Rezaul Karim Rabbi

Rezaul Karim Rabbi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rezaul Karim Rabbi, Digital creator, Dhaka.

যাদের মাথা আমার মতো একটু পাগলাটে, তারা হয়তো ISP'র FTP সার্ভারকে উইন্ডোজ ড্রাইভ হিসেবে মাউন্ট করার কথা ভেবেছেন ! যদি তা-ই...
21/06/2025

যাদের মাথা আমার মতো একটু পাগলাটে, তারা হয়তো ISP'র FTP সার্ভারকে উইন্ডোজ ড্রাইভ হিসেবে মাউন্ট করার কথা ভেবেছেন ! যদি তা-ই হয়, তাহলে সহজে কীভাবে করবেন, তার একটি পদ্ধতি নিচে দিচ্ছিঃ

প্রথমেই মনে রাখবেন, আপনি যে সার্ভারের সাথে কানেক্ট করতে চান, সেটি অবশ্যই BDIX সহ একটি HTTP সার্ভার হতে হবে।

আমি SamOnline ব্যবহার করি, তাই এই উদাহরন হিসেবে তাদের FTP সার্ভার ব্যবহার করা হয়েছে।

১. RClone ডাউনলোড করুন:
https://rclone.org/downloads/

২. WinFsp ডাউনলোড করুন:
https://winfsp.dev/rel/

৩. RClone জিপ ফাইলটি Extract করুন এবং WinFsp exe ফাইলটি ইনস্টল করুন।

৪. একটি .txt ফাইল তৈরি করুনঃ C:\Users\######\AppData\Roaming\rclone ডিরেক্টরিতে গিয়ে একটি .txt ফাইল তৈরি করুন এবং এর নাম দিন rclone.conf
(.conf হলো ফাইল এক্সটেনশন, আপনার ইউজারনেমের জায়গায় ###### পরিবর্তন করুন।)

৫. .conf ফাইলটি এডিট করুন (Notepad দিয়ে) এই .conf ফাইলটি ওপেন করে নিচের লাইন গুলো হুবুহু যোগ করুন এবং সেভ করুন

[ftp1]
type = http
url = http://172.16.50.7/DHAKA-FLIX-7/

[ftp2]
type = http
url = http://172.16.50.9/DHAKA-FLIX-8/

[ftp3]
type = http
url = http://172.16.50.9/DHAKA-FLIX-9/

[ftp4]
type = http
url = http://172.16.50.12/DHAKA-FLIX-12/

[ftp5]
type = http
url = http://172.16.50.14/DHAKA-FLIX-14/

[samftp]
type = union
upstreams = ftp1: ftp2: ftp3: ftp4: ftp5:

৬. একটি .bat ফাইল তৈরি করুন
যেকোনো জায়গায় একটি নতুন .txt ফাইল তৈরি করুন এবং এর নাম দিন rclone mount.bat এই .bat ফাইলটি ওপেন (Notepad দিয়ে) করে নিচের লাইনগুলো যোগ করুন

"E:\rclone.exe" mount samftp: H: --links

গুরুত্বপূর্ণঃ এই লাইনটি হুবহু কপি করলে কাজ করবে না। আপনাকে আপনার rclone.exe ফাইলের সঠিক লোকেশন দিতে হবে।
উদাহরণস্বরূপ, "C:\xx\xx\rclone-v1.69.0-windows-amd64\rclone.exe" এভাবে আপনার পাথের সাথে মিলিয়ে নিন। বাকি লাইনটি একই থাকবে অথবা আপনি ড্রাইভ লেটার H: আপনার পছন্দমতো পরিবর্তন করতে পারেন।

৭. ব্যাস, আপনার কাজ শেষ!

