বচন প্রতিদিন

বচন প্রতিদিন ------>রেজুয়ানুল হক

নিশ্চয়ই আপনার মন চাইছে ফ্রি প্যালেস্টাইন পদযাত্রায় শরিক হতে তাহলে রাত পোহালে সকাল ৯ টায় পাকুন্দিয়া মডেল মসজিদ থেকে শুরু ...
09/10/2025

নিশ্চয়ই আপনার মন চাইছে ফ্রি প্যালেস্টাইন পদযাত্রায় শরিক হতে তাহলে রাত পোহালে সকাল ৯ টায় পাকুন্দিয়া মডেল মসজিদ থেকে শুরু হয়ে কোদালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ পযর্ন্ত। ভয়েস অব পাকুন্দিয়ার আয়োজনে এতকিছু -

সবাই দারুণ একটা ফুটবল ম্যাচ দেখেছে হামজা হতাশ ক্লান্তিতে মনখারাপ করে  মাঠে বসে গেছে জামাল ভূইয়া মাথার চুল টেনে ধরেছে। আপ...
09/10/2025

সবাই দারুণ একটা ফুটবল ম্যাচ দেখেছে হামজা হতাশ ক্লান্তিতে মনখারাপ করে মাঠে বসে গেছে জামাল ভূইয়া
মাথার চুল টেনে ধরেছে। আপনি কি করেছেন জান একটু
কমেন্ট এ লিখে -

09/10/2025

পাকুন্দিয়া উপজেলা বাহাদিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন সাত
শতাংশ দুই তলা ভবন সহ বাড়ি বিক্রি হবে যোগাযোগ করবেন এই নাম্বারে ০১৭৪৭৩৭৩০ ৯৮. ধন্যবাদ।।

09/10/2025

ভাই বাবার শেষ আকুতি ওয়াহিদ কে ক্ষমা করে দিবেন জানাযায় দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে।

আজ বাংলাদেশ জাতীয়তাবাদি বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সঙ্গে দেখা করেন গুলশান  কার্যালয়ে কিশোরগঞ্জ জেল...
08/10/2025

আজ বাংলাদেশ জাতীয়তাবাদি বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সঙ্গে দেখা করেন
গুলশান কার্যালয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির নব গঠিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদক অনান্য নেতৃবৃন্দ -

পাসপোর্ট করে ফেলেছি ভালো ভিসা পেলে পাসপোর্ট জমা দিব বিদেশ যাব :ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাকুন্দিয়া উপজেলা...
08/10/2025

পাসপোর্ট করে ফেলেছি ভালো ভিসা পেলে পাসপোর্ট জমা দিব বিদেশ যাব :
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাকুন্দিয়া উপজেলা এগারো সিন্দুর ইউনিয়নের আদিত্য পাশা গ্রামের
জনাব মো: মজলু মিয়ার ৪ সন্তানের মধ্যে সবার ছোট ছিল মো : ওয়াহিদ। তাকেই আমরা হারিয়েছি। আসফুস নেই
আল্লাহ যখন যাকে যে ভাবে চাইবেন সে ভাবে ই তাকে মরতে হবে। ওয়াহিদ সম্পর্কে যা জানলাম । সে অবিবাহিত। ২০২৩ সালে লক্ষীয়া উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাস
করেছিল। পরে আর কলেজে ভর্তি হয়নি । বিদেশ যাওয়ার
ইচ্ছা থেকে পাসপোর্ট করে পেলে। অপেক্ষা ও খুজ নিচ্ছিল
ভালো ভিসা কোথায় পাওয়া যায় সন্ধান ফেলে পাসপোর্ট বইটা জমা দিবে অপেক্ষা সেই চেষ্টায় কাটছিলো ওয়াহিদের দিন। যেহেতু স্কুল নেই কলেজ নেই মাজে মধ্যে বাবার কাজে সহযোগিতা করতো ওয়াহিদ। তার গ্রামে তাকে কেউ খারাপ বলার সুযোগ নেই। এমন একটা ভালো ছেলে ছিল সে। আজ দুপুর দুই টার পরে মাঠে ঘাস কাটতে গেলে ঘাস কাটার সময় হঠাৎ বিনামেঘে বজ্রপাত শুরু হয় সেই বজ্রপাত থেকে বাঁচতে একটি আম গাছের নিচে আশ্রয় নেয় কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে সেই বজ্রপাতটা গাছে এসে পড়ে। এবং গাছের ডালা ফেটে তার উপরে ছোঁয়া লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে সবাই ধরাধরি করে পাকুন্দিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই ওয়াহিদ কে আর আমরা কোনদিন পাব না তাই চাইলে
তার জানাযায় শরিক হতে চলে আসুন আসছে আগামী কাল সকাল ১০ টায় লাউতলি হাফিজিয়া মাদ্রাসা মাঠে।

08/10/2025

সুন্দর বক্তব্য রাখলেন জনাব মোঃ রিপন
ভাই -

স্বপ্ন চোখে মুখে কবু আসবেনা ফিরে আর পৃথিবীর বুকে। সদালাফি হাস্য উজ্জ্বল মো :ওয়াহিদ পৃথিবীতে নেই শুনার পরে সবার ই মানতে ক...
08/10/2025

