28/11/2024
আমার চোখের সামনে দিয়ে দুই ট্রাক ইসকন সদস্য গেল, কদমবাড়ী রোড থেকে এরা শিমুলতলা মাদ্রাসার পাশ দিয়ে এসে মাদারীপুরের দিকে গেল সবার পরনে ইসকন সদস্যদের পোশাক ছিল এবং হাতে দেশিও অস্ত্র ছিল, আমি পরিপূর্ণ ভিডিও করতে পারিনি হঠাৎ দেখার পর তাড়াতাড়ি ফোনটা বের করে পিছন থেকে একটু ভিডিও করেছি,তারা হয়তো বা মাদারীপুরের কোন এক জায়গায় জড়ো হয়ে সমাবেশ করবে, আমরা বসে আছি তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যেতেছে, তাই আমাদের রাজৈর টেকেরহাট মুকসুদপুর এই অঞ্চলের স্থিতিশীলতা ঠিক রাখার জন্য আমাদের সতর্ক হতে হবে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমি মাদারীপুর রাজৈর এর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই সন্ত্রাসী সংগঠ ইসকনকে কোথায় মাদারীপুরে বা রাজৈর এ সভা সমাবেশ করতে না দেয়।