টেম্পু Talk's 2.0

টেম্পু Talk's 2.0 আমাদের আগের 360k+ Followers পেইজটি হ্যাক হয়ে গেছে। তাই এটি এখন আমাদের নতুন অফিসিয়াল পেইজ!!! পেইজ টিতে Follow দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ!

My feed right now 🙂
16/07/2025

My feed right now 🙂

14/07/2025

বিএনপি নিলে চাঁদাবাজি, এনসিপি নিলে ডোনেশন, জামায়াত নিলে হাদিয়া, তুমি নিলে কাবিন আর আমি নিলে যৌতুক!

দেখতে দেখতে ২ বছর পার হয়ে গেলো টমেটো কুট্টুসের সংসার ❤️আলহামদুলিল্লাহ ❤️
03/07/2025

দেখতে দেখতে ২ বছর পার হয়ে গেলো টমেটো কুট্টুসের সংসার ❤️
আলহামদুলিল্লাহ ❤️

মনে রাখলেই বিপ*দ 🤓
28/06/2025

মনে রাখলেই বিপ*দ 🤓



24/06/2025

স্টোরিতে ছবির সাথে গান মিলাইতে যে ইফোর্ট টা দিই, ঐটা পড়াশোনায় দিলে নিশ্চিত ফার্স্টক্লাস পেতাম!

আবারও 🙂
13/06/2025

আবারও 🙂

কি অবস্থা সবার? 🥵

07/06/2025

মন আমার খালি হাম্বা হাম্বা করে
ঈদ মোবারক 🐂

গরু হাম্বা হাম্বা করে, ঈদে আনন্দ বাড়ে! 🙂
05/06/2025

গরু হাম্বা হাম্বা করে, ঈদে আনন্দ বাড়ে! 🙂

০১ জুন, ২০২৪রাত তখন ১২:৩৬। হঠাৎ ফোনে একটা মেইল আসে – "Suspicious activity in your account"। মনে হলো কেউ আমার পার্সোনাল আ...
01/06/2025

০১ জুন, ২০২৪
রাত তখন ১২:৩৬। হঠাৎ ফোনে একটা মেইল আসে – "Suspicious activity in your account"। মনে হলো কেউ আমার পার্সোনাল আইডি হ্যাক করার চেষ্টা করছে।

সাথে সাথেই পাসওয়ার্ড চেঞ্জ করলাম, কিন্তু ততক্ষণে হ্যাকার আমার আইডিতে ঢুকে পড়েছে। সে আমাদের প্রিয় পেজ "টেম্পু Talk's"-এর অ্যাডমিন প্যানেল থেকে টমেটোর আইডি রিমুভ করে দেয় এবং সাথে সাথে ভিয়েতনাম ও ফিলিপাইনের ৩টি আইডিকে অ্যাডমিন করে দেয়। এরপর আমার আইডিটা পার্মানেন্টলি ডিসেবল করে দেয়!

কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের চোখের সামনেই পেইজটা হাতছাড়া হয়ে যায়, আর সেই ১১ বছরের পুরনো আইডিটাও হারিয়ে যায়।
আইডি হারানোর আফসোস নেই, কিন্তু পেইজটা ছিল আমাদের সন্তানের মতো—যে পেজটাকে আমরা দিনরাত পরিশ্রম করে বড় করেছি, অনেক ভালোবাসা আর যত্নে লালন করেছি।

ফলোয়ার বাড়ত ১টা, ২টা, ১০টা করে—এভাবেই আপনাদের ভালোবাসায় গড়ে উঠেছিল প্রায় ৩ লাখ ৬০ হাজার ফলোয়ারের একটি পরিবার।
হয়তো এটা কারও কাছে ছোট একটা সংখ্যা, কিন্তু আমাদের কাছে এটাই ছিল পৃথিবী।

পেইজ হারানোর পর আমরা একেবারে ভেঙে পড়েছিলাম। খাওয়া-দাওয়া, ঘুম, কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। এই এক বছরে বহু চেষ্টা করেছি পেইজটা রিকভার করার, কিন্তু কেউই সফল হতে পারেনি।

যারা পাশে ছিলেন, ঘুড়ে দাড়ানোর সাহস দিয়েছেন, আমাদের খুঁজেছেন, মিস করেছেন— তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।
আর যারা এই দুঃসময়ে মজা নিয়েছেন, খোঁটা দিয়েছেন, হাসি-ঠাট্টা করেছেন—আল্লাহ যেন আপনাদের হেদায়েত দেন।

