Bibidh - বিবিধ

Bibidh - বিবিধ অনলাইনের যুগে আমরা সবকিছু হাতের কাছে চাই। আপনাদের বইয়ের চাহিদা পূরণে 'বিবিধ' আছে আপনাদের সাথে।

🛑১৮৫০ টাকার ৪টি বইয়ের সিরিজ মাত্র 🔥৮৩০ টাকা!!!তাও আবার প্রি-অর্ডারে।জাস্ট মাথানষ্ট ব্যাপার-স্যাপার...বই : দ্য নেভার কিং ...
16/03/2025

🛑১৮৫০ টাকার ৪টি বইয়ের সিরিজ মাত্র 🔥৮৩০ টাকা!!!
তাও আবার প্রি-অর্ডারে।
জাস্ট মাথানষ্ট ব্যাপার-স্যাপার...

বই : দ্য নেভার কিং (ভিশাস পিটার প্যান #১)
মূল : নিকি সেন্ট ক্রো
অনুবাদ : রাকিবুল রকি
মূদ্রিত মূল্য : ৪৫০ টাকা
প্রি-অর্ডার মূল্য: ২২০ টাকা

☀সারসংক্ষেপ:
প্রায় দুইশ বছর ধরে একটি বংশের মেয়েরা আঠারোতম জন্মদিনের দিন হারিয়ে যায়। কিছুদিন বা কয়েক মাসের জন্যে। একদিন আবার তারা বাড়ি ফিরে আসে। কিন্তু তখন তারা এতটাই মানসিক ভাবে ভেঙে পড়ে যে, কেউ কেউ পাগল পর্যন্ত হয়ে যায়। উইনির মা মেয়েকে এই অভিশাপ থেকে বাঁচানোর জন্যে অনেক চেষ্টা করেছে। উইনির আঠারোতম জন্মদিনের দিন বিকেল থেকেই ঘরে দরজা জানালা সব বন্ধ করে রাখে কিন্তু রাত হতেই নেভারের রাজা পিটার প্যান এসে হাজির হয় তাকে নিয়ে যেতে।

পিটার প্যান কেন আঠারো বছর হলেই ডার্লিংদের তুলে নিয়ে যায়? উইনিদের পরিবার উত্তরাধিকার সূত্রে কোন অভিশাপ বহন করে চলেছে? পরিস্থানের রাজপুত্ররা কেন নির্বাসিত হয়ে নেভারল্যান্ডে বসবাস করে, কেন ভ্যানকে সবাই ডার্ক ওয়ান বলে ডাকে— তারই উপখ্যান বর্ণনা করা হয়েছে ‘দ্য নেভার কিং’ উপন্যাসে।

পিটার প্যান এবং ওয়েন্ডির থেকে শুরু হয়েছে এই উপন্যাস। উপন্যাসের প্রতিটি চরিত্রই প্রাপ্ত বয়স্ক। তুমি যদি ডার্ক, ইরোটিক, ফ্যান্টাসি ফিকশন, রোমান্সধর্মী থ্রিলার ভালোবাসো, গল্পের টুইস্ট যদি তোমাকে আনন্দ দেয়, তাহলে এই উপন্যাস তোমার জন্যে।

বই : দ্য ডার্ক ওয়ান (ভিশাস পিটার প্যান #২)
মূল : নিকি সেন্ট ক্রো
অনুবাদ : রাকিবুল রকি
মূদ্রিত মূল্য : ৫০০ টাকা
প্রি-অর্ডার মূল্য: ২৪৫ টাকা

☀সারসংক্ষেপ:
নেভারল্যান্ডে জাদু এবং সূর্যের আলোর বাইরেও রয়েছে অন্ধকার, গোপনীয় কিছু বিষয়। ভীষণ ভয়ঙ্কর তা। তবুও উইনির মনে হয়, নেভারল্যান্ডে না এলে, পিটার প্যান এবং লস্ট বয়েজদের সঙ্গে দেখা না হলে, তার জীবনটাই অপূর্ণ থেকে যেত।

পরিদের রানি টিলি এবং জলদস্যুদের সর্দার ক্যাপ্টেন জেমস হুক একত্রে জোট বাঁধা সিদ্ধান্ত নেয় নেভারল্যান্ড দখল করার জন্যে। ওদিকে চিরশত্রু ক্যাপ্টেন হুকের এলাকাতেই ঢুকে পড়ে পিটার প্যানের ছায়া।
শুরু হয় পিটার প্যানের যুদ্ধ— ছায়া খুঁজে বের করার, সিংহাসন ধরে রাখার।

পিটার প্যানকে হত্যা করার জন্যে টিলি পরিস্থান থেকে নির্বাসিত তার ভাইদের দলে টানার চেষ্টা করে। ব্যাস এবং ক্যাসকে প্রলোভন দেখায়। ব্যাস এবং ক্যাস কি তাদের মায়ের মতোই বিশ্বাঘাতকতা করবে পিটার প্যানের সঙ্গে?

