
18/08/2022
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে ট্রলি নিয়ে বিমানবন্দরের উত্তর পাশের বহুতল( ৩ তলা) পার্কিং ভবনে প্রবেশ করা যায়।
ফলে আপনাকে রিসিভ করতে আসা গাড়ি টার্মিনালের সামনে খোলা আকাশের নিচে পার্কিং না করে বহুতল কার পার্কিং ভবনে রাখতে বলুন আপনার স্বজনদের। আপনার সঙ্গে ভারি লাগেজ থাকলে ট্রলিতে নিয়ে ২ নাম্বার গেট দিয়ে বাহির হয়ে সহজে বহুতল কার পার্কিং ভবনে যেতে পারবেন।
টার্মিনাল থেকে বের হবার সময় বহুতল কার পার্কিং ভবনের যাবার এমন নির্দেশনা অনুসরণ করুন।
এছাড়া, আপনি ক্যানোপি থেকেও আপনি গাড়িতে উঠতে পারবেন। তবে ভারি মালামাল থাকলে এবং ক্যানোপিতে অপেক্ষা করতে না চাইলে বহুতল কার পার্কিং ব্যবহার করুন।
#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস