Kamrul Hasan

Kamrul Hasan মানবিক কাজ করুন মন ভালো থাকবে।

আল-আমিন ময়মনসিংহে গৌরীপুরের সন্তান। সে একজন বিনোদন মুখী কন্টেন্ট ক্রিয়েটর, কখনো অশ্লীল ভিডিও তৈরি করে না। অসংখ্য বেকার...
02/12/2025

আল-আমিন ময়মনসিংহে গৌরীপুরের সন্তান। সে একজন বিনোদন মুখী কন্টেন্ট ক্রিয়েটর, কখনো অশ্লীল ভিডিও তৈরি করে না। অসংখ্য বেকার ছেলের পরিবারে সচ্ছলতার আলো জ্বালিয়েছে।ফানি কনটেন্ট তৈরি করে অর্জিত অর্থ থেকে শত শত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তার পরিশ্রমের অর্থ থেকে মানবিকভাবে মানুষকে ভালোবেসে, পাশে দাঁড়ায়। কথাগুলো সত্য না মিথ্যা আপনারা বোকাই নগর ইউনিয়নের সরেজমিনে দেখুন।আপাদমস্তক সে একজন মানবিক মানুষ।সে একসময় খুব গরিব ছিল। সে তাই গরিবের মন বুঝে। হয়তো একটি ভুল করেছে। রিক্স নিয়ে কনটেন্ট তৈরি করা ঠিক হয়নি, তার শাস্তি সে পেয়েছে। আজ সে তার ৪০% আ/গু/নে পু/ড়ে যাওয়া শরীর নিয়ে ঢাকায় কাতরাচ্ছে। সবকিছুর পরে সে মানুষ, তারও একটি পরিবার রয়েছে। তার রয়েছে সন্তান। আমরা চাই সে আবার সুস্থ হয়ে ফিরে আসুক। মানবতার জন্য মানুষের জন্য বেঁচে থাকুক। আমরা আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ আপনার সহায় হোন।

MD Alamin
Copy post

সব গুলোই তো কা%*লা হইছে,এখন এদের বিয়ে দিব কেমনে🙂🤣
02/12/2025

সব গুলোই তো কা%*লা হইছে,এখন এদের বিয়ে দিব কেমনে🙂🤣

সব জায়গায় অ/স/ৎ মানুষের ভি/ড়।এই ঘটনার পর সিদ্ধান্ত নিয়েছি খাদ্যপণ্যের বিজ্ঞাপনে নিজেকে আর কখনোই যুক্ত করব না: ডা.এজাজ
02/12/2025

সব জায়গায় অ/স/ৎ মানুষের ভি/ড়।এই ঘটনার পর সিদ্ধান্ত নিয়েছি খাদ্যপণ্যের বিজ্ঞাপনে নিজেকে আর কখনোই যুক্ত করব না: ডা.এজাজ

জীবনে টাকায় সন্ব নারে পাগলা। জীবনে টাকা সবচেয়ে নিম্ন মানের রিজিক। সুস্থতা তার চেয়ে অনেক বড় রিজিক।  কনটেন্ট বানাও কিন্তু ...
01/12/2025

জীবনে টাকায় সন্ব নারে পাগলা। জীবনে টাকা সবচেয়ে নিম্ন মানের রিজিক। সুস্থতা তার চেয়ে অনেক বড় রিজিক। কনটেন্ট বানাও কিন্তু নিজের জীবনকে বিপদে ফেলে নয়।

30/11/2025

মার্কেটিং হল একটা ফুল চাপাবাজীর প্যাকেজ। এখানে যে যত চাপা মারতে পারবে সে তত গেইনার 👍

29/11/2025

রাস্তা নির্মাণ শ্রমিক: যাদের ঘামে তৈরি আমাদের চলার পথ

খুব ভোরে যখন আমরা অনেকেই ঘুমে ডুবে থাকি, ঠিক তখনই এই শ্রমিকরা ঘুম ভেঙে কাজে বেরিয়ে পড়েন। সূর্য ওঠার আগেই তারা রাস্তায় চলে আসে—কারণ দেশের পথ গড়ার দায়িত্ব তারা সময়ের আগেই কাঁধে তুলে নেয়।

দিনের পর দিন সূর্যের তাপ মাথায় নিয়ে, ধুলা-বালুর সাথে যুদ্ধ করে যে মানুষগুলো আমাদের চলার পথ তৈরি করে—তাদের আমরা খুব কমই দেখি, আরও কমই মনে রাখি।
ওরা রাস্তা বানায়, কিন্তু সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এক মুহূর্তও ভাবি না—এই মসৃণ পথটির নিচে কত মানুষের ঘাম লুকিয়ে আছে।

কারো হাতে মোচড়ানো ফাটা চামড়া, কারো কাঁধে সারাদিনের ক্লান্তি, কেউ হয়তো ঘরে থাকা সন্তানের জন্য একটু বেশি আয় করতে রাত-বিরাত কাজ করে যাচ্ছে।
তাদের নাম নেই, পরিচয় নেই—কিন্তু আমাদের প্রতিটি যাত্রার পেছনে দাঁড়িয়ে আছে তারাই।

কেউ বলে তারা “লেবার”।
কিন্তু আমার চোখে—
তারা দেশগড়া মানুষ।
যারা নিজেদের জীবন সহজ নয়, তবুও আমাদের জীবনকে সহজ করে তোলে।

রাস্তা সুন্দর হলে সবাই প্রশংসা করে—কিন্তু সেই রাস্তা সুন্দর করার মানুষদের জন্য খুব কমই প্রশংসার হাততালি ওঠে।
তাদেরও তো স্বপ্ন আছে, পরিবার আছে, কষ্ট আছে…
আছে কঠোর পরিশ্রমে তৈরি এক টুকরো গর্ব।

আজ যারা খুব ভোরে উঠে রাস্তায় দাঁড়িয়ে ক্লান্ত শরীর নিয়ে দেশের জন্য কাজ করছে—
তাদের জন্য একটি ধন্যবাদ বলাই আমাদের দায়িত্ব।

সালাম সেই সব শ্রমিক ভাইদের, যাদের ঘামে তৈরি এই দেশ।

29/11/2025

যত বেশি রিপ্লাই কমেন্টস, তত বেশি এংগেজমেন্ট এবং তত বেশি ফলোয়ার্স!

29/11/2025

সবকিছুর জন্য
আলহা'মদুলিল্লাহ্ 🤲

খুব সকালে রাস্তায় হাটলে অন্যরকম মজা লাগে যেটা অন্যসময় পাওয়া যায় না।
29/11/2025

খুব সকালে রাস্তায় হাটলে অন্যরকম মজা লাগে যেটা অন্যসময় পাওয়া যায় না।

28/11/2025

সর্বোচ্চ শাস্তি চায়।

#বাউল

28/11/2025

পোস্টটা সামনে গেলে লাভ রিয়েক্ট দিয়ে রেসপন্স করবেন, 🌸
আপনাকে ফুল দেওয়া হব ❤️🥰

নিজেদের দেশে যা করছিস কর তাই বলে অস্ট্রেলিয়াতে যেয়েও খোলা যায়গায় হা'গু করতে হবে??
28/11/2025

নিজেদের দেশে যা করছিস কর তাই বলে অস্ট্রেলিয়াতে যেয়েও খোলা যায়গায় হা'গু করতে হবে??

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kamrul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share