জিলা স্কুল

জিলা স্কুল like page only All "zilla school"
Student.updating news & suggest for future.

যুদ্ধের একটি অভিনব কৌশল : মিসাইল প্রতারণা আমরা কখনও রাতের আকাশে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুটে আসতে দেখি কিন্তু আঘাতের পরিমাণ ক...
19/06/2025

যুদ্ধের একটি অভিনব কৌশল : মিসাইল প্রতারণা

আমরা কখনও রাতের আকাশে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুটে আসতে দেখি কিন্তু আঘাতের পরিমাণ কম হয়। বেশীর ভাগ মিসাইল আকাশেই ফুটে যায়। কিংবা মাটিতে পড়ার আগে অনেকটা গতিশূন্য হয়ে থেমে যায়। আবার দেখা যায় সেই ফাঁকে একটা ভয়ানক গতিতে আঘাত হেনে বসেছে। এখানে সবগুলোই মিসাইল নয়, শুনলে আশ্চর্য হবেন যে, এ সবের অধিকাংশই গতিশীল ধাতব ফটকা। কেন তাহলে ফটকা!

একটি মিসাইলের ভিতরে অনেকটা সামনের দিকে, অনেকগুলো ছোট বোমা সেট করা থাকে। এগুলোকে ওয়ারহেড বলা হয়। ধরুন ১০টি ওয়ারহেড আছে একটি মিসাইলে। তনুমধ্যে ৮ টি ধাতব ফাঁকা ফটকা বাকি দুটো প্রকৃত বোমা। সবগুলো একই দিকে ফায়ার করা হয়।

রাতের আকাশে অগ্নিগোলক হয়ে এগুলো লক্ষ্যের দিকে ধাবিত হয়। মাটিতে রক্ষিত রাডার তখন কোনটা আসল কোনটা নকল সেটা নির্ণয় করতে বিভ্রান্ত হয়ে পড়ে। রাডারকে এভাবে ধোঁকায় ফেলানটাই হল মিসাইল প্রতারণা। শত শত ধাতব ফটকার চেয়ে, একটি বোমার মূল্য অনেক বেশী।

আগত বোমাগুলো নিয়ে রাডারের সিদ্ধান্ত নিতে হাতে সময় খুব কম থাকে। ফলে অধিক জ্বলন্ত এবং গতিশীল গোলাকে আগত ক্ষেপণাস্ত্র মনে করে, রাডার নিজের দামী ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয়। দেখা যায় রাডারের নিক্ষেপে ভূলুণ্ঠিত বস্তুটি আদতেই কোন ক্ষেপনাস্ত্র ছিল না। তা ছিল একটা ধাতব ফটকা।

একটা ফটকার পিছনে মিলিয়ন ডলারের দামী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়া হয়। আমরা আকাশে এগুলোকেই বেশী মাত্রায় দেখে থাকি। রাডার বা আয়রন ডোমকে এসব ফালতু বোমা ব্যস্ত রাখে। ফাঁক দিয়ে তাজা বোমাটি দ্রুত গতিশীল হয়ে লক্ষ্য আঘাত হানে। ই'রানের যু'দ্ধ কৌ'শলে আপাতত এই পদ্ধতির প্রয়োগটাই বেশী দেখা যাচ্ছে।

copy

"মধ্যপ্রাচ্যের অবস্থা হচ্ছে আরবী সেই প্রবাদের মতো-'আমাকে তো সেদিনই খেয়ে ফেলা হয়েছিল, যেদিন সাদা ষাঁড়টিকে খাওয়া হয়।' এই প...
17/06/2025

"মধ্যপ্রাচ্যের অবস্থা হচ্ছে আরবী সেই প্রবাদের মতো-

'আমাকে তো সেদিনই খেয়ে ফেলা হয়েছিল, যেদিন সাদা ষাঁড়টিকে খাওয়া হয়।'

এই প্রবাদের পেছনের গল্পটা হলো:

