Folk Gurukul, GOLN

Folk Gurukul, GOLN শত বছরের বাংলার লোকগান, বাউল গান এবং ল?

🌿🎶 Remembering Farida Yasmin on Her Birthday – A Tribute from Folk Gurukul, GOLN 🎶🌿Today, we honor the birth anniversary...
02/02/2025

🌿🎶 Remembering Farida Yasmin on Her Birthday – A Tribute from Folk Gurukul, GOLN 🎶🌿

Today, we honor the birth anniversary of the legendary Farida Yasmin (February 3, 1940 – August 8, 2015), whose melodious voice enriched Bangladeshi music and left an everlasting impact on our cultural heritage. Her contributions to folk and playback music continue to inspire generations.

At Folk Gurukul, GOLN, we celebrate her timeless artistry and cherish the beautiful songs she gifted to the world. Though she is no longer with us, her music lives on in our hearts.

🎼 Your melodies will forever echo in our souls. Rest in melody and peace. 🌿💖

It is with profound sorrow that we mourn the passing of Ustad Zakir Hussain, a maestro whose genius transcended boundari...
15/12/2024

It is with profound sorrow that we mourn the passing of Ustad Zakir Hussain, a maestro whose genius transcended boundaries, bringing Indian classical music to global prominence. His unmatched tabla artistry and groundbreaking collaborations enriched countless lives and inspired generations.

Ustad Zakir Hussain’s contributions, from classical to fusion, embody the timeless power of rhythm and melody. His legacy will continue to resonate in the hearts of music lovers worldwide.

Our thoughts and prayers are with his family and admirers during this difficult time.

বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই :(একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আজ সকা...
12/12/2024

বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই :(

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আজ সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার সকাল আটটায় তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়।

বিগত কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। গত মাসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁকে তেজগাঁওয়ের আরেকটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না ফেরার দেশে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্বামী ও দুই সন্তান রেখে গেছেন।

পাপিয়া সারোয়ারের জীবন ও কর্ম:
=====================
১৯৫২ সালের ২১ নভেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন পাপিয়া সারোয়ার। ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথের গানে গভীর অনুরাগী ছিলেন। ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন তিনি ছায়ানটে ভর্তি হন। পরবর্তীতে বুলবুল ললিতকলা একাডেমিতে গান শেখার যাত্রা শুরু করেন।

১৯৬৭ সাল থেকে বেতার ও টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গাইতে শুরু করেন পাপিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষে ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি পেয়ে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে স্নাতক ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনিই প্রথম ব্যক্তি, যিনি এই বৃত্তি পেয়ে স্নাতক সম্পন্ন করেন।

পাপিয়া সারোয়ারের প্রথম অডিও অ্যালবাম ‘পাপিয়া সারোয়ার’ প্রকাশিত হয় ১৯৮২ সালে। তাঁর গানের ভুবন জুড়ে রবীন্দ্রসংগীতের পাশাপাশি আধুনিক গানেও তিনি ছিলেন সফল। জনপ্রিয় গান ‘নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম’ তাঁকে শ্রোতাদের কাছে আলাদা জায়গা করে দেয়। তাঁর সর্বশেষ অ্যালবাম ‘আকাশপানে হাত বাড়ালাম’ প্রকাশিত হয় ২০১৩ সালে।

পাপিয়া সারোয়ারের কিছু অর্জন ও অবদান
==========================
• ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার।
• ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ।
• ২০২১ সালে একুশে পদক।

পাপিয়া সারোয়ার জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ পরিষদের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ১৯৯৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন গানের দল ‘গীতসুধা’।

গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের “আর্ট এন্ড কালচার গুরুকুল” এর প্রতিটি উদ্যোগের পক্ষ থেকে শ্রদ্ধা।

বিদায়, প্রিয় শিল্পী পাপিয়া সারওয়ার।

#পাপিয়া_সারোয়ার #রবীন্দ্রসংগীত #বাংলারগর্ব #সংগীতশিল্পী #বাংলাসংস্কৃতি #একুশেপদক #শ্রদ্ধাঞ্জলি

