প্রবাসী হেল্পলাইন

প্রবাসী হেল্পলাইন প্রবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করাই আমাদের মূল উদ্যেশ্য

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে ট্রলি নিয়ে বিমানবন্দরের উত্তর পাশের বহুতল( ৩ তলা) পার্কিং ভবনে প্র...
18/08/2022

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে ট্রলি নিয়ে বিমানবন্দরের উত্তর পাশের বহুতল( ৩ তলা) পার্কিং ভবনে প্রবেশ করা যায়।

ফলে আপনাকে রিসিভ করতে আসা গাড়ি টার্মিনালের সামনে খোলা আকাশের নিচে পার্কিং না করে বহুতল কার পার্কিং ভবনে রাখতে বলুন আপনার স্বজনদের। আপনার সঙ্গে ভারি লাগেজ থাকলে ট্রলিতে নিয়ে ২ নাম্বার গেট দিয়ে বাহির হয়ে সহজে বহুতল কার পার্কিং ভবনে যেতে পারবেন।

টার্মিনাল থেকে বের হবার সময় বহুতল কার পার্কিং ভবনের যাবার এমন নির্দেশনা অনুসরণ করুন।

এছাড়া, আপনি ক্যানোপি থেকেও আপনি গাড়িতে উঠতে পারবেন। তবে ভারি মালামাল থাকলে এবং ক্যানোপিতে অপেক্ষা করতে না চাইলে বহুতল কার পার্কিং ব্যবহার করুন।

#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস

11/08/2022

5 Tips for going to Romania ! রোমানিয়া যাওয়ার স্বপ্ন

কিসের ভিত্তিতে আপনারা আমাদের কাছে রেমিটেন্স আশা করেন আমার বুঝে আসেনা ! বাংলাদেশ বিমান থেকে শুরু করে বাংলাদেশ এয়ারপোর্ট ...
01/08/2022

কিসের ভিত্তিতে আপনারা আমাদের কাছে রেমিটেন্স আশা করেন আমার বুঝে আসেনা !

বাংলাদেশ বিমান থেকে শুরু করে বাংলাদেশ এয়ারপোর্ট পর্যন্ত প্রতিটা প্রবাসী যে পরিমাণ হয়রানি আর অপমানের শিকার হয় আমার মনে হয় না দেশের একজন দিনমজুর রিক্সা চালক ও এতটুকু অবহেলা শিকার হয় না।

সুসংবাদ!
31/07/2022

সুসংবাদ!

গত সপ্তাহে অভিবাসন আইন সংস্কার করেছে স্পেন৷ এর ফলে যেসব পরিবর্তন আসছে: 👉দুই বছর বা তার বেশি সময় ধরে দেশটিতে বসবাসরত বিদ...
31/07/2022

গত সপ্তাহে অভিবাসন আইন সংস্কার করেছে স্পেন৷ এর ফলে যেসব পরিবর্তন আসছে:
👉দুই বছর বা তার বেশি সময় ধরে দেশটিতে বসবাসরত বিদেশিরা এখন সাময়িক বসবাসের অনুমতিপত্র সংগ্রহ করতে পারবেন৷
👉যারা ছয়মাস ধরে অনুমতিপত্র ছাড়া কাজ করেছেন, তারা প্রমাণ সাপেক্ষে বৈধভাবে কাজের অনুমতির আবেদন করতে পারবেন৷
👉বিদেশি শিক্ষার্থীরা দেশটিতে পড়াশোনা শেষ করার সাথে সাথেই কাজে যোগ দিতে পারবেন৷ পড়াশোনারত অবস্থায় তারা সপ্তাহে ৩০ ঘণ্টা পর্যন্ত কাজের অনুমতি পাবেন৷
👉কর্মী সংকট থাকা খাতগুলোর জন্য বিদেশিদের কাজ ও ভিসা পাওয়ার উপায়ও সহজ হবে৷
বিস্তারিত জানতে মন্তব্যের ঘরে দেয়া লিংকে ক্লিক করুন৷

26/07/2022

যেকারণে ২৮ টি ক্রোয়েশিয়া ভিসা রিজেক্ট হলো ইন্ডিয়া থেকে! সরাসরি দিল্লি থেকে

🏔️ইউরোপের দেশ 🇧🇦বসনিয়ায়🇧🇦 কাজের মোক্ষম সুযোগ,তাই দেরি না করে এখনি লুফে নিন🇧🇦বসনিয়ার কাজের ধরন --⚫কনস্ট্রাকশন ওয়ার্কার 🕛স...
23/07/2022

