04/08/2025
এনারা হলেন জাত কবি। আমি খুব ছোট্ট বেলা থেকেই উনার কবিতা পছন্দ করি। সম্পর্কে আমার ভাইয়া হন।
সেই ১৯৯৫/৯৬ থেকে আমি ভাইয়ার আবৃত্তি মুগ্ধ হয়ে শুনি। মূলত ভাইয়ার আবৃত্তি শুনতে শুনতেই কবিতার প্রতি ভালোলাগা কাজ করে। হ্যাঁ আমি একজন কবিতা প্রেমী। আর এই প্রেম শুরু হয় আমি যখন চতুর্থ শ্রেণীতে পড়ি তখন থেকেই।