Shimu & Naira’s Lifestory

Shimu & Naira’s Lifestory Welcome to our new page:)

বাংলাদেশ থেকে মিশরের ওকে টু বোর্ড বন্ধ,  তারপরও কিভাবে মিশর গেলাম জানাবো আপনাদের। সাথেই থাকুন।
16/06/2025

বাংলাদেশ থেকে মিশরের ওকে টু বোর্ড বন্ধ, তারপরও কিভাবে মিশর গেলাম জানাবো আপনাদের।
সাথেই থাকুন।

৫ এবং ৬ জুন আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি নিজেকে ঘরে বন্দি করে ফেলেন৷ আরাফার দিন৷ দোয়া কবুলের দিন৷ ইচ্ছা মতো দোয়া করতে থা...
05/06/2025

৫ এবং ৬ জুন আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি নিজেকে ঘরে বন্দি করে ফেলেন৷ আরাফার দিন৷ দোয়া কবুলের দিন৷ ইচ্ছা মতো দোয়া করতে থাকেন৷ হালাল যা কিছু আছে সব চান আল্লাহর কাছে৷ জুতার ফিতাটা হইলেও চান৷ একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আপনার কেউ নাই৷ আপনার কেউ আছে ভাবতেছেন৷ কালকে হয়তো সে নাও থাকতে পারে৷

কাজেই দিল খুলে দোয়া করেন৷
আরাফার দিনের দোয়া হচ্ছে সব থেকে বড় দোয়া৷ দোয়া কবুলের দিন৷ যার যা ইচ্ছা এই দিনে চেয়ে নেন৷ এমনো হতে পারে সামনের আরাফায় আপনি নাও থাকতে পারেন৷

আর বেশি করে পড়বেন, 'লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা-শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইইং ক্বদীর৷’

এমন কোনো নবী রাসুল নাই যে এই দোয়াটা পড়ে নাই৷ এটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া৷ নিজের প্রয়োজনীয় কিছু চাওয়ার আগে মাস্ট এই দোয়া ২০-৩০ বার পড়ে নিয়েন৷ এর বেশি পড়লে আরো ভালো৷ যত পড়া যায় এই দোয়া৷

বাসে থাকেন, রিক্সায় থাকেন যেখানে খুশি থাকেন ওয়াশরুম ব্যতীত, মনে মনে অই দোয়াটা পড়তে থাকবেন৷

আরাফার দিনের এই কয়েক ঘন্টা কাজে লাগালে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে৷ আজ থেকে, এখন থেকেই দোয়া শুরু করে দেন...।
🤲🏻❤️🤲🏻

(Collected)

🟢জিলহজ্জের প্রথম ১০ দিনের ফজিলত ও করণীয় আমল🔸ফজিলত ও গুরুত্ব:১– এই ১০ দিন বছরের সর্বশ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে অন্যতম।২– এই দ...
27/05/2025

🟢জিলহজ্জের প্রথম ১০ দিনের ফজিলত ও করণীয় আমল

🔸ফজিলত ও গুরুত্ব:
১– এই ১০ দিন বছরের সর্বশ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে অন্যতম।
২– এই দিনে করা নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।
৩–সাহাবিরা জিহাদের চেয়েও এগুলোর ফজিলত বেশি বলে জানতেন (জিহাদে জীবন উৎসর্গ না করলে)।
৪– আল্লাহ কুরআনে এই দিনগুলোর কসম করেছেন – "ওয়াল ফজর, ওয়ালায়ালিন আশর" (সূরা ফজর)।

