Tareq Ataur News Desk

Tareq Ataur News Desk Online News portal .

দেশের ফুটবল ইতিহাসের রেকর্ড গোলদাতা, বিশ্বকাপ জয়ী ফুটবলার, ফ্রান্সের ফুটবলে এমন অনেক সাফল্যের অংশীদার অলিভিয়ে জিরুর শেষট...
10/07/2024

দেশের ফুটবল ইতিহাসের রেকর্ড গোলদাতা, বিশ্বকাপ জয়ী ফুটবলার, ফ্রান্সের ফুটবলে এমন অনেক সাফল্যের অংশীদার অলিভিয়ে জিরুর শেষটা হলো বড্ড নিরবে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল থেকে ফরাসিদের বিদায় দিয়েই শেষ হয়ে গেল অভিজ্ঞ এই স্ট্রাইকারের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার।

এবারের ইউরোর প্রথম সেমি-ফাইনালে মঙ্গলবার রাতে স্পেনের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও জিততে পারেনি ফ্রান্স। ২-১ গোলে হেরে শেষ হয় তাদের পথচলা।

ম্যাচের ৭৯তম মিনিটে উসমান দেম্বেলেকে তুলে জিরুকে নামান কোচ দিদিয়ে দেশম। কিন্তু অনেক অভিজ্ঞতায় ঋদ্ধ স্ট্রাইকারও পারেননি দলকে পথ দেখাতে। শেষ বাঁশি বাজতেই দলের শিরোপা স্বপ্নের সঙ্গে ইতি ঘটে জিরুর ১৩৭ ম্যাচের জাতীয় দল অধ্যায়।

অবরুদ্ধ গাজা সিটি থেকে অধিবাসীদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। উত্তর গাজায় অভিযান জোরদার হওয়া...
10/07/2024

অবরুদ্ধ গাজা সিটি থেকে অধিবাসীদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। উত্তর গাজায় অভিযান জোরদার হওয়ার মুখে বুধবার ইসরায়েল বিমান থেকে লিফলেট ছড়িয়ে জরুরি ভিত্তিতে অধিবাসীদের সরে যেতে বলেছে।

তবে ফিলিস্তিনিরা বলছে, তাদের যাওয়ার নিরাপদ কোনও জায়গা নেই। দক্ষিণের বিভিন্ন স্থানেও তারা হামলার মুখে পড়ছে। বেশির ভাগ মানুষই তাঁবুতে গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে থাকছে বলে খবর পাওয়া যাচ্ছে।

আরব নিউজ জানায়, গাজার মধ্য, দক্ষিণ এবং উত্তরে বোমা হামলা চলছে। ওদিকে, কর্মকর্তারা কাতারে বসে একটি যুদ্ধবিরতি চুক্তি করার চেষ্টা চালাচ্ছেন।

ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস শহরের নিকটবর্তী আবাসন আল-কাবিরা শহরে এক স্কুল সংলগ্ন শরণার্থী শিবিরে ইসরা...
10/07/2024

ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস শহরের নিকটবর্তী আবাসন আল-কাবিরা শহরে এক স্কুল সংলগ্ন শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসা কর্মকর্তারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার খান ইউনিসের পূর্ব দিকের আবাসন শহরের আল-আওদা স্কুলের গেইটের পাশেই আঘাত হানে ইসরায়েলি বিমান।

আল জাজিরা জানিয়েছে, এই নিয়ে চার দিনের মধ্যে চতুর্থবারের মতো গাজার আরেকটি স্কুল ভবনে আঘাত হানল ইসরায়েল, যেটি একটি আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ‘নির্ভুল অস্ত্র’ ব্যবহার করে ‘হামাসের সামরিক শাখার এক সন্ত্রাসীর’ অবস্থান লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। হামাসের এই যোদ্ধা গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় অংশ নিয়েছিল বলে দাবি করেছে তারা।

10/07/2024
ট্রাম্প ‘নিরঙ্কুশ’ জয় পেতে পারেন, সতর্ক করলেন ডেমোক্র্যাটিক সিনেটরযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যখন নির্বাচনি দৌড়...
10/07/2024

ট্রাম্প ‘নিরঙ্কুশ’ জয় পেতে পারেন, সতর্ক করলেন ডেমোক্র্যাটিক সিনেটর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যখন নির্বাচনি দৌড় থেকে সরে না দাঁড়াতে অটল থেকে সময়ক্ষেপণ করছেন, ঠিক তখনই নির্বাচনে ক্ষতির মুখে পড়ার বিষয়ে প্রথম প্রকাশ্যে সতর্ক করেছেন তারই দল ডেমোক্র্যাটিক পার্টির এক সিনেটর।

