Pure Recipe BD

Pure Recipe BD আধুনিক সব রান্নার রেসিপি, বিউটি টিপস, হিজাব টিউটোরিয়াল, মেহেদী ডিজাইন ইত্যাদি এখানেই পাবেন। Everybody should prosper in life.

ঢাকার ধানমন্ডির একটি পুরনো বিল্ডিং।তৃতীয় তলার ৭ নম্বর ফ্ল্যাটটা প্রায় এক বছর খালি পড়ে ছিল।হঠাৎ একদিন আচমকাই খবর ছড়াল—ফ্ল...
10/07/2025

ঢাকার ধানমন্ডির একটি পুরনো বিল্ডিং।
তৃতীয় তলার ৭ নম্বর ফ্ল্যাটটা প্রায় এক বছর খালি পড়ে ছিল।

হঠাৎ একদিন আচমকাই খবর ছড়াল—ফ্ল্যাটটা কেউ ভাড়া নিয়েছে।
বাড়িওয়ালার মুখে হাসি, কিন্তু আশপাশের মানুষ অস্বস্তিতে ভরা।

“এতদিন খালি ছিল, হঠাৎ এত রাতে কেউ এসে উঠল! ছেলেটা কথা কম কয়…”

নতুন ভাড়াটিয়া

নাম – সাফওয়ান রহমান।
চেহারায় গম্ভীর, বয়স ৩০-৩২।
নিজেকে বলল, “ফ্রিল্যান্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার।”
বাড়িওয়ালাকে জানাল – “স্ত্রী আর ছোট ভাই আসবে কয়েক দিনের মধ্যে।”

রাতে ফ্ল্যাটে আলো জ্বলে, ছায়া দেখা যায়, কিন্তু কেউ ওই ফ্ল্যাট থেকে বের হয় না।

প্রতিবেশীদের সন্দেহ

ফ্ল্যাট ৬ নম্বরের পারভীন ভাবি বললেন,
“একদিন বেল বাজিয়ে খোঁজ নিতে গেলাম—দরজা খুলল না। ভেতর থেকে বাচ্চার গলার আওয়াজ শোনা গেল… অথচ সে তো বলেছিল তার বাচ্চা এখনো আসেনি!”

ফ্ল্যাট ৮ নম্বরের মালেক সাহেব বলেন,
“কাউকে দেখলাম না, কিন্তু রান্নার গন্ধ আসে… কে রান্না করে?”

প্রথম অদ্ভুত ঘটনা

তিন দিন পর, একটি খাবার ডেলিভারি আসে ৭ নম্বর ফ্ল্যাটে।
ডেলিভারিম্যান সিসিটিভি ফুটেজে দেখা যায় সে ফ্ল্যাটে ঢোকে, কিন্তু বের হওয়ার কোনো দৃশ্য নেই।
ডেলিভারিম্যানের খোঁজ পাওয়া যায় না, ফোনও বন্ধ।
পরিবার থানায় রিপোর্ট করে।

তদন্তে রাশেদ অফিসার

থানার তদন্ত কর্মকর্তা রাশেদ আহমেদ দায়িত্ব নেন।
তিনি বাড়িওয়ালাকে বলেন,
“আপনি যার হাতে চাবি দিয়েছেন, তার ভাড়া চুক্তিপত্র দেখান।”

চুক্তিতে দেওয়া তথ্য:

নাম: সাফওয়ান রহমান

এনআইডি: ভুয়া

ফোন নম্বর: বন্ধ

স্থায়ী ঠিকানা: মোহাখালী
কিন্তু মোহাখালীর কেউ সাফওয়ানকে চিনে না।

রাশেদের প্রথম শঙ্কা

রাশেদ রাতে বিল্ডিংয়ে গিয়ে দেখেন ৭ নম্বর ফ্ল্যাটে আলো জ্বলছে।
বেল দিলেও কেউ দরজা খুলল না।
দরজায় কান দিয়ে ফিসফিস করে শুনতে পান –
“আসলে সে এখানেই আছে... শুধু ভিন্ন রূপে।”

রাশেদের গায়ে কাঁটা দেয়।

শেষ দৃশ্য

পরের দিন সকালে পুরো বিল্ডিং চমকে ওঠে—
৭ নম্বর ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লাগানো, অথচ খোলা।
মেঝেতে পড়ে আছে খাবারের ব্যাগ আর ডেলিভারিম্যানের মোবাইল ফোন।
ফ্ল্যাটের ভেতর কেউ নেই।

🎬 TO BE CONTINUED…

পর্ব ২: "ডেলিভারিম্যান গেল কোথায়?"