🔹এই ১০ দিনে যেসব আমল করা উচিত:
▪️ ১· খাঁটি তাওবা করা – গুনাহ মাফ করিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ।
▪️২·ইস্তিগফার করা – বেশি বেশি বলুন:
আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মাগফিরলি।
▪️৩· দোয়া করা – এই দিনগুলোতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বিশেষ করে আরাফার দিন (৯ জিলহজ্জ)।
▪️৪· দুরুদ শরীফ বেশি বেশি পড়ুন –
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ।
▪️৫·নফল রোজা রাখা – বিশেষত ৯ জিলহজ্জের রোজায় ২ বছরের গুনাহ মাফ হয় (এক বছর আগের ও এক বছর পরের)।
▪️৬· পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো পড়া, এবং তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলা।
▪️৭·যিকির, তাসবিহ, তাহলিল, তাকবির বেশি বেশি বলা। যেমনঃ
- সুবহানাল্লাহ
- আলহামদুলিল্লাহ
- লা ইলাহা ইল্লাল্লাহ
- আল্লাহু আকবার
- লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহ
▪️৮· তাকবিরে তাশরিক পাঠ করা (৯-১৩ জিলহজ্জ) –
প্রতিটি ফরয নামাজের পর একবার করে বলুন:
"আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ"
– নারী-পুরুষ সবার জন্য সুন্নত, বাসায় বা মসজিদে, একা বা জামাতে।
▪️৯·সদকা ও দান খয়রাত করা – অসহায়দের পাশে দাঁড়ান।
▪️১০·কুরআন তিলাওয়াত ও অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করুন।
▪️১১· কুরবানি করার নিয়ত থাকলে, জিলহজ্জ মাস শুরু হওয়ার পর থেকে চুল ও নখ না কাটুন (যারা কুরবানি করবেন)।
▪️১২·পরিবার ও সমাজে এই দিনের গুরুত্ব ছড়িয়ে দিন, ইসলামি পোস্ট/তাবলীগ করুন।
▪️১৩·ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নিন, বিশেষ করে গরীবদের খুশি করার চেষ্টা করুন।

🔷এই ১০ দিন আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেয়ার সুযোগ।
আল্লাহর রহমতের বৃষ্টি ঝরবে – আপনি শুধু নিজেকে প্রস্তুত করুন।

(বুধবার সন্ধ্যা থেকে জিলহজ্জ মাস শুরু হবে ইন শা আল্লাহ)..
সবাই আমল করতে পারেন ইন শা আল্লাহ ❤️

©©

ঈদ-উল-আযহা স্পেশাল অফার।TOUCH স্মার্ট ওয়াচ – আপনার ঈদের স্টাইল হোক আরও স্মার্ট।এই ঈদে নিজেকে কিংবা প্রিয়জনকে দিন আধুনিকত...
23/05/2025

ঈদ-উল-আযহা স্পেশাল অফার।
TOUCH স্মার্ট ওয়াচ – আপনার ঈদের স্টাইল হোক আরও স্মার্ট।

এই ঈদে নিজেকে কিংবা প্রিয়জনকে দিন আধুনিকতার সেরা উপহার—TOUCH TSW19 এবং TSW02 স্মার্ট ওয়াচ।
আধুনিক ডিজাইন, প্রিমিয়াম ফিচার, আরামদায়ক ফিট – সবকিছু একসাথে!

TSW19 ও TSW02 এর দারুণ ফিচারসমূহ:
✅ কল ও মেসেজ নোটিফিকেশন
✅ হেলথ ও ফিটনেস ট্র্যাকিং
✅ কালারফুল HD ডিসপ্লে
✅ ওয়াটার রেজিস্ট্যান্ট
✅ লম্বা ব্যাটারি ব্যাকআপ
✅ স্টাইলিশ এবং ইউনিসেক্স ডিজাইন

বিশেষ ঈদ ডিসকাউন্ট চলছে এখন।
স্টক সীমিত, তাই আজই অর্ডার করুন।

অর্ডার করুন: www.touch.com.bd
অথবা www.pickaboo.com

20/05/2025

ঘড়িগুলো অর্ডার করতে নিচের লিংক এ ক্লিক করুন
https://beautylen.com/

19/05/2025

https://www.facebook.com/share/16aj2tGcL5/

Beautylen is your one-stop women’s lifestyle brand offering authentic skincare, stylish gadgets, and accessories. Enjoy cash-on-delivery,7-day replacement warranty, and expert skincare advice. Discover global brands with ease—because you deserve the best!

27/04/2025

Happy Birthday Naira 💖 say Ma-sha-Allah

Address

222/1, Malibagh, Kazi House
Dhaka
1217

Opening Hours

Monday 10:00 - 23:00
Tuesday 10:00 - 23:00
Wednesday 10:00 - 23:00
Thursday 10:00 - 23:00
Friday 10:00 - 23:00
Saturday 10:00 - 23:00
Sunday 10:00 - 23:00

Telephone

+8801971467443

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shimu & Naira’s Lifestory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shimu & Naira’s Lifestory:

Share

Divas Hut

Welcome to divas Hut. Divas Hut is an online clothing store. Divas Hut always think your beauty. So we provide you 100% original, unique, pretty and quality attires. Feel free please visit our page.