
19/12/2023
প্রজেক্ট ০৩ : শীতকালীন পূর্ণবাসন (মো: মাহফুজুর রহমান-লালমনিরহাট)
আসসালামু আলাইকুম।
সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আমাদের ফাউন্ডেশনের এক ভাই প্রস্তাব করেছিলেন যে:
মোহাম্মদ মাহফুজুর রহমান (লালমনিরহাট), বর্তমানে সৌদি এম্বাসিতে স্বল্প বেতনে সিকিউরিটি সার্ভিস দিয়ে যাচ্ছেন। তাহার দুই মেয়ে ও সহধর্মিনী গ্রামের বাড়িতে থাকেন। তাহার মেয়েরা পড়াশোনায় মেধাবী বলে জানা যায়।
ঢাকায় তিনি বোর্ডগার্ড বাজার (নূরেরচালা) একটি টিনের চিলেকোঠায় থাকেন। আয় স্বল্পতার কারণে পরিবার ও নিজেকে নিয়ে তিনি মানবেতর জীবন যাপন করছেন।
ফাউন্ডেশন-এর পক্ষ থেকে সরজমিনে গিয়ে দেখা যায় যে, এই তীব্র শীতেও তিনি ফ্লোরে প্লাস্টিকের বস্তা বিছিয়ে, বালিশ ছাড়া, কাঁথা বা কম্বল ছাড়া ঘুমান। তিনি ফি-সাবিলিল্লাহ ফাউন্ডেশন এর ধারস্থ হয়েছিলেন।
ফাউন্ডেশন সেক্ষেত্রে সর্বসম্মতিক্রমে ভাইকে পুনর্বাসনের ব্যবস্থা করে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই ক্ষেত্রে ফাউন্ডেশন এর পক্ষ থেকে নিম্নে উল্লেখিত পণ্য সামগ্রী প্রদান করা হবে-
১. তোশক।
২. বিছানার চাদর।
৩. কম্বল।
৪. বালিশ।
৫. বালিশের কভার।
৬. মশারী।
বি.দ্র: প্রজেক্ট বাস্তবায়ন নিয়ে পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।