Rj Raju

Rj Raju Official Page of Rj Raju. The Vocal Of band ONTOPUR ( Bangladesh)

He has a You tube channel, you can find his work there
https://www.youtube.com/c/RjRaju/featured

congratulations, Bangladesh for the 3-0 T20I victory over Afghanistan ❤️👏👍saif Hassan, what a finest find by Bangladesh...
05/10/2025

congratulations, Bangladesh for the 3-0 T20I victory over Afghanistan ❤️👏👍
saif Hassan, what a finest find by Bangladesh
Saif Hassan, you beauty ❤️

05/10/2025

আমরা সময়কে না সময় আমাদের নিয়ন্ত্রণ করে।

আড়াল হয়ে যাওয়া মানে ভূলে যাওয়া নয়।
04/10/2025

আড়াল হয়ে যাওয়া মানে
ভূলে যাওয়া নয়।

Congratulations and well done, BD women’s cricket team ❤️👏👏 defeated Pakistan in their first World Cup match what a bril...
02/10/2025

Congratulations and well done, BD women’s cricket team ❤️👏👏 defeated Pakistan in their first World Cup match what a brilliant performance 👏👏

ও, লালন মরলো জল পিপাসায়থাকতে নদী মেঘনা(আমার) হাতের কাছে ভরা কলসতিষ্ণা মেটে না
30/09/2025

ও, লালন মরলো জল পিপাসায়
থাকতে নদী মেঘনা
(আমার) হাতের কাছে ভরা কলস
তিষ্ণা মেটে না

23/09/2025

বৃষ্টি ঝরলে পড়ে মনে , কত স্মৃতি মাখা কথা আনমনে !
কথাঃ সায়ন আজাদ
সুরঃ সাফি মাহমুদ রবীন।


এই গানটির একটা ইতিহাস আছে, সময়টা ২০০০ সাল আমরা সবে মাত্র কলেজে ভর্তি হয়েছি। স্কুলের বন্ধুরা এক একজন এক এক কলেজে। একটা বেড়াছেড়া অবস্থা। আমি,শামিম ( শায়ন আজাদ) আর শীপন। আমাদের মধ্যে কেবল মাত্র শীপনের বাসায় কম্পিউটার ছিলো। শীপনের বাসাতেই আমরা আড্ডা দিতাম গান বাজনা সব ওখানেই। ভালো কথা ওর বাসাটা ছিলো পুরনো এয়ারপোর্টের রানওয়ের কোল ঘেষে। তখন সেখানে কোন দেয়াল ছিলো না। আমরা রানওয়েতে ক্রিকেট খেলে ওর বাসায় বাকি সময় কাটাতাম।
একদিন ঝুম বৃষ্টি হছে আমরা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছি, এমন সময় শীপন শামিমকে বলল একটা গান লিখ আমাদের বন্ধুদের নিয়ে যাদের সাথে এখন দেখা হয়না কথা হয়না, ( সেই সময় মোবাইল সবে মাত্র এসেছে , আমাদের কারো নেই)
তখন শামীম এই গানটা লিখেছিলো।
পরে এই গানটা আমার প্রথম এখক এ্যালবাম "সুহাসিনী' তে রেখেছিলাম আর গানটার সুর করেছিলো আমাদের রবিন ভাই। কিন্তু সুহাসিনীতে গানের মিউজিক করেছিলো সাজীব দা, এই গানটা আমার ভীষণ প্রিয় একটা গান , নতুন করে এবার আবার করা হলো। রবিন ভাইয়ের সুরের যাদু আর গীটার। যদিও রবিন ভাইও মিউজিক ছেড়ে দিয়েছেন 😔
গানটা দ্রুতই আমার ইয়ুটিউব চ্যানেলে পাবেন ধন্যবাদ। ❤🙏

আমরা যে গাছটিকে কৃষ্ণচূড়া ভেবেছিলাম,যার উদ্দেশে ধ্রূপদী বিন্যাসে কয়েক অনুচ্ছেদপ্রশস্তি লিখেছিলামগতকাল বলাইবাবু বললেন, ...
18/09/2025

আমরা যে গাছটিকে কৃষ্ণচূড়া ভেবেছিলাম,
যার উদ্দেশে ধ্রূপদী বিন্যাসে কয়েক অনুচ্ছেদ
প্রশস্তি লিখেছিলাম
গতকাল বলাইবাবু বললেন, ‘ঐটি বানরলাঠি গাছ।'
অ্যালসেশিয়ান ভেবে যে সারমেয় শাবকটিকে
আমরা তিন মাস বকলস পরিয়ে মাংস খাওয়ালাম
ক্রমশ তার খেঁকিভাব প্রকট হয়ে উঠছে।

আমরা টের পাইনি
আমাদের ঝরণা কলম কবে ডট্‌ পেন হয়ে গেছে
আমাদের বড়বাবু কবে হেড অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছেন
আমাদের বাবা কবে বাপি হয়ে গেছেন।

আমরা বুঝতে পারিনি
আমাদের সর্বনাশ হয়ে গেছে

আমাদের সর্বনাশ হয়ে গেছে
- তারাপদ রায়

14/09/2025

রাজহধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার বেলা সোয়া পাঁচটার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। ভারতের আসাম রাজ্যে এ ভূমিকম্প উৎপত্তি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। ভারতের আসাম রাজ্যে উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

বিদায় প্রিয় 😕
13/09/2025

বিদায় প্রিয় 😕

চিরবিদায় নিলেন বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন

চলে গেলেন লোকসংগীতের বরেণ্যশিল্পী ফরিদা পারভীন। আজ শনিবার বার ১০টা ১৫ মিনিটে তিনি মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খবরটি নিশ্চিত করেছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী । তাঁর বয়স হয়েছিল ৭৩। তিনি স্বামী এবং ৪ সন্তান রেখে গেছেন।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, সপ্তাহে দুই দিন তাঁকে ডায়ালাইসিস করাতে হয়। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাঁকে। কিন্তু ডায়ালাইসিসের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এর পর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না–ফেরার দেশে।

১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেওয়া ফরিদা পারভীন গানে গানে কাটিয়েছেন ৫৫ বছর। ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে ফরিদা পারভীনের পেশাদার সংগীতজীবন শুরু হয়। এরপর পার হতে হয় অনেক চড়াই-উতরাই। পারিবারিক সূত্রেই গানের ভুবনে আসা। গানের প্রতি বাবার টান ছিল বেশি। দাদিও গান করতেন। বাবার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় যেতে হয়েছে তাঁকে।

05/09/2025

এদিকে ধর্ম ধর্ম ধর্ম নিয়ে চলছে দামাল
ধর্মকে তোয়াজ করে সব শালারাই সাদা বা লাল
রাজা দেয় প্রতিশ্রুতি
হ্যান কারেগা ত্যান কারেগা
করেগা কচু আসলে ব্যাটা পকেট ভারেগা
- নচিকেতা
* উল্টো রাজার দেশে।

Address

Gulshan 1
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Rj Raju posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rj Raju:

Share