AI) প্রযুক্তির মাধ্যমে আপনার মতো করে একটা ক্লোন বানানো হচ্ছে। হতে পারে সেটা রোবট, হিউম্যানয়েড অথবা ভার্চুয়াল সত্তা।

এই ক্লোন শুধু আপনার চেহারা বা কণ্ঠ নয়—আপনার আবেগ, আচরণ, স্টাইল সব নকল করতে পারবে। এখান থেকেই দাজ্জালের ফিতনা শুরু হবে।

কীভাবে?
এই ক্লোনের ভেতর মৃত মানুষের জিন/কারিন ঢুকিয়ে তাকে জীবিত মনে করিয়ে দেওয়ার চেষ্টায় তারা কাজ করছে। আপনার প্রিয় কেউ মারা গেছে—হঠাৎ একদিন সেই মানুষটাই দাঁড়িয়ে থাকবে আপনার সামনে! বলবে আপনার পরিচিত ভাষায়, আপনার সুরে—"আমি ফিরেছি..."।

আপনি হতবাক হয়ে যাবেন। অনেকেই বিশ্বাস করবে, অনেকেই ধোঁকায় পড়বে। যারা বুদ্ধিমান তারা হয়ত ধরে ফেলবে, এটা প্রযুক্তিল খেল।

_____

কেন এটা সম্ভব?

• AI (Artificial Intelligence)
• Deepfake প্রযুক্তি
• জিন (কারিন)
• রোবট ও ক্লোনড বডি
• আপনার ছবি, তথ্য, ভিডিও প্রায় সবই আজ অনলাইনে।
• প্রত্যেকের হাতে মোবাইল, সবকিছু ভিডিও হচ্ছে।
• AI + ডেটা + জ্বিন—দাজ্জালের ফিতনাকে বাস্তব করছে।
• সার্ভার-ভিত্তিক ক্লোনিং এখন বাস্তবতা, কাল্পনিক বিষয় নয়।

এসব মিলিয়ে ভবিষ্যতে এমন প্রতারক প্রযুক্তি ব্যবহার হতে পারে, যা মৃত মানুষকে “জীবিত” বলে মিথ্যে উপস্থাপন করা হবে‌।

_____

কী করা উচিত?

• ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও অপ্রয়োজনে শেয়ার বন্ধ করুন।
• নিজের ও সন্তানদের তথ্য গোপন রাখুন।
• AI-কে খেলাচ্ছলে সব দিয়ে দেবেন না।
• সর্বদা আল্লাহর জিকিরে থাকুন, দোয়া ও ইস্তেগফার করুন।

শেষ কথা, ক্লোনিং বিজ্ঞানের একটি বাস্তব দিক। মানুষের সম্পূর্ণ হুবহু কপি তৈরির চেষ্টা চলছে। আত্মা দেওয়া সম্ভব নয়—এই জায়গাটায় দাজ্জাল জিন/কারিন ব্যবহার করতে পারে। ভবিষ্যতে এই প্রযুক্তি দাজ্জালের ফিতনার অংশ হতে পারে।

হ্যালো বন্ধুরা নিচে ৫০টি ফ্রি AI টুলের তালিকা বাংলা সিরিয়াল নাম্বারসহ দেওয়া হলো, যেগুলো আপনার কাজকে ১০ গুণ দ্রুত করতে সা...
20/04/2025

হ্যালো বন্ধুরা নিচে ৫০টি ফ্রি AI টুলের তালিকা বাংলা সিরিয়াল নাম্বারসহ দেওয়া হলো, যেগুলো আপনার কাজকে ১০ গুণ দ্রুত করতে সাহায্য করবে —

১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

এই রকম আরো ভাল ভাল পোষ্ট পেতে আমাদের পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন নাহ।

নিউইয়র্কভিত্তিক বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৫ সালে ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদে...
17/04/2025

নিউইয়র্কভিত্তিক বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৫ সালে ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

তালিকার ‘লিডার’ বা ‘নেতা’ ক্যাটাগরিতে ৬ নম্বরে রয়েছে বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নাম।

বুধবার সন্ধ্যায় এ তালিকা প্রকাশ করে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যমটি।

একই তালিকায় রয়েছে- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি ইলন মাস্কের নাম।

এদিকে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন টাইমের জন্য লেখা এক প্রবন্ধে ইউনূসের ভূয়সী প্রশংসা করে বলেন,
ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে গত বছর বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর, একজন চেনা নেতা: নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস দেশকে গণতন্ত্রের দিকে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন।’

তিনি বলেন, ‘কয়েক দশক আগে, ক্ষুদ্র ঋণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করতে ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। যা কয়েক লাখ মানুষকে নিজস্ব ব্যবসা শুরু, তাদের পরিবারকে টিকিয়ে রাখতে এবং তাদের মর্যাদা পুনরুদ্ধার করতে সহায়তা করেছে। এই ক্ষুদ্র ঋণের সুবিধা নেওয়া ৯৭ শতাংশই নারী।’

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি আরও বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিনটন এবং আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুরূপ কর্মসূচি স্থাপনে সহায়তা করার জন্য আরকানসাসে ভ্রমণ করেছিলেন। তারপর থেকে, আমি বিশ্বের যেখানেই ভ্রমণ করেছি, আমি তার কাজের অসাধারণ প্রভাব প্রত্যক্ষ করেছি- যেখানে জীবন পরিবর্তিত হয়েছে, সম্প্রদায়গুলোর উন্নতি হয়েছে এবং আশা পুনর্জন্ম হয়েছে।

‘এখন তিনি (ড.মুহাম্মদ ইউনূস) আবারও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনার পাশাপাশি মানবাধিকার পুনরুদ্ধার করছেন, জবাবদিহিতা নিশ্চিত করছেন এবং একটি ন্যায়সঙ্গত ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন’— যোগ করেন হিলারি ক্লিনটন।

সংগৃহীত

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when DEC 16th posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share