বুঝতে সমস্যা হলে, বা কোন স্টেপে আটকে গেলে জানিয়েন

19/06/2025

একটা Edu মেইল ও TorrentBD ইনভাইটেশন দরকার - কেউ দিতে পারলে জানাবেন ;

বিনিময়ে Canva PRO ও 1TB Onedrive স্টোরেজ দেয়া হবে

সেভ করে রাখুন কাজে লাগবে। পুরাতন দলিলে ব্যবহৃত ১০০টি শব্দের অর্থের তালিকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়:পুরাতন দলিলে ব্যবহৃত অন...
12/06/2025

সেভ করে রাখুন কাজে লাগবে। পুরাতন দলিলে ব্যবহৃত ১০০টি শব্দের অর্থের তালিকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়:

পুরাতন দলিলে ব্যবহৃত অনেক শব্দের সংক্ষিপ্ত রূপ রয়েছে। কিছু শব্দ খুব কম ব্যবহৃত হয়। যারা পুরাতন দলিলের শব্দের অর্থ বোঝেন না, তাদের জন্য বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো —

১) মৌজা: গ্রাম
২) জে.এল. নং: মৌজা নম্বর/গ্রামের নম্বর
৩) ফর্দ: দলিলের পাতা
৪) খং: খতিয়ান
৫) সাবেক: আগের/পূর্বের
৬) হাল: বর্তমান
৭) বং: বাহক (যিনি নিরক্ষর ব্যক্তির নাম লেখেন)
৮) নিং: নিরক্ষর
৯) গং: অন্যান্য অংশীদার
১০) সাং: সাকিন/গ্রাম
১১) তঞ্চকতা: প্রতারণা
১২) সনাক্তকারী: বিক্রেতাকে চিনেন এমন ব্যক্তি
১৩) এজমালি: যৌথ
১৪) মুসাবিদা: দলিল লেখক
১৫) পর্চা: প্রাথমিক খতিয়ানের নকল
১৬) বাস্তু: বসতভিটা
১৭) বাটোয়ারা: সম্পত্তির বণ্টন
১৮) বায়া: বিক্রেতা
১৯) মং: মোট
২০) মবলক: মোট পরিমাণ
২১) এওয়াজ: সমমূল্যের বিনিময়
২২) হিস্যা: অংশ
২৩) একুনে: যোগফল
২৪) জরিপ: ভূমি পরিমাপ
২৫) চৌহদ্দি: সীমানা
২৬) সিট: মানচিত্রের অংশ
২৭) দাখিলা: খাজনার রশিদ
২৮) নক্সা: মানচিত্র
২৯) পিং: পিতা
৩০) জং: স্বামী
৩১) দাগ নং: জমির নম্বর
৩২) স্বজ্ঞানে: নিজের জ্ঞানের ভিত্তিতে
৩৩) সমুদয়: সব কিছু
৩৪) ইয়াদিকৃত: পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু
৩৫) পত্র মিদং: পত্রের মাধ্যমে
৩৬) বিং: বিস্তারিত
৩৭) দং: দখলকারী
৩৮) পত্তন: সাময়িক বন্দোবস্ত
৩৯) বদলসূত্র: জমি বিনিময়
৪০) মৌকুফ: মাফকৃত
৪১) দিশারী রেখা: দিকনির্দেশক রেখা
৪২) হেবা বিল এওয়াজ: বিনিময়সূত্রে জমি দান
৪৩) বাটা দাগ: বিভক্ত দাগ
৪৪) অধুনা: বর্তমান
৪৫) রোক: নগদ অর্থ
৪৬) ভায়া: বিক্রেতার পূর্বের দলিল
৪৭) দানসূত্র: দানকৃত সম্পত্তি
৪৮) দাখিল-খারিজ: মালিকানা পরিবর্তন
৪৯) তফসিল: সম্পত্তির বিবরণ