স্বপ্ন চোখে মুখে কবু আসবেনা ফিরে আর পৃথিবীর বুকে। সদালাফি হাস্য উজ্জ্বল মো :ওয়াহিদ পৃথিবীতে নেই শুনার পরে সবার ই মানতে কষ্ট হচ্ছে একি হয়েগেল ছেলেটার। বাগান বাড়ি আদিত্য পাশা গ্রাম সুন্দর সে ও সুন্দর মনের অধিকারী ছিল। পিতা মাতার অনুগত সন্তান ছিল বলেই গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে প্রাণ
গেল। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়দিন আগেও খেলাতে দেখা হয়েছিল আমার ও কষ্ট লাগছে। এমন অবস্থায় ওয়াহিদের পরিবার আর্তীয় স্বজন বন্ধুরা
এই শোক বহন করতে পারে আল্লাহ শক্তি দাও। আর ওয়াহিদ কে বেহেশতের উচ্চ মাখাম দান কর। আমিন।

অভিনন্দন মো: মোজ্জামেল হক (তুহিন) কে বচন প্রতিদিন এর পক্ষ থেকে। খুব আদরের আরেক ছোট ভাই তুহিন কেভালোবাসি পছন্দ করি নানা ক...
08/10/2025

অভিনন্দন মো: মোজ্জামেল হক (তুহিন) কে বচন প্রতিদিন এর পক্ষ থেকে। খুব আদরের আরেক ছোট ভাই তুহিন কে
ভালোবাসি পছন্দ করি নানা কারনে। সে ২০০০সালে তখন
হোসেন্দী উওরপাড়া গ্রাম থেকে তার বাবা মো : লিয়াকত আলী উনার দুই সন্তান তুহিন তরুণ কে হোসেন্দী উচ্চ বিদ্যালয়ে ভর্তি করান। দুই ভাই বন্ধু মত বেড়ে উঠে খেলাধূলা আড্ডা গল্প সব এক সাথে। দুই ভাই এ-ই স্কুল
জীবনে মেধাবী ছিল। পড়াশোনা ছিল খুব ই সিরিয়াস। তুহিন বড় তরুণ ছোট কাছের মানুষ ছাড়া বোঝা মুশকিল
ভাই না বন্ধু। যাক ২০০৫ সালে হোসেন্দী উচ্চ বিদ্যালয় থেকে এস, এস সি বিজ্ঞান বিভাগ থেকে। পরে হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজে বিজ্ঞানে ভর্তি হয় দুই একসাথে। ২০০৭ সালে হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজে থেকে এইচ এস সি পাস করে তখন কার পাকুন্দিয়া ডিগ্রি কলেজ যা বর্তমানে পাকুন্দিয়া অনার্স কলেজ থেকে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে বিএস সি সম্পূর্ণ করে। একসাথে দুই ভাই।
চাকরি অবশ্য তরুণের আগে হয় আর তুহিনের পরে ২০২০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগে চাকরি হলে যোগদান করে চরপলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। দীর্ঘ চার বছরের বেশি সময় সেখানে চাকরি করার পর বদলি হয়ে হোসেন্দী কুমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেয়ার মূহুর্তে ফুল দিয়ে বরন করে নিচ্ছেন কুমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: কুহিনূর মেডাম। সহকারী শিক্ষক জনাব মোঃ, সহকারী শিক্ষক জনাব মোঃ মূসা উল্লাহ। এখানে একটু বলতে হয় মূসা উল্লাহ ও দারুণ মেধাবী ছিল হোসেন্দী উচ্চ বিদ্যালয়, হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজ ও পাকুন্দিয়া
ডিগ্রি কলেজ থেকে একসাথে বি এস সি সম্পূর্ণ করে। এখন একসাথে এক স্কুলে চাকরি করবে যা হয়তো মূসা উল্লাহ ও মোজ্জামেল হক তুহিন ও কল্পনা করে নাই। ফুল
দিয়ে শুভেচ্ছা জানান ঔ প্রতিষ্ঠানের আরেক সহকারী শিক্ষক ছোট বোন (খুকি) এখন বিদ্যালয়ে খুকি মেডাম সে
ও হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। প্রাণবন্ত প্রাণউচ্ছাসে এ
ভরা মেধাবী ছাএী ছিল। আমি মনে করি কোহিনূর মেডাম
খুব ই ভাগ্যবান উনার কুমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষক পেয়েছেন যাদের নিয়ে আরও
অনেক মেধাবী ছাত্র ছাত্রী গড়তে পারেন। সেই কামনাই
রইলো।

08/10/2025

বক্তব্য রাখেন জনাব মোঃ খালেকুজ্জামান রবিন সদস্য সচিব পাকুন্দিয়া পৌরসভা স্বেচ্ছাসেবকদল।

08/10/2025

আনোয়ার হোসেন আঙ্গুর ভাই বক্তব্যে বলেন :

বিসিবি পরিচালক হিসেবে ইসফাকের জায়গায় রুবাবা দৌলা
08/10/2025

বিসিবি পরিচালক হিসেবে ইসফাকের জায়গায় রুবাবা দৌলা

Address

HOSSAINDI
Dhaka
2326

Alerts

Be the first to know and let us send you an email when বচন প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share