অ্যাডভোকেট মো. নাজমুল হাসান

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • অ্যাডভোকেট মো. নাজমুল হাসান

অ্যাডভোকেট মো. নাজমুল হাসান আসসালামু আলাইকুম। আপনাকে অভিনন্দন অ্যাডভোকেট পরিবারে যুক্ত হওয়ার জন্য। আপনার যে কোন আইনি সমস্যার সমাধান পেতে পেজটি ভিজিট করুন।
(23)

21/10/2025

আলহামদুলিল্লাহ বরকতময় ফজর।

আমাদের জাতির সবচেয়ে বড় সমস্যা দারিদ্র্য না — হিংসা।অন্য কেউ একটু ভালো করলে বুক চাপে, মাথা গরম হয়।কারও সাফল্যে অভিনন্দন দ...
20/10/2025

আমাদের জাতির সবচেয়ে বড় সমস্যা দারিদ্র্য না — হিংসা।
অন্য কেউ একটু ভালো করলে বুক চাপে, মাথা গরম হয়।
কারও সাফল্যে অভিনন্দন দিতে না পারা, সেটাই আমাদের অভিশাপ।

আমরা পারি না নিজেরা কিছু বানাতে,
কিন্তু পারি যারা বানাচ্ছে, তাদের নিচে টেনে নামাতে।
এটাই আমাদের “জাতীয় প্রতিভা”! 😏

যেখানে আলো জ্বলে, আমরা সেখানে অন্ধকার ছুড়ে দিই।
যেখানে কেউ কিছু করতে চায়, আমরা বলি — “ওর পিছনে বড় কেউ আছে।”
আর এভাবেই মেধা মরে, দেশ পিছিয়ে যায়।

যে জাতি নিজের লোকের সাফল্যে হিংসে করে,
সে জাতিকে কেউ দমাতে হয় না — তারা নিজেরাই নিজেদের ধ্বংস করে।

তবুও একটা কথা মনে রাখো 👉
আগুনে হিংসা ঢেলে নিভানো যায় না,
বরং যারা হিংসে করে, তাদেরই ছাই হয়ে যেতে হয় একসময়। 🔥
অ্যাডভোকেট মো. নাজমুল হাসান

20/10/2025

কাউকে উড়তে দেখে, তার ডানা কাটার ধান্ধা বাদ দিয়ে, নিজেও উড়তে শিখুন, দেখবেন জীবন অনেক বেশি সুন্দর!

ভূয়া দলিলের শাস্তি কী?অন্যের জমি নিজের দখলে রাখা, ভুয়া বা মিথ্যা দলিল তৈরি এবং নিজ মালিকানার বাইরে অন্য কোনো জমির অংশব...
20/10/2025

ভূয়া দলিলের শাস্তি কী?
অন্যের জমি নিজের দখলে রাখা, ভুয়া বা মিথ্যা দলিল তৈরি এবং নিজ মালিকানার বাইরে অন্য কোনো জমির অংশবিশেষ উল্লেখ করে দলিল হস্তান্তরে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রেখে নতুন আইন হচ্ছে।

জমি-জমাসহ সকল প্রকার আইনি সমস্যায় সমাধানের তথ্য পেতে এবং আইনি সহায়তা পেতে পেজটিতে ফলো দিয়ে যুক্ত হোন।

20/10/2025

টাকা উপার্জন করো, গরিবের মতো চলো, বিনয়ী হও, কম কথা বলো, জীবন সুন্দর!

19/10/2025

যত্নে মা-ই সেরা!

19/10/2025

অসুস্থ একটা পৃথিবী!
কে কার ক্ষতি করবে, কে কাকে ফাঁসাবে, এই প্রতিযোগীতায় সবাই লিপ্ত!

🫵🫵জমি নামজারির পুরো প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানুন।নামজারি করতে যা যা লাগবেঃ১) জমির দলিল এর সার্টিফাইড কপি/মূল কপি২) এস ...
19/10/2025

🫵🫵জমি নামজারির পুরো প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানুন।

নামজারি করতে যা যা লাগবেঃ
১) জমির দলিল এর সার্টিফাইড কপি/মূল কপি
২) এস এ খতিয়ান, আর এস খতিয়ান বা যে খতিয়ান থেকে দলিল হয়েছে সেইটার কপি
৩) ওয়ারিশান সনদ (হাল) এর কপি যদি ওয়ারিশ সম্পত্তি হয়
৪) ছবি (যদি জন্ম নিবন্ধন দিয়া নামজারী হয়)
৫) বায়া দলিল এর কপি যদি প্রয়োজন হয়
৬)মোবাইল নাম্বার
৭) এনআইডি/জাতীয় পরিচয়পত্র
৮) কর/খাজনার রশিদ

✅প্রথম কাজঃ
এইসবগুলা ডকুমেন্ট নিয়ে নাগরিক/কম্পিউটার কর্ণার থেকে অনলাইনে আবেদন করবেন। একটা আইডি নাম্বার পড়বে বা কেস নাম্বার এটা আপনার মোবাইলে সাথে সাথে এসএমএস পাবেন।