৫০) খারিজ: পৃথক খাজনা অনুমোদন
৫১) খতিয়ান: ভূমির রেকর্ড
৫২) এওয়াজসূত্র: বিনিময় সূত্রে পাওয়া সম্পত্তি
৫৩) অছিয়তনামা: উইল/মৃত্যুকালীন নির্দেশ
৫৪) নামজারি: মালিকানা হস্তান্তরের রেকর্ড
৫৫) অধীনস্থ স্বত্ব: নিম্নস্তরের মালিকানা
৫৬) আলামত: মানচিত্রে চিহ্ন
৫৭) আমলনামা: দখলের দলিল
৫৮) আসলি: মূল ভূমি
৫৯) আধি: ফসলের অর্ধেক ভাগ
৬০) ইজারা: নির্দিষ্ট খাজনায় সাময়িক বন্দোবস্ত
৬১) ইন্তেহার: ঘোষণাপত্র
৬২) এস্টেট: জমিদারি সম্পত্তি
৬৩) ওয়াকফ: ধর্মীয় কাজে উৎসর্গকৃত সম্পত্তি
৬৪) কিত্তা: ভূমিখণ্ড
৬৫) কিস্তোয়ার জরিপ: কিত্তা ধরে ভূমি পরিমাপ
৬৬) কায়েম স্বত্ব: চিরস্থায়ী মালিকানা
৬৭) কবুলিয়ত: স্বীকারোক্তি দলিল
৬৮) কান্দা: উচ্চভূমি
৬৯) কিসমত: ভূমির অংশ
৭০) খামার: নিজস্ব দখলীয় ভূমি
৭১) খিরাজ: খাজনা
৭২) খসড়া: প্রাথমিক রেকর্ড
৭৩) গর বন্দোবস্তি: বন্দোবস্তবিহীন জমি
৭৪) গির্ব: বন্ধক
৭৫) জবরদখল: জোরপূর্বক দখল
৭৬) জোত: প্রজাস্বত্ব
৭৭) টেক: নদীর পলি জমে সৃষ্টি ভূমি
৭৮) ঢোল সহরত: ঢোল পিটিয়ে ঘোষণা
৭৯) তহশিল: রাজস্ব এলাকা
৮০) তামাদি: নির্দিষ্ট সময় অতিক্রান্ত
৮১) তফসিল: সম্পত্তির বিবরণ
৮২) নামজারি: মালিকানা হস্তান্তর
৮৩) নথি: রেকর্ড
৮৪) দেবোত্তর: দেবতার নামে উৎসর্গকৃত
৮৫) দখলী স্বত্ব: দখলের ভিত্তিতে মালিকানা
৮৬) দশসালা বন্দোবস্ত: দশ বছরের বন্দোবস্ত
৮৭) দাগ নম্বর: জমির ক্রমিক নম্বর
৮৮) দরবস্ত: সব কিছু
৮৯) দিঘলি: নির্দিষ্ট খাজনা প্রদানকারী
৯০) নক্সা ভাওড়ন: পূর্ব জরিপের মানচিত্র
৯১) নাম খারিজ: পৃথককরণ
৯২) তুদাবন্দি: সীমানা নির্ধারণ
৯৩) তরমিম: সংশোধন
৯৪) তৌজি: চিরস্থায়ী বন্দোবস্ত রেকর্ড
৯৫) দিয়ারা: নদীর পলিতে গঠিত চর
৯৬) ট্রাভার্স: জরিপের রেখা পরিমাপ
৯৭) খাইখন্দক: জলাশয় বা গর্তযুক্ত ভূমি
৯৮) চর: নদীর পলি জমে গঠিত ভূমি
৯৯) চৌহদ্দি: সম্পত্তির সীমানা
১০০) খাস: সরকারি মালিকানাধীন জমি

বিঃদ্রঃ এই শব্দগুলো পুরাতন দলিল পড়ার সময় আপনাকে দারুণ সহায়তা করবে। সেভ করে রেখে দিন — প্রয়োজনে অমূল্য হয়ে উঠবে।

অফিসে ফাইল খুলেই হাঁফ, চা আর ফোন — দিনটাই সাফ !বসে থাকলেই বস হওয়া যায় না, সময় পার না করে কাজে লাগান😌
06/06/2025

অফিসে ফাইল খুলেই হাঁফ, চা আর ফোন — দিনটাই সাফ !
বসে থাকলেই বস হওয়া যায় না, সময় পার না করে কাজে লাগান😌