🏔️ইউরোপের দেশ 🇧🇦বসনিয়ায়🇧🇦 কাজের মোক্ষম সুযোগ,তাই দেরি না করে এখনি লুফে নিন

🇧🇦বসনিয়ার কাজের ধরন --

⚫কনস্ট্রাকশন ওয়ার্কার

🕛সময় -- মাএ ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ফ্লাইট।

বেতন ৪৫০ - ৫০০ ইউরো💶💶

এপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টঃ📜📜

🟥মূল পাসপোর্ট
🟧পাসপোর্ট স্ক্যান কপি
🟨৪ কপি 35cm×45cm সাইজ ছবি। (ল্যাব প্রিন্ট সাদা ব্যাকরাউন্ড)
🟦পুলিশ ক্লিয়ারেন্স ( এটা কয়েকদিন পরে দিলেও হবে)
🟩ন্যাশনাল আইডি এবং জন্ম নিবন্ধন সনদ ফটোকপি
🟪সিভি
🟫সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।(যদি থাকে)
⬛ফাইল জমা দেওয়ার সময় ৫০০০০ টাকা এডভ্যান্স।
⬜ওয়ার্ক পার্মিট এর পর ১ লাখ টাকা।
🟥৩০০ টাকার ২ সেট স্টাম্পে ডিড করা।
🟨জমা টাকার পরিবর্তে চেক গ্যারান্টি দেয়া হবে।

রুম ২০২,পল্টন টাওয়ার,৮৭,পুরানা পল্টন,ঢাকা – ১০০০
মোবাইল - 📞01970 96 50 51(হোয়াটসঅ্যাপ)
📞 01886 66 6895 ( হোয়াটসঅ্যাপ)

✅আপনার বিশ্বস্ততা এবং সেবা প্রদান করা আমাদের ব্যবসার মূল লক্ষ্য।।। ✅

📣বিশেষ বিজ্ঞপ্তি📣   আগামী মাসের ১ তারিখ থেকে 🇭🇷ক্রোয়শিয়ার🇭🇷 ফাইল টোটাল প্রসেসিং এ ৮.৫০ লক্ষ টাকা,যার বর্তমান রেট শুধু মা...
23/07/2022

📣বিশেষ বিজ্ঞপ্তি📣
আগামী মাসের ১ তারিখ থেকে 🇭🇷ক্রোয়শিয়ার🇭🇷 ফাইল টোটাল প্রসেসিং এ ৮.৫০ লক্ষ টাকা,যার বর্তমান রেট শুধু মাত্র ৮ লক্ষ টাকা।তাই দেরি না করে এখনি আমাদের অফিসে যোগাযোগ করুন।

20/07/2022

বাংলাদেশীদের জন্য রোমানিয়া ভিসা বন্ধ ? বর্তমানে কিভাবে ভিসা প্রসেসিং হবে ?

রাহাতুল ইসলাম আপন বাংলাদেশ থেকে ৩০ জুন দুবাই গিয়েছেন ফ্লাই দুবাই এয়ারলাইনে।  তার সাথে ছিলো ২টি লাগেজ।কিন্তু হতাশার কথা দ...
20/07/2022

রাহাতুল ইসলাম আপন বাংলাদেশ থেকে ৩০ জুন দুবাই গিয়েছেন ফ্লাই দুবাই এয়ারলাইনে। তার সাথে ছিলো ২টি লাগেজ।

কিন্তু হতাশার কথা দুবাই বিমানবন্দরে গিয়ে রাহাতুল ইসলাম ১টি লাগেজ পেয়েছেন, ১টি পাননি। ২০ দিন পার হয়ে গেলেও রাহাতুল ইসলামকে লাগেজ দিতে পারেনি ফ্লাই দুবাই । তবে দুবাই বিমানবন্দরে লস্ট অ্যান্ড ফাউন্ডে গিয়ে প্রপার্টি ইরেগুলারিটি রিপোর্ট’ (পিআইআর) করেছেন। ফলে ফ্লাই দুবাই রাহাতুল ইসলামকে লাগেজ দিতে না পারলে ক্ষতিপূরণ দিতে বাধ্য। তবে লস্ট অ্যান্ড ফাউন্ড’ গিয়ে প্রপার্টি ইরেগুলারিটি রিপোর্ট’ (পিআইআর) না করলে কোন ক্ষতিপূরণ পেতেন না রাহাতুল।