অন্যদিকে ভ্যানকে না পেয়ে চেরি প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে। উইনিকে শাস্তি দেওয়ার জন্যে ভয়ঙ্কর এক ফাঁদ পাতে চেরি। উইনি কি চেরির ফাঁদে পা দেবে?

দ্রষ্টব্য : পিটার প্যান এবং ওয়েন্ডির গল্পই পুনর্নির্মাণ করা হয়েছে ভিশাস পিটার প্যান সিরিজে। এই খণ্ডে পিটার প্যানের হারেমের নিখুঁত বর্ণনা দেওয়া হয়েছে। আপনি যদি থ্রিলার প্রেমী হোন, রোমান্স ভালোবাসেন, তাহলে ‘দ্য ডার্ক ওয়ান’ আপনার জন্যে। গল্পের শেষে আছে এক অসাধারণ টুইস্ট, যা আপনাকে মুগ্ধ করবেই।

বই : দেয়ার ভিশাস ডার্লিং (ভিশাস পিটার প্যান #৩)
মূল : নিকি সেন্ট ক্রো
অনুবাদ : অমর্ত্য আতিক
মূদ্রিত মূল্য : ৪৫০ টাকা
প্রি-অর্ডার মূল্য: ২২০ টাকা

☀সারসংক্ষেপ:
কয়েক শতাব্দী পর অবশেষে পিটার প্যান তার ছায়া ফিরে পেয়েছে। ডার্লিং বংশের বর্তমান মেয়ে, উইনি ডার্লিং নেভারল্যান্ডেই আছে। পিটার প্যান এবং লস্ট বয়েজদের ট্রিহাউজে ডার্লিংয়ের সাথে বাস করছে পিটার প্যান, ভ্যান, পরী রাজপুত্র দুই যমজ- ব্যাস আর ক্যাস... সবকিছু যখন ঠিক হয়ে আসছে বলে মনে হচ্ছে, ঠিক সেইসময় ডার্লিংয়ের আচরণে শুরু হলো অসংলগ্নতা।

লস্ট বয়েজরা জানে না- দাবায় ছক সাজাচ্ছে ক্রোকোডাইল রক, ভ্যানের বড় ভাই। হাত মিলিয়েছে সে ডার্কল্যান্ডের রাজপরিবারের সাথে। কী চায় তারা? ডার্লিং এবং লস্ট বয়েজদের সামনে নতুন সংকট...

বই : দ্য ফেই প্রিন্সেস (ভিশাস পিটার প্যান #৪)
মূল : নিকি সেন্ট ক্রো
অনুবাদ : অরূপ ঘোষ
মূদ্রিত মূল্য : ৪৫০.০০ টাকা
প্রি-অর্ডার মূল্য: ২২০ টাকা

☀সারসংক্ষেপ:
আমি ভাবতাম, পিটার প্যান একটা রূপকথার চরিত্র। আর নেভারল্যান্ড রূপকথার বর্ণিত একটা জায়গা মাত্র। একটা গল্প, যেটা আমার মায়ের বানানো। যার মাথা অনেক আগেই খারাপ হয়ে গেছে... কিন্তু যখন স্বয়ং পিটার প্যানের ছায়া এসে পড়লো আমার ঘরে, তখন আর ওকে অস্বীকার করার জো রইলো না। সে আমাকে বন্দী করে নিয়ে গেলো নেভারল্যান্ডে।

আমি ও আর অন্যান্য হারিয়ে যাওয়া ছেলেদের মাঝে কিভাবে জানি নিজের জায়গাও করে নিয়েছি। আর কখনও পেছন ফিরে তাকাইও নি।

এখন, আমি ওর পাশে দাঁড়িয়ে এমন এক যুদ্ধে জড়িয়ে গেছি, যেটা থেকে নিস্তার পাওয়ার কোন উপায় দেখা যাচ্ছে না। আমরা ভেবেছিলাম, আমাদের সব ক’টা শত্রু’কে নিকেশ করতে পেরেছি। ভেবেছিলাম, বাকি জীবন সুখে শান্তিতে বাস করতে পারবো...