23/05/2025

স্টারলিংক কিনতে NOC লাগবে এইটা বাংলাদেশে আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা না । আমাদের জীবনে আসলে ইম্প্যক্টফুল রোল বা পাওয়ার নাই বললেই চলে । যার কারণে আমরা সবসময় নিজেদের পাওয়ার এর একটা ভাব তৈরি করে চলতে চাই ।

ঢাকায় গেলে দেখবেন দারোয়ানদের কি পাওয়ার । শুধুমাত্র এইজন্যেই মালিক ৮ রুল দিলে দারোয়ান সেখানে রুল ১২টা বানায়ে নেয় । ৪টা তার তৃপ্তির জন্য । মালিক নাম লিখে রাখতে বললে সে দেখবেন সাথে বাপের নামও জানতে চাইবে ।

এরকম প্রোগ্রামিং গ্রুপে বাংলা ইংরেজি একসাথে লেখা যাবেনা, অফিসে সিনিয়রের কোনো টেকনিক্যল ডিসিশনের অল্টারনেটিভ সাজেশন দেয়া যাবেনা সহ জায়গায় জায়গায় দেখবেন নানা রকম নিয়ম করে রাখছে কিছু মানুষ । এগুলা কিছুই না জাস্ট ওই যে তৃপ্তি । হুম দেখো আমার না পাওয়ার আছে, আমি না আর ১০ জনের থেকে একটু উপরে, তোমাদের মত নরমাল লাইফ লিড করি নাকি, আমাদের চিন্তা ভাবনা অলওয়েজ এবাভ এভারেজ হুম হুম ।

এই বাংলার বাতাস যার নাকে ঢোকে তার মধ্যে এই হুম হুম ভাব আসবেই । স্পেশালি ফেসবুক গ্রুপের এডমিনের যে পাওয়ার বাপরে বাপ । কিসের জজ কিসের ব্যরিষ্টার কিসের মেজিস্ট্রেট । ডিজিটাল মেজিস্ট্রেট "এডমিন" ভাইদের কাছে কারো জামিন নাই ।

আমরা আম পাব্লিক সবাই আসামী । আর পাওয়ার পান্ডে সব হইলো মেজিস্ট্রেট । হুজুররা যাহা বলেন আমরা তাহাই মাইনা লই । নাইলে হয় ব্লক নাইলে জেইল ।

19/04/2025

💀 বিদায় PowerPoint: প্রেজেন্টেশন জগতে AI যুগের সূচনা 💀

যে কাজটি PowerPoint-এ ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে করতে হতো, এখন AI টুলস দিয়ে মাত্র কয়েক মিনিটেই হয়ে যাচ্ছে — তাও আরও নিখুঁতভাবে!
AI এবং পারফেক্ট প্রেজেন্টেশনের মধ্যে থাকা ব্যবধানটা খুব দ্রুতই মুছে যাচ্ছে।

PowerPoint তার স্বর্ণযুগ পার করেছে। এখন সময় AI প্রেজেন্টেশন রেভোলিউশনের।

এই AI টুলগুলো বর্তমানে প্রেজেন্টেশন তৈরির সেরা মাধ্যম:

🔹 Gamma.app – স্মার্ট লে-আউট এবং অটো-জেনারেটেড ভিজ্যুয়ালসহ দৃষ্টিনন্দন প্রেজেন্টেশন তৈরি করে।

🔹 Beautiful.ai – ডিজাইন-ফোকাসড প্ল্যাটফর্ম, যেখানে ইন্টেলিজেন্ট টেমপ্লেটস স্বয়ংক্রিয়ভাবে স্পেসিং, টাইপোগ্রাফি ও ভিজ্যুয়াল এলিমেন্ট ঠিক করে।

🔹 Tome.app – সহজ প্রম্পট থেকেই সম্পূর্ণ কাহিনীভিত্তিক প্রেজেন্টেশন তৈরি করে, যেখানে কন্টেন্ট ও ভিজ্যুয়ালের চমৎকার মেলবন্ধন ঘটে।

