20/10/2025
কিছুদিন আগে সুন্দরবন ঘুরতে গিয়েছিলাম। এক জায়গায় দেখি একটা ছোট্ট বিড়ালের বাচ্চা একা বসে আছে, কাঁদছে কাঁদছে এমন অবস্থা। চারপাশে তাকালাম, ওর মা বা অন্য কোনো বিড়াল নেই। মনে হলো হয়তো পথ হারিয়ে ফেলেছে।
অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু কেউ এলো না। শেষে মায়া লাগল, তাই নিয়ে চলে এলাম।
প্রথম দিকে একদম শান্ত ছিল, দুধ খেত, খেলাধুলা করত—সব ঠিক। কিন্তু একটু বড় হতেই দেখি ওর আওয়াজটা কেমন অদ্ভুত… বিড়ালের মতো না ঠিক!
এখন এটাকে কি বাসায় লালন পালন করা ঠিক হবে?
©