কিন্তু এমন এক শত্রু বাকী রয়ে গেছিলো, যাকে আমরা আশাই করতে পারি নি। এক পরী, যার কিছুই আর হারাবার নেই, বরং সব কিছু পাওয়ার আছে... সোনালি পাখা, আর পৃথিবীর অন্ধকারতম, প্যাঁচালো আর ভয়ংকর এক হৃদয়ের অধিকারী সে।

সে পিটার প্যান আর এই দ্বীপটাকে চায়। এই দুটো জিনিস পাওয়ার জন্য সে কোন বাধাই মানবে না। পথে যা কিছু পড়বে, ছারখার করে দেবে সে। এমন কি তার স্বজাতিকেও বিন্দুমাত্র ছাড় দেবে না সে...

পাঠক, ঘুরে আসি চলুন ‘যুবক’ পিটার প্যানের জাদুকরী জগত থেকে... হ্যাঁ, সে আর ছোট্ট কিশোরটি নেই, বড় হয়ে গেছে ওয়েন্ডি’ও... যুবতী এখন সে। এই জোড়ার সাথে ভয়ংকর প্রতিহিংসা পরায়ণ এক পরীর সংঘাতের আখ্যান এই ‘দ্য ফেই প্রিন্সেস’... পরতে পরতে যার চমক, যাদু, ভালোবাসা আর বিশ্বাস ঘাতকতা...

🎉প্রকাশনার সম্ভাব্য তারিখ: ২০ মার্চ ২০২৫

লেখকদের জন্য দারুণ সুযোগ।
24/12/2024

লেখকদের জন্য দারুণ সুযোগ।

যদি যেতে চাও, যাওআমি পথ হবো চরণের তলেনা ছুঁয়ে তোমাকে ছোঁবফেরাবো না, পোড়াবোই হিমেল অনলে।চলে গেলেন, প্রেম, দ্রোহ ও নিঃসঙ্গ...
13/12/2024

যদি যেতে চাও, যাও
আমি পথ হবো চরণের তলে
না ছুঁয়ে তোমাকে ছোঁব
ফেরাবো না, পোড়াবোই হিমেল অনলে।


চলে গেলেন, প্রেম, দ্রোহ ও নিঃসঙ্গতার কবি। হেলাল হাফিজ চলে গেলেন।

13/12/2024

দারুণ না!!!

অনেক টাকা হলে এরকম একটা শেল্ফ কে কে বানাবেন?
09/11/2024

অনেক টাকা হলে এরকম একটা শেল্ফ কে কে বানাবেন?

দীর্ঘদিন নিষিদ্ধ থাকা ৫টি বইয়ের কম্বো মাত্র ১০৫০ টাকায়!!!আগামী সপ্তাহেই এভেইলেবল হবে।🔥বই: আমি মেজর ডালিম বলছিলেখক: রাষ্ট...
21/08/2024

দীর্ঘদিন নিষিদ্ধ থাকা ৫টি বইয়ের কম্বো মাত্র ১০৫০ টাকায়!!!

আগামী সপ্তাহেই এভেইলেবল হবে।

🔥বই: আমি মেজর ডালিম বলছি

লেখক: রাষ্ট্রদূত লেঃ কর্নেল (অবঃ) শরিফুল হক ডালিম বীর উত্তম
হার্ডকভার: ৩০০ টাকা

🔥বই: বাংলাদেশের রাজনৈতিক হত্যা কান্ডের সূচনা পর্ব: ইতিহাসের কাঠগড়ায় আওয়ামীলীগ

লেখক: আহমেদ মূসা
পেপারব্যাক: ২২০ টাকা
হার্ডব্যাক: ২৮০ টাকা

🔥বই: যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি

লেখক: রাষ্ট্রদূত লেঃ কর্নেল (অবঃ) শরিফুল হক ডালিম বীর উত্তম
সাদা হার্ডকভার: ২৫০ টাকা
অফ হোয়াইট হার্ড কভার: ৩০০ টাকা

🔥বই: মুক্তির পথ

লেখক: কর্নেল রশীদ, কর্নেল ফারুক
পেপারব্যাক: ১৫০ টাকা

🔥বই: আমার ফাঁসি চাই

লেখক: মতিউর রহমান রিন্টু
পেপারব্যাক: ১৫০ টাকা
হার্ডকভার: ২০০ টাকা

🛑অর্ডার করতে মেসেজ করুন।

🍁 প্রি অর্ডার!!১. কিং সলোমন’স মাইনস (স্পেশাল লিমিটেড এডিশন)লেখক: স্যার হেনরি রাইডার হ্যাগার্ডঅনুবাদক: খালেদ নকীবজনরা: ট্...
21/08/2024

🍁 প্রি অর্ডার!!