৭ নম্বর ফ্ল্যাট

পর্ব ১: নতুন ভাড়াটিয়া রহস্য

চুলের যত্নে ১১টি  ঘরোয়া উপায় ১) সপ্তাহে অন্তত তিন দিন আপনার চুল পরিস্কার করুন কোন হারবাল শ্যাম্পু দিয়ে (যেমন – মডার্ণ হ...
10/07/2025

চুলের যত্নে ১১টি ঘরোয়া উপায়

১) সপ্তাহে অন্তত তিন দিন আপনার চুল পরিস্কার করুন কোন হারবাল শ্যাম্পু দিয়ে (যেমন – মডার্ণ হারবাল শ্যাম্পু)।

২) মাথার তালুতে সরাসরি শ্যাম্পু প্রয়োগ করবেন না। প্রথমে শ্যাম্পু অল্প পানি দিয়ে মিশিয়ে নিন তারপর মাথার তালুতে হালকাভাবে ম্যাসাজ করে লাগান অনধিক ২ মিনিট।

৩) আপনার যদি খুশকি থাকে তাহলে, এ্যন্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন এবং মাথার তালু পরিস্কার রাখুন চুলের সু-স্বাস্থ্যের জন্য।

৪) মাথায় যদি খুশকি থাকে, তাহলে কোন সাধারন তেল কখনোই ব্যবহার করবেন না। সাধারন তেল ব্যবহারে আপনার মাথার তালুতে ইনফেকশন দেখা দিতে পারে। (আর্ণিকা হেয়ার অয়েল, মারগান্ডি হেয়ার অয়েল, জবা-কুসুম তেল, মডার্ণ হার্বাল তেল ইত্যাদি ব্যবহার করতে পারেন)। খুশকি সারাতে খেতে পারেন হোমিওপ্যাথিক ঔষধ, ভাল ফল পাবেন।

৫) কখনোই ভেজা চুল আচড়াবেন না। ভেজা চুল আচড়ানো চুল পড়ে যাবার সহজ পদ্ধতি। চুল প্রথমে টাওয়েল দিয়ে ভালভাবে মুছে নিন, তাপর একটু হালকা শুকিয়ে পরিস্কার চিরুনি দিয়ে আচড়ে নিন।

৬) আপনার যদি লম্বা চুল থাকে তাহলে চুল আচড়াতে প্রথমে হাতের আঙ্গুলি ব্যবহার করুন চিরুনির সাথে।

৭) চুল আচড়াতে ফাকা মোটা দাতের চিরুনি ব্যবহার করুন সবসময়।

৮) সবসময় পরিহার করুন অপ্রয়োজনীয় কসমেটিক সামগ্রী যেমন – চুলের জেল, ক্রিম, হেয়ার কালার ইত্যাদি। এগুলোর প্রভাবে আপনার চুলের স্থায়ীভাবে রাসায়কি ক্ষতি হতে পারে। যা আর নিরাময় সম্ভব না।

৯) যদি একান্তই চুলে রং করতে হয়, তাহলে এ্যামোনিয়া ফ্রি কালার ব্যবহার করুন।

১০) অন্যের ব্যাবহৃত চিরুনি, হেলমেট, ক্যাপ ইত্যাদি ব্যবহার হতে বিরত থাকুণ। কারন এথেকে আপনার মাথায় সংক্রামক রোগ হতে পারে।

১১) খুব শক্ত ভাবে চুল বাধবেন না। এবং একই দিকে প্রতিদিন বাধবেন না, কিছুদিন পর পর স্থান পরিবর্তন করে চুলের গিট বাধবেন।

আমি আশা করি, আপনি যদি এই সহজ টিপসগুলো মেনে চলেন, তাহলে আপনার ইতিমধ্যে যদি কোন খুশকি বা অন্য কোন সমস্যা দেখা দিয়ে থাকে, তা সমাধান হয়ে যাবে ইংশা-আল্লাহ।

উকুন দূর করার ৭টি ঘরোয়া টোটকা:*1. নারকেল তেল ও লেবুর রস– মাথার স্ক্যাল্পে মিশ্রণটি লাগিয়ে ৩০ মিনিট রাখুন, তারপর ধুয়ে ...
09/07/2025