✅দ্বিতীয় কাজঃ
আবেদন ফাইল কপি ইউনিয়ন ভূমি অফিস এ যাবে তদন্তে আপনার সব কিছু ঠিক থাকলে ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রস্তাব পাঠাবে উপজেলা #ভূমি অফিসে।

✅তৃতীয় কাজঃ এসিল্যান্ড অফিস আপনাকে একটি শুনানির তারিখ দিবে এসএমএসের মাধ্যমে। কাজ সম্পন্ন হলে তারপর ডিসিআর ফি দিয়ে দুই একদিন পর অনলাইনে কিউআর কোডযুক্ত নামজারি তুলতে পারবেন।

#নামজারি পুরো প্রক্রিয়া শেষ হতে ২৮ দিন সময় লাগতে পারে। মোট খরচ হবে ১১৭০ টাকা।
অ্যাডভোকেট মো. নাজমুল হাসান
অন্যান্য আরো তথ্য পেতে পেজটি ভিজিট করুন এবং যুক্ত হন।

অনেকদিন আগের কথা। একবার এক খোদাভীরু আলেম দূরের সফরে বের হলেন। তিনি সাথে একটি মোরগ নিলেন যাতে ফজরের নামাজের জন্য তাকে ডেক...
18/10/2025

অনেকদিন আগের কথা। একবার এক খোদাভীরু আলেম দূরের সফরে বের হলেন। তিনি সাথে একটি মোরগ নিলেন যাতে ফজরের নামাজের জন্য তাকে ডেকে দেয়। পোষা কুকুরটাকেও সাথে নিলেন যাতে চোর থেকে তাকে পাহারা দেয়। একটা গাধা নিলেন তার উপর বইপত্র এবং খাদ্য সামগ্রী বহন করার জন্য।

সারাদিন চলতে চলতে সূর্যাস্তের সময় তিনি একটি গ্রামে পৌছলেন। তিনি সেই তাঁর রাতটা ঐ গ্রামে কাটাতে চাইলেন কিন্তু কেউ তাকে মেহমান হিসেবে গ্রহন করল না। অগত্যা তিনি গ্রামের বাইরে জঙ্গলের পাশে এক গাছের নীচে রাত কাটাতে বাধ্য হলেন।
রাতের শুরুতে একটা এক নেকড়ে এসে কুকুরের সাথে লড়াই বেঁধে গেল, অবশেষে কুকুরটি মারা গেল। আলেম লোকটি সাহস হারালেন না, বললেন “আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।” হয়ত এই ক্ষতির মধ্যেই আমার কল্যাণ নিহিত আছে। রাত আরেকটু গভীর হলে জঙ্গল থেকে একটা শিয়াল এসে মোরগটি নিয়ে গেল। তখনও লোকটি বললেন “আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।” অতঃপর আরেকদল নেকড়ে এসে গাধাটির ঘাড় মটকে টেনে হিঁচড়ে নিয়ে গেল, তখনও আলেমটি বললেন “আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।”

ইশার নামায শেষ করে আলেম লোকটি ঘুমিয়ে পড়েছিলেন ফজরের সময় চিৎকার চেঁচামেচির শব্দে তার ঘুম ভেঙ্গে গেল। খোঁজ নিয়ে জানতে পারলেন শেষ রাতে ঐ গ্রামে ডাকাতরা আক্রমণ করে সবকিছু লুট করে নিয়ে গেছে এবং অনেক প্রাপ্তবয়স্ক লোককে হত্যা ও জখম করেছে। আলেম লোকটি আল্লাহ তাআ’লার কুদরত বুঝতে পারলেন । তিনি ভাবলেন ঐ গ্রামের কেউ যদি তাকে মেহমান হিসেবে গ্রহণ করত তাহলে গ্রামবাসীর যে অবস্থা হয়েছে তাঁরও হয়তো ঠিক একই অবস্থা হতো। আবার যদি তার মোরগ, কুকুর, গাধা জীবিত থাকত তাহলে নিশ্চয়ই ডাকাডাকি করত ডাকাতরা সেটা শুনতে পেত এবং গ্রামের বাইরে এসে তারও সবকিছু লুটপাট করতো হয়ত হত্যা বা জখমও করতো।

সেই আলেম লোকটি আবারও আল্লাহ তাআ’লার শুকরিয়া আদায় করলেন এবং বললেন: আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ তায়ালা যা’ই করেন তাতে তার বান্দাদের কোনো না কোনো কল্যাণ নিহিত থাকে যা শুরুতে বোঝা যায় না। আমরা শুরুটা দেখেই হতাশ হয়ে পড়ি, ধৈর্য্য এবং বিশ্বাস হারিয়ে ফেলি, যা কোনোভাবেই কল্যাণকর নয়। আর আল্লাহ তায়ালা কাউকে অযথা কষ্ট দেন না। কারও উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না।

আল্লাহ তায়ালা আমাদের তাকওয়া অর্জনের ও বিপদে ধৈর্যধারণের তৌফিক দান করুন। আমিন।
অ্যাডভোকেট মো. নাজমুল হাসান
আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেজটি ভিজিট করুন এবং ফলো দিয়ে যুক্ত হোন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when অ্যাডভোকেট মো. নাজমুল হাসান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share