১. কিং সলোমন’স মাইনস (স্পেশাল লিমিটেড এডিশন)

লেখক: স্যার হেনরি রাইডার হ্যাগার্ড
অনুবাদক: খালেদ নকীব
জনরা: ট্রেজার হান্ট, অ্যাডভেঞ্চার, ক্ল্যাসিক
মলাট মূল্য: ৬৮০ টাকা
✅ প্রি অর্ডার মূল্য: ৪২৫ টাকা

🔶 নিখোঁজ ভাইয়ের সন্ধানে বেরিয়েছেন স্যার হেনরি কার্টিস। সঙ্গী হিসেবে রয়েছেন রয়েল নেভির ক্যাপ্টেন জন গুড আর বিখ্যাত শিকারি অ্যালেন কোয়াটারমেইন। পথের দিশা বলতে তিনশ বছর আগের একটা চিরকুট:

‘আমি, হোসে ডা সিলভা, এই মুহূর্তে ক্ষুধা-তৃষ্ণায় মৃত্যুর মুখোমুখি ছোট্ট একটা গুহার ভেতর। যে দুই পাহাড়ের আমি নাম দিয়েছি ‘শেবার বক্ষযুগল’,’ ওগুলোর সর্বদক্ষিণের উত্তর পাশে রয়েছে গুহাটা, যেখানে নেই কোনো তুষারের অস্তিত্ব। ভাঙা একটা হাড়কে কলম আর নিজের রক্তকে কালি বানিয়ে খ্রিষ্টিয় ১৫৯০ অব্দে লিখে যাচ্ছি এই চিঠি, আমার পোশাকের কাপড়ের ওপরে। যদি আমার ভৃত্য আমাকে এসে খুঁজে পায়, তবে এই চিঠিটা যেন ডেলাগুয়ায় আমার বন্ধুর (নামটা অস্পষ্ট) কাছে পাঠায়, পুরো বিষয়টা রাজাকে অবহিত করার জন্য। রাজা যদি এখানে সৈন্য প্রেরণ করেন, আর তারা যদি মরুভূমি এবং পাহাড় পেরোনোর পাশাপাশি দুর্ধর্ষ কুকুয়ানা এবং তাদের কালো যাদুকে পরাস্ত করতে পারে, যার জন্য অবশ্যই একদল যাজককে সাথে আনতে হবে, তবে রাজা হবেন কিং সলোমনের পরে সবচেয়ে ধনাঢ্য রাজা। আমি স্বচক্ষে সলোমনের গুপ্তধনের চেম্বারে অগুনতি হীরা জমাকৃত অবস্থায় দেখেছি, যার অবস্থান ধবল মৃত্যুর পেছনে; যদিও জাদুকর গাগুলের কারণে স্রেফ নিজের জীবনটা ছাড়া আর কিছুই নিয়ে আসতে পারিনি সাথে। যে বা যারা এখানে আসবে, তাদের আসতে হবে ম্যাপে দেখানো পথ অনুসরণ করে। তুষার অনুসরণ করে শেবার বাম বক্ষের শীর্ষ বিন্দুর ওপর দিয়ে আসতে হবে উত্তর পাশে, যেখানে বিশাল রাস্তা তৈরি করে রেখেছেন সলোমন। আর সেখান থেকে রাজপ্রাসাদের দূরত্ব তিনদিনের পথ। যে আসবে তাকে অবশ্যই খুন করতে হবে গাগুলকে। আমার আত্মার মুক্তির জন্য প্রার্থনা করবেন। বিদায়।...
পদে পদে ভয়, রোমাঞ্চ আর মৃত্যুর হাতছানি।
স্বাগত স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কালজয়ী উপন্যাস ‘কিং সলোমন’স মাইনস’-এর রোমাঞ্চকর অভিযানে।

স্পেশাল এডিশন সম্পর্কিত তথ্য:
১. বাংলা ভাষায় প্রথম পূর্ণাঙ্গ অনুবাদ
২. ৫০+ ইলাস্ট্রেশন
৩. ৮টি কালার ইলাস্ট্রেশন
৪. প্রথম এডিশনের কভারের বাংলা সংস্করণ থাকবে জেল কভার হিসেবে
৫. দুইটি রঙিন পুস্তানি, যার একটিতে রঙিন ম্যাপ থাকছে
৬. গোল্ডেন এজ ভার্সন (ঐচ্ছিক) (৫ তারিখ পর্যন্ত প্রি-অর্ডারে)
৭. ক্যারেকটার কার্ড ২টি
৮. সুরক্ষা পলি