তিনটি ষাঁড় ছিল– সাদা, কালো এবং লাল। তারা একসাথে থাকত। একদিন সিংহ প্রথমে কালো ও লাল ষাঁড়কে বলল, 'তোমরা যদি আমাকে সাদা ষাঁড়টিকে খেতে বাঁধা না দাও, তাহলে আমি তোমাদের ক্ষতি করব না।' তারা রাজি হলো। এরপর সিংহ সাদা ষাঁড়টিকে খেয়ে ফেলল।
কিছুদিন পর সিংহ আবার ফিরে এসে কালো ষাঁড়কে বলল, যদি লাল ষাঁড়টিকে খেতে বাধা না দাও তাহলে তোমার কোন ক্ষতি করব না। ফলে কালো ষাঁড়টি নিশ্চুপ রইলো যখন তার দ্বিতীয় সঙ্গকে সিংহ খাচ্ছিল। সর্বশেষ যখন আরেকদিন সিংহ কালো ষাঁড়টিকে খেতে আসলো, তখন তাকে বাঁচানোর মতো কেউ-ই ছিল না৷ ভুল বুঝতে পেরে সে তখন উপরের কথাটি বলেছিল।

আজকের মধ্যপ্রাচ্যে ইরান হলো এই গল্পের সাদা ষাঁড়।"
এখনো যদি মুসলিম রাষ্ট্রগুলো একত্রিত না হয় ভবিষ্যতে কোন মুসলমান বলে কোন রাষ্ট্রই থাকবে না।

08/06/2025
ফেসবুক পেআউট অ্যাকাউন্ট সেটআপ করার পুরো প্রক্রিয়াটি (A to Z) নিচে ধাপে ধাপে দেওয়া হলো। এটি মূলত তাদের জন্য যারা Facebook...
30/05/2025

ফেসবুক পেআউট অ্যাকাউন্ট সেটআপ করার পুরো প্রক্রিয়াটি (A to Z) নিচে ধাপে ধাপে দেওয়া হলো। এটি মূলত তাদের জন্য যারা Facebook Monetization (যেমন Reels Bonus, In-Stream Ads, Stars ইত্যাদি) থেকে ইনকাম পান এবং টাকা তোলার জন্য পেমেন্ট সেটআপ করতে চান।

Step-by-Step: Facebook Payout Account Setup (A to Z)

1. Business Manager বা Professional Dashboard এ লগইন করুন

আপনার page এ যান

"Professional Dashboard" অথবা "Monetization" অপশন সিলেক্ট করুন

যদি Business Manager ইউজ করছেন, তাহলে business.facebook.com থেকে লগইন করুন

2. Payouts Section এ যান

Monetization বা Professional Dashboard থেকে “Payouts” এ ক্লিক করুন

যদি এটা প্রথমবার হয়, তাহলে আপনাকে নতুন Payout অ্যাকাউন্ট সেট করতে বলবে

3. পেমেন্ট অ্যাকাউন্ট তৈরি করুন

“Add Payout Account” বা “Set Up Payouts” বাটনে ক্লিক করুন

এরপর Facebook আপনাকে Stripe বা Direct Bank পদ্ধতি বেছে নিতে বলবে (বাংলাদেশে সাধারণত ব্যাংক ট্রান্সফারই হয়)

4. ব্যক্তিগত বা ব্যবসায়িক তথ্য দিন

আপনার পূর্ণ নাম (ন্যাশনাল আইডি অনুযায়ী)

জন্ম তারিখ

ঠিকানা (ঠিকমতো দিন)

মোবাইল নম্বর (OTP আসবে)

National ID / Passport ইনফরমেশন (যদি চায়)

5. ট্যাক্স ইনফরমেশন দিন (Tax Form)

Facebook মার্কিন কোম্পানি হওয়ায় Tax Form পূরণ করতে হয়

আপনি যদি বাংলাদেশে থাকেন:

Individual সিলেক্ট করুন

W-8BEN ফর্ম পূরণ করুন (নন-ইউএস রেসিডেন্টদের জন্য)

TIN না থাকলে ফাঁকা রাখতে পারেন, তাতে সমস্যা হয় না

6. ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন দিন

Bank Name

SWIFT Code (বাংলাদেশের ব্যাংকের SWIFT Code)

Bank Account Number

Account Holder Name

Routing Number (অনেক সময় লাগে না)

7. রিভিউ ও সাবমিট করুন

সব তথ্য একবার দেখে নিন

“Submit” চাপুন

Facebook সাধারণত 1–3 দিনে রিভিউ করে নেয়

8. পেমেন্ট পেতে প্রস্তুত!