উকুন দূর করার ৭টি ঘরোয়া টোটকা:*

1. নারকেল তেল ও লেবুর রস
– মাথার স্ক্যাল্পে মিশ্রণটি লাগিয়ে ৩০ মিনিট রাখুন, তারপর ধুয়ে ফেলুন

2. পেঁয়াজের রস
– পুরো মাথায় লাগিয়ে ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করুন – উকুন দূর ও চুল মজবুত করে

3. পুদিনা পাতা বেটে রস লাগান এতে মাথা
– ঠান্ডা করে উকুন দূর করতে সহায়তা করে

4.লেবুর রস
– সপ্তাহে ২ দিন লাগালে উকুন ও খুশকি দূর হয়

5. চিরুনি ও গরম পানি
– মাথা ভালো করে আঁচড়ে উকুন বের করে গরম পানিতে ডুবিয়ে দিন

6.নারকেল তেল ও নিলগিরি তেল (eucalyptus oil)
– খুব কার্যকর একটি মিশ্রণ

7.পরিষ্কার থাকা
– নিয়মিত চুল ধোয়া ও পরিষ্কার বিছানাপত্র ব্যবহার করুন

পোষ্টটি শেয়ার করে ছড়িয়ে দিন।

বড়লোক মনে হয় সত্যি হয়ে যাব 🙃তারপর ডলার কি বেশিই দিয়ে ফেলছে নাকি?অভিজ্ঞরা জানাবেন 😍
09/07/2025

বড়লোক মনে হয় সত্যি হয়ে যাব 🙃
তারপর ডলার কি বেশিই দিয়ে ফেলছে নাকি?
অভিজ্ঞরা জানাবেন 😍

কিভাবে মৌরি খাবেন? ⚫ মৌরি ভেজানো পানি: এক গ্লাস পানিতে এক বা দুই চামচ মৌরি সারারাত ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে এই পানি...
08/07/2025

কিভাবে মৌরি খাবেন?

⚫ মৌরি ভেজানো পানি: এক গ্লাস পানিতে এক বা দুই চামচ মৌরি সারারাত ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে এই পানি পান করুন। এটি হজমে সাহায্য করে এবং ওজন কমাতে সহায়ক।

⚫মৌরি চা: গরম পানিতে মৌরি ফুটিয়ে চা বানিয়ে পান করতে পারেন। এটি বিপাকক্রিয়া বাড়াতে সাহায্য করে।

⚫মৌরি চিবিয়ে খান: খাবার পর মৌরি চিবিয়ে খেলে ক্ষুধা কম লাগে এবং হজম ভালো হয়।

⚫ভাজা মৌরি: অল্প আঁচে মৌরি ভেজে খাবার পর খেলে উপকার পাওয়া যায়।

⚫মৌরির গুঁড়া: মৌরি গুঁড়ো করে চায়ের সাথে বা অন্য খাবারের সাথে মিশিয়ে খেতে পারেন।
কোন কিছুই অতিরিক্ত খাওয়া ঠিক নয় তাই পরিমানে খাবেন৷

একজন নারীর সবচেয়ে বড় শত্রু তার হরমোনাল ইমব্যালেন্স 💔🤦‍♀️
08/07/2025

একজন নারীর সবচেয়ে বড় শত্রু তার হরমোনাল ইমব্যালেন্স 💔🤦‍♀️

সুবহানাল্লাহ 📿❤️
08/07/2025

সুবহানাল্লাহ 📿❤️

কলার মাখন ত্বকে লাগালে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়। কলায় থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জৌলুস বাড়াতে সাহায্...
07/07/2025

কলার মাখন ত্বকে লাগালে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়।
কলায় থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জৌলুস বাড়াতে সাহায্য করে।

এই ৬ জনের মধ্যে তোমার কে নাই?
06/07/2025

এই ৬ জনের মধ্যে তোমার কে নাই?

