06/08/2025
আহা! কত স্বপ্ন নিয়ে প্রবাস থেকে ফিরলো মানুষটা! কিন্তু সেই স্বপ্নগুলো মুহূর্তেই বেদনায় রূপ নিলো!😭
নোয়াখালীর বেগমগঞ্জে ওমানপ্রবাসী এই ভদ্রলোককে আনতে পরিবারের সবাই এয়ারপোর্টে গিয়েছিলো। ফেরার পথে ড্রাইভারের ‘ঘুম’ ভয়াবহ দুর্ঘটনা ডেকে আনলো! মুহূর্তে তার স্ত্রী-সন্তানসহ পরিবারের ৭জন না ফেরার দেশে চলে গেলো!🥲
কাল রাতেও তারা হাসিখুশি ছিলো, আর আজ শুধু শূন্যতা! হে আল্লাহ, সবাইকে জান্নাতবাসী করুন আর শোকাহত মানুষটিকে ধৈর্য দিন। 🤲
#নোয়াখালী #বেগমগঞ্জ #প্রবাসিজীবন #গাড়িদুর্ঘটনা
゚viralシfypシ゚