যদি সবকিছু ঠিক থাকে, তাহলে Approved স্ট্যাটাস দেখাবে

ইনকাম করলে মাসের নির্দিষ্ট তারিখে (যেমন 21 তারিখ) ব্যাংকে টাকা চলে আসবে

টিপস:

ব্যাংক হিসেবে BRAC Bank, DBBL, City Bank, Standard Chartered ভালো কাজ করে

NID অনুযায়ী নাম ও ইনফো অবশ্যই ঠিক রাখুন

নিয়মিত “Payouts” এবং “Monetization” সেকশন চেক করুন।

প্রতারণার শিকার হয়েছেন তাই বলে এই না যে  আপনি বোকা। আপনি তাকে বিশ্বাস করেছিলেন মাত্র। আপনার বিশ্বাসের যোগ্য লোকটি ছিল ন...
29/05/2025

প্রতারণার শিকার হয়েছেন তাই বলে এই না যে আপনি বোকা। আপনি তাকে বিশ্বাস করেছিলেন মাত্র। আপনার বিশ্বাসের যোগ্য লোকটি ছিল না।

বর্তমান সময় স্ক্যাম বা প্রতারণার ফাঁদ অহরহ একটি ব্যাপার। একাউন্ট খুলে টাকা উপার্জনের পথ অনেকে দেখাবে। এটাই যখন আপনি পা ...
28/05/2025

বর্তমান সময় স্ক্যাম বা প্রতারণার ফাঁদ অহরহ একটি ব্যাপার। একাউন্ট খুলে টাকা উপার্জনের পথ অনেকে দেখাবে। এটাই যখন আপনি পা দিবেন তখন আপনি বুঝতে পারবেন অনলাইন প্রতারণা কতটা জটিল। নিমিষেই আপনাকে নিঃস্ব করে দিবে টাকার লোভ দেখিয়ে। অল্প টাকা থেকে শুরু হয়। ধীরে ধীরে
টাকা পরিমাণ বাড়ে ওই টাকা উঠাতে গেলে আরো টাকা জমা দেওয়ার নির্দেশ দেয়। এক পর্যায়ে আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিবে।
করণীয় -
১.বিকাশ নগদ কিংবা ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা লেনদেন করবেন না।
২.কোন একাউন্ট খুলতে বললে খুলবেন না।
৩.টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইম এর মাধ্যমে আপনাকে বেশি প্রতারণার ফাঁদে ফেলবে সাবধানতার সাথে এই অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করবেন।

নবাব সিরাজউদ্দৌলাকে যখন বন্দী করে টেনে হিচঁড়ে নিয়ে যাওয়া হয়, তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভো...
24/05/2025

নবাব সিরাজউদ্দৌলাকে যখন বন্দী করে টেনে হিচঁড়ে নিয়ে যাওয়া হয়, তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করেছিল। শুধু তাই নয়, পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে কাঁটাওয়ালা সিংহাসনে বসিয়ে ও ছেঁড়া জুতা দিয়ে পিটিয়ে যখন অপমান করা হচ্ছিল, তখন হাজার হাজার মানুষ সেই তামাশা দেখে ব্যাপক বিনোদিত হয়েছিল! মাস সাইকোলজিটা একটু খেয়াল করে দেখুন, এই জাতি দুইশত বছরের গোলামি সাদরে গ্রহণ করেছিল ওভাবেই।

একটি মজার তথ্য দেই। লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন, নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যক্ষ করেছিল তারা যদি একটি করেও ঢিল ছুঁড়ত তবে ইংরেজদের করুণ পরাজয় বরণ করতে হতো। আরো চমকপ্রদ তথ্য হচ্ছে, প্রায় ১০ হাজার অশ্বারোহী, ৩০ হাজার পদাতিক এবং অসংখ্য কামান, গোলাবারুদ সহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়েই পলাশীর ময়দানে এসেছিলেন নবাব সিরাজউদ্দৌলা । কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্যসংখ্যা ছিলো মাত্র ৩ হাজার, যার মধ্যে ৯ শত জনই ছিল হাতেপায়ে ধরে নিয়ে আসা সৌখিন ব্রিটিশ অফিসার যাদের অধিকাংশেরই তলোয়ার ধরার মতো সুপ্রশিক্ষণ ছিল না, এরা কোনোদিন যুদ্ধও করেনি।

