22/09/2025
জানেন একটা সময় পরে মানুষ আর ভালোবাসার প্রেমে পরে না,,,মানুষ প্রেমে পরে একজন বিশস্ত সঙ্গীর যার কাছে সে তাঁর ভালো লাগা,খারাপ লাগা,সুখ- দুঃখ, হাসি-কান্না, মান-অভিমান, আবেগ সবটা জমা রেখে সে নিজের মতো করে বাঁচতে পারবে,, অনেক টা ঐ মাটির ব্যাংক এর মতো,, আমরা যেমন মাটির ব্যাংকে আমাদের খুচরো পয়সা গুলো খুব যত্নে আগলে রাখি ঠিক তেমন ভাবেই,,, আসলে যে তাঁকে একটু বুজবে ভালোবাসা দিয়ে আগলে রাখবে,,,, কিন্তু কথা হচ্ছে তেমন বিশ্বস্ত সঙ্গী আপনি কোথায় পাবেন যে কিনা আপনাকে কোনো স্বার্থ ছাড়া ভালোবাসবে,,,,,, আসলে এগুলো শুধু কল্পনাতেই সম্ভব বাস্তবে নয়,,,,,,,,,সবাই কে শুভ বিকেল,,,,,,,