Lalon’s Philosophy, Baulism, and Folk Musical TraditionLalon Shah, a revered figure in Bengali culture, is not just a na...
18/10/2024

Lalon’s Philosophy, Baulism, and Folk Musical Tradition

Lalon Shah, a revered figure in Bengali culture, is not just a name but an embodiment of profound philosophical thought, spirituality, and the rich folk tradition of the Bauls. His life, songs, and philosophy continue to inspire and influence generations, transcending the barriers of religion, caste, and social structure. Lalon's contribution to Baulism and Bengali folk music remains a cornerstone of the region's cultural and spiritual identity.

Lalon’s Philosophy: Unity in Diversity
========================
At the heart of Lalon’s philosophy is the belief in the oneness of humanity. He rejected the rigid boundaries of religion and caste, emphasizing that the essence of human life lies beyond these superficial identities. Lalon believed in the inner divinity of every human being, encouraging people to seek the "Moner Manush" or "Man of the Heart," the eternal being that resides within each of us. This spiritual quest is central to his teachings, which reflect elements of Sufism, Hinduism, and Buddhism, but ultimately transcend all religious labels.

Lalon's songs, which number in the thousands, are imbued with a deep sense of mysticism and philosophical inquiry. His lyrics often challenge the institutionalized practices of both Hinduism and Islam, asking why humanity divides itself when all beings share the same inner truth. He questions the rituals, dogmas, and outward displays of religion, promoting instead a personal journey toward self-realization.

One of his famous songs encapsulates his rejection of religious divisions:

"If you search the inside, you will find everything; Why do you roam about in the outside?"

For Lalon, the true spiritual journey is internal. His philosophy focuses on the unity of all human beings, regardless of religion or creed, promoting love, compassion, and inner realization as the path to liberation.

Baulism: A Way of Life
===============
Lalon is considered one of the most influential figures in Baulism, a unique spiritual and musical tradition from Bengal. The Bauls, often referred to as wandering mystic minstrels, are known for their unorthodox approach to life, spirituality, and music. Rooted in the belief that God resides within every human being, Baulism emphasizes a direct and personal connection with the divine, rather than through formalized religion or scripture.

Baulism does not adhere to any strict dogmas or religious texts. Instead, it promotes a way of life that revolves around simplicity, love, and the quest for inner truth. Bauls lead an ascetic lifestyle, often living in small communes or traveling from place to place, performing songs that express their spiritual beliefs and philosophies. Their songs and poetry are deeply philosophical, focusing on themes of divine love, human frailty, and the mystery of life and death.

The Bauls are known for their spontaneous, soulful music, which they believe is a vehicle for spiritual enlightenment. Their songs are not just entertainment but a form of spiritual practice, a means to transcend the material world and connect with the eternal. Lalon's compositions form a significant part of the Baul tradition, and his music is still sung by Baul singers across Bengal today.

The Folk Musical Tradition of the Bauls
==========================
Baul music is an integral part of Bengal’s folk tradition and is recognized as one of the most distinctive forms of music in the world. The Bauls have their own musical instruments, the most iconic being the ektara, a one-stringed instrument that symbolizes the unity of existence. Other traditional instruments used in Baul music include the dotara (a two-stringed instrument), the dugdugi (a small hand-held drum), and the khol or dhol (percussion instruments).

Baul songs are performed with passion and spontaneity, often accompanied by rhythmic clapping, dancing, and the hypnotic sound of the ektara. The songs are typically composed in the simple, yet profound language of the common people, making them accessible to everyone. The lyrical content of Baul songs usually revolves around metaphysical and spiritual themes, such as the relationship between the individual soul and the divine, the search for inner truth, and the fleeting nature of life.

The essence of Baul music lies in its simplicity and emotional depth. The Bauls use their music as a medium to communicate their philosophical ideas and spiritual insights. It is said that through their music, Bauls can achieve a state of divine ecstasy, transcending the physical world and connecting with the divine presence within.