সিএনএন-কে সিনেটর মাইকেল ব্যানেট বলেছেন, প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নভেম্বরের আসন্ন নির্বাচনে ‘নিরঙ্কুশ’ জয় পেয়ে যেতে পারেন।

বাইডেনের একগুঁয়ে মনোভাবের কারণে ডেমোক্র্যাটরা দিনদিনই উদ্বিগ্ন হয়ে উঠছে এই ভেবে যে, বাইডেন কেবল হোয়াইট হাউজই না বরং এই হাউজে আসার কোনওরকম সুযোগ এমনকী সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখার সুযোগও হাতছাড়া করছেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সমালোচিত নির্বাচনি বিতর্কের ১২ দিন পর বাইডেন এখন তার রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য অভ্যন্তরীন ও বৈশ্বিক নজরদারির মধ্যে তীব্র লড়াই করছেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম মুখোমুখি ওই বিতর্কে বাইডেনের শোচনীয় পরাজয়ের পর থেকেই লাভ-ক্ষতির হিসাব-নিকাশ করছেন ডেমোক্র্যাটরা।

গত কয়েকদিনে বাইডেন তীব্র সমালোচনার মুখে পড়েছেন। নির্বাচনী বিতর্কে হারার পর থেকেই বাইডেন ডেমোক্র্যাটদের উদ্বেগ নানাভাবে চেষ্টা করেও কমাতে পারছেন না।

নির্বাচনি দৌড় থেকে বাইডেনের সরে যাওয়ার আহ্বান ক্রমেই জোরাল হচ্ছে। বাইডেনের মানসিক ও শারিরীক সক্ষমতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে ডেমোক্র্যাটদের মধ্যে।

বাইডেনকে সমর্থন করেন এমন কয়েকজনও নির্বচনি প্রচারে জয় পাওয়ার বিষয়ে বাইডেনের কৌশল এবং সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

এই ধরনের সংশয় প্রকাশ করা ডেমোক্র্যাটদেরই একজন কলোরাডোর সিনেটর মাইকেল ব্যানেট। যিনি শঙ্কা প্রকাশ করে বলেছেন, বাইডেন নভেম্বরের নির্বাচনে জিততে পারবেন না।

সিএনএন এর সাংবাদিক কলিন্সকে তিনি বলেন, “এটি সত্য যে, আমি একথা বলেছি যে, ডনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ের পথে রয়েছেন। আমি মনে করি তিনি এই নির্বাচনে জিতবেন এবং হয়ত নিরঙ্কুশ জয় পাবেন। আর এর সঙ্গে তিনি সিনেট এবং হাউজের দখলও নেবেন।

“সুতরাং আমার কাছে বিষয়টি কেবল নির্বাচনের প্রশ্ন নয়, রাজনীতিরও প্রশ্ন নয়, এটি হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে নৈতিক প্রশ্ন।

“আমি মনে করি, বিপর্যয়কর ওই বিতর্কের পর থেকে এখন পর্যন্ত হোয়াইট হাউজ আসলে এমন কিছুই দেখাতে পারেনি যে তাদের নির্বাচনে জয়লাভের কোনও পরিকল্পনা আছে,” বলেন ব্যানেট।

ব্যাংক কীভাবে বড় ব্যবসায়ীদের সুদ মওকুফ করে দেয়বাংলাদেশের ব্যাংক খাতে গত কয়েক বছরে কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানের ঋণের বিপরীত...
07/07/2024

ব্যাংক কীভাবে বড় ব্যবসায়ীদের সুদ মওকুফ করে দেয়

বাংলাদেশের ব্যাংক খাতে গত কয়েক বছরে কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানের ঋণের বিপরীতে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকার সুদ মওকুফের তথ্য পাওয়া যাচ্ছে। এর মধ্যে একটি সরকারি ও একটি বেসরকারি ব্যাংক চারটি ব্যবসায়ী গ্রুপের প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা সুদ মওকুফের খবরে নতুন করে আলোচনায় এসেছে দেশের ব্যাংক খাত।

সম্প্রতি জাতীয় সংসদে কয়েকজন সংসদ সদস্য অভিযোগ করেছেন যে নিয়ম নীতি লঙ্ঘন করেই এসব প্রতিষ্ঠানের সুদ মওকুফ করে দিয়েছে ওই দুটি ব্যাংক।