🔹 Manus (manus.im) – একটি মাল্টিটাস্কিং AI এজেন্ট, যেটি কনভারসেশনের মাধ্যমে প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করে, পাশাপাশি কনটেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে ডেটা অ্যানালাইসিস পর্যন্ত অসংখ্য কাজ সামলে নিতে পারে। প্রেজেন্টেশন তার একটিমাত্র দিক মাত্র।

06/04/2025

টাকা দিয়েই আসলে সুখ কেনা যায়।

এখন শাড়ি কিনে দিলে আম্মু খুশি হবে।
আব্বুকে একটা পাঞ্জাবি কিনে দিলে মুচকি হাসি দিয়ে বলবে “আমার ছেলেটা বড় হয়ে গেছে।"
ছোটভাইকে একটা জার্সি গিফট দিলে সে জড়িয়ে ধরে বলবে, "তুমি পৃথিবীর সেরা ভাইয়া।"
প্রেমিকার হাতে ফুল গুঁজে দিলে সে খুশি হয়ে জড়িয়ে ধরবে।

এই যে আব্বু-আম্মুর আনন্দ, ছোটভাইয়ের খুশি, প্রেমিকার অভিমান ভেঙে জড়িয়ে ধরা,
এগুলো কি সুখ নয়?
টাকা না থাকলে এই সুখ পেতাম কিভাবে?

অর্থই আনন্দের মূল!

রিলেশনশিপ করে বিয়ে করে ১~১.৫ বছরের মাথায় ইন্টারেস্ট চলে যায়। কেনো যায় ইন্টারেস্ট?  কারণ তার কাছে বিয়ে টক্সিক মনে হয়।জামা...
14/03/2025

রিলেশনশিপ করে বিয়ে করে ১~১.৫ বছরের মাথায় ইন্টারেস্ট চলে যায়। কেনো যায় ইন্টারেস্ট? কারণ তার কাছে বিয়ে টক্সিক মনে হয়।

জামাইর অধিকার খাটানো ভাল্লাগে না। অন্যদিকে বউ এর প্যাক প্যাকানি টক্সিক মনে হয়। তাই তো ভোকাল হয়ে যায় বিয়ের ১~১.৫ বছরেই এবং একাধিক সম্পর্কে জড়ানো শুরু করেন। আর দাবি করছেন এটা নরমাল।

আবার কিছু খুব ফার্স্ট ওয়ার্ল্ড এর মানুষজন এটাকে বাহ বাহ করছেন।

বাপরে বাপ কত ফাস্ট মানুষজন আজকাল।
এই যে এতো আপডেট চিন্তাভাবনা নিয়ে যে আপনারা আছেন, বুকে হাত দিয়ে বলেন তো আপনাদের বাপ মা কি ঝগড়া ঝামেলা করে নাই সারাজীবন?
বাবা মা কি একজন আরেকজনের সাথে কম্প্রোমাইজ করে থাকেন নাই আপনাদের?

তো এগুলো কিভাবে টক্সিক হয় বলেন।?
আপনারা অনেক শিক্ষিত হয়ে গেছেন। অনেক ইংলিশ শব্দ শিখেছেন "টক্সিক" নামক। আপনাদের পার্টনাররা আপনাদের একটু কিছু বললেই খুব গায়ে লাগে। অপমানবোধ করেন আপনারা। কারণ খুব বেশি উচ্চ মানের শিক্ষিত তো আপনারা।
তাই চিটিং নামক জিনিসকেও আপনারা নরমাল ভাবেন।

ভালোবাসা যেখানে আছে, সেখানে বিশ্বাস যতই থাকুক। প্রিয় মানুষকে অন্যের সাথে দেখলে খারাপ টা লাগবেই। সেটা থেকে যদি সন্দেহ বা চিল্লাফাল্লা হয় এটা খুবই নরমাল।

যদি সেই পার্টনারকে বুঝানো বা আগলাই রাখার ক্ষমতা না রাখেন, প্লিজ বিয়ে কইরেন না। বিয়ে মানে হালাল রুম ডেট না। বিয়ে মানে বাচ্চা পয়দা করা না।
বিয়ে মানে একটা মানুষকে নিয়ে বাঁচা। সারাজীবন বাঁচা। এটা এতো সহজ না ভাউ।