Influence on Bengali Culture
====================
Lalon’s philosophy and the Baul tradition have had a profound influence on Bengali culture, literature, and music. The simplicity, depth, and humanism of his songs resonate deeply with people from all walks of life. Lalon’s rejection of caste-based discrimination, his advocacy for social justice, and his promotion of equality continue to inspire progressive movements in Bengal and beyond.

Lalon’s influence extends beyond the folk tradition. His work has been acknowledged by literary giants like Rabindranath Tagore, who saw in Lalon’s songs a profound expression of the Bengali soul. Tagore’s own works, especially his songs and poems, were deeply influenced by Lalon’s ideas of universal love, harmony, and humanism.

Even today, Lalon’s songs are sung not only by Bauls but also by people from all segments of society, including modern folk singers and musicians. His music continues to inspire new generations, blending traditional folk elements with contemporary musical styles, ensuring that his message of love, unity, and spiritual awakening remains relevant in the modern world.

Lalon's Legacy in Contemporary Times
==========================
Lalon’s legacy lives on in the hearts of millions who continue to find solace, inspiration, and wisdom in his songs and teachings. His music has been performed at international folk festivals, and his philosophy is studied in academic circles as a unique fusion of Eastern and Western spiritual thought.

In recent years, Lalon’s songs have found new life through various modern interpretations, blending traditional Baul music with contemporary genres like rock, jazz, and electronic music. This fusion not only introduces Lalon’s teachings to younger audiences but also keeps the Baul tradition alive and evolving.

Lalon’s philosophy, rooted in the Baul tradition, offers a timeless message of love, unity, and spiritual awakening. His rejection of religious dogma and caste discrimination, his focus on inner truth, and his advocacy for social justice remain as relevant today as they were in his time. Through his songs, Lalon invites us on a journey of self-discovery, urging us to look beyond the material world and connect with the divine essence within us all.

As the world continues to grapple with issues of division and conflict, Lalon’s message of unity, compassion, and universal love serves as a beacon of hope. Through the folk tradition of Baul music, his teachings continue to inspire, uplift, and guide those who seek a deeper understanding of the human experience. Lalon’s legacy is a reminder that true spirituality transcends all boundaries and that, in the end, we are all one.

 #লোকশিল্প : সংস্কৃতির মূর্ত প্রতীকলোকশিল্প এমন এক সাংস্কৃতিক দ্যোতক যা বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্য, ইতিহাস, এবং সামাজিক...
24/09/2024

#লোকশিল্প : সংস্কৃতির মূর্ত প্রতীক

লোকশিল্প এমন এক সাংস্কৃতিক দ্যোতক যা বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্য, ইতিহাস, এবং সামাজিক জীবনের প্রতিচ্ছবি। এটি প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত মানুষের অনুভূতি, সৃজনশীলতা, এবং জীবনের নানা দিক প্রতিফলিত করে। লোকশিল্প শুধু একটি সাংস্কৃতিক ঐতিহ্য নয়, বরং এটি একটি সম্প্রদায়ের পরিচয় এবং সামাজিক সংহতিরও প্রতীক।

লোকশিল্পের ধরন
===========
লোকশিল্পের বিভিন্ন ধরন রয়েছে, যা স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত। প্রধানত, এটি তিনটি মৌলিক শাখায় বিভক্ত:
- চিত্রকলার লোকশিল্প: এই ধরনের লোকশিল্পে প্রাথমিকভাবে প্রাকৃতিক উপাদান এবং স্থানীয় দৃশ্যাবলি চিত্রিত করা হয়। যেমন, পেইন্টিংস, মুরালস, এবং ক্যালিগ্রাফি যা সাধারণত প্রাকৃতিক উপাদান এবং স্থানীয় জীবনের প্রতিফলন হয়। বাংলার হাট-বাজার, গ্রামীণ দৃশ্য, এবং স্থানীয় পদ্ধতির ছবি এতে অন্তর্ভুক্ত।
- ক্লেপস এবং কারুশিল্প: এই বিভাগে নানা ধরনের হস্তশিল্প অন্তর্ভুক্ত রয়েছে যা সাধারণত প্রতিদিনের জীবনের প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যবহৃত হয়। যেমন, মাটির হাড়ি, কাঠের হাতিয়ার, বাঁশের জিনিসপত্র ইত্যাদি। এগুলি সাধারণত স্থানীয় উপাদান ব্যবহার করে তৈরি করা হয় এবং সৃজনশীলতার পরিচায়ক।
- সংগীত এবং নৃত্য: লোকশিল্পের এক গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লোকসঙ্গীত এবং লোকনৃত্য। এরা সাধারণত স্থানীয় গল্প, কিংবদন্তি, এবং ঐতিহ্যবাহী রীতিনীতি তুলে ধরে। উদাহরণস্বরূপ, বাংলা লোকগান এবং নৃত্য যেমন, ভাটিয়ালি, চট্টগ্রামের মুর্শিদী গান, এবং সাঁওতাল নৃত্য।