তবুও আমরা হাল ছাড়িনি। আবারও নতুন করে শুরু করি—"টেম্পু Talk's 2.0" নামে, যেন এটা "Bangladesh 2.0"-এর মতোই এক নতুন যাত্রা।
আপনারা আমাদের যেভাবে ভালোবেসেছেন, নতুন পেইজ খুলে সেটা বুঝেছি। অল্প কিছুদিনেই আমাদের ভিডিও মিলিয়ন ভিউসে পৌঁছেছে—আলহামদুলিল্লাহ।

একটা বছর কেটে গেছে, কিন্তু পুরনো পেইজে কাটানো সময় আর স্মৃতিগুলো আজীবন মনে থাকবে।
আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমাদের এগিয়ে যাওয়ার শক্তি দেয়।

আমাদের নতুন পেইজের সাথেই থাকবেন।
আরেকদিন শেয়ার করবো টমেটো-কুট্টুস আর আমাদের টেম্পু Talk's-এর পুরো জার্নির গল্প।

26/05/2025

ট্যুর বলতে মাঝে মাঝে সুন্দরবন এ যাই -
কোনো পার্সেল থাকলে নিয়ে আসি! 🙂

23/05/2025

মাছের তেল দিয়ে মাছ ভাজলাম 😂😂

জীবনের এই কঠিন সময়টাই তোমার সবচেয়ে বড় সুযোগ!হয়তো আজ তোমার চারপাশে অন্ধকার। কোথাও আশার আলো নেই। একা, নিঃসঙ্গ, ক্লান্ত আর ...
18/05/2025

জীবনের এই কঠিন সময়টাই
তোমার সবচেয়ে বড় সুযোগ!
হয়তো আজ তোমার চারপাশে অন্ধকার।
কোথাও আশার আলো নেই।
একা, নিঃসঙ্গ, ক্লান্ত আর অবসন্ন লাগছে।
মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে গেছে।
কিন্তু সত্যি বলতে—এটাই শুরু!
এই ভাঙনের মধ্যেই গড়ে উঠছে এক অদম্য শক্তি,
যেটা এখন তুমি টের পাচ্ছো না,
কিন্তু একদিন তুমি নিজেই অবাক হবে।
পাহাড় গড়ার আগে যেমন ভূমিকম্প হয়, ঠিক তেমনি, বড় কিছু গড়তে গেলে আগে মাটির গভীর থেকে কাঁপুনি শুরু হয়। এই দুঃসময়টা আসলে তোমার ভিতর থেকে দুর্বলতা ঝেড়ে ফেলার সময়। জীবন তোমাকে কষ্ট দিচ্ছে না, জীবন তোমাকে গড়ছে!
অনেকেই থাকে, যারা সবকিছু নিয়েই জন্মায়—সমর্থন, সুযোগ, টাকা, পরিবেশ। তারা একটা গণ্ডির মধ্যে থেকে জীবন পার করে দেয়। কিন্তু যারা শূন্য থেকে শুরু করে, তারাই নতুন গন্তব্য তৈরি করে। তারা শুধু নিজেদের জন্য না, অগণিত মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে।
আজ তুমি হয়তো ভাঙা ঘরের ছেলে বা মেয়ে। হয়তো তোমার হাতে কিছুই নেই—না টাকা, না পরিচিতি, না কোনো সুযোগ। কিন্তু বিশ্বাস রেখো, একদিন তোমার নামেই গড়ে উঠবে ভবন, গ্রন্থ, উদ্যোগ কিংবা প্রতিষ্ঠান। কারণ তুমি হাল ছাড়ো নি, তুমি থেমে যাও নি!
তোমার এই যুদ্ধ এখন কেউ দেখছে না। কেউ জানে না তুমি রাতে কতটা কান্না করো, দিনে কতটা লড়াই করো। কিন্তু সময় সব মনে রাখে। একদিন ঠিক সেই গল্পই হয়ে যাবে অনুপ্রেরণার বাতিঘর, যা অন্যদের আঁধারেও আলো দেখাবে।
তাই এখনই ভেঙে পড়ার সময় নয়।
তুমি আলাদা। তুমি বিশেষ।
তোমার রক্তে বয়ে চলেছে সংগ্রামের ইতিহাস, তোমার চোখে জমে আছে হাজারো স্বপ্নের মানচিত্র।
তুমি যদি আজ লড়াই চালিয়ে যাও, আগামীকাল তোমার নামেই ইতিহাস লেখা হবে।
হাল ছেড়ো না। ভয় পেও না।
কারণ তুমিই সেই ঝড়ের নাবিক, যে দিক হারিয়ে ফেলে না—বরং দিক তৈরি করে!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when টেম্পু Talk's 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share