Nirjon thoughts

Nirjon thoughts "Adventurer at heart, coffee lover by choice. Passionate about [your hobby/interest] and always up for exploring new ideas and connecting with amazing people.

Life is a journey—let's make it count."

28/08/2025

বন্ধুর গার্লফ্রেন্ড যখন ফুল পিনিকে থাকে।।।লে বান্ধবী

21/08/2025

এটা হাস্যকর এইটা হাস্যকর 🫩🫩🫩

20/08/2025

আপনারা দেখেন কিছু বলবো না।।।কারণ অনেক ফেক গেম থাকে।।।আমি ভিডিও দিলাম আপনারা যাচাই করবেন।।।লিংক নিচে দেওয়া থাকলো কমেন্ট বক্সে

16/08/2025

😘😘চোখের ভাষায় লেখা ভালোবাসা"*

আরাফ ছিল চুপচাপ, আত্মবিশ্বাসী, কিন্তু কোনোদিন কাউকে প্রপোজ করেনি।
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে একটা মেয়ের দিকে প্রায়ই চোখ পড়ত তার—নাম তামান্না।
নিমগ্নভাবে বই পড়ে, কখনো কারো সাথে তেমন কথা বলে না।

একদিন হঠাৎ করেই মেয়েটার কলম পড়ে যায়। আরাফ সেটি তুলে দিয়ে বলে,
— "তোমার পড়ার ধরণ দেখে মনে হয়, প্রশ্ন নয়, উত্তর খুঁজছো।"

তামান্না একটু হেসে জিজ্ঞেস করে,
— "তুমি কী খুঁজো লাইব্রেরিতে?"

আরাফ চোখের দিকে তাকিয়ে বলল,
— "একজন, যার সাথে চুপচাপ বসে থাকলেও মনের ভেতর শব্দ বাজে।"

সেই শুরু।

কোনো জোর, প্রেমের নাটক বা মিথ্যা কথা নয়।
চুপচাপ পাশে থাকা, সময় দিলে অনুভবের দেয়াল গলে যায়।

একদিন তামান্না বলল,
— "তুমি কখনো বলোনি ভালোবাসো, কিন্তু আমি সব বুঝেছি।"

আরাফ বলল,
— "ভালোবাসা বললে শব্দ হয়, অনুভব করলে জীবন হয়।"

সব প্রেম জোর করে হয় না, কিছু ভালোবাসা শুধু অনুভবেই পটানো যায়।

চাইলে আরও রকমের (মজার, দুষ্টু, বা ট্র্যাজিক) গল্পও দিতে পারি। বলো কোনটা চাও?

16/08/2025

"আমি বদলাইনি, আমি গভীর হয়েছি"*

আমি তাকে ভালোবাসতাম, সেটা হয়তো সে জানত…
কিন্তু আমি কখনো বলিনি, কারণ আমি চাইনি সে শুধু শব্দে বাঁধা পড়ুক।
আমি চেয়েছিলাম, সে আমার নীরবতা বুঝুক।
কারণ, যে মেয়েটা চাহনি থেকে ভালোবাসা পড়তে পারে—
তাকেই তো ভালোবাসা যায়।

সে চলে গেলো, কিন্তু আমি দাঁড়িয়ে ছিলাম ঠিক আগের মতো।
আমি পেছনে ছুটিনি, কারণ আমার ভালোবাসা ভিক্ষা নয়, আত্মসম্মান।
সে যদি বুঝে আসে, আমি থাকবো...
আর না বুঝে দূরে থাকে, আমি ভুলেও ফিরে যাবো না।

আমি এখনো হাসি, কারণ আমার চোখে জল আছে
তবে সেটা দুর্বলতার জন্য না, অনুভবের প্রমাণ।

**"যদি ভালোবাসো, তাহলে ফিরে এসো—
কারণ আমি এখন আর আগের মতো সহজ নই।"**💗💗💗

Bastobota
05/08/2025

Bastobota

03/08/2025

বন্ধ বিয়ে টা কর ভাই।।।।।

প্লিজ আমাকে একটু ফলো দেন

31/07/2025

আবেগ 🚬🚬🚬🚬 nirjon thoughts #420

21/11/2024

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nirjon thoughts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nirjon thoughts:

Share