লোকশিল্পের ইতিহাস
==============
লোকশিল্পের ইতিহাস গভীর এবং বৈচিত্র্যময়। এটি সাধারণত প্রাচীনকাল থেকে শুরু হয়ে, বিভিন্ন সমাজের প্রয়োজনীয়তা এবং অভ্যাস অনুযায়ী পরিবর্তিত হয়েছে। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে, লোকশিল্পের ধরণ এবং শৈলী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিবর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছে।
১. প্রাচীন কাল: প্রাচীন সভ্যতায় লোকশিল্প সাধারণত ধর্মীয় এবং দৈনন্দিন জীবনের উপকরণ হিসেবে ব্যবহৃত হত। মাটির পাত্র, পাথরের খোদাই, এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার করে তৈরি বিভিন্ন শৈলী প্রাচীন সময়ে প্রচলিত ছিল।
২. মধ্যযুগ: মধ্যযুগে লোকশিল্পের মধ্যে নতুন ধরনের কারুশিল্প এবং চিত্রকলার উদ্ভব হয়। নানা ধরনের মুদ্রা, অলঙ্করণ এবং কাঠের কারুকাজ তখনকার লোকশিল্পে যুক্ত হয়েছিল।
৩. আধুনিক সময়: আধুনিক সময়ে লোকশিল্পে বৈশ্বিক প্রভাব এবং নতুন প্রযুক্তির প্রভাব লক্ষ্য করা যায়। Traditional arts have adapted to contemporary tastes, incorporating new techniques and materials while retaining their cultural essence.

লোকশিল্পের সামাজিক এবং সাংস্কৃতিক গুরুত্ব
============================
লোকশিল্প একটি সম্প্রদায়ের সামাজিক এবং সাংস্কৃতিক অভিব্যক্তি। এটি সমাজের ঐতিহ্য, মূল্যবোধ এবং পরিচয় বহন করে। লোকশিল্পের বিভিন্ন দিক সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে:
১. সংস্কৃতির সংরক্ষণ: লোকশিল্পের মাধ্যমে একটি সম্প্রদায় তার সাংস্কৃতিক ঐতিহ্য এবং ইতিহাস সংরক্ষণ করে। এটি স্থানীয় কল্পনা, বিশ্বাস এবং প্রথাগুলির সঙ্গেও সম্পর্কিত।
২. সামাজিক সংহতি: লোকশিল্প সাধারণত সমাজের মধ্যে সংহতি এবং ঐক্য গড়ে তোলে। অনুষ্ঠান, উৎসব, এবং সামাজিক সমাবেশে লোকশিল্পের অংশগ্রহণ সামাজিক সম্পর্ক এবং সহযোগিতা বৃদ্ধিতে সাহায্য করে।
৩. শিক্ষামূলক উপাদান: লোকশিল্প স্থানীয় সংস্কৃতি, ইতিহাস এবং সমাজের বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষা প্রদান করে। এটি নতুন প্রজন্মকে ঐতিহ্য সম্পর্কে সচেতন করে এবং সংস্কৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে।
৪. অর্থনৈতিক ভূমিকা: লোকশিল্প স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন ধরনের কারুশিল্প এবং সৃজনশীল কাজ স্থানীয় ব্যবসায়ী এবং শিল্পীদের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করে।