বাংলা এভিয়েশনের পরামর্শ, আপনি যে দেশ থেকে অন্য যে দেশেই ভ্রমণ করুন না কেনো, যদি দেখেন আপনার লাগেজ আসেনি তাহলে বিমানবন্দরের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ বিভাগ গিয়ে অভিযোগ দিন।

হারানোর লাগেজের বিষয়ে ‘প্রপার্টি ইরেগুলারিটি রিপোর্ট’ (পিআইআর) করতে হয়। অভিযোগ করার পর লিখিত পিআইআর কপি বুঝে নিবেন।
পিআইআর করার ২১ দিনের মধ্যে লাগেজ না দিতে পারলে এয়ারলাইন্সগুলো যাত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম রয়েছে। ফলে আপনি যদি পিআইআর না করে বিমানবন্দর থেকে চলে আসেন, আপনি ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হবেন। যথাযথা প্রক্রিয়ায় অভিযোগ না করলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন।


#বাংলা_এভিয়েশন
#প্রবাসী_হেল্পলাইন
#বাংলা_প্রবাস

অনিয়মিত পথে কেন মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে বাংলাদেশিরা ?বাংলাদেশি অভিবাসীদের বড় একটি অংশ কাজ করেন সৌদি আরব, সংযুক্ত আরব আমি...
19/07/2022

অনিয়মিত পথে কেন মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে বাংলাদেশিরা ?

বাংলাদেশি অভিবাসীদের বড় একটি অংশ কাজ করেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরিনের মতো মধ্যপ্রাচ্যের দেশে। গত কয়েক বছরে মানব পাচারকারীদের নতুন টার্গেটে পরিণত হয়েছেন এসব দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। ইউরোপে অনিয়মিত অভিবাসনের সম্ভাব্য ঝুঁকি ও বাস্তবতা নিয়ে ইনফোমাইগ্রেন্টসের বিশেষ প্রতিবেদন।

একাংশের দক্ষিণ এশীয় অভিবাসী কর্মীদের কাছে ইউরোপে অভিবাসন লোভনীয় প্রস্তাব। কোভিড ১৯ মহামারির কারণে সীমান্ত নিষেধাজ্ঞা ছিল৷ তা বন্ধ হওয়ার পরই ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচারে জড়িত দালালদের দৌরাত্ম্য শুরু হয়েছে আবারো।

ইনফোমাইগ্রেন্টসের মোহাম্মদ আরিফ উল্লাহর প্রতিবেদনটি পড়তে মন্তব্যে থাকা লিংকে যান৷ 👇

ক্রোয়েশিয়া এবং ইইউর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।  🇪🇺 🇭🇷 এই সপ্তাহে, ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল শেষ আইনি নথিতে স্বাক্ষর...
18/07/2022

ক্রোয়েশিয়া এবং ইইউর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। 🇪🇺 🇭🇷

এই সপ্তাহে, ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল শেষ আইনি নথিতে স্বাক্ষর করেছে যা ক্রোয়েশিয়াকে ইউরোকে তার মুদ্রা হিসাবে গ্রহণ করার অনুমতি দেবে।

1 জানুয়ারী 2023 থেকে, ক্রোয়েশিয়া তার জাতীয় মুদ্রা কুনাকে বিদায় জানাবে এবং ইউরোজোনের 20 তম সদস্য হবে।

ইউরো গ্রহণের ফলে 2023 সালে ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগদানের সময় শুরু হওয়া একটি যাত্রা সম্পন্ন করে।

ইউরো হল ইইউ-এর ঐক্য ও সংহতির প্রতীক যা ক্রোয়েশিয়ান সমাজ ও অর্থনীতিতে সুবিধা বয়ে আনবে।

স্বাগতম ক্রোয়েশিয়া!

Address

Siddiq Mansion, Floor-9, Purana Paltan, Dhaka
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাসী হেল্পলাইন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category