Rafiza's Diary

Rafiza's Diary I'm a very simple girl.. My whole life priority is my daughter ��. Follow my page �
(7)

22/09/2025

এটা আমার শখের বিজনেস 😇🥰।
Jwellery in reasonable price

22/09/2025

অসম্ভব সুন্দর একটা আংটি 🥰 একদম ৪-৫ আনা ওজনের স্বর্ণের মতো 😍

Page: Jwellery in reasonable price

07/09/2025
03/09/2025

01/09/2025

বিয়ের পর একদিন মেয়ে তার বাবাকে চিঠি লিখলো।

27/08/2025

আমার স্বামীর পরকীয়ার কথা
যেদিন প্রথম জানতে পারি

27/08/2025

এই মহাবিশ্বে কেউই সুখি নয়।

24/08/2025

ডিভোর্সি নারীর বেঁচে থাকা এতটাও সহজ নয়।

18/08/2025

সন্তানকে জন্ম দেওয়ার পর স্বামী দেখতেও আসে নাই।

অনেকেই ভাবে একটা বিজনেস শুরু করলেই ফ্রীডম আসবে। আমি বসে বসে ইনকাম করব। দুই-একটা পোস্ট দিলেই অর্ডার আসবে।না ভাই! এটা ব্যব...
17/08/2025

অনেকেই ভাবে একটা বিজনেস শুরু করলেই ফ্রীডম আসবে। আমি বসে বসে ইনকাম করব। দুই-একটা পোস্ট দিলেই অর্ডার আসবে।

না ভাই! এটা ব্যবসা, ফ্যান্টাসি না! এখানে ভুল হলে টাকা যায়, সময় যায়, আত্মবিশ্বাসও শেষ হয়ে যায়।

✅ সত্যি কি?
বিজনেসে কেউ আপনাকে বাঁচাতে আসবে না।
কেউ এসে বলবে না — ভাই, তুমি এত কষ্ট করছ, এই নাও একটা অর্ডার। আপনি দাঁড়িয়ে থাকলে — মার্কেট আপনাকে ফেলে যাবে।

🎯 ব্যবসা মানে কি?
- দিনের পর দিন, ফল না পেয়েও হাল না ছাড়া।
- লোকসান খেয়ে রাত জেগে নতুন প্ল্যান করা।
- আত্মীয়-স্বজনের কথার আঘাত সহ্য করে সামনে এগিয়ে যাওয়া।
- প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করা—“কীভাবে আরও ভালো করা যায়?
- প্রতিদিন সেই কাজটাও করা, যেটা করতে ইচ্ছে করে না।

এটা একটা যুদ্ধ।

আর এই যুদ্ধ কেউ দেখে না।

📌 তাহলে টিকে থাকবে কারা?
- যারা নিয়মিত শিখে।
- যারা ব্যর্থ হলেও উঠে দাঁড়ায়।
- যারা blame না করে, নিজেকে বদলায়।
- যারা ‘না’ শুনেও ভেঙে পড়ে না।
- যারা ট্রেন্ড দেখে না — ট্রেন্ড তৈরি করে।
- যারা প্রতিদিন শিখে, চেষ্টা করে, জেনে বুঝে গেম খেলে।
- যারা শূন্য থেকে শুরু করতেও ভয় পায় না।

এটাই বিজনেসের রিয়েলিটি।
এবং এখানেই বেশি মানুষ হেরে যায়—কারণ তারা শুধু রেজাল্ট চায়, ফাইট না।

যারা ভাবে—
একটা বিজনেস শুরু করলেই ফ্রিডম আসবে…
তাদের জন্য সত্যিটা হলো:
"Freedom doesn’t come from business.
Freedom comes from becoming the kind of person who can run a business relentlessly!"

আরও কিছু কথা শেয়ার করি-
"You want to start a business? Then be ready to eat sh*t for 2 years." – Alex Hormozi

"The market doesn’t care about your emotions.
It only pays for results."

"Don’t start a business to escape work.
Start because you’re ready to work more than ever!"

মহান আল্লাহ তায়ালা বলেছেন:
“মানুষ যা কিছু চেষ্টা করে, তারই ফল সে পায়।”
(সূরা আন-নাজম – আয়াত ৩৯)

অর্থাৎ—স্বপ্ন নয়, চেষ্টা! ইচ্ছা নয়, কাজ! ফল চাইলে পরিশ্রম লাগবেই।

“যে ধৈর্য ধারণ করে, তার প্রতিদান সীমাহীন।”
(সূরা আয-যুমার – আয়াত ১০)

সুতরাং, যারা যুদ্ধ করে টিকে থাকে—সৃষ্টিকর্তা তাদের পুরস্কার দেন সীমাহীনভাবে।

এখন প্রশ্ন একটাই:
আপনি কি শুধু 'বস' হতেই চাচ্ছেন,
নাকি সত্যিকারের একজন উদ্যোক্তা হতে প্রস্তুত?

কারণ বিজনেস হচ্ছে—
একটা ব্র্যান্ড না,
একটা লোকেশন না,
একটা লোগো না,

বিজনেস হচ্ছে, আপনি নিজে!

ব্যবসা মানে—
প্রতিদিন ১০০টা ‘না’ শোনার পরেও, সেই ১টা ‘হ্যাঁ’র জন্য লেগে থাকা।

৩ মাসে নয়, ৩ বছরে রেজাল্ট আসার ধৈর্য রাখা।

এমন সময়েও নিজের উপর বিশ্বাস রাখা, যখন চারপাশে কেউই আপনার পাশে নেই।

এই লেখার শেষে শুধু এটুকু মনে রাখুন:
The road to a successful business is not sexy.
It’s boring, brutal, and lonely.
And that’s why most don’t make it.

Sohel hasan saikat

17/08/2025
16/08/2025

বিবাহিত জীবন দেখতে কাশ্মীরের মতো!!
দূর থেকে দেখতে সুন্দর কিন্তু ভিতরে যুদ্ধ দিয়ে ভরা
🥱🥱😉😉

Address

Old Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rafiza's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category