লোকশিল্পের বর্তমান চ্যালেঞ্জ
====================
যদিও লোকশিল্প সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এটি বর্তমানে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে:
১. আধুনিকায়ন: আধুনিক প্রযুক্তি এবং বৈশ্বিক সংস্কৃতির প্রভাবে ঐতিহ্যবাহী লোকশিল্পের গুরুত্ব কমতে পারে। নতুন প্রজন্মের মধ্যে আধুনিক শিল্পের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া লোকশিল্পের প্রতি আগ্রহ কমিয়ে দিচ্ছে।
২. সম্পদ সঙ্কট: লোকশিল্পের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক উপাদান এবং হস্তশিল্পের দক্ষতা ধীরে ধীরে কমে যাচ্ছে। এটি লোকশিল্পের উৎপাদন এবং সংরক্ষণকে প্রভাবিত করছে।
৩. বাজারের অভাব: অনেক লোকশিল্পীর জন্য বাজার এবং প্রাপ্তি সমস্যা হতে পারে। আন্তর্জাতিক এবং স্থানীয় বাজারে তাদের কাজের জন্য উপযুক্ত মূল্য এবং স্বীকৃতি পাওয়া কঠিন হতে পারে।
লোকশিল্প একটি সাংস্কৃতিক সত্তা যা সমাজের ইতিহাস, সংস্কৃতি, এবং ঐতিহ্যকে প্রতিফলিত করে। এটি একটি সম্প্রদায়ের সামাজিক জীবন এবং পরিচয়ের অঙ্গ। স্থানীয় এবং বৈশ্বিক সমাজে লোকশিল্পের গুরুত্ব বেড়েছে, এবং এর সংরক্ষণ ও উন্নয়নে আমাদের দায়িত্ব রয়েছে। আধুনিক যুগে এর সামঞ্জস্য এবং সংরক্ষণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মও এই গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ধনকে উপভোগ করতে পারে।

সূত্র: https://folkgoln.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%95/

কিংবদন্তী বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১৪তম প্রয়াণ দিবস আজ। ১২ সেপ্টেম্বর ২০০৯ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।আর্ট-কা...
12/09/2024

কিংবদন্তী বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১৪তম প্রয়াণ দিবস আজ। ১২ সেপ্টেম্বর ২০০৯ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।

আর্ট-কালচার গুরুকুল এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই।

কালজয়ী বাউলসম্রাট শাহ আবদুল করিমের জন্ম ১৯১৬ খ্রিষ্টাব্দের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামের হতদরিদ্র গৃহস্থ পরিবারে। গ্রামের অন্যদশটা পরিবারের মতো ছিল না তার পরিবার। সংসারের অভাব-অনটন, নুন আনতে পান্তা ফুরোয় অবস্থার মধ্যে বেড়ে ওঠেন করিম। পিতা ইব্রাহিম আলী ছিলেন কৃষক আর মাতা নাইওরজান বিবি ছিলেন সাদামাটা গ্রাম্য বধূ। ইব্রাহিম আলীর ছয় সন্তানের মধ্যে করিম ছিলেন একমাত্র ছেলে, বাকি পাঁচজন মেয়ে।

পারিবারিক অভাব অনটনের কারণে পড়ালেখার সুযোগ হয়নি আব্দুল করিমের। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হয়েও করিম ছিলেন স্বশিক্ষিত। প্রতিদিনের জীবনের জাগতিক সুখ দুঃখ প্রেম ভালোবাসাকে আপন মহিমায় তুলে ধরেছেন তার বাউল গানে। গানে গানে স্মরণ করেছেন স্রষ্টা ও সৃষ্টিকুলকে।

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন স্বাধীকার আন্দোলনে বাউল সম্রাটের গান বাঙালীকে অনুপ্রেরণা জাগিয়েছে। মরমী গান আর হৃদয় ছোয়া সুর তাকে হাওরের রাখাল বালক থেকে বাউল স¤্রাটের আসনে আসীন করেছে।

