Adv Kamrunnahar Liza শিক্ষার্থীদের পক্ষে হাইকোর্টের আইনজীবী

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Adv Kamrunnahar Liza শিক্ষার্থীদের পক্ষে হাইকোর্টের আইনজীবী

Adv Kamrunnahar Liza শিক্ষার্থীদের পক্ষে হাইকোর্টের আইনজীবী Like My new Page
কোটা সংস্কার আন্দোলন সফল হোক।
চেম্বার- আইনজীবী সমিতি ভবন, কক্ষ নং-২০৯, হাইকোর্ট, ঢাকা

ফুলের মতোই পবিত্র
06/10/2025

ফুলের মতোই পবিত্র

শুভ জন্মদিন ভাবি
02/10/2025

শুভ জন্মদিন ভাবি

01/10/2025

নিষিদ্ধ খবর/Banned News #নিষিদ্ধখবর/bannednewsmoment

হাইকোর্টের আইনজীবী হিসেবে বলছি, এভাবে ব্রান্ডিং বা বিজ্ঞাপন হাইকোর্ট, সুপ্রিমকোর্ট নীতিমালা বিরোধী। এখন দেখার অপেক্ষায় আ...
25/09/2025

হাইকোর্টের আইনজীবী হিসেবে বলছি, এভাবে ব্রান্ডিং বা বিজ্ঞাপন হাইকোর্ট, সুপ্রিমকোর্ট নীতিমালা বিরোধী। এখন দেখার অপেক্ষায় আছি, বার এসোসিয়েশন কি সিদ্ধান্ত নেয় বা সুপ্রিমকোর্ট কি আদেশ দেয়?

Me too
20/09/2025

Me too

16/09/2025

শুভ রাত্রি

শুভ জন্মদিন ❤️🌹❤️ আদরের বোন আমার এবার আইফোন ১৬ পেয়ে খুশি তো😀
14/09/2025

শুভ জন্মদিন ❤️🌹❤️ আদরের বোন আমার
এবার আইফোন ১৬ পেয়ে খুশি তো😀

Good night
13/09/2025

Good night

12/09/2025

🫦

ফাঁস হলো নাহিদ, আসিফ, শফিকুল, সারজিস ও রাফির ক্রিপ্টো-দুর্নীতি: বিটকয়েনে পাচার হাজার হাজার কোটি টাকাবিশেষ প্রতিনিধি ঢাক...
12/09/2025

ফাঁস হলো নাহিদ, আসিফ, শফিকুল, সারজিস ও রাফির ক্রিপ্টো-দুর্নীতি: বিটকয়েনে পাচার হাজার হাজার কোটি টাকা

বিশেষ প্রতিনিধি

ঢাকা, যে অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রেখেছিল দেশের আপামর জনতা, তাদের স্বচ্ছতার দাবি আজ প্রশ্নের মুখে। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা কয়েকজন উপদেষ্টা, প্রেস সচিব এবং সমন্বয়কের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অর্জিত হাজার হাজার কোটি টাকা ক্রিপ্টোকারেন্সিতে পাচারের এক নজিরবিহীন অভিযোগ উঠেছে। ‘দ্য এশিয়া পোস্ট নিউজ’ নামে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ফাঁস করা এক প্রতিবেদনে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনটিতে অন্তর্বর্তী সরকারের ভেতরের দুর্নীতির এক অন্ধকার জগতের চিত্র তুলে ধরা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা অত্যন্ত সুরক্ষিত এবং সহজে শনাক্ত করা যায় না এমন ডিজিটাল মুদ্রা, বিটকয়েনের মাধ্যমে তাদের অবৈধ সম্পদ জমা করেছেন। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্তদের বিটকয়েন ওয়ালেটে যে বিপুল পরিমাণ অর্থ রয়েছে তার একটি খতিয়ান নিচে দেওয়া হলো:

শফিকুল আলম (প্রেস সচিব): ৯৩.০৬ বিটিসি, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১২৫০ কোটি টাকা (১০ মিলিয়ন ডলার)।

নাহিদ ইসলাম (সাবেক উপদেষ্টা): ২০৪.৬৫ বিটিসি, যার আনুমানিক মূল্য ২৫০০ কোটি টাকা (১৯ মিলিয়ন ডলার)।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (উপদেষ্টা): ১১৩ বিটিসি, যার মূল্য প্রায় ১৫০০ কোটি টাকা (১২ মিলিয়ন ডলার)।

সারজিস আলম (সমন্বয়ক): প্রায় ১০০০ কোটি টাকা (৭.৭৬ মিলিয়ন ডলার)।

খান তালাত মাহমুদ রাফি (সমন্বয়ক): মাত্র ১১.০৯ বিটিসি, কিন্তু পেছনে রয়েছে এক অবিশ্বাস্য লেনদেন, যার আর্থিক মূল্য দেখানো হয়েছে ১২,০০০ কোটি টাকা! ধারণা করা হচ্ছে, এই অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ পাচারের একটি জটিল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

জাতির সাথে কি বিশ্বাসঘাতকতা
এই অভিযোগটি এমন এক সময়ে সামনে এলো যখন অন্তর্বর্তী সরকার দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ একটি ব্যবস্থা গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল। দেশের মানুষ যখন একটি নতুন ভোরের স্বপ্ন দেখছিল, তখন সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের নামেই এমন ভয়ংকর দুর্নীতির অভিযোগ ওঠায় জনমনে তীব্র হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, পরিবর্তন এবং স্বচ্ছতার নামে যা হচ্ছে, তা কি জাতির সাথে একটি বড় প্রতারণা নয়?

বিশেষজ্ঞরা বলছেন, বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের মূল উদ্দেশ্যই হলো অবৈধ লেনদেন গোপন রাখা। প্রচলিত ব্যাংকিং ব্যবস্থাকে পাশ কাটিয়ে এই ডিজিটাল মুদ্রার মাধ্যমে অর্থ পাচার করা অনেক সহজ এবং এর উৎস খুঁজে বের করা প্রায় অসম্ভব। অভিযুক্তরা যে এই পথ বেছে নিয়েছেন, তা তাদের পরিকল্পিত দুর্নীতির গভীরতার দিকেই ইঙ্গিত করে।

এই প্রতিবেদন প্রকাশের পর এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। অভিযুক্ত ব্যক্তিরাও সম্পূর্ণ নীরবতা পালন করছেন। এই নীরবতা জনমনে সন্দেহ আরও ঘনীভূত করছে। নাগরিক সমাজ এবং রাজনৈতিক বিশ্লেষকরা অবিলম্বে এই অভিযোগের একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। তাদের মতে, যদি এই অভিযোগের বিন্দুমাত্র সত্যতা থাকে, তবে এটি হবে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারি।

জাতির এই ক্রান্তিলগ্নে অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা—অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং দুর্নীতির মূলোৎপাটনে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রক্ষা করা হোক। অন্যথায়, এই সরকারের ওপর মানুষের শেষ বিশ্বাসটুকুও ধূলিসাৎ হয়ে যাবে।

#বিটকয়েন_কেলেঙ্কারি #অন্তর্বর্তী_সরকার #নাহিদ_আসিফ_শফিকুল #হাজার_কোটি_পাচার #ক্রিপ্টো_দুর্নীতি

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv Kamrunnahar Liza শিক্ষার্থীদের পক্ষে হাইকোর্টের আইনজীবী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share