২. বই: ফাইভ সেন্টিমিটারস পার সেকেন্ড (ইলাস্ট্রেডেড)

লেখক: মাকোতো শিনকাই
অনুবাদক: রৌণক বসাক
জনরা: রোমান্টিক, স্লাইস অব লাইফ
🔸 মলাট মূল্য: ২৯০ টাকা
✅ প্রি অর্ডার মূল্য : ১৮০ টাকা

🔶 প্রান্তিক বেগ কাকে বলে জানেন? কোনো তরলের মধ্য দিয়ে একটি কঠিন পদার্থের সর্বোচ্চ পতন বেগ। কিন্তু ভালোবাসারও কি একটি প্রান্তিক বেগ থাকে?

“ইয়োর নেম” খ্যাত মাকোতো শিনকাই এই প্রশ্নের উত্তর খুঁজেছেন তাঁর আবেগময় উপন্যাসিকা “ফাইভ সেন্টিমিটারস পার সেকেন্ড”-এ। আকারি শিনোহারা এবং তাকাকি তোনো-র গল্পের মাধ্যমে তিনি তুলে ধরেছেন ভালোবাসার শক্তি আর সীমাবদ্ধতা।

স্কুলে সহপাঠী হিসেবে শুরু হওয়া তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর ভালোবাসায় রূপান্তরিত হয়। কিন্তু জীবনের পরিবর্তনের সাথে সাথে তারা দূরে সরে যায়। তবুও চিঠির মাধ্যমে তারা যোগাযোগ রাখার চেষ্টা করে।

এই দূরত্ব কি তাদের ভালোবাসার পথে অনতিক্রম্য বাধা হয়ে দাঁড়াবে? নাকি ভালোবাসার প্রান্তিক বেগ সকল বাধা অতিক্রম করতে পারবে?

শিনকাই-এর এই হৃদয়স্পর্শী উপন্যাস পাঠককে ভাবিয়ে তোলে— সত্যিকারের ভালোবাসা কতটা দূর যেতে পারে?

ইলাস্ট্রেটেড ভার্সন সম্পর্কিত তথ্য:
১. পূর্ণাঙ্গ অনুবাদ
২. ইলাস্ট্রেটেড
৩. রঙিন পুস্তানি
৪. গোল্ডেন এজ ভার্সন (শুধুমাত্র প্রি-অর্ডারকারীদের জন্য)
৫. ক্যারেকটার কার্ড ২টি
৬. সুরক্ষা পলি
৭. পিংক এজড বর্ডার


৩. বই: ইয়োর নেম (ইলাস্ট্রেটেড)

লেখক: মাকোতো শিনকাই
অনুবাদ: রুদ্র কায়সার
জনরা: রোমান্টিক, ফ্যান্টাসি, লাইট নভেল
মলাট মূল্য: ৪৫০ টাকা
প্রি অর্ডার মূল্য: ২৮০ টাকা

🔶 হাই স্কুল পড়ুয়া মেয়ে মিৎসুহার মনে গভীরে লালিত স্বপ্ন—একদিন সে আধুনিক সভ্যতা থেকে দূরে অবস্থিত, পাহাড়ে ঘেরা ছোট্ট শহরটি ছেড়ে পারি জমাবে স্বপ্নের শহর টোকিওতে, যেখানে জীবনযাত্রার মান এই মফঃস্বল থেকে অনেক অনেক গুন বেশি উন্নত। কিন্তু এই স্বপ্নের বাইরেও ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন প্রায়শ তাড়া করে বেড়াচ্ছে তাকে। একেবারেই বাস্তবতার স্বাদ রেখে যাওয়া স্বপ্নটিতে নিজেকে আবিষ্কার করে টোকিওতে বসবাসকারী হাই স্কুল পড়ুয়া এক বালকের চরিত্রে! তার কাছে কোনোভাবেই এটিকে নিছক ঘুমের ঘোরে দেখা কোনো স্বপ্ন বলে মনে হয় না, বরং সবটাই বাস্তব বলে মনে হয়!