শাহ আব্দুল করিমের জনপিয় গানের মধ্যে রয়েছে ‘বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে'’, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গাড়ি চলে না, রঙ এর দুনিয়া তরে চায় না, তুমি রাখ কিবা মার ঝিলমিল ঝিলমিল করেরে ময়ুুরপংখী নাও, তোমরা কুঞ্জ সাজাও গোসহ বহু গান রচনা করেছেন।

বাউল শাহ আব্দুল করিমের এ পর্যন্ত ৭টি গানের বই প্রকাশিত হয়েছে। তার মৃত্যুর কিছুদিন আগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে তার রচনাসমগ্র (অমনিবাস)-এর মোড়ক উন্মোচিত হয়েছে। এছাড়াও সুমনকুমার দাশ সম্পাদিত শাহ আব্দুল করিম স্মারকগ্রন্থ (অন্বেষা প্রকাশন) তার মৃত্যুর পর প্রকাশিত হয়। এর আগে-পরে শাহ আব্দুল করিমকে নিয়ে সুমনকুমার দাশের ‘বাংলা মায়ের ছেলে : শাহ আবদুল করিম জীবনী’ (অন্বেষা প্রকাশন), ‘সাক্ষাৎকথায় শাহ আব্দুল করিম’ (অন্বেষা প্রকাশন), ‘শাহ আবদুল করিম’ (অন্বেষা প্রকাশন), ‘বাউলসম্রাট শাহ আবদুল করিম’ (উৎস প্রকাশন), ‘গণগীতিকার শাহ আবুল করিম’ (উৎস প্রকাশন) প্রকাশিত হয়। সর্বশেষ ২০১৬ সালে প্রথমা থেকে প্রকাশিত হয় সুমনকুমার দশের ‘শাহ আব্দুল করিম : জীবন ও গান’ বইটি। বইটিতে করিমের নির্বাচিত বেশ কিছু গানও সংকলিত হয়েছে। শাহ আব্দুল করিমের জীবনভিত্তিক প্রথম উপন্যাস সাইমন জাকারিয়া রচিত ‘কূলহারা কলঙ্কিনী’ প্রকাশিত হয়েছে ২০১৭ সালে। বইয়ের তালিকা আফতাব সঙ্গীত (১৩৫৫ বাংলা; আনুমানিক ১৯৪৮), গণসঙ্গীত (১৯৫৭) কালনীর ঢেউ (১৩৮৮ বঙ্গাব্দের আশ্বিন; ১৯৮১ সালের সেপ্টেম্বর), ধলমেলা (১৩৯৬ বঙ্গাব্দের ১ ফাল্গুন; ১৯৯০ সালের ১৪ ফেব্রুয়ারি), ভাটির চিঠি (১১ বৈশাখ ১৪০৫; ২৪ এপ্রিল ১৯৯৮), কালনীর কূলে (নভেম্বর ২০০১), শাহ আব্দুল করিম রচনাসমগ্র (সংকলন ও গ্রন্থন: শুভেন্দু ইমাম, ২২ মে ২০০৯) বাউল শাহ আব্দুল করিম ২০০১ সালে একুশে পদক লাভ করেন। বাংলা একাডেমি তার দশটি গানের ইংরেজি অনুবাদ প্রকাশ করে। শাকুর মজিদ তাকে নিয়ে নির্মাণ করেছেন ভাটির পুরুষ নামে একটি প্রামাণ্য চিত্র। এছাড়াও সুবচন নাট্য সংসদ তাকে নিয়ে শাকুর মজিদের লেখা মহাজনের নাও নাটকের ৮৮টি প্রদর্শনী করেছে। তাকে একুশে পদক (২০০১) কথা সাহিত্যিক আবদুর রউফ চৌধুরি পদক (২০০০) রাগীব-রাবেয়া সাহিত্য পুরস্কার (২০০০) লেবাক এ্যাওয়ার্ড (২০০৩) মেরিল-প্রথম আলো পুরস্কার আজীবন সম্মাননা (২০০৪) সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস আজীবন সম্মাননা (২০০৫) বাংলাদেশ জাতিসংঘ সমিতি সম্মাননা (২০০৬) খান বাহাদুর এহিয়া পদক (২০০৮) বাংলাদেশ শিল্পকলা একাডেমী সম্মাননা (২০০৮) হাতিল এ্যাওয়ার্ড (২০০৯) এনসিসি ব্যাংক এনএ সম্মাননা (২০০৯) প্রদান করা হয়েছে। বাউল শাহ আব্দুল করিম ২০০১ সালে একুশে পদক লাভ করেন। দ্বিতীয় সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এই বাউল সম্রাটকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। ২০০০ সালে কথা সাহিত্যিক আবদুর রউফ চৌধুরি পদক পান।