তারা এটিকে ব্যাংকিং খাতের শৃঙ্খলার পরিপন্থী হিসেবে উল্লেখ করেছেন।

সাবেক ব্যাংকার ও বিশ্লেষকরা অবশ্য বলছেন কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়েই ব্যাংকগুলো কিছু প্রতিষ্ঠানের সুদ মওকুফ করলেও শেষ পর্যন্ত এর চাপ পড়বে ব্যাংকের সাধারণ গ্রাহক কিংবা আমানতকারীদের ওপরেই।

তবে যে দুটি ব্যাংক প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকার সুদ মওকুফ করেছে তারা এ নিয়ে নতুন করে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এর মধ্যে একটি ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন যে একটি প্রতিষ্ঠানের ঋণ মওকুফের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে আর একটি প্রতিষ্ঠান ব্যাংকের সব পাওনা শোধ করেছে।

যুক্তরাজ্যে ভোটে জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত ৪ ব্রিটিশ নারীযুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে লেবার পার্টি ন...
06/07/2024

যুক্তরাজ্যে ভোটে জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত ৪ ব্রিটিশ নারী

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে লেবার পার্টি নিরঙ্কুশ জয় পেয়েছে।

স্যার কিয়ার স্টারমার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী।
এবারের সাধারণ নির্বাচনে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার ব্রিটিশ নারী। তারা হলেন রুশনারা আলী, রুপা হক, টিউলিপ সিদ্দিক ও আপসানা বেগম।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে লেবার পার্টির আটজন, কনজারভেটিভ পার্টির দুজনসহ অন্যান্য দলের মনোনয়নে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ৩৪ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ হিসেবে রুশনারা আলী বেথনালগ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে ১৫ হাজার ৮৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে তিনি টানা পাঁচবার সদস্য নির্বাচিত হলেন।

রুশনারা আলী সিলেটে জন্মগ্রহণ করেন। শিশুকালে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে চলে যান। অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক করেছেন তিনি।

ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে লেবার পার্টির মনোনয়নে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন রুপা হক। টানা চতুর্থবার পার্লামেন্ট সদস্য হলেন তিনি।

বাংলাদেশের পাবনা জেলার মুকসেদপুরে রুপা হকের পৈতৃক নিবাস। তার বাবা মোহাম্মদ হক ও মা রুশনারা হক। তার পরিবার যুক্তরাজ্যে পাড়ি জমায় ১৯৬২ সালে। রাজনীতিতে আসার আগে রুপা শিক্ষক ও লেখক ছিলেন।

১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার এবং ২০০৪ থেকে ইউনিভার্সিটি অব কিংস্টনে শিক্ষকতা করেন রুপা।

রুপা হক ট্রিবিউন, দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়মিত কলাম লিখতেন। তিনি ইস্ট লন্ডন ইউনিভার্সিটি থেকে যুব সংস্কৃতির ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এবারের নির্বাচনে দক্ষিণ-পশ্চিম লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির মনোনয়নে টানা চতুর্থবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন।

এর আগে ২০১৫ সালে টিউলিপ সিদ্দিক প্রথম যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক।

ঢাকার স্কলাস্টিকা স্কুল, হ্যাম্পস্টেডের রয়্যাল স্কুল ও মিল হিল স্কুলে লেখাপড়া করেছেন। পরে ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি ও কিংস কলেজ লন্ডন থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

এরপর ২০১১ সালে সরকার, রাজনীতি ও পলিসি বিষয়ে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

লন্ডনের টাওয়ার হ্যামলেটসের পপলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে লেবার পার্টির মনোনয়নে দ্বিতীয়বারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন আপসানা বেগম। এ আসনে তার সাবেক স্বামী এহতেশামুল হক তার ধারেকাছেও আসতে পারেননি।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টে সোচ্চার ভূমিকা পালন এবং গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি।

আপসানার পরিবারের আদি বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। তবে জন্ম ও বেড়ে ওঠা লন্ডনের টাওয়ার হ্যামলেটসেই। তার বাবা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলর মনির উদ্দিন আহমেদ।

রাজনীতিতে কুইনমেরি বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে স্নাতক এবং ২০১২ সালে সোয়াস বিশ্ববিদ্যালয় থেকে আইন ও কমিউনিটি লিডারশিপ বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন তিনি।

Address

Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tareq Ataur News Desk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share