এখন দুইজন ই যদি নিম্ন চরিত্রের হয় তখন ঠিকি সন্দেহ কাজ করবে না। কারণ দুইজন ই একি পথের পথিক। কে কাকে সন্দেহ করবে। তখন ওটাকে আপনারা শিক্ষিত সমাজ পারসোনাল স্পেস নামে চালাই দেন।


ভালোবাসা, সম্পর্ক যদি এতোটাই ঠুনকো হতো, বিয়ে যদি খেলা হতো আজকে আপনারা সবাই বাবা-মা হীনতায় থাকতেন।

আপনাদের কাছে বউ অনেক প্যারা, জামাই অনেক প্যারা, সন্তান অনেক প্যারা।
তো কোনটা প্যারা না? ওপেন রিলেশনশিপ, ফ্রি মিক্সিং করতে দিলেই আপনার পার্টনার খুব ভালো?
বাপরে বাপ... জেনারেশন।!!

09/03/2025

একবার এক ছেলে তার কলেজের এক সুন্দরী মেয়ে কে জিজ্ঞাসা করল আমাকে তোমার BF বানাবে? মেয়েটি মজার ছলে বলল BF মানে কি বোঝাতে চাইছ সেটা তো আগে বলো! তখন ছেলেটি হেসে বলল কেনো Best Friend! এমন সুন্দর উত্তর শুনে মেয়েটি রাজি হয়ে গেল ।ধীরে ধীরে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব হওয়ার পর ছেলেটি আবার মেয়েটিকে বলল :আমাকে তোমার BF বানাবে? মেয়েটি বলল কেনো আমরা তো BF হয়েই আছি। ছেলেটি এবার বলে ওঠে না না এবার BF মানে Boy friend!

ছেলেটিকে মেয়েটির ভালো লেগে গেছিল তাই সে রাজি হয়ে গেল। ধীরে ধীরে তাদের মধ্যে গভীর প্রেম হল শেষে পরিনয়ও হয়ে গেল। কিছু মাস পর মেয়েটি ছেলেটি মানে তার স্বামী কে বলল তুমি বাবা হতে চলেছ। এটা শুনে তো ছেলেটি খুব খুশি হল। মেয়েটি মানে তার স্ত্রী কে বলল তাহলে আমি তোমার BF হতে চলেছি। মেয়েটি হেসে জিজ্ঞেস করে এবার এই BF মানে কি বোঝাতে চাইছ? ছেলেটা হেসে বলে কেন Baby's Father!

স্বামী স্ত্রী আর একটা ফুটফুটে বাচ্চা! সুন্দর সাজানো গোছানো সংসার। অন্য সংসার গুলোর মত এখানেও চলত ছোটোখাটো ঝগড়া মান অভিমান নানা খুনসুটি। একদিন স্বামী বলল শোনো :সুখ দুঃখ আমাদের জীবনেরই অংশ। ভালো সময় যেমন আছে তেমনই খারাপ সময়ও আসবে! আমাদের মধ্যে ভালো বোঝাপড়া হলে তবেই আমরা হব BF! স্ত্রী কিছুটা উৎসুক হয়ে জানতে চাইল :এটা আবার কোন BF? স্বামী স্ত্রী সন্তান কে জড়িয়ে ধরে বলল Beautiful Family!

সংসারের বয়স তখন বছর দশেক হয়েছে। তখন হঠাৎ করেই একদিন স্বামী বলল :তোমার সব চাওয়া পাওয়া হয়তো সব সময় আমি পূরন করতে পারব না! কিন্তু আমি তোমাকে খুব খুব খুব ভালোবাসি। তুমিও আমাকে ভালোবেসে আমার BF হয়েই থেকো! স্ত্রী যথারীতি বিস্মিত হয়ে জিজ্ঞেস করে এবারের এই BF এর মানে কি? স্বামী হেসে উত্তর দেয় :Be Forever! স্ত্রী স্বামীর এইরকম পাগলামো উত্তর শুনে স্বামীকে জড়িয়ে ধরে একটু আদর এঁকে দেয় স্বামীর কপাল ঠোঁট গাল ঘাড় গলা বুকে। সময় গড়িয়ে যায়, সন্তান ও বড়ো হতে থাকে। ধীরে ধীরে স্বামী স্ত্রী বুড়ো হতে থাকে। কবে যে শৈশব কৈশোর যৌবন পার করে বুড়ো হতে চলল কেউ বুঝতেই পারল না।

একদিন বৃদ্ধ স্বামীর শয্যার পাশে বসে আছে তার বৃদ্ধা স্ত্রী। স্ত্রীর হাত ধরে স্বামী বলল:মেঘে মেঘে বেলা তো অনেক দূর গড়িয়েছে, এবার বোধহয় সূর্যাস্তের পালা। আমি জানি না স্বামী হিসেবে তোমার প্রতি আর বাবা হিসেবে সন্তানের প্রতি কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি। হয়ত এই শয্যা থেকে আর ওটাই হবে না! যদি সত্যি সত্যিই আর না উঠতে পারি তুমি আমাকে ক্ষমা করে দিও! স্ত্রীর হাতটা নিজের বুকের মধ্যে নিয়ে আরো বলল :BF! বরাবরের মতই স্ত্রীও জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রয়েছে! স্বামী বলে ওঠে এই BF মানে Bye Forever! স্ত্রীর চোখে অশ্রু এসে যায় হঠাৎ প্রথম BF বলা মুহূর্তের কথা মনে পড়ে যায়? বৃদ্ধা স্ত্রীর চোখে পুরোনো স্মৃতিগুলো ভেসে ওঠে, মনে মনে বলে ওঠে কতো কঠিন জীবনের এই হিসাব নিকাশ! অথচ B আর F এই দুই ইংরেজী বর্ন দিয়ে কতো সহজেই জীবনের সব কঠিনত্বকে উড়িয়ে দিয়েছে এই মানুষটি!

জীবিকার জন্য ছেলেও আজ বহুদূরে। বৃদ্ধা চাইলেও কোথাও যেতে পারে না ছেলের কাছেও না। বৃদ্ধার শিকড় গজিয়ে গেছে মানে এক অদ্ভুত টানে রয়ে গেছে এখানে। দক্ষিণ দিকের জানলা দিয়ে দূরে মাঠের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে আমিও আসছি তোমার কাছে। আমি সারাজীবন তোমার BF হয়েই থাকতে চাই। ও হ্যাঁ এই BF এর মানে তোমাকে বলে দিই Beside Forever !

IMOU Ranger 2 Smart Security Camera New, Intake Product Market Price : 2600 Asking Price : 18002 way audio, 3MP Lens wit...
25/02/2025

IMOU Ranger 2 Smart Security Camera
New, Intake Product

Market Price : 2600
Asking Price : 1800

2 way audio, 3MP Lens with 2K Resolution.

360° Rotation Supported, can be connected both wired and wirelessly.
Remote controlled via IMOU Mobile app

24/02/2025

ধরুন, কারো S*x উঠছে। মানে He wants to have cohabitation badly. এই অবস্থায় সে এক শিশুকে পেলো। আশেপাশে কেউ নাই, এমনকি তার ভিতরে পশু ছাড়া আর কিছু নাই। যেহেতু আশেপাশে কেউ নাই এবং তার পশুবৃত্তি জেগেছে সে রেপ করবেই। আল্লাহ, নবী, ভগবান কাউকে সে মানবেনা। শুধু আল্লাহ, নবী, ভগবানের ভয়ে খারাপ কাজ না করার যোগ্যতা অর্জন করতে একজীবন সাধনা করতে হয়। একটা ভালো পরিবারে জন্ম নিতে হয়। মানবিক হতে হয়। টুপি, পুতি পরেছে অথবা অনেক সমাজ সেবা করেছে বলেই কাউকে সেই যোগ্যতা অর্জনকারী ভাববেন না। সারা বছর নামাজ পড়ে, পুঁজা করে, সমাজসেবা করে কাজের মেয়েকে প্রেগন্যান্ট করেছে এমন ইতিহাস হাজারো আছে।