এত কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিলেন এবং জিতবেন জেনেই নেমেছিলেন। কারণ, তিনি খুব ভালো করেই জানতেন একটি হীনমন্য ব্যক্তিস্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই, বড় সৈন্যবাহিনী এদের জন্য মশা মারতে কামান দাগার মতো। যাদেরকে সামান্য দাবার চালেই মাত করে দেয়া যায়, তাদের জন্য হাজার হাজার সৈন্যের জীবনের ঝুঁকি তিনি কেন নেবেন? এছাড়াও, মীরজাফরকে যখন নবাবীর টোপ গেলানো হয়, রবার্ট ক্লাইভ তখনই সিদ্ধান্ত নিয়ে নেন যে, সিরাজকে পরাজিত করার পর এই বদমাশটি সহ বাকিগুলোর পরিণতিও তাদের নবাবের মতোই হবে এবং হয়েছেও তাই। ইতিহাস সাক্ষ্য দেয়, মীরজাফর, উমিচাঁদ, রায়বল্লভ, ঘষেটি বেগম সহ প্রত্যেকটি বেইমানের করুণ মৃত্যু হয়েছে।

রবার্ট ক্লাইভ মীরজাফরের বেঈমানির উপর ভরসা করে যুদ্ধ করতে আসেননি। তিনি যুদ্ধে নেমেছিলেন বাঙালির মানসিকতা নিখুঁতভাবে বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ আন্দাজ করে। তিনি জানতন, যুদ্ধশেষে জনসম্মুখে নবাবকে হেনস্থা করলে এই জাতি বিনোদনে দাঁত কেলাবে কিংবা হা করে চেয়ে চেয়ে দেখবে। তাই বিনা দ্বিধায় সার্টিফিকেট দেয়াই যায়, বাঙালি জাতির মানসিকতা সবচেয়ে নিখুঁতভাবে মাপতে পারা ইতিহাসের প্রথম ব্যক্তিটির নাম রবার্ট ক্লাইভ!

নতুন প্রতারণার ফাঁদ। www.quickshift-booster.comআপনাকে প্রথমে ৫০০ টাকা বোনাস দিয়ে বিশ্বাস করাবে ওয়েবসাইটটি আপনার জন্য স...
23/05/2025

নতুন প্রতারণার ফাঁদ।
www.quickshift-booster.com
আপনাকে প্রথমে ৫০০ টাকা বোনাস দিয়ে বিশ্বাস করাবে ওয়েবসাইটটি আপনার জন্য সঠিক।আপনাকে ডিপোজিট করার জন্য ১০ হাজার টাকা থেকে শুরু করে ৫ লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট করা প্রলোভন দেখাবে। যেখানে আপনি কাজ করে আয় করতে পারবেন। আপনার কাছ থেকে বিকাশ নগদ এবং ব্যাঙ্ক একাউন্টের মাধ্যমে টাকা নিয়ে তাদের খোলা একাউন্টে ভার্চুয়াল টাকা দেখাবে। যেখানে আপনি দেখতে পারবেন আপনার টাকা ডবল হয়েছে। এবং ফাইভ এক্স কমিশনের নামে আপনার টাকা নেগেটিভ করে দেওয়া হবে সেখানে আপনি ৫০ হাজার টাকা ডিপোজিট করলে ৮০ হাজার টাকা পাবেন। তখন আপনাকে বলবে আপনি ওয়েবসাইট তাদের সাজানো প্রোডাক্ট থেকে সাবমিট করুন অর্থাৎ প্রোডাক্ট রিভিউ করুন। রিভিউ করার একপর্যায়ে আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে। এবং ওই টাকাটি নেগেটিভ ফর্মে থাকবে। অর্থাৎ আপনি লাভ সহ যদি ১ লক্ষ ৫০ হাজার টাকা পান। ওই টাকাটি উঠাতে আপনার আরো 1 লক্ষ 50 হাজার টাকা ডিপোজিট করতে হবে। যদি আপনি ভুল করে টাকাটি ডিপোজিট করেন তখন তারা আপনার সাথে কন্টাক করা বন্ধ করে দেবে । সুতরাং দশ মিনিটে আপনার দুই লক্ষ টাকা ভ্যানিশ।
মনে রাখবেন তারা কিন্তু আপনাকে প্রথমে অল্প টাকা ডিপোজিট করতে বলবে। ডিপোজিট করার পর ওই টাকা উঠাতে আরো দুই দুই গুণ টাকা ডিপোজিট করতে হবে।
ওয়েবসাইটে ৩০শে জানুয়ারি ২০২৫ তারিখে খোলা হয়েছে। এবং এটা মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত। chat gpt তথ্য অনুযায়ী।

Address

Dhaka
7800

Alerts

Be the first to know and let us send you an email when জিলা স্কুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share