অন্যদিকে, প্রায় একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে টোকিওর বাসিন্দা, হাই স্কুল পড়ুয়া এক ছেলেকে; নাম—তাকি। সেও নিয়মিত তাড়া খেয়ে বেড়াচ্ছে এক অদ্ভুত স্বপ্নের! নিজেকে আবিষ্কার করছে পাহাড় বেষ্টিত, আধুনিক সভ্যতা থেকে প্রায় বিচ্ছিন্ন, একেবারেই অপরিচিত ছোট্ট একটা মফঃস্বল শহরে বসবাসরত মেয়ের চরিত্রে!

ক্রমে রহস্যজনক স্বপ্নটির কারণে তাদের দুজনের জীবনের স্বাভাবিক গতি বাধাগ্রস্থ হতে শুরু করলো। সেই সাথে ঘটতে থাকা অদ্ভুত সব ঘটনা ঘনীভূত করতে শুরু করলো দৈনন্দিন জীবনকে। যত দিন যেতে লাগলো পুরো ব্যাপারটা যেন আরও বেশি করে জট পাকাতে আরম্ভ করলো! ব্যাখ্যাতীত স্বপ্নটি ধীরে ধীরে শক্তিশালী প্রভাব বিস্তার করতে শুরু করলো দুজন অপরিচিত ছেলে ও মেয়ের জীবনে!

এই অদ্ভুত স্বপ্নের পেছনে কী এমন রহস্য লুকিয়ে আছে? এরমধ্যে কী এমন পূর্বাভাস বা পুরোভাস লুকিয়ে আছে? নিয়তি কি সত্যিই কোনো খেলা খেলছে, যে খেলায় তাদের দুজনেরই ভাগ্যলিপি এক সুতোয় গাঁথা!?

ইলাস্ট্রেটেড ভার্সন সম্পর্কিত তথ্য:
১. পূর্ণাঙ্গ অনুবাদ
২. ইলাস্ট্রেটেড
৩. রঙিন পুস্তানি
৪. গোল্ডেন এজ ভার্সন (ঐচ্ছিক) (৫ তারিখ পর্যন্ত প্রি-অর্ডারে)
৫. ক্যারেকটার কার্ড ২টি
৬. সুরক্ষা পলি
৭. পিংক এজড বর্ডার

🔰♦️৪. ক্যারেকটার কার্ড সেট (দাম ফিক্সড)

মাকোতো শিনকাই প্রিমিয়াম ক্যারেক্টার কার্ড সেট
🌟 মূল্য:
🟢 ফুল সেট (১২টি): ৮০ টাকা
🔴 হাফ সেট (৬টি): ৫০ টাকা

🔒 প্রতিটি সেট সুরক্ষিত জিপার ব্যাগে থাকবে।

⚠️ বিশেষ দ্রষ্টব্য:

⛔ সিঙ্গেল কার্ড বিক্রি করা হবে না।

⛔ লিমিটেড সংখ্যক কার্ড মুদ্রণ করা হবে।

ইতিহাসের দারুণ একটি বই।৭ই মার্চ ১৯৭৩, প্রতিদ্বন্দ্বিতাহীন এক পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচন সর্ম্পকে দৈনিক সংবাদ ও...
21/08/2024

ইতিহাসের দারুণ একটি বই।

৭ই মার্চ ১৯৭৩, প্রতিদ্বন্দ্বিতাহীন এক পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন সর্ম্পকে দৈনিক সংবাদ ও দৈনিক গণকন্ঠের প্রতিবেদনে সন্ত্রাস, গুন্ডামি, নির্যাতন, ব্যালট বাক্স ছিনতাই, পোলিং এজেন্ট প্রহৃত, খুন প্রভৃতির খবর ছাপা হয়। ৮ই মার্চের দৈনিক সংবাদের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত কয়েকটি খবরের শিরোনাম ছিল : ‘সিলেট-১ কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই’, ‘পটুয়াখালীতে ব্যালট পেপার ছিনতাই’, ‘চট্টগ্রামে ৩১টি ব্যালট পেপারসহ ২ব্যক্তি গ্রেফতার’, ‘ধামরাইতে রক্ষীবাহিনীর সন্ত্রাস’, ‘ঢাকা শহরসহ বিভিন্ন ভোট কেন্দ্রে বিচিত্র ঘটনা ঘটেছে’, ‘নির্বাচন দারুন অবাধ হয়েছে,’ ‘একজন একাধিকবার অবাধে ভোট দিতে পেরেছে’, ‘জাসদের দু’জন কর্মী হাইজ্যাক’, ‘ঢাকার একটি কেন্দ্রে সন্ত্রাস ও গুলি’, ‘পটিয়ায় ভোট সন্ত্রাসী-মাস্তানরাই দিয়েছে’, ‘কুমিল্লা শহরে ব্যাপক সন্ত্রাস’, ‘নির্বাচন প্রহসনে পরিণত’, ‘কালিগঞ্জে সন্ত্রাস’, ‘রাজশাহী ভোট কেন্দ্রে সন্ত্রাস’, ‘ভোট নাট্যের দু’টি দৃশ্য’ প্রভৃতি।