সকালে খালিপেটে মেথিবীজ খাওয়ার ৭উপকারিতা ১. হজমে সাহায্য করেমেথির বীজে থাকে সহজে দ্রবণীয় ফাইবার যা পরিপাকতন্ত্রে খাবারের ...
05/07/2025

সকালে খালিপেটে মেথিবীজ খাওয়ার ৭উপকারিতা
১. হজমে সাহায্য করে

মেথির বীজে থাকে সহজে দ্রবণীয় ফাইবার যা পরিপাকতন্ত্রে খাবারের চলাচল সহজ করার মাধ্যমে হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়।

২. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে

মেথির বীজ রক্তের ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। তাই এই পানি নিয়মিত পান করা ডায়বেটিস রোগীদের জন্য উপকারী।

মেথি ভেজানো পানি পান করলে ত্বকের স্বাস্থ্যের উন্নতি হয়ছবি: কবির হোসেন
৩. কোলেস্টেরলের মাত্রা কমায়

মেথির বীজে থাকা দ্রবণীয় ফাইবার কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে যার ফলে কমে হৃদ্‌রোগের ঝুঁকি।

৪. ওজন কমাতে সাহায্য করে

মেথির বীজ ভেজানো পানিতে থাকা ফাইবারের কারণে অনেকক্ষণ ধরে পেট ভরা অনুভূত হয়, যার ফলে ক্যালরি গ্রহণ কমে ওজন নিয়ন্ত্রণে আসা শুরু করে।

৫. ত্বকের দাগ কমায়

মেথির বীজে প্রচুর পরিমাণে অ্যান্টি–অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য আছে, যা ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে, ব্রণ বা দাগ কমাতে সাহায্য করে।

৬. রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়

মেথির বীজে রয়েছে ভিটামিন, খনিজ এবং অ্যান্টি–অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধক্ষমতা বাড়িয়ে শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

৭. চুলের বৃদ্ধিতে সহায়তা করে

মেথির বীজ প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিডের একটি ভালো উৎস, যা চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মেথি বীজের পানি পান করলে চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং চুল পড়া কমে।

ছবিতে বসে থাকা যেই ভদ্রলোক কে দেখা যাচ্ছে, উনার সামনের গাড়িতে উনার স্ত্রী শুয়ে আছে! স্ত্রী'র জানাজা হওয়ার কথা ছিলো রাত ৯...
04/07/2025

ছবিতে বসে থাকা যেই ভদ্রলোক কে দেখা যাচ্ছে, উনার সামনের গাড়িতে উনার স্ত্রী শুয়ে আছে!

স্ত্রী'র জানাজা হওয়ার কথা ছিলো রাত ৯ টায়, কিন্তু উনি চাচ্ছিলেন না এতো রাতে জানাজা হোক!
'মৃত মানুষ কে যতো দ্রুত সম্ভব কবর দেওয়া ভালো' এই ব্যাপার টা মাথায় রেখে কাউকে বলতেও পারতেছিলেন না যে 'ওকে আরেকটু থাকতে দাও আমার সামনে!'

উনার ছোট ছেলে ব্যাপার টা বুঝেছিলো, শেষ পর্যন্ত সকালেই জানাজা হয়েছিলো উনার স্ত্রী'র।

এই পোস্ট টা আসলে স্ত্রী'র জন্য উনার ভালোবাসা টা কেমন,সেইটা বলার জন্য!

স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে। সবাই যে যার মতো চলে গেছে৷ ভদ্রলোক রাতে গাড়ির সামনে বসে আছে একা একা! স্ত্রী কে 'সঙ্গ' দিচ্ছিলেন! 'আমি আছি' প্রমাণ করেছিলেন!

উনার স্ত্রী মারাত্মক লাকি,এমন একজন কে পেয়েছিলেন যেই মানুষ টা মৃত্যু'র পরেও উনার সামনেই বসে ছিলেন। ছেড়ে যায়নি।

আমরা জীবনে এমন কাউকেই চাই, যার আমাদের জন্য ভালোবাসার অভাব হবেনা। নিজের সব টা দিয়েই ভালোবাসবে, থেকে যাবে পাশে আমরা দুনিয়া তে না থাকলেও! ❤️

©
আপু ভাইয়ারা আপনারা আপনাদের প্রিয় মানুষের যত্ন নিয়েন, বাঁচবেনই আর কয়দিন, প্রিয় মানুষটিকে আগলে রাখুন, ভালোবাসুন।

Address

Road 02
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Pure Recipe BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pure Recipe BD:

Share

Category

Our Story

আধুনিক রাঁধুনি তৈরি করাই আমাদের কাজ।