02/12/2025
আল-আমিন ময়মনসিংহে গৌরীপুরের সন্তান। সে একজন বিনোদন মুখী কন্টেন্ট ক্রিয়েটর, কখনো অশ্লীল ভিডিও তৈরি করে না। অসংখ্য বেকার ছেলের পরিবারে সচ্ছলতার আলো জ্বালিয়েছে।ফানি কনটেন্ট তৈরি করে অর্জিত অর্থ থেকে শত শত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তার পরিশ্রমের অর্থ থেকে মানবিকভাবে মানুষকে ভালোবেসে, পাশে দাঁড়ায়। কথাগুলো সত্য না মিথ্যা আপনারা বোকাই নগর ইউনিয়নের সরেজমিনে দেখুন।আপাদমস্তক সে একজন মানবিক মানুষ।সে একসময় খুব গরিব ছিল। সে তাই গরিবের মন বুঝে। হয়তো একটি ভুল করেছে। রিক্স নিয়ে কনটেন্ট তৈরি করা ঠিক হয়নি, তার শাস্তি সে পেয়েছে। আজ সে তার ৪০% আ/গু/নে পু/ড়ে যাওয়া শরীর নিয়ে ঢাকায় কাতরাচ্ছে। সবকিছুর পরে সে মানুষ, তারও একটি পরিবার রয়েছে। তার রয়েছে সন্তান। আমরা চাই সে আবার সুস্থ হয়ে ফিরে আসুক। মানবতার জন্য মানুষের জন্য বেঁচে থাকুক। আমরা আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ আপনার সহায় হোন।
MD Alamin
Copy post