কোনো লোকের S*x উঠলে তার মাথা সিগন্যাল দেয় "Pe*****te your p***s into a hole. Ej*****te your semen, no matter how old, young or ungly the hole is, how innocent the hole is, how sinnest the hole is. Be perverted, be the beast." এই সিগন্যালকে রুখবেন কিভাবে যখন সেখানে কেউ নেই? এই সিগন্যালকে রুখতে ব্রেনে একটা এন্টি সিগন্যাল সৃষ্টি করতে হবে - জাতীয় ভাবে প্রতিটি ব্রেনে এই সিগন্যাল সৃষ্টি করতে হবে।

সিগন্যাল হলো- প্রকাশ্যে মৃত্যুদণ্ড। অথবা এমন শাস্তি যার কথা ভাবলেও মনে ভয় চলে আসে। গা শিহরিত হয়।

দেশের প্রচলিত আইনে যদি জনসম্মুখে ধর্ষককে ফাঁসি দেওয়া হয় তাহলে এমনকি পশুরও যদি সেক্স ওঠে তাহলে তার ব্রেন তাকে সিগন্যাল দিবে। এমনভাবে ধর্ষনের শাস্তি প্রচার করতে হবে যে দেশের প্রতিটি মানুষ তা জানবে।

বাংলাদেশের মানুষ পুলিশ দেখে ভয় পায়না কিন্তু RAB দেখে ভয় পায় কেন, আরমি দেখে ভয় পায় কেন? RAB দেখলে ব্রেন 'ক্রসফায়ারের' সিগন্যাল দেয়, মানুষ ভয় পায়।

আমি মন্ত্রীদের সম্পর্কে, বিরোধীদলের লোকদের সম্পর্কে, আমার চেনা খারাপ কিছু মানুষের সম্পর্কে, ক্ষমতাশালীদের সম্পর্কে হাজারো লেখা লিখে আবার মুছে দেয়- কারন আমার ব্রেন আমাকে সিগন্যাল দেয় এদের সম্পর্কে লিখলে আমার একটা চাকরি নাও হতে পারে। আমি সাপ ধরিনা - কারন আমার ব্রেন সিগন্যাল দেয় সাপ কামড় দিলে মারা যাবো।

কাউকে শাসন করতে হলে ভালোবাসা দিয়ে কাজ না হলে ভয়ের সিগন্যাল তৈরি করতে হয়। এটা অন্যায় না।

ধর্ষণ রুখতে একটা সিগন্যাল তৈরি করতে হবে ব্রেনে। আমি বুঝিনা একটা গণতান্ত্রিক দেশের ৯০% লোক যে আইন চায় সেই আইন কেন বাস্তবায়িত হয়না।

ঐ যে ব্রেন সিগন্যাল তৈরি করেছে এদেশে বিচার নাই - বুঝলে মামু?

সব সিগন্যাল। রিক্সওয়ালারা অবশ্য এটার উচ্চারন করে "সিঙ্গেল"। মামা সিঙ্গেল দেন তো, সিঙ্গেল দেন।

21/02/2025

"তোমার কথায় আঞ্চলিক টোন আসে কেন?" প্রশ্নের দ্বিধাহীন উত্তর হোক
-"আঞ্চলিক ভাষাই আমার মাতৃভাষা"...
প্রমিত ভাষা চর্চার এলিটিজমে যেন আমরা মায়ের ভাষাটা হারিয়ে না ফেলি
যে মানুষটা এখনো গড়গড় করে আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে,সে গোটা একটা ভাষার মর্যাদা রক্ষা করে চলেছে,তাকে তাচ্ছিল্য করার আপনি কে?

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rezaul Karim Rabbi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share