Pure Recipe BD

Pure Recipe BD আধুনিক সব রান্নার রেসিপি, বিউটি টিপস, হিজাব টিউটোরিয়াল, মেহেদী ডিজাইন ইত্যাদি এখানেই পাবেন। Everybody should prosper in life.

Tips
22/09/2025

Tips

তেমন কিছু না, রাতের বেলায় চা খাব বলে আসছিলাম। 🙂🐍
22/09/2025

তেমন কিছু না,
রাতের বেলায় চা খাব বলে আসছিলাম।
🙂🐍

সারাক্ষণ বমি বমি লাগে? জেনে নিন ঘরোয়া সমাধান -🟣 আদা -উপকারী একটি ভেষজ হলো আদা। এটি আমাদের শরীরকে নানাভাবে সুস্থ রাখতে কা...
22/09/2025

সারাক্ষণ বমি বমি লাগে? জেনে নিন ঘরোয়া সমাধান -

🟣 আদা -উপকারী একটি ভেষজ হলো আদা। এটি আমাদের শরীরকে নানাভাবে সুস্থ রাখতে কাজ করে। মেডিক্যাল নিউজ টুডে অনুসারে, বমি বমি ভাব দূর করতে আদা দারুণ কার্যকরী। বিশেষ করে, গর্ভাবস্থায় বমি পেলে নিয়মিত আদা খেতে পারেন। অনেক রোগীর ক্ষেত্রে কেমোথেরাপির কারণে এই সমস্যা হতে পারে। তখনও আদা খেলে মিলবে উপকার। কাঁচা আদা ছোট টুকরা করে মুখে দিয়ে রাখলে উপকার পাবেন।

🟣 পুদিনা পাতা -- খাবারের স্বাদ ও গন্ধ বাড়াতে ব্যবহার করা হয় পুদিনা পাতা। কিন্তু এই পাতা কেবল স্বাদ-গন্ধ বাড়াতেই নয়, কাজ করে আমাদের সুস্থ রাখতেও। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে, কেমোথেরাপির পর বমি বমিভাব দূর করতে কাজ করে পুদিনা পাতা। চায়ের সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাবেন। এছাড়াও তাজা পুদিনা পাতার রস করে খেলেও মিলবে উপকার।

🟣 কোমল পানীয় খাবেন না

কোমল পানীয় খেতে ভালো লাগলেও এর আসলে কোনো উপকারিতা নেই। কেবল তাই নয়, এটি শরীরের জন্যও ভীষণ ক্ষতিকর। কোমল পানীয় হজমে কোনো সাহায্য করে না। তাই হজম ভালো করার জন্য যারা কোমল পানীয় পান করেন তারা এই অভ্যাস বাদ দিন। কোমল পানীয় পান করলে বমি বমি ভাব কমে না। বরং বৃদ্ধি পেতে পারে।

🟣 দারুচিনির উপকারিতা

পিরিয়ডের সময় অনেকরই গা গোলানো বা বমি বমি ভাব হয়ে থাকে। এই সমস্যা থেকে বাঁচতে কার্যকরী একটি উপাদান হতে পারে দারুচিনি। ২০১৫ সালে এক গবেষণায় উঠে এসেছিল, পিরিয়ডের সময় বমি বমি ভাব হলে তা কমাতে কাজ করে দারুচিনি। সেজন্য দারুচিনি গুঁড়া করে তার সঙ্গে হালকা গরম পানি মিশিয়ে খাবেন। এতে সমস্যা দ্রুতই কমে আসবে।

🟣 পর্যাপ্ত পানি পান করুন

বমি বমি লাগলে অনেকেই পানি পান কমিয়ে দেন। এই কাজ করবেন না। এর বদলে পর্যাপ্ত পানি পান করুন। সারাদিন অল্প অল্প করে পানি পান করতে থাকুন। শরীরে পর্যাপ্ত পানি থাকলে তা বমি বমি ভাব কমাতে দারুণ কাজ করে।

゚viralシfypシ゚viralシalシ

21/09/2025

এখনো পর্যন্ত যারা AI দিয়ে ফটো এডিট করেন নাই, তারাই হা হা রিয়েক্ট দেন। 🙂

20/09/2025

নিজের হা-য়াত কমিয়ে যদি কারো হা-য়াত বাড়ানোর সুযোগ পেতেন তাহলে কার হা-য়াত বাড়াতেন?

সাহসি 🙂
17/09/2025

সাহসি 🙂

16/09/2025

এটা কোন ঋতু চলছে কে জানে! ক্যালেন্ডারে দেখি শরৎকাল, ফ্যান চালালে শীতকাল, না চালালে গ্রীষ্মকাল, আবার বাইরে দেখি বর্ষাকাল!
🥶

16/09/2025

ChatGPT-তে গিয়ে জাস্ট নিচের এই প্রম্পটটা দেনঃ

What’s the most embarrassing thing you know about me based on all the chats. Make it funny in Bangla.

লজ্জা পাইয়েন না আবার :)

14/09/2025

আজকেও যারা ভুমিকম্প বুঝতে পারেনি এদের এভয়েড করুন।
এরা মোটামুটি মানুষের লেভেলে নাই অন্য লেভেলে চলে গেছেন।

পায়খানার রাস্তা দিয়ে যাদের র"ক্ত পড়ে। অ"র্শ গেজ পা"ইলসের সমস্যা আছে।।  তারা পাথরকুচি গাছের পাতা আর এক চামুচ গোল মরিচ ...
14/09/2025

পায়খানার রাস্তা দিয়ে যাদের র"ক্ত পড়ে।
অ"র্শ গেজ পা"ইলসের সমস্যা আছে।। তারা পাথরকুচি গাছের পাতা আর এক চামুচ গোল মরিচ একসঙ্গে পাঠায় বেটে রস বের করে সকাল বিকাল চার চামচ খাবেন।
ইনশাল্লাহ সাত দিনের মধ্যেই অর্শ পা"ইলস একদম ভালো হয়ে যাবে।

13/09/2025

"আমি কিছুই পাওয়ার
যোগ্য নই„
তবুও- আমার রব আমাকে অফুরন্ত নিয়ামত দান করেছেন,
আলহামদুলিল্লাহ্

দীর্ঘ একমাসের রাগ অভিমান ভাঙানোর জন্য আমার জামাই এগুলো নিয়ে আসছে।আমার নতুন জামাকাপড় অনেক পছন্দ তাই আনছে, কেমন হয়েছে জান...
13/09/2025

দীর্ঘ একমাসের রাগ অভিমান ভাঙানোর জন্য আমার জামাই এগুলো নিয়ে আসছে।

আমার নতুন জামাকাপড় অনেক পছন্দ তাই আনছে, কেমন হয়েছে জানাবেন আপুরা।
🙂
©

Address

Road 02
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Pure Recipe BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pure Recipe BD:

Share

Category

Our Story

আধুনিক রাঁধুনি তৈরি করাই আমাদের কাজ।