৯ই মার্চ ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ ও সাধারণ সম্পাদক পংকজ ভট্টাচার্য্য এক যুক্ত বিবৃতিতে বলেন, “কমপক্ষে ৭০টি আসনে ন্যাপ ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের সুনিশ্চিত বিজয়কে শাসকদল ক্ষমতার চরম অপব্যবহার, ভুয়া ভোট, পোলিং বুথ দখল, পোলিং এজেন্ট অপহরণ, বিদেশী সাহায্য সংস্থা, জাতিসংঘ, সরকারি গাড়ি ও রেডক্রসের গাড়ির অপব্যবহার প্রভৃতি চরম অগণতান্ত্রিক কার্যকলাপের মাধ্যমে উক্ত নির্বাচন ক্ষেত্রসমূহে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে এবং বিরোধী দলের প্রার্থীদের জোর পূর্বক পরাজিত করেছে।”
৯ই মার্চ জাতীয় সমাজতান্ত্রিক দলের এক সাংবাদিক সম্মেলনে জাসদ সভাপতি মেজর (অবঃ) জলিল বলেন, “প্রধানমন্ত্রী শেখ মুজিব যেভাবে নির্বাচনের সময় প্রচলিত কোন ন্যায়নীতির তোয়াক্কা না করে সমস্ত গণতান্ত্রিক রীতিনীতি বিসর্জন দিয়ে বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেছেন এতে আমি তাকে জাতির পিতা বলতে ঘৃনাবোধ করি।”
তিনি আরো বলেন, “নির্বাচনের দিন গণভবনেই নির্বাচনী কন্ট্রোলরুম স্থাপিত হয়েছিল এবং স্বয়ং প্রধানমন্ত্রী নির্বাচনের ফলাফল নিয়ন্ত্রণ করেছেন। বিরোধী দলের প্রার্থীরা যখন ভোট গননায় এগিয়ে যাচ্ছিলেন তখন প্রধানমন্ত্রীর নির্দেশেই অকস্মাৎ বেতার টেলিভিশনে এই সকল কেন্দ্রের ফলাফল প্রচার বন্ধ করে দেয়া হয় এবং সন্দেহজনকভাবে দীর্ঘ সময় পর নিজেদের পছন্দসই ভোটের সংখ্যা প্রকাশ করে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়।” জাসদ সভাপতি আওয়ামী লীগের নবনির্বাচিত সরকারকে সাম্রাজ্যবাদ ও নয়া-উপনিবেশবাদের তাবেদার বলে অভিহিত করে তাদের নির্বাচনী বিজয়কে হিটলার, মুসোলিনী, চিয়াংকাই সেকের বিজয়ের সঙ্গে তুলনা করেন।
৯ই জুলাই প্রেসক্লাবে ভাসানী ন্যাপের তৎকালীন সহ-সভাপতি ডাঃ আলিম আল রাজি বলেন, “ক্ষমতাসীন সরকার এক দলীয় স্বৈরাচার ও একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিগত নির্বাচনে ক্ষমতার প্রকাশ্য অপব্যবহার, সন্ত্রাস সৃষ্টি, শক্তি প্রয়োগ করে ভুয়া ভোটদান, বিপুল অর্থ ব্যায়, বেতার, টেলিভিশন ও সংবাদপত্রসহ সকল প্রচার মাধ্যমের ব্যবহার করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে।” বিরোধী দলগুলো যাতে জনগণের কাছে তাদের বক্তব্য প্রকাশ করতে না পারে সেজন্য ক্ষমতাসীন দল তাদের নিজস্ব রক্ষীবাহিনী, লালবাহিনী, নীলবাহিনীর হাতে বিপুল অস্ত্র দিয়ে গ্রামে গ্রামে পাঠিয়ে সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে জনসাধারণকে ভোটাদানে বিরতই শুধু করেনি; হয়রানির এক নজীরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি সকল প্রচার মাধ্যম সরকারি দলের দলীয় স্বার্থে যদেচ্ছা ব্যবহারের উল্লেখ করে প্রচার মাধ্যমকে এক ‘ব্যাবিলিয়ন ক্যাপটিভ প্রেস’ বলে অভিহিত করেন। জানুয়ারীতে প্রকাশ্যে রাজপথে দু’জন ছাত্র হত্যার কথা উল্লেখ করে ডাঃ রাজি বলেন, “ঐ ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাসীন মুজিব সরকার যেভাবে সন্ত্রাস সৃষ্টি করেছিল, দু’শ বছরের ইতিহাসে তার নজির নেই।” তিনি হুশিঁয়ারীও উচ্চারণ করে বলেন, “বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যত অন্ধকার।” নীল নকশার আওতায় সুপরিকল্পিত উপায়ে জনগণের সকল মৌলিক অধিকার ও গণতন্ত্র ছিনিয়ে নেবার উক্ত প্রচেষ্টা পরবর্তী পর্যায়ে ক্রমান্বয়ে সত্য হয়ে উঠে।