উল্লেখ্য, ২০০৬ সালে সাউন্ড মেশিন নামের একটি অডিও প্রকাশনা সংস্থা তার সম্মানে ‘জীবন্ত কিংবদন্তী : বাউল শাহ আবদুল করিম’ নামে বিভিন্ন শিল্পীর গাওয়া তার জনপ্রিয় ১২ টি গানের একটি অ্যালবাম প্রকাশ করে।

স্বল্পশিক্ষিত বাউল শাহ আব্দুল করিম এ পর্যন্ত প্রায় দেড় সহস্রাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। বাংলা একাডেমীর উদ্যোগে তাঁর ১০টি গান ইংরেজিতে অনূবাদিত হয়েছে। শিল্পীর চাওয়া অনুযায়ী সিলেট বিভাগীয় কমিশনারের উদ্যোগে বাউল আব্দুল করিমের সমগ্র সৃষ্টিকর্ম নিয়ে একটি গ্রন্থ প্রকাশিত হয়। কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল।

সাম্প্রতিককালে এ সময়ের বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন।

২০০৯ সালের ১২ সেপ্টেম্বর কিংবদন্তী বাউল সম্রাট শাহ আব্দুল করিম সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগের পর দিরাই উপজেলার উজানদল গ্রামের নিজ বসত বাড়ির আঙ্গীনায় বাউলকে চির সমাহিত করা হয়।

10/09/2024
কোথায়, কখন, কি অনুষ্ঠান হচ্ছে জানতে এবং ইভেন্ট এর টিকেট সংগ্রহ করতে Showkobe.com তে যুক্ত থাকুন।
29/05/2024

কোথায়, কখন, কি অনুষ্ঠান হচ্ছে জানতে এবং ইভেন্ট এর টিকেট সংগ্রহ করতে Showkobe.com তে যুক্ত থাকুন।

15/02/2024
না ফেরার দেশে চলে গেলেন বিশ্বজয়ী শিল্পী, উস্তাদ রশিদ খান। "রামপুর-সহসওয়ান"  ঘরানার অন্যতম এই শিল্পীর পরিবেশনা কখনও শোনেন...
09/01/2024

না ফেরার দেশে চলে গেলেন বিশ্বজয়ী শিল্পী, উস্তাদ রশিদ খান। "রামপুর-সহসওয়ান" ঘরানার অন্যতম এই শিল্পীর পরিবেশনা কখনও শোনেননি, এমন শ্রোতা হয়তো পাওয়া কঠিন। বেংগল ফেষ্টিভাল সহ বেশ কয়েকবার বাংলাদেশেও এসেছিলেন তিনি, সেই উপস্থাপনাগুলো উপস্থিত স্রোতা ভুলবেননা কখনওই। উস্তাদ রশিদ খান চলে গেলেন, রেখে গেলেন নিজের পরিবার এবং বিশ্বব্যাপি অজস্র ভক্ত, তবে আজ ও আগামি অনন্তকালের জন্য সকল সাস্ত্রীয় সংগীত শিক্ষার্থীদের অন্যতম আনুপ্রেরণা এবং পথ প্রদর্শক হয়ে থাকবেন। তাই, তিনি অমর।
Arts & Culture Gurukul, GOLN পরিবার এর পক্ষ থেকে, চিরঞ্জিব এই শিল্পীর প্রয়ানে আমরা গভির শোক ও স্রদ্ধা জানাই।

Address

54 New Eskaton
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Folk Gurukul, GOLN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Folk Gurukul, GOLN:

Share