একতরফা পাতানো খেলার নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯১টিতে আওয়ামী লীগকে বিজয়ী ঘোষণা করা হয়। চট্টগ্রামের একটি কেন্দ্র থেকে প্রথমে ন্যাপের মোশতাক আহমদ চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হলেও পরে তাকে পরাজিত ঘোষণা করা হয়। সবকয়টি বিরোধী দল এই ঘটনার প্রতিবাদ করে। মোশতাক আহমদ চৌধুরী এই নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রীট আবেদন করেন। সম্পূর্ণ আইন বিভাগ তখন পুরোপুরিভাবে দলীয় স্বার্থের অনুগত বিধায় মোশতাক চৌধুরীর রীটের পরিপ্রেক্ষিতে কোন সুবিচার পাওয়া সম্ভব হয়নি।
১০ই মার্চ এক সাংবাদিক সম্মেলনে জাতীয় লীগের প্রবীণ নেতা জনাব আতাউর রহমান খান নির্বাচন প্রচারাভিযানের সময়, নির্বাচনের দিন ও ফলাফল ঘোষণার পর তার নির্বাচনী এলাকা ধামরাইতে সংগঠিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতা কর্মী ও রক্ষীবাহিনীর সার্বিক সন্ত্রাসকে “দুঃস্বপ্নের কালোরাত্রি” বলে আখ্যায়িত করেন।
১১ই মার্চ যুবলীগের নূরে আলম সিদ্দিকী বলেন, “৭ই মার্চের নির্বাচনে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিয়েছে, তারা রাজাকার, আল বদর, স্বাধীনতার শত্রু। এইসব বিদেশী চরদের মুজিববাদের নিড়ানী দিয়ে উৎখাত করা হবে।” পরদিন বায়তুল মোকাররমে শেখ ফজলুল হক মনি মুজিববাদ বিরোধীদের উৎখাত করার জন্য যুদ্ধ পরিচালনার কথা ঘোষণা করেন। এই যুদ্ধে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট পর্যন- শাহাদাত বরণ করতে হয়েছিল ৩০ হাজারেরও বেশি লোককে। দেশপ্রেমিক বিরোধী দলীয় রাজনৈতিক কর্মী, বুদ্ধিজীবি, সাংবাদিক, শ্রমিক নেতা, ছাত্রসমাজ, আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার সদস্যবর্গও এই শ্বেতসন্ত্রাসের হাত থেকে রেহাই পাননি। জাতীয় পরিসরে যেখানেই কেউ স্বৈরশাসনের বিরোধিতা করেছেন অথবা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাকেই নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে নতুবা তাকে হতে হয়েছে অকথ্য নির্যাতনের শিকার।

▶️বই: বাংলাদেশের রাজনৈতিক হত্যাকান্ডের সূচনাপর্ব : ইতিহাসের কাঠগড়ায় আওয়ামীলীগ
▶️লেখক: আহমেদ মূসা

✅পেপারব্যাক মূল্য: ২২০৳
✅হার্ডব্যাক মূল্য: ২৮০৳

03/08/2024

আগামীকাল থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম বন্ধ থাকবে।

উত্তরে 'হা হা' দিয়েছি। তবে এমনটা এই দেশে অসম্ভব না মোটেও।
31/07/2024

উত্তরে 'হা হা' দিয়েছি। তবে এমনটা এই দেশে অসম্ভব না মোটেও।

Address

38 Banglabazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Bibidh - বিবিধ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share